My dear blurt friends,
I am @samadbro08 from Bangladesh
Today is Wednesday , December 04/2024
Assalamu Alaikum. ECOER members, hope everyone is well. Today I will review an animated short film among you. The name of my reviewed animated short film is "Dji. Death Sails".
আসসালামু আলাইকুম। Ecoer সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি অ্যানিমেটেড শর্ট ফিল্ম রিভিউ করবো। আমার রিভিউ করা অ্যানিমেটেড শর্ট ফিল্ম নাম হলো "Dji. Death Sails"।
🎥"Dji. Death Sails"🎥
Important Information:
Film Name | Dji. Death fails. |
---|---|
Director | Dmitri voloshin. |
Length | 5 minutes. |
Release Date | January 5, 25th. |
|ফিল্ম নাম| Dji. Death Fails। |
|---|---|
পরিচালক | Dmitri Voloshin। |
দৈর্ঘ্য | ৪ মিনিট। |
মুক্তির তারিখ |১৩ জানুয়ারী, ২০১৫ইং।|
Animated Short Film Synopsis:
In the beginning it is seen that a man is lying in the middle of the sea over a broken boat. It was then that a petty came out. And raises his hand and goes to pick him up. The man then became unconscious when he saw Patma.In the beginning it is seen that a man is lying in the middle of the sea over a broken boat. It was then that a petty came out. And raises his hand and goes to pick him up. The man then became unconscious when he saw Patma.
শুরুতে দেখা যায় যে একজন লোক একটা ভাঙ্গা বোটের ওপরে সমুদ্রের মাঝখানে শুয়ে আছে। ঠিক তখনই একটা পেতাত্মা চলে আসে। এবং হাত বাড়িয়ে তাকে তুলতে যায়। লোকটি তখন পেতাত্মাকে দেখে বেহুশ হয়ে যায়।শুরুতে দেখা যায় যে একজন লোক একটা ভাঙ্গা বোটের ওপরে সমুদ্রের মাঝখানে শুয়ে আছে। ঠিক তখনই একটা পেতাত্মা চলে আসে। এবং হাত বাড়িয়ে তাকে তুলতে যায়। লোকটি তখন পেতাত্মাকে দেখে বেহুশ হয়ে যায়।
Then Petatma stands there and then does one thing to see how long the man will live and look at it.Then Petatma stands there and then does one thing to see how long the man will live and look at it.
এরপর পেতাত্মা টি সেখানে দাঁড়ায় এবং তারপর সে লোকটি আর কতক্ষণ বাঁচবে সেটা দেখার জন্য একটা জিনিস বার করে এবং সেদিকে তাকিয়ে দেখে।এরপর পেতাত্মা টি সেখানে দাঁড়ায় এবং তারপর সে লোকটি আর কতক্ষণ বাঁচবে সেটা দেখার জন্য একটা জিনিস বার করে এবং সেদিকে তাকিয়ে দেখে।
Then the matter of how that person will die comes into the imaginary world. And then saw that he had a few moments left to die. Then he waits for her there. And sits on a box.
এরপর সেই লোকটি কিভাবে মৃত্যুবরণ করবে সেই বিষয়টি কাল্পনিক জগতে গিয়ে দেখে আসে। এবং তারপর দেখে তার মৃত্যুর কিছুক্ষণ সময় বাকি আছে। তখন সে সেখানেই তার জন্য আপেক্ষা করে। এবং একটা বক্সের উপর বসে থাকে ।
It is then seen that Petatana opens the box and finds many gold coins inside the box and then Petatana takes them one by one and scatters them into the water.It is then seen that Petatana opens the box and finds many gold coins inside the box and then Petatana takes them one by one and scatters them into the water.
এরপর দেখা যায় যে পেতাত্নাটি বক্সটি খোলে এবং দেখে বক্সের ভিতরে অনেক স্বর্ণ মুদ্রা এবং তারপর সে পেতাত্নাটি সেগুলো নিয়ে একটি একটি করে পানির মধ্যে ছড়াতে থাকে।এরপর দেখা যায় যে পেতাত্নাটি বক্সটি খোলে এবং দেখে বক্সের ভিতরে অনেক স্বর্ণ মুদ্রা এবং তারপর সে পেতাত্নাটি সেগুলো নিয়ে একটি একটি করে পানির মধ্যে ছড়াতে থাকে।
Petatma T when the gold coins were splashing in the water one by one. Just then he could see a fish in the water. And just then he made a fishing net. And he threw it into the water.Petatma T when the gold coins were splashing in the water one by one. Just then he could see a fish in the water. And just then he made a fishing net. And he threw it into the water.
পেতাত্মা টি যখন স্বর্ণমুদ্রাগুলো একটি একটি করে পানিতে ছড়াচ্ছিল। ঠিক তখনই সে পানির মধ্যে একটি মাছ দেখতে পারে। এবং ঠিক তখনই সে মাছ ধরার জন্য একটা বড়শি তৈরি করে। এবং সেটি সে পানির মধ্যে ফেলে।পেতাত্মা টি যখন স্বর্ণমুদ্রাগুলো একটি একটি করে পানিতে ছড়াচ্ছিল। ঠিক তখনই সে পানির মধ্যে একটি মাছ দেখতে পারে। এবং ঠিক তখনই সে মাছ ধরার জন্য একটা বড়শি তৈরি করে। এবং সেটি সে পানির মধ্যে ফেলে।
After throwing the rod into the water, the fish gets caught in the rod and then he pulls the fish hard. Then the Petatna also grabbed and pulled it hard. And at one point the fish started pulling hard. Then Petatna took it and started running on the water. And at one time the chari of the boat began to turn.
বড়শিটি পানির মধ্যে ফেলার পর সে মাছটি সেই বড়শিতে জড়িয়ে যায় এবং তারপর সে মাছটি জোরে টান করতে থাকে । তখন পেতাত্নাটি ও ধরে জোরে জোরে টানতে থাকে। এবং এক সময় মাছটি জোরে টান শুরু করে। তখন পেতাত্না টি ও সেটি ধরে পানির উপরে দোড়াতে থাকে। এবং এক সময় বোটের চারি ধারে ঘুরতে থাকে।
However, it is seen that he put the stick in his hand to catch the fish with the boat and he tries to stop the fish. However, when the fish starts to move loudly and reach an island, the ghost remembers that he has come to take his soul after the death of this man, but if he goes on the sidewalk, his life will survive. After thinking of this, he leaves the rope. And then it is seen that the boat was pushed with a stone and as soon as the man flew to a bar on the front island.
তবে দেখা যায় যে পেতাত্না টি মাছটি ধরার জন্য এবার সে তার হাতে যে লাঠি থাকে সেটি সে বোটের সাথে লাগিয়ে দেয় এবং মাছটিকে থামানোর চেষ্টা করে। তবে মাছটি যখন জোরে চলতে শুরু করে এবং একটি দ্বীপের কাছে পৌঁছে যাবে ঠিক তখনই প্রেতাত্মার মনে পড়ে যায় যে সে এই লোকটির মৃত্যুর পর সে তার আত্না নিতে এসেছে তবে সে যদি পাড়ে চলে যায় তাহলে তার জীবন বেঁচে যাবে। এই কথা ভাবার পর সে দড়িটি ছেড়ে দেয়। এবং তারপরও দেখা যায় বোটটি একটা পাথরের সাথে ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার সাথে সাথে সেই লোকটি উড়ে গিয়ে সামনের দ্বীপের একটি বারে গিয়ে পড়ে।
As soon as he went to the island bar, the man had a coin in his hand and fell to the table and a glass of wine came out in front of him. And his life survives.As soon as he went to the island bar, the man had a coin in his hand and fell to the table and a glass of wine came out in front of him. And his life survives.
দ্বীপের বারে গিয়ে পড়ার সাথে সাথে লোকটির হাতে একটি মুদ্রা ছিল সেটি ও টেবিলে গিয়ে পড়ে এবং সাথে সাথে তার সামনে এক গ্লাস মদ চলে আসে। এবং তার জীবন বেঁচে যায়।দ্বীপের বারে গিয়ে পড়ার সাথে সাথে লোকটির হাতে একটি মুদ্রা ছিল সেটি ও টেবিলে গিয়ে পড়ে এবং সাথে সাথে তার সামনে এক গ্লাস মদ চলে আসে। এবং তার জীবন বেঁচে যায়।
On the other hand, it is seen that the petty is embedded in a rope and with it he is submerged in the water with the gold coin box. And this is where the film ends.
অন্যদিকে দেখা যায় পেতাত্মাটি একটি দড়িতে জড়িয়ে যায় এবং তার সাথে স্বর্ণমুদ্রার বাক্সটার সাথে সে পানিতে ডুবে থাকে। আর এখানেই ফিল্ম শেষ হয়।
ব্যক্তিগত মতামতঃ
According to my personal opinion, the film was pretty beautiful. From the beginning to the corpse, the corpses were pretty nice and ridiculous. However, one thing inside it is understood that if a human being has a life of survival, he will survive in any way.
আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী ফিল্মটি বেশ দারুন সুন্দর ছিল। প্রথম থেকে শুরু করে লাশ পর্যন্ত প্রতিটি বিষয়ে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং হাস্যকর ছিল। তবে এর ভিতরে একটা জিনিস বোঝা যায় যে, মানুষের যদি বাঁচার হায়াত থাকে তাহলে সে যেকোন উপায়ে হোক বেঁচে যাবে।
My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.
আমার নাম মোঃ আব্দুস সামাদ। আমি একজন বাংলাদেশী। আমার জেলার নাম মেহেরপুর ও থানা গাংনী। ইউনিয়ন ষোল টাকা। আমার গ্রামের নাম জুগিরগোফা। বর্তমানে আমার পরিবারে চারজন। বিশেষ করে আমরা বাবা-মায়ের দুই ভাই। আমি পরিবারের বড় ছেলে। আমার শিক্ষাগত যোগ্যতা হল আমি বাংলা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। আমার কলেজের নাম গাংনী সরকারি কলেজ।
** Your post has been upvoted (15.11 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan