My dear blurt friends,
I am @samadbro08 from Bangladesh
Today is Tuesday , December 03/2024
Assalamu Alaikum. Ecoer members, hope everyone is well. Today I will review an animated short film for you. The animated short film I reviewed is called "Dji. Death Fails".
আসসালামু আলাইকুম। Ecoer সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি অ্যানিমেটেড শর্ট ফিল্ম রিভিউ করবো। আমার রিভিউ করা অ্যানিমেটেড শর্ট ফিল্ম নাম হলো "Dji. Death Fails"।
🎥"Dji. Death Fails "🎥
Important information:
Film name | Dj. Death Fails. |
---|---|
Director: | Дмитрий Волошин. |
Length | 4 minutes |
Release date: January 18, 2013
|ফিল্ম নাম| Dji. Death Fails। |
|---|---|
পরিচালক |Дмитрий Волошин। |
দৈর্ঘ্য | ৪ মিনিট। |
মুক্তির তারিখ |১৮ জানুয়ারী, ২০১৩ইং।|
Animated Short Film Synopsis:
At the beginning of the film, a truck diver is seen driving a truck while sleeping with his eyes closed and then opened again. Just then a ghost named dji comes to take his soul.
ফিল্মের শুরুতে দেখা যায় যে একজন ট্রাক ডাইভার ঘুমন্ত অবস্থায় একবার চোখ বুজে আর একবার খুলে ট্রাক চালাচ্ছে। ঠিক সেইসময় dji নামক একজন প্রেতাত্মা চলে আসে, তার আত্মার নেয়ার জন্য।
Now we can see that the truck has an accident and the driver is taken to a hospital in a bed.Now we can see that the truck has an accident and the driver is taken to a hospital in a bed.
এবার আমরা দেখতে পারি সেই ট্রাকটি একসিডেন্ট করেছে এবং সেটা ড্রাইভারকে একটা বেডে করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবার আমরা দেখতে পারি সেই ট্রাকটি একসিডেন্ট করেছে এবং সেটা ড্রাইভারকে একটা বেডে করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Now we can see that pet named dji comes to the hospital. To take the soul after his death. And he then pulls out a life line thing to see how long the diver will be alive.Now we can see that pet named dji comes to the hospital. To take the soul after his death. And he then pulls out a life line thing to see how long the diver will be alive.
এবার আমরা দেখতে পারি যে সেই dji নামের সেই পেতআত্নাটি হাসপাতালে চলে আসে। তাঁর মৃত্যুর পরে আত্মা নেওয়ার জন্য। এবং সে তখন একটা লাইফ লাইন এর জিনিস বের করে দেখে যে ডাইভারটি আর কতক্ষণ জীবিত থাকবে। এবার আমরা দেখতে পারি যে সেই dji নামের সেই পেতআত্নাটি হাসপাতালে চলে আসে। তাঁর মৃত্যুর পরে আত্মা নেওয়ার জন্য। এবং সে তখন একটা লাইফ লাইন এর জিনিস বের করে দেখে যে ডাইভারটি আর কতক্ষণ জীবিত থাকবে।
Now we can see the ghost eyeing the truck driver's lifeline machines running and noticing that they are fluctuating. And he plays with it and in the act of playing the live line wire breaks. Just then the doctor comes in and starts giving the patient a strong electric shock to save him.
এবার আমরা দেখতে পারি সেই পেতাত্মাটি ট্রাক ড্রাইভারের যে লাইফ লাইন মেশিন গুলো চলছে সেটার দিকে চোখ পরে এবং সেটি ওঠানামা করছে সেই বিষয় লক্ষ্য করে। এবং সেটিকে নিয়ে সে খেলা করতে থাকে এবং খেলার ছলে সেই লাইভ লাইনের তার ছিড়ে যায়। ঠিক তখনই সেখানে ডাক্তার চলে আসে এবং সে রুগীকে বাঁচানোর জন্য জোরে জোরে ইলেকটিক শখ দিতে থাকে।
When the doctor fails to save him even after giving shocks, the doctor leaves the place disappointed. And then the pet-self comes again showing and comes and calls the soul and the self responds and takes it and goes away.When the doctor fails to save him even after giving shocks, the doctor leaves the place disappointed. And then the pet-self comes again showing and comes and calls the soul and the self responds and takes it and goes away.
শক দেয়ার পরও ডাক্তার যখন তাকে বাচাতে না পারে তখন ডাক্তার নিরাশ হয় সেখান থেকে চলে যায়। এবং তারপরে দেখিয়ে পেতআত্নাটি আবার আসে এবং এসে আত্মাটি কে ডাকে আত্ম তখন সাড়া দেয় এবং তাকে নিয়ে তখন সে সেখান থেকে চলে যেতে যায়।শক দেয়ার পরও ডাক্তার যখন তাকে বাচাতে না পারে তখন ডাক্তার নিরাশ হয় সেখান থেকে চলে যায়। এবং তারপরে দেখিয়ে পেতআত্নাটি আবার আসে এবং এসে আত্মাটি কে ডাকে আত্ম তখন সাড়া দেয় এবং তাকে নিয়ে তখন সে সেখান থেকে চলে যেতে যায়।
Now we see that just as the ghost is leaving with the soul, some medicine falls on the electric shock machine tied to the ghost's legs and this machine creates a huge vault.Now we see that just as the ghost is leaving with the soul, some medicine falls on the electric shock machine tied to the ghost's legs and this machine creates a huge vault.
এবার আমরা দেখি যে পেতাত্মাটি যখন আত্নাটি নিয়ে চলে যাচ্ছিলো ঠিক সেই সময় প্রেতাত্মাটির পায়ে বেঁধে তখন কিছু ঔষধ ইলেকট্রিক শক দেয়া মেশিনের উপর পড়ে এবং এই মেশিনটি অত্যাধিক ভল্টে সৃষ্টি হয়। এবার আমরা দেখি যে পেতাত্মাটি যখন আত্নাটি নিয়ে চলে যাচ্ছিলো ঠিক সেই সময় প্রেতাত্মাটির পায়ে বেঁধে তখন কিছু ঔষধ ইলেকট্রিক শক দেয়া মেশিনের উপর পড়ে এবং এই মেশিনটি অত্যাধিক ভল্টে সৃষ্টি হয়।
Now we see on the other side that the ghost has come out with the diver's soul. Now after going some distance the spirit of the driver started leaving from the ghosts.Now we see on the other side that the ghost has come out with the diver's soul. Now after going some distance the spirit of the driver started leaving from the ghosts.
এবার আমরা অপর প্রান্তে দেখি যে প্রেতাত্মা টি ডাইভারের আত্মাটা নিয়ে বাইরে চলে এসেছে। এবার কিছুদূর যাওয়ার পর প্রেতাত্মাদের কাছ থেকে ড্রাইভারের আত্নাটি চলে যেতে থাকে। এবার আমরা অপর প্রান্তে দেখি যে প্রেতাত্মা টি ডাইভারের আত্মাটা নিয়ে বাইরে চলে এসেছে। এবার কিছুদূর যাওয়ার পর প্রেতাত্মাদের কাছ থেকে ড্রাইভারের আত্নাটি চলে যেতে থাকে।
Then we realized that after the excessive voltage in the electronic machine it got stuck in the driver's body and he came alive immediately. And for that, his soul then rushed inside him. And he went away alive.
তখন আমরা বুঝতে পারি যে ইলেকট্রনিক মেশিনে অত্যাধিক ভোল্ট হওয়ার পর সেটি ড্রাইভার এর বডি তে গিয়ে ঠেকেছে এবং সে সাথে সাথে জীবিত হয়ে গেছে। আর এর জন্য তার আত্নাটি তখন তাড়াতাড়ি করে তার ভিতরে ঢুকে যায়। এবং সে জীবিত হয়ে সেখান থেকে চলে যায়।
Now it is seen that Petatna also runs there with him to take away that Atna. But he doesn't come and find her there. And he got angry and threw a stone at the electronic vault and he also died there after consuming a huge amount of love. And here the film ends.
এবার দেখা যায় যে পেতআত্নাটি ও সেই আত্নাটি নিয়ে যাওয়ার জন্য তার সাথে সেখানে দৌড়ে চলে আসে। তবে সে এসে সেখানে তাকে পায় না। এবং সে রেগে গিয়ে ইলেকট্রনিক ভোল্টের উপর দাথি মারে এবং সে ও প্রচন্ড আকারে সখ খেয়ে সেখানে মারা যায় । আর এখানে ফিল্মটি শেষ হয়।
Personal opinion:
As per my personal opinion the film is amazingly beautiful. And I like it very much. In particular, it means that if people have the will to live, they can conquer death. Which is very nicely presented.
আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী ফিল্মটি অসাধারণ সুন্দর হয়েছে। এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে এখানে বোঝাতে চেয়েছে মানুষের যদি বেঁচে থাকার হায়াত থাকে তাহলে সেই মৃত্যুকে জয় করতে পারে। যেটি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন।
My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.
আমার নাম মোঃ আব্দুস সামাদ। আমি একজন বাংলাদেশী। আমার জেলার নাম মেহেরপুর ও থানা গাংনী। ইউনিয়ন ষোল টাকা। আমার গ্রামের নাম জুগিরগোফা। বর্তমানে আমার পরিবারে চারজন। বিশেষ করে আমরা বাবা-মায়ের দুই ভাই। আমি পরিবারের বড় ছেলে। আমার শিক্ষাগত যোগ্যতা হল আমি বাংলা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। আমার কলেজের নাম গাংনী সরকারি কলেজ।
** Your post has been upvoted (16.75 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan
Had chillss!!!