Bollywood movie review Bajrangi Bhaijaan.

in blurt-1787181 •  6 days ago 

Hello!!
My dear blurt friends,
I am @samadbro08 from Bangladesh
Today is Monday , December 16/2024


আজ আমি বজরঙ্গি ভাইজান নামে একটি বলিউড সিনেমা নিয়ে আমার ভাবনা নিয়ে কথা বলতে যাচ্ছি। ছবিটি আমার ভালো লেগেছে কারণ এটি একটি কমেডি-ড্রামা ফিল্ম। তা ছাড়া সিনেমার মাধ্যমে দারুণ সামাজিক বার্তা দিয়েছেন তিনি। আর এই এসএমএসটি ভারত ও পাকিস্তানের সাধারণ মানুষের জন্য। সালমান খানের আমার দেখা সেরা শেরা মুভি এটি। সবকিছু দারুন ভাবে সাজানো হয়েছে। তাই সেই ভালো লাগা থেকে আজ আবার এখানে মুভিটি রিভিউ করছি।

Today I am going to talk about my thoughts about a Bollywood movie called Bajrangi Bhaijaan. I like the movie because it is a comedy-drama film. Apart from that, he gave a great social message through the movie. And this SMS is for the common people of India and Pakistan. This is the best Shera movie of Salman Khan I have ever seen. Everything is arranged in a great way. So today I am reviewing the movie here again from that good feeling.

d2263e1eb186ade56d45dc0517ce5f96.gif

source

বজরঙ্গি ভাইজান (2015)- বলিউড সিনেমা
সিনেমার পরিচালক কবির খান
আসল অভিনেতা: সালমান খান, হারশালি মালহোত্রা।
IMDb রেটিং - 8/10
আমার রেটিং – 9/10

Bajrangi Bhaijaan (2015)- Bollywood movie
Movie Director : Kabir Khan
Original actor : Salman Khan ,Harshaali Malhotra.
IMDb Rating - 8/10
My Rating – 9/10

bajrangi-bhaijaan-cute-little-girl-01480.jpg

source


Full Review Original story:

ছবিতে প্রথমে একটি ছোট পাকিস্তানি বোবা বাচ্চা মেয়েকে দেখা যাচ্ছে। যার নাম শাহিদা। সে কথা বলতে পারে না। খেলা খেলতে গিয়ে তিনি উঁচু জায়গা থেকে বড় খাদে পড়ে যান। যেহেতু তিনি কথা বলতে পারেন না, তাই তিনি পড়ে গিয়ে কাউকে ডাকতে পারেন না। সন্ধ্যা হয়ে গেছে। একপর্যায়ে সে তার পরিবারকে খুঁজে পায়। এরপর শিশুটিকে দিল্লির একটি মাজারে নিয়ে যেতে হয় পরিবারের প্রধান হিসেবে কথা বলার জন্য। কিন্তু দিল্লি ভারতের অংশ। সহিদের বাবা তাকে যেতে নিষেধ করেন। তাছাড়া ওরা পাকিস্তানের, আর সেই জায়গাটা ভারতের মাঝখানে। আর দুই দেশের সম্পর্কও তেমন ভালো নয়। কিন্তু এক পর্যায়ে শিশুটির মা তাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। আর মা মাজার জিয়ারত করতে সন্তানকে নিয়ে দিল্লি যান। শিশু এবং মা মাজারটি ভালভাবে পরিদর্শন করে এবং তারপর তারা ট্রেনে বাড়ি ফিরে আসে। ফেরার পথে ট্রেন এক জায়গায় থামে অল্প বিরতি নিতে। ঠিক তখনই বাচ্চাটি ট্রেনের জানালা থেকে একটি খরগোশ দেখতে পেল। আর এই খরগোশগুলো ধরতে ট্রেন থেকে নেমে পড়ুন। এবং ঠিক এই সময়ে ট্রেন ছেড়ে যায় এবং শিশুর মা এটি লক্ষ্য করেন না। যার জন্য সে ট্রেন ছেড়ে দেয় এবং হেরে যাওয়া থেকে বেঁচে যায়। তার মা তাকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি। এদিকে, বেঁচে থাকারা বোবা হয়ে কথা বলতে পারে না।

The picture first shows a small Pakistani dumb baby girl. Whose name is Shahida. She can't talk. While playing the game, he fell into a big ditch from a high place. Since he can't speak, he can't fall and call anyone. It is evening. At one stage he finds his family. Then the child has to be taken to a shrine in Delhi to take a vow to speak as the head of the family. But Delhi is part of India. Sahid's father forbade him to go. Besides, they are from Pakistan, and that place is in the middle of India. And the relationship between the two countries is not so good. But at one point the child's mother decided to take him. And the mother goes to Delhi with the child to visit the shrine. The child and mother visit the shrine well and then they return home by train. On the way back the train stops at one place to take a short break. Just then the baby saw a rabbit from the train window. And get off the train to catch these rabbits. And just at this time the train leaves and the baby mother does not notice this. For which he leaves the train and survives being lost. His mother searches for him a lot but still can't find him. Meanwhile, the survivors cannot speak as dumb.

d2263e1eb186ade56d45dc0517ce5f96.gif

source

এক সময় শিশুটির সঙ্গে দেখা হয় নায়ক সালমান খানের। তিনি তাকে তার বাড়িতে নিয়ে আসেন। শিশুটির কাছ থেকে নায়ক সালমান খানের নাম জানতে চান। কিন্তু সে বলতে পারে না। এক পর্যায়ে, নায়ক বুঝতে পারে যে শিশুটি বোবা কথা বলতে পারে না। কিন্তু তা কোনোভাবেই সম্ভব নয়। তারপরে তিনি ভারতের সমস্ত স্থানের নামকরণের উপায় খুঁজে পান এবং স্থানের নাম অনুসারে তাকে হাত তুলতে বলেন। নায়ক অ্যারের প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। একপর্যায়ে শিশুটিকে নিয়ে সবাই একসঙ্গে ভারত-পাকিস্তান ক্রিকেট দেখতে শুরু করেন। এ সময় শিশুটি পাকিস্তানের খেলা দেখে করতালি দেয়। সালমান খান পাকিস্তানের নাম বললেই হাত তুললেন শিশুটি। যার মাধ্যমে নায়ক বুঝতে পারে। তার বাড়ি পাকিস্তানে।

At one time the child was met by the hero Salman Khan. He brought him to his house. Ask the hero Salman Khan to know his name from the child. But he can't say. At one stage, the protagonist realizes that the child cannot speak dumbly. But it is not possible in any way. He then finds a way to name all the places in India and asks him to raise his hand according to the place name. Attempts by Nayak Array also failed. At one stage, everyone started watching India and Pakistan cricket together with the child. At that time the child applauded after watching the Pakistan game. When Salman Khan mentioned the name of Pakistan, the child raised his hand. Through which the protagonist can understand. His home is in Pakistan.

source

এবার সে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করে। তিনি তার পরিবারের কাছে পাকিস্তানি ভিসা দেওয়ার আইনগত ব্যবস্থা করতে চেয়েছিলেন কিন্তু এই প্রচেষ্টা ব্যর্থ হয়। আর তাই সে তাকে অন্যভাবে পাকিস্তানে তার পরিবারের কাছে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে। এ জন্য তিনি ভারতের সীমানা পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেন। কিন্তু নায়ক পাকিস্তানে প্রবেশের পরই তার সামনে এসে দাঁড়ায় মহা বিপদ। কারণ পাকিস্তানে প্রবেশের পর পাকিস্তানি পুলিশ তাকে সতর্ক করেছিল যে সে একজন সন্ত্রাসী। এবার তাকে সাহায্য করলেন পাকিস্তানি মিডিয়ার এক ব্যক্তি।

This time she tries to get the baby back to her family. He wanted to legally arrange for a Pakistani visa to be passed on to his family but this attempt failed. And so he tries to take her back to her family in Pakistan in another way. For this he crossed the border of India and entered Pakistan.But soon after the hero entered Pakistan, great danger came in front of him. Because after entering Pakistan, the Pakistani police warned him that he was a terrorist. This time a man from the Pakistani media helped him.


source

পাকিস্তানি মিডিয়ার কাছ থেকে সবকিছু শোনার পর শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন দুজনে। কিন্তু নায়ক পাকিস্তানি পুলিশকে সন্ত্রাসী ঘোষণা করার পর তাদের কাজ আরও কঠিন হয়ে পড়ে। তারপরও তারা শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়। কিন্তু এরই মধ্যে পাকিস্তানি পুলিশ নায়ককে সন্ত্রাসী হিসেবে জেলে পাঠায়।

After hearing everything from the Pakistani media, the two tried to get the baby back to his family. But after Nayak declared the Pakistani police terrorists, their task became more difficult. Even then they return the child to his family. But in the meantime, the Pakistani police jailed Nayak as a terrorist.

source

পাকিস্তানি সাংবাদিক নায়কের সাথে, তিনি মেয়েদের তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার সমস্ত বিষয় তুলে ধরেন। সন্ত্রাসী হিসেবে নায়েককে পুলিশ জেলে দিলে ভিডিওটি ইন্টারনেটে প্রকাশ করা হয়। সবাই এ দৃশ্য দেখে এবং এক পর্যায়ে পুলিশ তাকে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করে

With the Pakistani journalist hero, he captures all the issues of returning the girls to their families. When Naik was jailed by the police for being a terrorist, the video was released on the internet. Everyone saw this scene and at one point the police freed him from the terrorists.

MY PERSONAL OPINION ABOUT THIS MOVIE


এই ছবিটি মূলত দুই রাজ্যের মধ্যে বন্ধুত্বের একটি সামাজিক বার্তা। ছবি দুটি রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বের একটি বড় বার্তা। বিশেষ করে ভারত একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ। আর পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এই দুই দেশের মধ্যে জাতিগত বিভাজন রয়েছে। তারা সবসময় একে অপরের সাথে তর্ক করে। যদিও তারা বিশেষ করে তাদের সীমান্ত কাশ্মীর নিয়ে বিভক্ত, তারা এই ছবির মাধ্যমে একটি বিশাল এসএমএস পাঠিয়েছে। কারণ ছবিতে দেখা যাচ্ছে পাকিস্তান থেকে একটি ছোট শিশু ভারতে এসে হারিয়ে যাচ্ছে। আর একজন ভারতীয় ব্যক্তি শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে এই কাজটি এত সহজ নয়। কারণ ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো নয়। এবং তাই তিনি আইনি বয়সে তার পরিবারকে এটি ফেরত দিতে পারবেন না। তাই সে তাকে অন্যভাবে তার পরিবারের কাছে নিয়ে যায়। যার দ্বারা আমি বোঝাতে চাই যে মানুষের মধ্যে বৈষম্য না করাই ভালো। সে হিন্দু হোক বা মুসলমান। এই ছবির মাধ্যমটি একটি বড় এসএমএস দিয়েছে একজন মানুষকে বিপদে পড়লে, জাতপাত ও বিদ্বেষ ভুলে কীভাবে সাহায্য করা যায়। আর তাই আমার দেখা সেরা সিনেমা এটি।

This picture is basically a social message for a friendship between two states. The picture is a big message of friendship between the two states India and Pakistan. India in particular is a Hindu-majority country. And Pakistan is a Muslim-majority country. There is a racial divide between these two countries. They are always arguing with each other. Even though they are divided especially over their border Kashmir, they have sent a huge SMS through this picture. Because the picture shows a small child from Pakistan coming to India and getting lost. And an Indian man tries to get the child back to his family. However, this task is not so easy. Because Pakistan's relations with India are not good. And so he can't give it back to his family at legal age. So he takes her to his family in another way. By which I mean that it is better not to discriminate between people. Whether he is a Hindu or a Muslim. The medium of this film has given a big SMS about how to help a person when he is in danger, forgetting caste and hatred. And so this is the best movie I have ever seen.

My YouTube


Picture of myself


My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.
আমার নাম মোঃ আব্দুস সামাদ। আমি একজন বাংলাদেশী। আমার জেলার নাম মেহেরপুর ও থানা গাংনী। ইউনিয়ন ষোল টাকা। আমার গ্রামের নাম জুগিরগোফা। বর্তমানে আমার পরিবারে চারজন। বিশেষ করে আমরা বাবা-মায়ের দুই ভাই। আমি পরিবারের বড় ছেলে। আমার শিক্ষাগত যোগ্যতা হল আমি বাংলা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। আমার কলেজের নাম গাংনী সরকারি কলেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  5 days ago  ·  


** Your post has been upvoted (28.69 %) **