We all have a special affection for roses, and the images captured provide a distinctive view that highlights our love for them in another light. Flowers are incredibly resilient, thriving in both sun and rain, which is why they hold universal appeal. While examining a blooming plant, I noticed a noticeable cut on its trunk. Despite not having touched it before, I found that its thorns were unexpectedly sharp during my first interaction. It's not unusual for flowers to bear such injuries, yet roses remain the most beautiful among all blooms, despite their own vulnerabilities.
Being around flowers can be quite uplifting. I spent some time at a sandbar, checking my phone briefly before heading home. Afterwards, I got ready to play badminton, embodying kindness towards others as I did so. Once the Isha prayer concluded, I relished playing badminton, especially the extra joy that comes from playing with younger siblings. After that, I returned home to finish my dinner.
This is a typical day for me. Occasionally, a group approaches for donations, but since I had already given to another group, their requests felt less significant. This cycle of corruption hinders progress in Bangladesh, and it’s evident that we must fight against it to see improvement. Perhaps the morning light reveals a different kind of love. If you take a closer look at the accompanying picture, you’ll understand what I mean.
I'm referring to a recent picnic by the river, which I'm eager to share. We left home to enjoy a pleasant day by the water before immersing ourselves in our picnic activities. It was an unforgettable outing since we all have a fondness for Shabi flowers, which are well-known to everyone.
With proper care, flowers look beautiful and are highly admired. Anach flowers, though small, are vibrant and colorful, typically seen in shades of blue, white, or purple. These delightful blooms are favorites among us all, as everyone appreciates the beauty that flowers bring.
গোলাপ ফুল আমরা সবাই পছন্দ করে এই ফটোগুলো একটু অন্য রকম ভালো আপনাদেরকে সাজানো হয়ে যাবে এই ফুলগুলো থেকে আমরা অন্যরকম ভালোবাসা গ্রহণ করি। ফুল অনেকদিন টিকে থাকে। রোদ বৃষ্টি সবকিছু অপেক্ষা করে এই ফুলগুলো অনেকদিন বেঁচে থাকে যার কারণে এই ফুলগুলো সবারই পছন্দ একটি ফুল। আমি কাছে গেলাম ফুল গাছে তখন দেখি ফুল গাছের গায়ে প্রচন্ড কাটা। ফুল গাছ ধরিনি তবে একবার ধরেছিলাম সেই একবার ধরেই বুঝতে পেরেছি এই কাঁটাগুলো খুবই মারাত্মক। তবে ফুল গাছে কাটা থাকবে এটাই স্বাভাবিক। সবচাইতে সুন্দর ফুল হচ্ছে গোলাপ ফুল তবে সেই গোলাপ ফুলেও কিন্তু কাটা রয়েছে।
এ সময় আপনারা যখন ফুলের আশেপাশে ঘোরাফেরা করবেন তখন আপনাদের ভালো লাগবে। কিছু চলে আসলাম বালুর বাদ এবং সেখানে এসে কিছু সময় ফোন ব্যবহার করলাম। ফোন ব্যবহার করা শেষ করে আমরা চলে গেলাম বাড়িতে। এশার নামাজের আগে ব্যাডমিন্টন খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। কিছু সুন্দরভাবে তাদের হাতে দিয়ে দিলাম। এশার নামাজ শেষ করে কিছু সময় ব্যাডমিন্টন খেললাম। ছোট ভাইদের সাথে খেলার মধ্যে অন্যরকম একটা মজা পাওয়া যায়। খেলা শেষ করে বাড়িতে এসে রাতের খাবার শেষ করলাম।
এভাবেই আমার সারা দিন কেটে যায়।কিছু সময় পর পর এক গ্রুপ এক গ্রুপ করে এসে টাকা চায়। কিন্তু তারা তো এর আগে এক গ্রুপকে টাকা দিয়েছে সেই গুরুত্ব এখন পালিয়ে আছে। এখন আবার নতুন করে আরো একটা গ্রুপ এসেছে যেই গ্রুপে এখন তাদের থেকে নতুন ভাবে টাকা চাচ্ছে। বাংলাদেশী এইরকম দুর্নীতির কারণেই আমাদের দেশে কাজ সঠিকভাবে হয় না। কাজ সঠিকভাবে করতে হলে অবশ্যই দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে।তবে হয়তোবা আমরা বুঝতে পারি যে সকালবেলার মধ্যে একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। আপনারা ছবি দেখেই বুঝে গেছেন আমি কি বিষয়ে কথা বলব।
আমার কথা বলার বিষয়টা হচ্ছে নদীতে আমরা সবাই মিলে পিকনিক করার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। সেই ঘটনায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মূল বিষয়টা হচ্ছে আমরা বাড়ি থেকে বের হই এবং প্রস্তুতি গ্রহণ করি আমরা সুন্দরভাবে নদীতে কিছু সময় ঘোরা ফেরা করবো এরপর একটা স্থানে গিয়ে আমাদের পিকনিকের কার্যক্রম শুরু করে দেব।কার্যক্রম ছিল অনেক আগে থেকেই।ছবি ফুল আমরা সবাই পছন্দ করি এবং এই ফুলগুলো সবার কাছেই খুবই পরিচিত একটি ফুল।
ফুলগুলো যদি আমরা যত্ন সহকারে রেখে দেই তাহলে খুবই সুন্দর দেখায় এবং আমাদের কাছে খুবই ভালো লাগে। আনাচের ফুলটি ছোট এবং আকারে ভীষণই উজ্জ্বল এবং রঙিন। এর রঙ সাধারণত নীল, সাদা বা বেগুনি হতে পারে।এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর দেখায় এবং আমাদের কাছে ভালো লাগার মত একটি ফুল হিসেবে এই ফুলটি পরিচিতি পেয়েছে।ফুলগুলার সবাই পছন্দ করি এটা একটা সুন্দর বিষয় আমাদের সকলের কাছে।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.