My dear blurt friends,
I am @samadbro08 from Bangladesh
Today is Saturday , December 07/2024
Assalamu Alaikum. Ecoer members, hope you all are well. Today I am going to write to you about the significance of mache bhate bengali (fish farming project) hope you will find my blog very interesting and understandable.
আসসালামু আলাইকুম। Ecoer সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।আজকে আমি আপনাদের মাঝে মাছে ভাতে বাঙালি এর তাৎপর্য (মাছ চাষ প্রকল্প) সম্পর্কে লিখবো আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটি অনেক সুদর্শন এবং বোধগম্য হবে।
The first task for fish farming is to select environmentally friendly ponds for cultivable fish. Various aspects of fish growth depend on the selection of this pond. So the selection of the pond is the first thing to look at. Keeping the selection of the pond in mind I have selected this eco-friendly pond for fish although this pond is for our own fish farming. I have started the cultivation of foreign species of pangas fish in our pond. Although the pond is well prepared with dams added around it and the pond has adequate water supply. All this is a big project of my fish farming.
মাছ চাষের জন্য সর্ব প্রথম কাজ হলো চাষযোগ্য মাছের জন্য পরিবেশ বান্ধব পুকুর নির্বাচন করা। এই পুকুর নির্বাচনের ওপর মাছের বাড়ন্ত বা বড় হওয়ার বিভিন্ন দিক নির্ভর করে। তাই পুকুর নির্বাচনের বিষয়টি সর্বপ্রথম দেখতে হয়।পুকুর নির্বাচনের বিষয়টি মাথায় রেখে আমি মাছের জন্য এই পরিবেশবান্ধব পুকুরটি নির্বাচন করেছি যদিও এই পুকুরটি আমাদের নিজেদের মাছ চাষের জন্য। আমি আমাদের এই পুকুরে বিদেশি জাতের পাঙ্গাশ জাতীয় মাছের চাষ শুরু করেছি। যদিও পুকুরটি সুন্দর ভাবে প্রস্তুত করা হয়েছে চারিপাশে বাধ যুক্ত করা হয়েছে এবং পুকুরের পানি যথাযথ পর্যাপ্ত পরিমান রয়েছে। এই সবকিছু নিয়ে আমার মাছ চাষের বড় একটি ধরনের প্রকল্প ।
Another important task for fish farming is to ensure proper food supply to the fish. Because the fish's weight gain depends on its diet. As the fish consume food, their structure becomes larger. So food should be kept in mind. I have ensured food in my fish farming project. I supply a factory made floating and sinking food for these pangasius fish. However, I have a few employees who regularly feed my pond. I have given them salary. They are responsible for a few ponds all over me. They feed themselves in the pond.
মাছ চাষের জন্য উল্লেখযোগ্য আরেকটি কাজ হলো মাছের যথাযথ খাদ্য সরবরাহ নিশ্চিত করা। কারণ মাছের খাদ্যের উপর তার ওজন বাড়ানোর বিষয় নির্ভর করে। মাছ খাদ্য গ্রহণের সাথে সাথে তাদের গঠন আকৃতি বড় হতে থাকে। তাই খাবারের বিষয়টি মাথায় রাখতে হবে।আমি আমার মাছ চাষের প্রকল্পের মধ্যে খাবারের বিষয়টি নিশ্চিত করেছি। আমি একটি ফ্যাক্টরি থেকে উৎপাদিত ভাসমান এবং ডোবা জাতীয় খাবার এই পাঙ্গাশ জাতীয় মাছের জন্য সরবরাহ করি। তথাপি আমার কয়েকজন কর্মচারী রয়েছে যারা প্রতিনিয়ত আমার এই পুকুরের খাবার সরবরাহ করে থাকে। তাদেরকে আমি বেতনভাতা দিয়ে রেখেছি। তারা আমার সর্বত্র কয়েকটি পুকুরের দায়-দায়িত্বে নিয়োজিত আছে। তারা নিজেরাই পুকুরে খাদ্য সরবরাহ করে থাকে।
You have to pay attention to the issue of food intake of fish because there are many types of small and big fish in this pond for this category of fish. They do not get a chance to eat together. However, stratified feeding is provided as large-small gatherings may interfere with food intake. We keep an eye on the matter immediately after consuming the food. I have taken various policies and procedures from my upazila fisheries officer to guide my fish farming project. From there I got trained and started this project. Although I have many species of fish in this pond, I put more emphasis on pangas. I follow the proper rules of applying food, medicine etc. as per the instructions of the Upazila Fisheries Officer.
মাছের খাদ্য গ্রহণের বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হয় কেননা এই শ্রেণীর মাছের জন্য ছোট-বড় অনেক ধরনের মাছ এই পুকুরে আছে।তারা সম্মিলিতভাবে খাদ্য গ্রহণের সুযোগ পায় না। তথাপি স্তর ভিত্তিক খাদ্য সরবরাহ করা হয়ে থাকে কারণ বড়-ছোট মিলে খাবার গ্রহণের বিঘ্নিত হতে পারে। খাদ্য গ্রহণের পরপরই আমরা বিষয়টির উপর দৃষ্টি রাখি।আমার এই মাছ চাষ প্রকল্পের নির্দেশনার জন্য আমি আমার উপজেলার মৎস্য অফিসার কর্তৃক বিভিন্ন নীতিমালা ও কার্যপ্রণালী নিয়েছি। সেখান থেকে আমি ট্রেনিংপ্রাপ্ত হয়ে এই প্রকল্প শুরু করেছি। যদিও আমার এই পুকুরে অনেক প্রজাতির মাছ আছে তথাপি আমি পাঙ্গাস জাতীয় মাছের ওপর বেশি জোর দিয়েছি। উপজেলার মৎস্য কর্মকর্তার নির্দেশ অনুযায়ী খাবার, ওষুধ ইত্যাদি প্রয়োগ করার যথাযথ বিধি-নিষেধ আমি পালন করে থাকি।
The last stage is proper monitoring of fish farming. Although I have done this fish farming project with a large amount of funding. I have decided this big project so after making this fish suitable for proper sale I hope to earn huge amount of money by selling it in the market. With which I can be self-sufficient and supply fish for the country to people at all levels. This fish farming is very important to the people of Bengal. So where is "Mache Bhate Bengali" Bengalis live forever on fish and rice. Bengalis have been well-known for fish since ancient times. The attraction of Bengalis towards fish is very noticeable. So I wanted to be self-sufficient in fish farming. Because almost most of the people of this country live on fish. Fish can be found in canals, lakes, ponds, rivers and streams. I have taken up this project based on the demand of fish farming. I shared with you this fish farming project of mine. Hope you like it a lot. Thank you, stay well, stay healthy, see you again in one of the blogs.
সর্বশেষ পর্যায় এর মধ্যে হলো মাছ চাষের যথাযথ পর্যবেক্ষণ করা। যদিও আমার এই মাছ চাষ প্রকল্পটি একটি বড় অঙ্কের অর্থায়নের মাধ্যমে করেছি। আমি এই বড় ধরনের প্রকল্প নির্ধারণ করেছি তাই এই মাছের যথাযথ বিক্রয় উপযোগী করে তোলার পর আমি বাজারে বিক্রয় করে এর বিপুল পরিমাণ অর্থ ইনকাম করার আশা করছি। যা দিয়ে আমি নিজে স্বাবলম্বী এবং দেশের জন্য মাছের সরবরাহ সর্বস্তরে মানুষের কাছে সরবরাহ দিতে পারি। বাংলার জনগনের কাছে এই মাছ চাষ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই কোথায় আছে "মাছে ভাতে বাঙালি" বাঙালিরা চিরদিনই মাছে-ভাতে বেঁচে থাকে। বাঙালিরা আদিকাল থেকেই অধিক সুপরিচিত ছিল মাছের প্রতি। মাছের প্রতি বাঙ্গালীদের আকর্ষণ খুবই লক্ষ্য করা যায়। তাই মাছ চাষের আওতায় আমি স্বাবলম্বী হতে চেয়েছি। কারণ মাছের উপর জীবিকা নির্বাহ করে এ দেশের প্রায় অধিকাংশ মানুষই।খালে, বিলে, পুকুর,নদী-নালা ইত্যাদি জায়গায় মাছ পাওয়া যায়। মাছ চাষের চাহিদার উপর ভিত্তি করে আমি এই প্রকল্পটির হাতে নিয়েছি। আমি আপনাদের মাঝে আমার এই মাছ চাষের প্রকল্পটি শেয়ার করলাম। আশাকরি আপনাদের অনেক ভাল লেগেছে। ধন্যবাদ, ভাল থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোন একটি ব্লগে দেখা হবে আপনাদের সাথে।
My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.
আমার নাম মোঃ আব্দুস সামাদ। আমি একজন বাংলাদেশী। আমার জেলার নাম মেহেরপুর ও থানা গাংনী। ইউনিয়ন ষোল টাকা। আমার গ্রামের নাম জুগিরগোফা। বর্তমানে আমার পরিবারে চারজন। বিশেষ করে আমরা বাবা-মায়ের দুই ভাই। আমি পরিবারের বড় ছেলে। আমার শিক্ষাগত যোগ্যতা হল আমি বাংলা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। আমার কলেজের নাম গাংনী সরকারি কলেজ।
The fish are eating very nicely. The fish look very beautiful.
** Your post has been upvoted (14.85 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan