My dear blurt friends,
I am @samadbro08 from Bangladesh
Today is Saturday , November 09/2024
Assalamu Alaikum. Ecoer members, hope everyone is well. Today I am going to Share in nature photography . I hope you will like my nature photography.
আসসালামু আলাইকুম। Ecoer সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি প্রকৃতির ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করি আমার তোলা প্রকৃতির ফটোগ্রাফি গুলো আপনাদের পছন্দ হবে ।
This is a picture of a leafy flower plant. And this photo was taken from a flower garden. In particular, there is a place in our neighboring district called Badhyabhoomi. Where there are many kinds of beautiful flowers. I go there sometimes. But when I went, I took a picture of the leafy flower tree from there. And this is that picture. Generally deciduous plants do not have any flowers. Because of its beautiful leaves, it is called Pata Bahari flower tree.
এটি হলো পাতা বাহারি ফুল গাছের ছবি। আর এই ছবিটা তোলা হয়েছে একটি ফুলের বাগান থেকে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী জেলা বধ্যভূমি নামে একটি জায়গা আছে। যেখানে অনেক ধরনের সুন্দর সুন্দর ফুল গাছ আছে। আমি সেখানে মাঝেমধ্যে গিয়ে থাকি। তবে যখন গিয়েছিলাম ঠিক সেই সময় সেখান থেকে পাতা বাহারি ফুলের গাছের ছবি তুলেছিলাম। আর এটি হল সেই ছবি। সাধারণত পাতা বাহারি গাছের কোন ফুল হয় না। এর পাতাগুলো সুন্দর বলে একে বলা হয় পাতা বাহারি ফুল গাছ।
This is a picture of diving. Usually we call this dip as Germany. This German flower is very beautiful. And this picture was taken from a pond in our village. Generally, Germania flowers are pink in color. And it looks pretty good too.
এটি হলো ডোবাপানার ছবি। সাধারণত এই ডোবাপানাকে আমরা বলে থাকি জার্মানি। এই জার্মানি বেশ সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। আর এই ছবিটা তোলা হয়েছে আমাদের গ্রামের একটা ডোবা থেকে। সাধারণত জার্মানির ফুল গোলাপি রঙের হয়ে থাকে। আর এটি দেখতেও বেশ সুন্দর লাগে।
This is a photo of the place to visit. This place is an old house. Surrounded by trees and natural beauty. Especially whose old house it was when the British lived in the area. But now a park has been created in the place covering a wider area including the said place. And this place has been marked as a sightseeing spot. And many people come here to see the beautiful scenery and the old English houses and all. This picture was taken after I visited today.
এটি হল দর্শনীয় স্থানের ছবি। এই জায়গাটা হচ্ছে একটা পুরাতন বাড়ি।চারিধারে গাছপালা এবং প্রাকৃতিক সৌন্দর্যময়। বিশেষ করে ইংরেজরা যখন এ অঞ্চলে বাস করত ঠিক সেইসময় কার পুরনো বাড়ি এটি। তবে বর্তমানে উক্ত স্থান সহ আরো বিস্তৃত এলাকা জুড়ে জায়গাটিতে একটি পার্ক তৈরি হয়েছে। এবং এ স্থানটি একটি দর্শনীয় স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং এখানে অনেক মানুষ প্রাকৃতিক সুন্দর দৃশ্য এবং পুরাতন ইংরেজদের ঘরবাড়ি ও সকল কিছু দেখতে আসে। আমিও আজ গিয়েছিলাম গিয়ে দেখার পর এই ছবিটা তোলা হয়েছে।
This is a picture of the sky. And this photo was taken in the afternoon. By afternoon the sky was quite clear. White clouds and light blue sky colors were floating around. And the view of this beautiful nature is also very beautiful. And so this picture was taken at that time.
এটি হলো আকাশের ছবি। আর এই ছবিটা তোলা হয়েছে বিকেলের সময়। বিকেলের দিকে আকাশ বেশ পরিষ্কার ছিল। সাদা মেঘ ও হালকা নীলময় আকাশের রং ধারণ করে ভেসে বেড়াচ্ছিল। আর এই সুন্দর প্রকৃতির দৃশ্যটা দেখতেও বেশ সুন্দর লাগছি। আর তাই ঠিক সেই সময় এই ছবিটা তোলা হয়েছে।
A photo of the sunset taken in the early evening. This photo was taken over a rice field. When the sun was about to set. And the western sky held the colors of the sky quite nicely. Such a scene of nature looked very beautiful. This photo was taken right then.
সন্ধ্যার আগ মূহুর্তে তোলা সূর্য অস্তের একটি ছবি। এই ছবিটা তোলা হয়েছে ধান ক্ষেতের উপর দিয়ে। সূর্য যখন ডুবে যাওয়ার অবস্থা হচ্ছিল। এবং পশ্চিম আকাশে বেশ সুন্দরভাবে আকাশের রং ধারণ করেছিল। দেখতে বেশ সুন্দর লাগছিল প্রকৃতির এমন দৃশ্য। ঠিক তখনই এই ছবিটা তোলা হয়েছে।
A picture of yourself in a sink. The picture was quite funny. According to the rules you have to give a picture of yourself with nature. This was not on my mind. You can suddenly see the rules and see what else to do. An older brother forced me down into the sink. And he also said to stand with two German flowers in hand. Then he took this picture of me like this.
ডোবা পানার মধ্যে নিজের ছবি। ছবিটি বেশ হাস্যকর ছিল। নিয়ম অনুযায়ী প্রকৃতির সাথে নিজের ছবি দিতে হবে। এই বিষয়টা আমার মাথায় ছিল না। হঠাৎ করে নিয়ম দেখি দেখার পার তখন আর কি করার। এক বড় ভাই জোর করে নামিয়ে দিলো আমাকে ডোবা পানার মধ্যে। এবং সে আরও বললো দুটো জার্মানির ফুল হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকতে। তারপর সে এভাবে আমার এই ছবিটি তুলেছে।
My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.
আমার নাম মোঃ আব্দুস সামাদ। আমি একজন বাংলাদেশী। আমার জেলার নাম মেহেরপুর ও থানা গাংনী। ইউনিয়ন ষোল টাকা। আমার গ্রামের নাম জুগিরগোফা। বর্তমানে আমার পরিবারে চারজন। বিশেষ করে আমরা বাবা-মায়ের দুই ভাই। আমি পরিবারের বড় ছেলে। আমার শিক্ষাগত যোগ্যতা হল আমি বাংলা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। আমার কলেজের নাম গাংনী সরকারি কলেজ।
** Your post has been upvoted (16.17 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan