My dear blurt friends,
I am @samadbro08 from Bangladesh
Today is Saturday , November 23/2024
Assalamu Alaikum. Ecoer members, hope everyone is well. Today I will review a Bengali drama among you. The name of the Bengali drama I am reviewing is "Boyfriend Ken Chakar".
আসসালামু আলাইকুম। Ecoer সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি বাংলা নাটক রিভিউ করবো। আমার রিভিউ করা বাংলা নাটকের নাম হলো " বয়ফ্রেন্ড কেন চাকর "।
🎥"Boyfriend Ken Chakar "🎥
Important Information:
Name of the play | Why is the boyfriend a servant? |
---|---|
Director | Osman Miraj. |
Acting | Shamim Hasan Sarkar, Sarika Sabah, Abdullah Rana, Tutia Yasmin Papia, Afrin Sheikha Raisha. |
Length | 41 minutes. |
Language | Bengali. |
Release Date: | 11.11.2021 |
|নাটকের নাম| বয়ফ্রেন্ড কেন চাকর। |
|---|---|
পরিচালক| ওসমান মিরাজ। |
অভিনয় |শামীম হাসান সরকার, সারিকা সাবাহ, আব্দুল্লাহ রানা, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, আফরিন শেখা রাইশা। |
দৈর্ঘ্য | ৪১মিনিট। |
ভাষা |বাংলা। |
মুক্তির তারিখ |১১.১১.২০২১ইং।|
Synopsis of the play:
The main character of this drama is Shamim Hasan, his name is Roni. And in the first scene we can see that he comes to a house as a servant and in the next we see that he is the lover of the girl of that house. In the first stage everyone in the house accepts him but his lover does not want to keep him. Because he himself is my boyfriend how can he work in my house. But it can be seen that everyone in the house except the lover agreed to keep him. And he remained there as a workman.
এই নাটকের প্রধান চরিত্র নায়ক শামীম হাসান তার নাম থাকে রনি। এবং প্রথম দৃশ্যে আমরা দেখতে পারি সে একটি বাসায় কাজের লোক হিসেবে আসে এবং পরবর্তী দেখা যায় সেই বাসার মেয়ে এর প্রেমিকা সে। প্রথম পর্যায় বাসার সবাই তাকে একসেপ্ট করলেও তার প্রেমিকা তাকে রাখতে চায় না। কারণ সে নিজেই আমার বয়ফ্রেন্ড হয়ে কিভাবে আমার বাসায় কাজ করবে। কিন্তু দেখা যায় প্রেমিকা বাদে বাসার সবাই রাজি হয়ে যায় তাকে রাখতে। এবং সে সেখানেই কাজের লোক হিসেবে থেকে যায়।
Now in the next scene we see he quietly goes to the bedroom of the heroine. And goes there and talks to his heroine. Why did he come to this house? But the heroine started thinking how she can be my boyfriend and work as a maid or servant in my house. Then he says you told me to do any job. So I brought the work of servant to your house. Good or bad, no task is small. While they were talking like this, the heroine's younger sister came. Then he suddenly stands up and chants abol tabol and then leaves after a while.
এবার পরের দৃশ্য আমরা দেখি চুপিসারে নায়িকার বেডরুমে যায় সে। এবং সেখানে গিয়ে তার নায়িকার সাথে কথা বলে। কিসের জন্য সে এই বাসায় এসেছে। কিন্তু নায়িকা চিন্তা করতে থাকে সে আমার বয়ফ্রেন্ড হয়ে কিভাবে আমার বাসায় কাজের বা চাকর এর কাজ করবে। তখন সে বলে তুমি তো বলেছিলে আমাকে যে কোন একটা চাকরি করতে। তাই আমি তোমার বাসায় চাকরের কাজটি নিয়ে এসেছি। যায় হোক ভালো-খারাপ কি কোনো কাজই ছোট নয়। তাদের মধ্যে এভাবে কথা বলতে বলতে সেখানে নায়িকা ছোট বোন চলে আসে। তখন সে হঠাৎ করে দাঁড়িয়ে আবোল তাবোল বকতে থাকে এবং তারপর কিছুক্ষণ পরে সেখান থেকে চলে যায়।
In the next scene we can see the heroine's younger sister sitting with an ankam. He could not solve it. Just then Nayak comes and gives him food there. After that he brings the pen book from him and compares the answer and then asks him how far you have studied and he says SSC pass. He told this whole thing to his aunt. But Apu doesn't answer anything, she stays silent.
এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে নায়িকা ছোট বোন একটি অংক নিয়ে বসে আছে। সেটি সমাধান করতে পারছিল না সে। ঠিক তখনই নায়ক আসে এবং সেখানে তাঁকে খাবার দেয়। এর পর সে তার কাছ থেকে কলম খাতা নিয়ে এসে উত্তরটি মিলিয়ে দেয় এবং তখন তাকে জিজ্ঞেস করে তুমি কত দূর পড়ালেখা করেছো তখন সে বলে এসএসসি পাস। এই পুরো বিষয়টি সে তার আপুকে জানায়। কিন্তু আপু কোন কিছু উত্তর দেয় না সে চুপচাপ থাকে।
In the next scene, the heroine goes to the roof of the house with the hero and says that you can't stay in my house. If you stay as a servant in my house, then my father will never marry you. But the hero does not want to leave here. Then the heroine threatens him, see how you stay in my house. There was a slight quarrel between them, after which the heroine left angrily.
পরের দৃশ্য দেখি যে নায়িকা নায়কে নিয়ে বাসার ছাদে যায় এবং সেখানে বলে যে তুমি আমার বাসায় থাকতে পারবেনা। তুমি আমার বাসায় চাকর হয়ে যদি থাকো তাহলে তোমার সাথে আমার কোনদিন আমার বাবা বিয়ে দেবে না। তবে নায়ক ও এখান থেকে যেতে চায় না। তখন নায়িকা তাকে হুমকি দেয় দেখি তুমি কিভাবে আমার বাসায় থাক। তাদের মধ্যে হালকা একটু ঝগড়া লাগে এরপরে এই নায়িকা সেখান থেকে রাগ করে চলে যায়।
Now in the next country we can see that the heroine's father has fixed a pot for the heroine. And that husband came to see the heroine at home and after seeing the heroine, he almost fell in love with the husband. Now the hero thinks how to break the marriage. He then takes the heroine to the roof and later brings the groom.
এবার পরের দেশে আমরা দেখতে পারি যে নায়িকার বাবা নায়িকার জন্য একটি পাত্র ঠিক করেছে। এবং সেই পাত্র বাসায় নায়িকাকে দেখতে এসেছে এবং নায়িকাকে দেখে মোটামুটি ভাবে পাত্রের পছন্দ হয়ে গেছে । এবার নায়ক চিন্তা করে কিভাবে বিয়ে ভাঙ্গা যায়। তখন সে নায়িকাকে নিয়ে ছাদে যায় এবং তার পরবর্তী সময়ে সে পাত্রকেও নিয়ে আসে।
It is then seen that after bringing the letter, Aa convinces her that they have loved each other for the past three years and that their love is very strong. The fact that you have suddenly come into them completely breaks him. Then the bridegroom says that he will not marry her. But Patra demonized her and revealed everything to the heroine's father.
তারপরে দেখা যায় পত্রকে নিয়ে আসার পর আসে তাকে বোঝায় যে তারা বিগত তিন বছর ধরে একে অন্যকে ভালবাসে এবং তাদের ভালোবাসা খুবই মজবুত। আপনি হঠাৎ করে তাদের মধ্যে এসেছেন বিষয়টি তাকে পুরো ভাঙ্গিয়ে চুরিয়ে বলে। তখন পাত্র বলে যে, সে তাকে বিয়ে করবেনা। কিন্তু পাত্র শয়তানি করে নিচে দিয়ে নায়িকার বাবা কে সবকিছু খুলে বলে।
Then the heroine's father comes on their roof and sees the servant standing with the daughter. Then he grabs her collar and drags her down and says how dare you be a common servant and make love to my daughter. After that He keeps the hero captive and angrily leaves the house. And I am going to bring the police. But it is seen that he has called the hero's mother.
তখন নায়িকার বাবা তাদের ছাদের উপর আসে এবং মেয়ের সাথে এসেদেখে চাকরটি দাঁড়িয়ে আছে। তখন সে তার কলার চেপে ধরে এবং তাকে টেনে নিচে নামিয়ে নিয়ে যায় এবং বলে যে তোমার এত বড় সাহস তুমি সাধারন একটা চাকর হয়ে আমার মেয়ের সাথে প্রেম কর। এর পর৷ সে নায়কে বন্দি করে রাখে এবং রাগ করে বাসা থেকে বেরিয়ে চলে যায়। আর বলে পুলিশ আনতে যাচ্ছি। তবে দেখা যায় সে নায়ক এর মাকে ডেকে আনে গিয়েছে।
And next we see the hero calling his mother and bringing them home. And brought the boy out of the room and instead of telling him the opposite, he said that I already knew the poison of your love. Just checking you out, what kind of person are you? Because I have no opinion about this marriage. After saying this, the father gave the girl's hand to the hero and married them. This play is completed through a beautiful medium.
এবং পরের দিকে আমরা দেখেছি সেই নায়ক এর মাকে ডেকে তাদের বাসায় নিয়ে এসেছে। এবং ছেলেকে রুম থেকে বের করে আনে এবং এনে তাকে উল্টোপাল্টা বলার বদলে বলে যে আমি তোমাদের প্রেমের বিষ আগে থেকে জানতাম। শুধু তোমাকে চেক করছিলাম তুমি কেমন মানুষ। কারণ আমি এই বিয়ের বিষয়ে আমার কোন অমত নেয় । এই কথা বলে তখন বাবা নিজ হাতে মেয়ের হাত নায়কের হাতে তুলে দেয় এবং তাদেরকে বিয়ে দেয়। এভাবে সুন্দর একটা মাধ্যমের মধ্য দিয়ে এ নাটকটি সম্পন্ন হয়।
Personal opinion:
In my personal opinion I liked the drama quite well. The drama was a love story drama. Even though the play is a love story, all the performances on the screen have come out in a great way. For which the drama is quite good to watch. I also liked that there were some committees at times. And so in my opinion those who haven't seen the drama yet can watch the drama. A very good love story drama.
আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে। নাটকটি ছিল প্রেম কাহিনী নাটক। নাটকটি প্রেমকাহিনী হলেও স্ক্রিনের উপরে যেই সব অভিনয় গুলো ছিল সেগুলো বেশ দারুন ভাবে ফুটে উঠেছে। যার জন্য নাটকটি দেখতে বেশ ভালো লাগছে। মাঝে মাঝে কিছু কমিটি ছিল সেটাও খুব ভালো লেগেছে । আর তাই আমার মতে যারা এখনো নাটকটি দেখেনি তারা নাটকটি দেখতে পারেন। খুবই ভালো সুন্দর একটা প্রেম কাহিনী নাটক।
My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.
আমার নাম মোঃ আব্দুস সামাদ। আমি একজন বাংলাদেশী। আমার জেলার নাম মেহেরপুর ও থানা গাংনী। ইউনিয়ন ষোল টাকা। আমার গ্রামের নাম জুগিরগোফা। বর্তমানে আমার পরিবারে চারজন। বিশেষ করে আমরা বাবা-মায়ের দুই ভাই। আমি পরিবারের বড় ছেলে। আমার শিক্ষাগত যোগ্যতা হল আমি বাংলা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। আমার কলেজের নাম গাংনী সরকারি কলেজ।
** Your post has been upvoted (15.35 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan