Some beautiful photography of pomegranate trees.

in blurt-1787181 •  9 hours ago 

Many of us appreciate the beauty of photographs featuring pomegranate trees, and images of chili plants are equally captivating, appealing to a wide audience. The vibrant energy these plants exude can create a sense of fondness, and plums are also among the lovely sun-kissed fruits. By cultivating both vegetables and flowers, we can fulfill two important tasks. It's essential to dedicate our time to worthwhile activities, which can bring us genuine happiness. When our efforts in growing such crops yield joy, we experience fewer concerns.
1000046744.jpg

1000046743.jpg
Moreover, some birds possess unique abilities to mimic sounds, yet many are kept in cages and are facing extinction due to a lack of breeding. Mango trees are beloved by many of us, and we take care to preserve them. These trees produce a variety of fruits that we use in different culinary ways, such as making pickles or drying them. Their leaves serve as fodder for livestock.

After preparing beef, I visit the cricket field, making sure to perform the Asr prayer before heading there. It's crucial that we protect these precious plants; it’s our responsibility. The serene beauty of nature at the riverbank in the afternoons is something we all wish to experience, as it brings a unique sense of tranquility. Interestingly, when vegetables are still small, their demand spikes; however, no one wants them once they reach maturity. We then gather the seeds to replant the following year.
1000046746.jpg

1000046745.jpg
Unfortunately, issues often arise when these plants become fully-grown, with problems like pest damage to mustard flowers requiring proactive measures for prevention. Maintaining a mustard field properly is key to achieving a good harvest.

ডালিম গাছের সুন্দর ছবি আমাদের সকলের কাছে সাধারণত ভালো লাগে। মরিচ গাছের কিছু অসাধারণ ছবি আপনাদের মন আকৃষ্ট করবে, কারণ এরূপ ছবি সবারই প্রিয়। যখন আপনি সুন্দর দৃশ্য দেখবেন, তখন আপনার ভালো লাগবে, আর বায়ুকে সূর্যের মধ্যে মরিচের সৌন্দর্য মনের পথে নিয়ে আসবে। সবজির পাশাপাশি ফুল চাষ করলে আমাদের দুটি কাজ সম্পন্ন হয়; যদি আমরা কোনও কাজে সময় ব্যয় করি, তখন সেকথা মাথায় রাখতে হবে যেন সেটি আমাদের জন্য সার্থক হয়। যখন এই সুন্দর শাকসবজি আমাদের আনন্দ দেবে, তখন চিন্তা ভাবনা দূর হবে।
1000046747.jpg
তাদের বিশেষ ক্ষমতা হল তারা কথা বলতে পারে এবং ঠিকভাবে নকল করতে পারে, যার কারণে অনেক পাখিকে খাঁচায় বন্দি করে দেখা হয় এবং এভাবে তাদের প্রজন্ম বৃদ্ধি পাচ্ছে না, ফলে তারা বিলুপ্তির দিকে যাচ্ছে। আম গাছ আমাদের কাছে প্রিয়, আর তাই আমরা এগুলোর সুন্দর পরিচর্যা করি। গাছ থেকে বিভিন্ন ফল পেয়ে আমরা সেগুলো বিভিন্নভাবে ব্যবহার করি, যেমন আচার করা বা শুকিয়ে রাখা। গাছের পাতা গরুর খাবার হিসেবে ব্যবহার হয়। এরপর আমরা ক্রিকেট খেলতে মাঠে যাই, এবং মাঠে যাওয়ার আগে এসরের নামাজ শেষ করি। আমাদের এসব গাছ সংরক্ষণের ব্যবস্থা করা উচিত, কারণ এগুলো গুরুত্বপূর্ণ।

বিকেল বেলায় নদীর তীরে এক বিশেষ ভালোবাসা অনুভূত হয়, এবং আমরা সবাই সেই মুহূর্ত উপভোগ করি। সব মিলিয়ে এক অদ্ভুত শান্তির অনুভূতি। যখন সবজি ছোট থাকে তখন চাহিদা বেশি থাকে, কিন্তু পরিপক্ক হলে তা কমে যায়। তখন বীজ সংগ্রহ করে পরবর্তী বছর আবার লাগানো হয়। যদিও সাধারনত দেখা যায়, যখন সবজি পুরোপুরি ফুলে ফেঁপে ওঠে, তখন পোকামাকড় ক্ষতির কারণ হয়। সরিষা ফুল যখন পরিপক্ক হয়, তখন পোকা বাধা হয়ে দাঁড়ায় ও প্রচুর ক্ষতি করে, তাই এগুলোকে শুরু থেকেই প্রতিরোধ করতে হবে। সরিষা জমির ভালো ফলন পেতে হলে সূচিবদ্ধ পরিচর্যা অপরিহার্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!