We can cook vegetables in different ways and get different nutrients from vegetables. If we want we can use this vegetable in different ways like when it is fruit we can use it as cow feed. Cows eat these foods in abundance. There is a different kind of joy in sitting on the banks of the river in the early morning sunlight. Sunlight in the morning fills this mind. Seeing food fills our mind and eating beautiful food in the morning makes us speechless.
If you eat good food in the morning, you will feel good all day. We like seeing the morning and we can start the day from early morning. But maybe we understand that a different kind of love works in the morning. You can understand what I am talking about by looking at the picture. What I am talking about is that we all went out for a picnic in the river.
If you want to eat nice food you can definitely eat it and if it costs you some money or no money. This is because it's normal for you to act on fear. If you don't look back you keep moving forward then you will find success. But the plan that I am going ahead with, Inshallah, this plan will be implemented very soon. InshAllah I will be successful in what I have planned.
সুন্দর খাবার আমরা সবাই পছন্দ করি এবং আমরা সবাই ভালবাসি সুন্দর খাবার।সুন্দর খাবার হলে আমাদের আর কোন কথা নেই খাবারের সাথে সাথে আমাদের লোভনীয় কিছু যদি দৃশ্য দেখা যায় তাহলে খুবই ভালো লাগে। তাহলে আমরা এই সবজি থেকে লাভ করতে পারবে এবং এই ফসল থেকে আমরা প্রচুর পরিমাণে লাভ আশা করতে পারি। তবে এখন যেহেতু শীতের সময় এই ফসলগুলো খুবই আপনার সহকারে যত্ন নিয়ে চাষ করতে হবে।আমরা যত পরিশ্রম করি না কেন আমরা যদি ভাল খাবার পায় তাহলে আমাদের পরিশ্রম করতে ভালো লাগে।
আমরা বিভিন্নভাবে সবজি রান্না করে খেতে পারি এবং সবজি থেকে বিভিন্ন পুষ্টি নিতে পারি। আমরা চাইলে এই সবজিটাকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি যেমন যখন এটি ফলমান হবে তখন এটি গরুর খাবার হিসেবে ব্যবহার করতে পারি। গরু এই খাবারগুলো প্রচুর পরিমাণে খেয়ে থাকে।সকালবেলা সূর্যের আলোয় নদীর পাড়ে বসে থাকার মধ্যে অন্যরকম একটা আনন্দ পাওয়া যায়। সকালবেলা সূর্যের আলো এই মনটা জুড়িয়ে যায়।খাবার দেখলে আমাদের মনটা ভরে যায় এবং সকাল বেলা সুন্দর খাবার খেলে আমাদের কোন কথা নেই।
সকালবেলা যদি আপনি সুন্দর খাবার খান তাহলে আপনার ভালো লাগবে সারাদিন। ভোর বেলা দেখলেই আমাদের ভালো লাগে এবং সকালবেলা থেকেই আমরা দিনের শুরু করতে পারি। তবে হয়তোবা আমরা বুঝতে পারি যে সকালবেলার মধ্যে একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। আপনারা ছবি দেখেই বুঝে গেছেন আমি কি বিষয়ে কথা বলব। আমার কথা বলার বিষয়টা হচ্ছে নদীতে আমরা সবাই মিলে পিকনিক করার উদ্দেশ্যে বেরিয়েছিলাম।
আপনি যদি সুন্দর খাবার খেতে ইচ্ছে করেন তাহলে অবশ্যই খেতে পারবেন এবং যদি আপনার কিছু টাকা বা কোন পয়সা খরচ হবে। এ বিষয়টা হচ্ছে ওর স্বাভাবিক আপনি যখন কাজ করবেন তখন আপনার মধ্যে ভয় কাজ করবে। আপনি পিছনের দিকে তাকাবেন না আপনি সামনের দিকে চলতে থাকবেন তাহলে আপনি সফলতা পাবেন। তবে আমি যে পরিকল্পনা নিয়ে সামনের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই পরিকল্পনা বাস্তবায়িত হবে। ইনশাআল্লাহ যেই পরিকল্পনা করেছি সেটাতে সফল হব।