Some beautiful photographs of rose flowers that we will love very much.

in blurt-1787181 •  6 days ago 

all love roses. A flower that is very popular with everyone We all like flowers and we all like this flower very much. A flower lasts a long time. These flowers live for a long time, waiting for everything, sun and rain, due to which these flowers are a favorite flower of everyone. I approached the flower tree and saw a big cut on the flower tree. I did not hold the flower plant but once I held it, I realized that these thorns are very dangerous. But it is normal that the flowers will be cut on the tree. ![1000038987.jpg]()

1000038988.jpg
The most beautiful flower is the rose flower, but even that rose flower has a cut. But these flowers don't look beautiful from a distance but you can understand these flowers well when you capture the camera but a beautiful incident happened to me that today I worked wearing pants and during work a lot of dirt got on the pants. Let me tell you something about the morning. In the morning, I ate fried corn. After the Asr prayer, we went for a walk and we all walked around together.

Flowers are loved by all of us and known to all of us as a beautiful subject. If he waits for some time by the river and does some research on these mistakes. We came to the bank of the river and saw the work of the river going on and we watched those works carefully. But it looks very beautiful on the banks of the river and we like it very much. After playing, we quickly come home and prepare for Zuhr prayer.
1000038985.jpg

1000038986.jpg
All in all, if you can find some beauty in flowers, you will feel great and have a great day. Today was Friday so we finished the game early and went home. Finished Zohar prayer and finished lunch. After finishing lunch we all went to Golapbazar and left home to play cricket. After everyone got there and got together, we went out with a car.

গোলাপ ফুল আমরা সবাই ভালোবাসি। সকলের কাছে খুবই পছন্দের একটি ফুলে ফুল আমরা সবাই পছন্দ করি এবং আমাদের সবার কাছে এই ফুলটা খুবই ভালো লাগে। একটা ফুল অনেকদিন টিকে থাকে। রোদ বৃষ্টি সবকিছু অপেক্ষা করে এই ফুলগুলো অনেকদিন বেঁচে থাকে যার কারণে এই ফুলগুলো সবারই পছন্দ একটি ফুল। আমি কাছে গেলাম ফুল গাছে তখন দেখি ফুল গাছের গায়ে প্রচন্ড কাটা। ফুল গাছ ধরিনি তবে একবার ধরেছিলাম সেই একবার ধরেই বুঝতে পেরেছি এই কাঁটাগুলো খুবই মারাত্মক। তবে ফুল গাছে কাটা থাকবে এটাই স্বাভাবিক।

সবচাইতে সুন্দর ফুল হচ্ছে গোলাপ ফুল তবে সেই গোলাপ ফুলেও কিন্তু কাটা রয়েছে। তবে এই ফুলগুলো দূর থেকে সুন্দর দেখা যায় না কিন্তু এই ফুলগুলো যখন আপনি ক্যামেরা বন্দী করবেন তখন আপনি ভাল বুঝতে পারবেনতবে আমার একটা সুন্দর ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমি আজকে প্যান্ট পড়ে কাজ করেছি এবং কাজের সময় প্রচুর পরিমাণে ময়লা ধরেছে প্যান্টে। সকাল বেলার একটা কথা বলি সকাল আমি ভুট্টা ভাজি খেয়েছি। আসরের নামাজ শেষ করে চলে আসি ঘুরতে এবং সবাই মিলে ঘোরাফেরা করি।

ফুল আমরা সবাই পছন্দ করি এবং আমাদের সকলের কাছে এটি একটি সুন্দর বিষয় হিসেবে পরিচিত। উনি যদি নদীর পারে কিছু সময় অপেক্ষা করেন এবং এসব ভুল নিয়ে কিছু গবেষণা করেন। নদীর পাড়ে এসে দেখি নদীর কাজ হচ্ছে এবং সেই কাজগুলো আমরা মনোযোগ সহকারে দেখতে থাকি। তবে নদীর পাড়ে দেখতে অনেক সুন্দর দেখায় এবং আমাদের কাছে এটা খুবই ভালো লাগে।খেলাধুলা শেষ করে দ্রুত বাড়িতে চলে আসি এবং যোহরের নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি।

সবকিছু মিলে যদি আপনি ফুলের কিছু সুন্দর দিক খুঁজে পান তাহলে আপনার কাছে খুবই ভালো লাগবে এবং আপনার দিনটা খুবই সুন্দর ভাবে কাটবে। আজকে ছিল জুমার দিন যার কারণে আমরা তাড়াতাড়ি খেলা শেষ করে বাড়িতে চলে আসি। জোহরের নামাজ শেষ করে দুপুরের খাবার শেষ করলাম। দুপুরের খাবার শেষ করার পর গোলাপবাজার গিয়ে সবাই একত্রিত হই এবং ক্রিকেট খেলার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। সবাই সেখানে গিয়ে একত্রিত হওয়ার পর আমরা একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord