My dear blurt friends,
I am @samadbro08 from Bangladesh
Today is Friday , December 06/2024
Assalamu Alaikum. Ecoer members, hope everyone is well. Today I will review a Bengali drama among you. The name of the play I reviewed is. "You are beyond the wall."
আসসালামু আলাইকুম। Ecoer সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি বাংলা নাটক রিভিউ করবো। আমার রিভিউ করা নাটকের নাম হলো। "দেয়ালের ওপারে তুমি"
🎥"You are beyond the wall."🎥
important information :
Name of the play | You are beyond the wall. |
---|---|
Director | Tawhid Ashraf. |
Acting | Mushfiq and Farhan, Parsa Ivana, Shoaib Monir. |
Length | 42.31 minutes. |
type | love story |
Language | Bengali. |
Release date | 14.02.2019 Eng. |
|নাটকের নাম| দেয়ালের ওপারে তুমি। |
|---|---|
পরিচালক|তৌহিদ আশরাফ।|
অভিনয় |মুশফিক আর ফারহান, পারসা ইভানা, শোয়েব মনির। |
দৈর্ঘ্য | ৪২.৩১ মিনিট। |
ধরন | প্রেম কাহিনী। |
ভাষা |বাংলা। |
মুক্তির তারিখ |১৪.০২.২০১৯ইং।|
Synopsis of the play:
At the beginning of the play we can see that the main hero of the play is named Abir. And the heroine's name is Rokia. The main protagonist is a radio station employee. Usually he runs the radio station at night and keeps people aware through different kinds of talks and plays music and talks and chats with them directly. When he is busy with his radio station. Just then the heroine appears and the heroine comes and has various chats. The heroine gives him various awards. Especially once the heroine brings him various gifts and chats with him for a long time. It goes on like this almost every time.
নাটকের শুরুতে আমরা দেখতে পারি যে নাটকের প্রধান নায়ক এর নাম হয় আবির। এবং নায়িকার নাম হয় রোকিয়া। প্রধান নায়ক হলো একজন রেডিও স্টেশনের কর্মচারী। সাধারণত সে রাতে রেডিও স্টেশন চালায় এবং বিভিন্ন রকমের কথাবাত্রা মাধ্যমে মানুষকে সচেতন রাখে এবং গান শোনায় তাদের সাথে সরাসরি কথা বাত্রা বলে ও আড্ডা দিয়ে থাকে । সে যখন তার এই রেডিও স্টেশনে কর্মব্যস্ত থাকে। ঠিক সেইসময় নায়িকা উপস্থিত হয় এবং নায়িকার এসে বিভিন্ন রকমের আড্ডা দেয়। নায়িকা তাকে বিভিন্ন ধরনের পুরস্কার দেয়। বিশেষ করে একবার নায়িকা তার জন্য বিভিন্ন ধরনের উপহারসহ নিয়ে আসে এবং তার সাথে অনেকক্ষণ আড্ডা দেয়। এভাবে প্রায় প্রতি নিয়ত চলতে থাকে।
But suddenly the heroine gets a call. That his father is ill so he should reach home as soon as possible. And after receiving this call to see her father, the heroine goes to the village and in the village she sees her father and spends a long time there. And he has no contact with the central hero. As a result the hero becomes distracted. He gets worried about where and how it comes.
তবে হঠাৎ করে নায়িকার কাছে কল আসে। যে তার বাবা অসুস্থ তাই যত শীঘ্রই সম্ভব সে যেন বাসায় পৌছায়। এবং তার বাবাকে দেখে এই ফোন পাওয়ার পর নায়িকা চলে যায় গ্রামে এবং গ্রামে গিয়ে সে তার বাবাকে দেখে এবং সেখানে অনেকদিন যাবত কেটে যায়। আর এর মধ্য নায়কের সাথে তার কোনো যোগাযোগ হয় না। যার ফলে নায়ক ব্যতিব্যস্ত হয়ে পড়ে। সে কোথায় এবং কিভাবে আসে এই সব নিয়ে চিন্তিত হয়ে পড়ে।
But after going like this for a long time, suddenly one day the heroine appeared in front of the hero. And making his statement and he says that he was in the village because of his father's illness. She also tells him that her marriage is over. He is no longer hers. Nayak is very angry after hearing this. And he says to her how can you marry other person than me. And Nayak Aro Bay he should leave her and marry me. After hearing this, a dispute arose between them. And at one point the heroine leaves the hero and leaves. And this is how two years passed in the drama.
তবে এভাবে অনেকদিন যাবার পর হঠাৎ করে একদিন নায়িকা নায়কের সামনে হাজির হয়। এবং তার বক্তব্য তুলে ধরা এবং সে বলে যে সে গ্রামে ছিল তার বাবার অসুস্থতার জন্য। তার সাথে সে আরো বলে যে তার বিবাহ হয়ে গেছে। সে এখন আর তার নেই। একথা শুনে নয়ক ভীষণ রাগ দেখায়। এবং সে তাকে বলে তুমি আমাকে ছাড়া অন্য মানুষকে কিভাবে বিয়ে করতে পারলে। এবং নায়ক আরো বে সে যেন তাকে বাদ দিয়ে আমাকে বিয়ে করে। এি কথা সোনার পর তাদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়। এবং এক পর্যায়ে নায়িকা নায়ক কে ছেড়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই নাটকে দুবছর পার হয়ে যায়।
After two years passed, one day suddenly a new person formed a good relationship with the hero. And started staying at Nayak's house. And with him his good sake rises. The hero does everything to help that guy and his behavior is pretty good.
এরপর দুই বছর পার হওয়ার পর একদিন হঠাৎ করে নায়কের সাথে নতুন একটি মানুষের ভাল সম্পর্ক তৈরী হয়। এবং নায়কের বাসায় এসে থাকতে শুরু করে। এবং তার সাথে তার ভালো খাতির জমিয়ে উঠে। নায়ক সকল বিষয় সেই লোকটিকে সাহায্য সহযোগিতা করতে এবং তার ব্যবহার আচার ও বেশ ভালো হয়।
But once suddenly the wife of that man from the village comes to his house. Just as the protagonist is about to enter the office, the man knocks on the door. Brother I am leaving home and going to office will you go out with me. After saying this, he opened the door and saw his old heroine. Then he realizes that this is the man's wife. Seeing him, that Archarya. and stares at him with shocked eyes and at one point the hero's eyes begin to water. Then he left without saying anything.
তবে একবার হঠাৎ করে গ্রাম থেকে ঐ লোকটির বউ তার বাসায় আসে। যখন নায়ক অফিসে যাবে ঠিক তখন লোকটি দরজায় নক দেয়। যে ভাই আমি বাসা ছেড়ে অফিসে যাচ্ছি আপনি কি আমার সাথে বের হবেন। এই কথা বলার পর দরজা খুলতে দেখে দেখে তার সেই পুরনো নায়িকা। তখন সে বুঝতে পারে যে এই হল সেই লোকের স্ত্রী। তাকে দেখে সেই আরচার্য হয়। এবং হতবাক চোখে তার দিকে তাকিয়ে থাকে এবং একপর্যায়ে নায়কের চোখ দিয়ে পানি ঝরতে থাকে। তখন সে কিছু না বলে সেখান থেকে চলে যায়।
After leaving there he went to his room. And going there he started to remember his old memories. There was no relationship with him. All those memories are of a broken relationship and another's wife. After thinking about this he became intoxicated. Then he started taking different types of drugs.
সেখান থেকে চলে যাওয়ার পর সে তার রুমে যাই। এবং সেখানে গিয়ে সে তার পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। কত সম্পর্ক নাই ছিল তার সাথে। সেই সব স্মৃতি সম্পর্ক ছিন্ন করে আছে আর অন্যের একজন স্ত্রী। এ কথা ভাবার পর সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। তখন সে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য প্রাণ করতে থাকে।
After seeing these, he decided at one stage. He will no longer live. Because if he is not the one for whom he hopes so much, what else will he do while alive. And so he started taking everything intoxicating to death. And he made a documentary about all his organs being donated after his death. Saying this he eventually died. We then see the heroine sitting next to him and crying. And said this is your condition for me. And thus the drama ends with the death of the hero.
এইসব দেখার পর এক পর্যায়ে সিদ্ধান্ত নেয়। সে আর বেঁচে থাকবে না। কারণ যার জন্যে তার এতো আশা ভরসা সে যদি তা না হয় বেঁচে থেকে আর কি করবে সে। আর তাই সে মৃত্যুর জন্য নেশাজাতীয় সকল কিছু নিতে থাকে। এবং সে একটা ডকুমেন্টারি তৈরি করে তার মৃত্যুর পরে তার দেহের সমস্ত অর্গান যেন ডোনেট করা হয়। এই বলে সে একপর্যায়ে মৃত্যুবরণ করেন। এরপর আমরা দেখতে পারি নায়িকা তার পাশে এসে বসে কাঁদতে থাকে। আর বলতে থাকে আমার জন্য তোমার এই অবস্থা। আর এভাবেই নায়ক এর মৃত্যুর মাধ্যমে নাটকটির পরিসমাপ্তি ঘটে।
Personal opinion:
As per my personal opinion. The drama is based entirely on a love story. The story of the play is very well presented. People can do it through love. It can ultimately result in death. This is how true love actually happens in people's lives. That subject is well presented through drama.
আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী। নাটকটি পুরো একটি প্রেম কাহিনীর উপর রচিত হয়েছে। নাটকের কাহিনী গুলো বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। মানুষ প্রেমের মাধ্যমে কিনা করতে পারে। য়ার শেষ পর্যন্ত পরিণতি মৃত্যু হতে পারে। প্রকৃত প্রেম মানুষের জীবনে আসলে এমনই হয়। সে বিষয়টি নাটকের মাধ্যমে ভালো ভাবে উপস্থাপন করা হয়েছে।
Lessons from the play
There is no lesson in the play. But it can be a sign for current young boys or men in love. But it is not right to do it in practice. In my opinion the play has no lesson. As the play fictionally depicts the fact that people can give their lives for love. But it is not right to do it. One thing is that if you have something on your forehead, you will definitely get it. Keep this in mind and move forward. And it has to be accepted. But in general the presentation of the play was quite good.
নাটকটির তেমন কোন শিক্ষা নেই। তবে বর্তমান ইয়াং ছেলেদের বা প্রেমিক পুরুষের জন্য এটা একটা নিদর্শন হতে পারে। তবে এটি বাস্তবে করা ঠিক নয়। আমার মতে নাটকটির তেমন কোন শিক্ষা নেই। যেহেতু নাটকটি পুরো কাল্পনিকভাবে মানুষদের ভালোবাসার জন্য জীবন দিতে পারে বিষয়টি তুলে ধরেছে। তবে এটা করা ঠিক নয়। একটি বিষয় হচ্ছে যদি আপনার কপালে থাকে কোন বিষয় তাহলে সেটি অবশ্যই আপনি পাবেন। এই বিষয়টি আপনার মাথায় রেখে সামনে এগুতে হবে। এবং এটি মেনে নিতে হবে। তবে মোটামুটি ভাবে নাটকটির উপস্থাপনা বেশ ভালো ছিল।
My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.
আমার নাম মোঃ আব্দুস সামাদ। আমি একজন বাংলাদেশী। আমার জেলার নাম মেহেরপুর ও থানা গাংনী। ইউনিয়ন ষোল টাকা। আমার গ্রামের নাম জুগিরগোফা। বর্তমানে আমার পরিবারে চারজন। বিশেষ করে আমরা বাবা-মায়ের দুই ভাই। আমি পরিবারের বড় ছেলে। আমার শিক্ষাগত যোগ্যতা হল আমি বাংলা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। আমার কলেজের নাম গাংনী সরকারি কলেজ।
** Your post has been upvoted (30.98 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan