Bangla Drama Rewriting the city where money flies

in blurt-1787181 •  14 days ago 

Hello!!
My dear blurt friends,
I am @samadbro08 from Bangladesh
Today is Tuesday , November 19/2024


Assalamu Alaikum. Ecoer members, hope everyone is well. Today I am with you in the city where money flies.I will share the review of the Drama .

আসসালামু আলাইকুম। Ecoer সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে ***যে শহরে টাকা ওড়ে *** নাটকের রিভিউ শেয়ার করব।


Screenshot_20210911-123817.png

Taken through the screenshot.



Important Information:


NameThe city where money flies.
DirectorSanjay Somdar.
ActingMosharraf Karim, Tasnia Farin, Samonti Shoumi, Shahidullah Sabuj.
Length1 hour 24 minutes.
typeEducational.
LanguageBengali.
Release Date08.08.2020Eng.

|নাম|যে শহরে টাকা ওড়ে। |
|---|---|
পরিচালক|সঞ্জয় সোমদার।|
অভিনয় |মোশাররফ করিম, তাসনিয়া ফারিন, সামোন্টি শৌমি, শহীদুল্লাহ সবুজ । |
দৈর্ঘ্য | ১ঘণ্টা ২৪ মিনিট। |
ধরন | শিক্ষা মূলক। |
ভাষা |বাংলা। |
মুক্তির তারিখ |০৮.০৮.২০২০ইং।|


Summary of drama.


In this play, Mosharraf Karim's name is Anwar. And at the beginning of the play we first see that Musharraf Karim wants to make a movie about his biography. With some real characters that happened in his life. For this he sits in a bar and tells a director about his life story for his movie. And he continues to smoke cigarettes.

এ নাটকে মোশারফ করিমের নাম থাকে আনোয়ার। আর নাটকের শুরুতে আমরা প্রথমে দেখতে পায় মোশারফ করিম তার জীবনী নিয়ে একটি সিনেমা তৈরি করতে চায়। তার জীবনে ঘটে যাওয়া কিছু বাস্তব চরিত্র নিয়ে। এর জন্য সে একটি বারে বসে একজন ডাইরেক্টর কে তার সিনেমার জন্য জীবনের কাহিনী কথা তুলে ধরে। আর তিনি সিগারেট মদ খেতে থাকেন।


Screenshot_20210911-123950.png

Taken through the screenshot.


It is shown in the drama that he is the owner of a buying house with many people working under him and he has no shortage of money and property. And he married one of his common employee's daughter. He married her because she was beautiful. He kept his daughter's parents with him. There is no dearth of love and care from her father-in-law. In case of any illness, he sends the girl's parents to Bile for treatment. He spends a lot of money on them and gifts them to the wife before she asks for anything.

নাটকের ভিতর দেখানো হয় তিনি একজন বায়িং হাউজ এর মালিক তার আন্ডারে অনেক লোক কাজ করে তার টাকা-পয়সা সম্পত্তির কোন কমতি নেই। আর তিনি বিয়ে করেছেন তার একজন সাধারণ কর্মচারী মেয়েকে। মেয়েটি সুন্দর ছিল বলে তিনি তাকে বিয়ে করেছে। তার সাথে তার মেয়ের মা বাবাকে ও তার সাথে রাখেন। তার শ্বশুর শাশুড়ির আদর যত্নের কোন কমতি নেই। কোনো অসুখ বিসুখ হলে মেয়ের মা-বাবাকে তিনি চিকিৎসার জন্য বিলেতে পাঠান। তাদের জন্য অনেক টাকা খরচ করে এবং বউ কোন কিছু না চাওয়ার আগেই তিনি তাকে সেটা গিফট করে বসেন।


Screenshot_20210911-124139.png

Taken through the screenshot.


On the other hand, Mosharraf Karim's parents live in the village. Mosharraf Karim from the village tried many times to bring his parents to the city but the village people did not want to come to the city. When Musharraf Karim returned home from office. Suddenly he got a call from the village. That his father is no longer alive. Just then he gets home and packs everything up just in time to leave. Just then she asks her mother-in-law Shauri if they will go with her. They console him at first but no one agrees to go with him. At one point he asks his wife. But he makes various excuses. No one wants to go with them. But there, Musharraf Karim went to the village alone without saying anything. Going to the village, he hugged his mother and started crying. After that he arranged to bury his father. Then he tells his mother that his parents are gone. How can you be alone? Saying this he took her to the city.

অপরদিকে মোশারফ করিমের মা-বাবা থাকে গ্রামের। গ্রাম থেকে মোশারফ করিম অনেকবার তার মা-বাবাকে শহরে আনতে চেয়েছে কিন্তু তারা গ্রামের মানুষ শহরে আসতে চাই না। মোশারফ করিম যখন অফিস থেকে বাসায় ফিরে। হঠাৎ করে তার কাছে গ্রাম থেকে ফোন আসে। যে তার বাবা আর বেঁচে নেই। ঠিক তখনই সে বাসায় পৌঁছে সবকিছু গোছগাছ করে যখন যাওয়ার জন্য রওনা হবে। ঠিক তখনই সে তার শ্শুর শাউড়ি কে জিজ্ঞেস করে যে তারা কি তার সাথে যাবে। তারা প্রথম পর্যায়ে তাকে সান্ত্বনা দেয় কিন্তু কেউ তার সাথে যেতে রাজি হয় না। এক পর্যায়ে সে তার বৌকে জিজ্ঞেস করে। কিন্তু সে বিভিন্ন রকমের বাহানা তুলে ধরে। কেউ তারা সাথে যেতে চায় না। তবে সেখানে মোশারফ করিম কিছু না বলেই একা একাই চলে যায় গ্রামে। গ্রামে গিয়ে সে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তার পর সে তার বাবা কে কবর দেয়ার ব্যবস্থা করে। এরপর সে তার মাকে বলে মা-বাবা তো আর নেই। তুমি একা থাকবে কীভাবে। এই বলে সে তার নিয়ে শহরে চলে আসে।


Screenshot_20210911-124211.png

Taken through the screenshot.


He comes home and leaves his mother and goes to office again. After working all day he returns home in the evening. Then her mother-in-law filed a complaint against her in her mother's name. There is a habit of sleeping after lunch. But when asked why he can't sleep, he says. That's for your mother. Because after lunch your mother squeezes the betel nut which makes me not sleep. and pleads with him. He should take his mother and buy a new flat for them. There they will be. He does not give any answer after hearing the matter. He just says till now you have been there no problem. This problem is only because my mother has come. And I did not like the matter of Bale. Now he belongs to his wife. The wife complained in the name of her mother. Then Musharraf Karim is no longer silent. Then he says your father was a liar. I married the broker's daughter because she was beautiful and kept her in the flat. And now they are all doing this because my mother has come. After he said that, there was a little quarrel between them. But after Karim, Musharraf spied on his wife to see what she was up to.

সে বাসায় এসে মাকে রেখে আবার অফিসে যায়। সারাদিন অফিস করার পর সে আবার যখন সন্ধ্যার দিকে বাসায় ফেরে। তখন তার শাশুড়ি তার কাছে তার মায়ের নামে একটি নালিশ দেয় বলে। দুপুরে খাবার পর ঘুমানোর অভ্যাস আছে। কিন্তু সে ঘুমাতে পারে না কারণ হিসেবে জিজ্ঞেস করলে বলে। যে তোমার মায়ের জন্য। কারন তোমার মা দুপুরে খাবার পর পান এর সুপারি ছেঁচতে বসে যার শব্দে আমার ঘুম হয় না। এবং তার কাছে আবদার করে। সে যেন তার মাকে নিয়ে থাকে এবং তাদের জন্য একটা নতুন ফ্ল্যাট কিনে দেয়। সেখানে তারা থাকবে। বিষয়টা শুনে কোন জবাব দেয় না। সে শুধু বলে এতদিন আপনারা ছিলেন কোন প্রবলেম হয়নি। শুধু আমার মা এসেছে বলেই এমন প্রবলেম। আর বালে বিষয়টা আমার ভালো লাগলো না। এবার সে তার বউয়ের কাছে যার। বউ তার মায়ের নামে নালিশ করে। তখন মোশারফ করিম আর চুপ থাকে না। তখন সে বলে তোর বাপ ছিল একজন ঝুটের দালাল। দালালের মেয়ের সুন্দর বলে তাকে বিয়ে করে এনে আমি ফ্ল্যাটে রেখেছি। আর এখন তারা সবাই মিলে আমার মা এসেছে বলে এমন করছে। সে কথা বলার পর তাদের মধ্যে একটু ঝগড়া চলে। তবে মোশারফ করিমের পরে তার বউয়ের পিছনে স্পাই লাগিয়ে রাখে যে তার বউ কি করে সেসব দেখার জন্য।


Screenshot_20210911-124321.png

Taken through the screenshot.


After a while he finds out that his wife is having an illicit affair. And you can know this matter directly to catch it. He went to a restaurant. And he saw that man sitting at a table with him. And he also asks why two sts in one cup. He came home without saying anything. His Ispat Madhyamik collects some pictures and then asks his wife. The wife then says that you have edited them and then answers them. He who earns money in this city is never an ox, he came to the city empty handed today he is a businessman. He also says that a poor man can become a great man if he wants to. But a simple minded person or Fakir can never be a bigot. Saying this he gives his house to his wife. And with their dowry of 20 lakh taka divorce. And he moved to another flat with his mother.

এক পর যায় সে জানতে পারে তার বউয়ের একটি অবৈধ সম্পর্ক আছে। আর এই সে বিষয়টি জানার পার সরাসরি হাতেনাতে ধরা জন্য। সে একটি রেস্টুরেন্টে যাই। এবং সে দেখে সেই লোকটি সাথে একটি টেবিলে বসে আছে। এবং সে আরো জিজ্ঞেস করে যে একটি কাপে কেন দুইটি স্ট। কিছু না বলে বাসায় চলে আসে। তার ইস্পাত মাধ্যমিক কিছু ছবি সংগ্রহ করে তারপর বউকে জিজ্ঞেস করে। বউ তখন বলে এগুলো তুমি এডিট করে নিয়ে এসেছো তখন সেগুলোর উত্তর দেয়। এই শহরে যে টাকা ইনকাম করে সে কখনো বলদ হয় না শূন্য হাতে সেই শহরে এসেছে আজ সে একজন বিজনেসম্যান। সে আরো বলে একজন গরীব চাইলে সে বড়লোক হতে পারে। কিন্তু একজন নিস মনের মানুষ বা ফকির সে কখনোই বড়লোক হতে পারে না। এই বলে সে তার বউকে তার বাড়িটি দিয়ে দেয়। এবং সাথে তাদের দেনমোহর এর 20 লাখ টাকা দিয়ে তালাক দিয়ে যায়। এবং সে তার মাকে নিয়ে নতুন আরেকটি ফ্লাটে উঠে।


Screenshot_20210911-124751.png

Taken through the screenshot.


At one point he met a prostitute girl. That stands on the road. to go with him but at one point he takes her home tells her story and advises her to get better and gives her a card if you ever want to get better call my number. But at one point it is seen that she wants to be a good prostitute. Especially the girl he has a daughter he gives to her. So that the girl will lead to such a bad side like him. At one stage Musharraf brought his daughter.

এবার এক পর্যায়ে তার সাথে দেখা হয় একজন পতিতা মেয়ের। যে রাস্তায় দাঁড়িয়ে থাকে । তার সাথে যাওয়ার জন্য কিন্তু একপর্যায়ে সে তাকে বাসায় নিয়ে যায় তার কাহিনী বলে এবং তাকে ভালো হয়ে যাওয়ার পরামর্শ দেয় এবং তাকে কার্ড দেয় যদি তুমি কোন সময় ভালো হতে চাই তুমি আমার নাম্বারে ফোন দিও। তবে এক পর্যায়ে দেখা যায় সে পতিতা ভালো হতে চায়। বিশেষ করে তার একটা মেয়ে আছে সেই মেয়েকে সে তাকে দিয়ে দেয়। যাতে করে মেয়ে যেন তার মত এমন খারাপ দিকে নিয়ে যায়। একপর্যায়ে মোশারেফ তার মেয়েটাকে নিয়ে আসে।


Screenshot_20210911-124825.png

Taken through the screenshot.


Mosharraf Karim meets his father-in-law when he is about to go home. He is standing in front of the gate of the hospital. Due to lack of money, he cannot take his daughter's body. After this, it is seen in the previous direction that Musharraf's wife was having an affair with him. After marrying her, he kills her in a gunfight. And he is standing at the gate of the hospital to take the dead body of that girl. Because they will not give the body without paying the full amount to the hospital. That's why he talks to the hospital people. Because he had no money. Just then Musharraf comes and pays his full amount. and allowed the body to be taken away. But this time Musharraf Karim told him one thing. Murubbi used to say that Anwar is catching the money flying in this city and we are catching Anwar. Murubbi was taking the money with great difficulty. But I did not get love. But love flies in this town. Today I am catching love. Then he grabs the prostitute's hand and says this is my half-heartedness, ending the dramatic moment.

মোশারফ করিম যখন সুস্থ হয়ে বাড়ি যাবে ঠিক তখন দেখা হয় তার শশুর এর সাথে। দেখে হাসপাতালে গেটের সামনে দাঁড়িয়ে আছে। টাকার অভাবে তার মেয়ের লাশ নিতে পারছে না। এর পর আগের দিরশে দেখা যায় মোশারফ এর বউ পরকীয়া করতো যার সাথে। তাকে বিয়ে করার পর এক গ্যাঞ্জামে সে তাকে মেরে ফেলে। আর ঐ মেয়েটার লাশ নিতে সে হাসপাতালের গেটে দাড়িয়ে আছে। কারণ হাসপাতালে পুরো টাকা পরিশোধ না করে তারা লাশ দেবে না। এজন্য সে হাসপাতাল লোকদের সাথে কথা বলে। কারন তার কাছে কোন টাকা ছিল না। ঠিক এই সময় মোশারফ আসে এবং তার পুরো টাকা পরিশোধ করে দেয়। এবং লাশটি নিয়ে যেতে দেয়। তবে এই সময় মোশারফ করিম তাকে একটা কথা বলে। মুরুব্বী একটা কথা বলতেন, যে এই শহরে টাকা উড়ে আনোয়ার সেই টাকা ধরছে আর আনোয়ারকে আমরা ধরছি। মুরুব্বী অনেক কষ্ট করে টাকাটি ধরছিলাম। তবে ভালোবাসা পাইছিলাম না। তবে এই শহরে ভালোবাসা ওড়ে। আজ আমি ভালোবাসা ও ধরছি। তখন সে ঐ পতিতার হাত ধরে এবং বলে এই আমার অর্ধাঙ্গিনী এই বলে নাটকের মুহূর্তটি শেষ হয়।


Personal opinion:


According to my opinion I like this drama very much. Especially the main point of this play is. A poor man can become great if he tries by his strong will power. For example, he showed himself from being a commoner in a buying house to later becoming the owner of the entire buying house. Moreover, another issue has been brought out well through drama. That is, low and small people can never become big people. And a poor man can be a big man if he wants. Because a poor person tries to grow up by working honestly. Little people never work hard. He is always lazy and has an eye on other people's wealth. He doesn't like his character. Which is well portrayed in the play.

আমার মতামত অনুযায়ী আমার কাছে এ নাটকটি বেশ ভালো লেগেছে। বিশেষ করে এই নাটকের মূল বক্তব্য হলো। একজন গরিব মানুষ যদি সে তার প্রবল ইচ্ছা শক্তি দ্বারা চেষ্টা করে তবে সে বড় হতে পারে। উদাহরণ সে নিজেকে একজন বায়িং হাউজের সাধারণ ব্যক্তি থেকে পরবর্তী সময়ে পুরো বায়িং হাউজ এর মালিক হয়ে দেখিয়েছে। তাছাড়া নাটকের মাধ্যমে আরেকটি বিষয় ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তা হলো নিচু আর ছোটলোক কোন সময় বড়লোক হতে পারে না। আর একজন গরীব চাইলে সে বড়লোক হতে পারে। কারণ একজন গরিব সৎ ভাবে পরিশ্রম করে বড় হবার চেষ্টা করে। ছোটলোক কোন সময় পরিশ্রম করে না। সব সময় সে অলস প্রকৃতির হয় এবং অন্যের সম্পদ দিকে তার নজর থাকে। সে তার স্বভাব চরিত্র ভালো হয়না। যেটি নাটকের মধ্যে ভালোভাবে ফুটিয়ে তুলেছে।


Education of drama.


The practical lesson of this play is that a poor man can become a big man if he wants to by his honest, hard work and strong will power. Which has shown its real form in the play. Musharraf Karim was initially a general trader of a buying house. Later it all became owned by Buying House. He has done this work through hard work and honest earning. And so that's the reality lesson no matter what you do. No task is considered small. If you keep working towards your goals, you will eventually succeed.

এই নাটকের বাস্তবমুখী শিক্ষা হলো এটাই যে একজন গরিব মানুষ চাইলে তার সৎ,পরিশ্রমি ও প্রবল ইচ্ছা শক্তি দ্বারা সে বড়লোক হতে পারে। যেটি নাটকের মধ্যে তার বাস্তব রুপ ফুটিয়ে তুলেছে। মোশারফ করিম প্রথম পর্যায়ে ছিল একজন বায়িং হাউস এর সাধারণত ব্যবসায়ী। পরবর্তী সময়ে পুরো এটা বায়িং হাউজের মালিক হয়ে যায়। সে পরিশ্রম এবং সৎ উপার্জন এই কাজটি করেছে। আর তাই এটাই বাস্তবতা শিক্ষা যে আপনি যে কাজই করুন না কেন। কোন কাজ ছোট মনে করার নাই। আপনি আপনার লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করতে থাকেন একসময় আপনি সফলতা পাবেন।


Personal rating:


I would give the drama 09/10.

আমি নাটকটিকে ০৯/১০ দিতে চাই।

My YouTube


Picture of myself


My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.
আমার নাম মোঃ আব্দুস সামাদ। আমি একজন বাংলাদেশী। আমার জেলার নাম মেহেরপুর ও থানা গাংনী। ইউনিয়ন ষোল টাকা। আমার গ্রামের নাম জুগিরগোফা। বর্তমানে আমার পরিবারে চারজন। বিশেষ করে আমরা বাবা-মায়ের দুই ভাই। আমি পরিবারের বড় ছেলে। আমার শিক্ষাগত যোগ্যতা হল আমি বাংলা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। আমার কলেজের নাম গাংনী সরকারি কলেজ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  13 days ago  ·  


** Your post has been upvoted (1.41 %) **