Cultivating potatoes is a very important task for us when we cultivate any crop or energy we must work hard. It is easily cultivated and is considered an important food crop in many parts of the world. Potato cultivation requires good soil and must be well prepared. Potatoes are popular in different regions of Bangladesh and are usually an integral part of daily diet. Adda potatoes usually do not till the soil while cultivating. This time we cover the soil nicely and sow the adura seeds underneath.
Along with vegetables, we have to cultivate some flowers that through flower cultivation we can make our daily life as a place of sale and enjoyment for everyone. These flowers are seen in monsoons and also in winters. We all may not be familiar with this flower. People may be brother flowers boys and some people may not know flowers. But those of us who love flowers will definitely recognize these flowers.
Besides farming everything we have to roam some time and spend time with our friends. If we wander around for some time, it will seem as if we are lost in such a world. A different illusion works with nature. Elo is moving away from nature day by day we are losing nature. If we lose nature we will have no value. You have to find yourself in the world. You have to surrender yourself in love.
If we grow flowers along with vegetables, then our two tasks are completed, one is food and the other is for acne or pleasure. However, this flower is one of the favorite flowers in the list. The leaves of this flower are simple and long, which are close to the ground. The leaves of this flower are very pleasing to us and the leaves of this flower are large in shape. But it is natural that the leaves of the flowers will not be more beautiful than the flowers. However, these leaves are with me. However, we and our nation are progressing through the cultivation of these vegetables. You love this beautiful photography of potatoes.
আলু চাষ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কাজে যখন আমরা কোন ফসল বা শক্তি চাষ করবে তখন অবশ্যই আমাদের পরিশ্রম করতে হবে। এটি সহজেই চাষযোগ্য এবং পৃথিবীর অনেক স্থানে গুরুত্বপূর্ণ খাদ্যশস্য হিসেবে বিবেচিত হয়। আলু চাষ করার জন্য সুন্দর মাটির প্রয়োজন এবং সুন্দরভাবে জমি তৈরি করতে হবে। আলু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় এবং এটি সাধারণত রোজকার খাবারের একটি অবিচ্ছেদ্য অংশ।আড্ডা আলু সাধারণত চাষ করার সময় মাটি গুলোকে ছোট ছোট ঝুরা করে নি।এবার আমরা মাটিগুলোকে সুন্দরভাবে ঢেকে রাখি এবং নিচে আদুর বীজ বপন করি।
সবজির পাশাপাশি আমাদের কিছু ফুলে চাষ করতে হবে যে ফুল চাষের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিক্রির চাহিদা এবং সবার আনন্দের উপভোগের জায়গায় হিসেবে গড়ে তুলতে পারবো। এই ফুলগুলো বর্ষাকালেও দেখা যায় আবার শীতকালেও দেখা যায়। আমরা সবাই এই ফুলের সাথে পরিচিত নাও থাকতে পারি। মানুষ হয়তো ভাই ফুল গুলোকে ছেলে আবার কিছু মানুষ হতে পারে ফুল গুলোকে চেনে না। তবে আমরা যারা ফুল ভালোবাসি তারা অবশ্যই এই ফুলগুলোকে চিনে থাকবো।
সবকিছু চাষ করে পাশাপাশি কিছু সময় আমাদের ঘোরাফেরা করতে হবে অনুমতি সময় আমাদের বন্ধুদের সাথে কাটাতে হবে। কিছু সময় ঘোরাফেরা করলে মনে হবে আমরা যেন এখন ওরকম দুনিয়ায় হারিয়ে গেছি। একটা অন্যরকম মায়া কাজ করে প্রকৃতির কাছে। এলো প্রকৃতি থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে আমরা প্রকৃতিকে হারিয়ে ফেলছি। আমরা যদি প্রকৃতি হারিয়ে ফেলি তাহলে আমাদের কোন মূল্য থাকবে না। পৃথিবীর মাঝে নিজেকে খুঁজতে হবে। প্রীতির মাঝেই নিজেকে বিলিয়ে দিতে হবে।
সবজির পাশাপাশি ফুল চাষ করলে তখন আমাদের দুইটা কাজ সম্পন্ন হয় একটা হচ্ছে খাবারের আরেকটা হচ্ছে ব্রণের বা আনন্দে। তবে ভালোলাগার ফুলের তালিকায় এই ফুল অন্যতম। এই ফুলের পাতা সরল এবং লম্বা, যা মাটির কাছাকাছি থাকে।এই ফুলের পাতা গুলো আমাদের কাছে অনেক ভালো লাগে এবং এই ফুলের পাতা বড় আকৃতির হয়। তবে ফুলের চাইতে তো আর ফুলের পাতা বেশি সুন্দর হবে না এটাই স্বাভাবিক। তবুও এই পাতা গুলো আমার কাছে।তবে এসব সবজি চাষের মাধ্যমে আমরা এবং আমাদের জাতীয় উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদের এই আলুর সুন্দর ফটোগ্রাফি ভালো লেগেছে।
Every part of your photography is so vivid that I am fascinated the more I look at it. Thanks for sharing the wonderful photography.