We all appreciate vegetables, and I enjoy the moments when I come back home to relax. After completing my bath and Zohar prayer, I had lunch and took some time to rest. Later, I went to work and returned home after finishing my tasks, where I performed the Asr prayer. It’s important to remember that we only have one life, and we should manage it thoughtfully while ensuring the welfare of animals.
When farming, one typically expects to see profits, which includes raising healthy animals in a suitab
le environment. After careful consideration, we purchased two bats as part of our business venture. I find these bats quite beautiful. We returned home after Maghrib and waited a bit before hearing the Azaan.
After some waiting, we completed our tasks and returned to work to finish what we needed to do. We also decided to cook khichuri for our meal, so we made the necessary preparations. Meanwhile, after finishing my Asr prayer, I received a call from a girl who encouraged me to relax at home and take care of myself, as well as nurture the flowers and keep my mind organized.
Flowers have a long lifespan, enduring variations in weather, which is why they are so beloved by many. While inspecting a flower tree, I noticed a significant cut on it. I refrained from touching the plant because the thorns can be quite dangerous. However, it’s common for flower trees to have some damage. I also visited a crop field, which I find incredibly beautiful.
সবজি আমরা সকলেই খুবই পছন্দ করি। খুবই ভালো লেগেছে সময়গুলো সেখান থেকে এসে বাড়িতে কিছু সময় বসে থাকি। কিছু সময় পর গোসল শেষ করে জোহরের নামাজ শেষ করে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দুপুরের খাবার শেষ করার পর কিছু সময়ের জন্য একটু বিশ্রাম গ্রহণ করি। এরপর আমি কাজে চলে যায় সেখানে গিয়ে কিছু সময় কাজ করি কাজ করা শেষ করে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আসরের নামাজ শেষ করে।মনে রাখতে হবে জীবন আমাদের একটাই জীবনটাকে আমাদের এই পরিচালনা করতে হবে এবং সুন্দরভাবে আমাদেরকে গঠন করতে হবে যেখানে থাকলে পশুর কোন কষ্ট হবে না।
আপনি যখন কোন খামার করবেন তখন অবশ্যই আপনি লাভের আশা করবেন। এখন আপনি লাগে আশা করবেন তখন অবশ্যই পশু কি মোটাতাজা করতে হবে। এর জন্য আপনার সুন্দর আবাসস্থল অবশ্যই প্রয়োজন।সবকিছু সঠিকভাবে পর্যবেক্ষণ করার পরে আমরা ব্যাটগুলো কিনলাম এবং দুইটা ব্যাট কিনেছি আমরা একটা ব্যবসায়ে এসেছি। আর একটা বেট আমরা আমাদের সাথে করে নিয়ে এসেছি। খুবই সুন্দর হয়েছে আমার কাছে ব্যাটগুলো। এরপর আমরা বাড়িতে এসে পৌঁছেছি মাগরিবের পরে। বাড়িতে এসে কিছু সময় অপেক্ষা করলাম এরপর এশার আজান হইলো।
সেখানে গিয়ে কিছু সময় অপেক্ষা করলাম এরপর আমরা কিছু কাজ সম্পন্ন করলাম কাজগুলো শেষ করে আবার চলে গেলাম কাজের পয়েন্টে সেখানে কাজ সম্পন্ন করলাম। এখান থেকে এসে আমরা কিছু পরিকল্পনা করলাম আজকে আমরা খিচুড়ি রান্না করে খাব সেই জন্য আমরা খিচুড়ির জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। অন্যদিকে আমি আসরের নামাজ শেষ করে বাড়িতে গিয়েছি দেখে আমার ফোনের মেয়ে বাড়িতে চলে যাবে সে আমাকে বলতেছে বাড়িতে রেখে আসোফলে বসে বসে শরীরের যত্ন করতে হবে ফুলগুলোকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং মন মোটেও এগুলোকে সাজাতে হবে।
একটা ফুল অনেকদিন টিকে থাকে। রোদ বৃষ্টি সবকিছু অপেক্ষা করে এই ফুলগুলো অনেকদিন বেঁচে থাকে যার কারণে এই ফুলগুলো সবারই পছন্দ একটি ফুল। আমি কাছে গেলাম ফুল গাছে তখন দেখি ফুল গাছের গায়ে প্রচন্ড কাটা। ফুল গাছ ধরিনি তবে একবার ধরেছিলাম সেই একবার ধরেই বুঝতে পেরেছি এই কাঁটাগুলো খুবই মারাত্মক। তবে ফুল গাছে কাটা থাকবে এটাই স্বাভাবিক।আসলে ফসলের মাঠ পরিদর্শন করলাম। খুবাই ভালো লাগে সুন্দর ফসলের মাঠ।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.