Everyone appreciates flowers, universally seen as a symbol of beauty. After reflecting on some mistakes by the river, we reached the riverbank and closely observed the river's movements. The view was beautiful, and we thoroughly enjoyed it. Following our time there, we hurried home to prepare for the Zohr prayer. The morning weather was refreshing and perfect for the cultural events and competitions happening nearby. Many horses took part in a rescue competition, with a significant prize awarded to the first one to finish. The fair was more than just a marketplace; it served as a social gathering where we met new people, made friends, explored various cultures, and shared in joy.
I briefly stopped by the market and enjoyed some food from my older brother’s shop, which included Banana Naru Biscuits. I spent a little time with some of my older siblings before heading home. Upon arriving, I completed my chores and heard about a vegetable-related incident that I intend to share. Our main plan was to leave home, enjoy a nice walk by the river, and then have our picnic. Although we had intended this activity for some time, the morning brought a special warmth and comfort, particularly in winter.
Eventually, we rushed home to perform the Maghrib prayer. After completing our prayers, we went to the market for a while, enjoying jhal mudri. Soon, I ran into my older brother, Sheikh Tuhin. We sat down for tea and had an engaging conversation while we ate.
ফুল আমরা সবাই পছন্দ করি এবং আমাদের সকলের কাছে এটি একটি সুন্দর বিষয় হিসেবে পরিচিত। উনি যদি নদীর পারে কিছু সময় অপেক্ষা করেন এবং এসব ভুল নিয়ে কিছু গবেষণা করেন। নদীর পাড়ে এসে দেখি নদীর কাজ হচ্ছে এবং সেই কাজগুলো আমরা মনোযোগ সহকারে দেখতে থাকি। তবে নদীর পাড়ে দেখতে অনেক সুন্দর দেখায় এবং আমাদের কাছে এটা খুবই ভালো লাগে।খেলাধুলা শেষ করে দ্রুত বাড়িতে চলে আসি এবং যোহরের নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি।সকালবেলা আবহাওয়া আমাদের জন্য খুবই উপকারী।
সেখানে খেলার মাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং নানা ধরনের প্রতিযোগিতার আয়োজনও করা হয়।বিভিন্নভাবে দেখা যাই বিভিন্ন প্রকার খেলা অনুষ্ঠিত হয় এর মধ্যে ঘোড়া দৌড় হচ্ছে অন্যতম। অনেকগুলো ঘোড়া কে করছে করে সেখানে সবগুলো ঘোড়াকে একত্রে তো উদ্ধার জন্য দেয় এবং যে ঘোড়াটি প্রথম হয় সেই ঘোরার জন্য বড় পুরস্কার রেখে দেয়। মেলা শুধু বাণিজ্যিক নয়, বরং এটি একটি মিলনমেলা।যেখানে গিয়ে অপরিচিত মানুষের সাথে আমাদের পরিচয় হয়। যেখানে মানুষ নতুন বন্ধু বানায়। বিভিন্ন সংস্কৃতি শিখতে পারে এবং আনন্দ উদযাপন করে।বাজারে গিয়ে কিছু একটু বিরোধিতা করলাম এরপর আমি আমার বড় ভাইয়ের দোকান থেকে কিছু খাবার খেলাম। তালিকায় রয়েছে কলা নারু বিস্কুট।
কিছু সময় সেখানে বসে থাকি এবং আমাদের আরো কিছু বড় ভাই আসে তাদের সাথে কিছু সময় কথা বলি এরপর বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আমি আমার কাজগুলো শেষ করি।সবজির ঘটনা আমাদের আগেও বলা হয়েছে সেই ঘটনায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মূল বিষয়টা হচ্ছে আমরা বাড়ি থেকে বের হই এবং প্রস্তুতি গ্রহণ করি আমরা সুন্দরভাবে নদীতে কিছু সময় ঘোরা ফেরা করবো এরপর একটা স্থানে গিয়ে আমাদের পিকনিকের কার্যক্রম শুরু করে দেব।কার্যক্রম ছিল অনেক আগে থেকেই।তবে সকালবেলার মধ্যে ভালোবাসার এক অন্যরকম ছাপ পাওয়া যায় এবং সকালবেলায় শীত আমাদেরকে অন্যরকম একটি আরাম এনে দেয় ।
শেষ করে দ্রুত বাড়িতে চলে আসি বাড়িতে এসে মাগরিবের নামাজ শেষ করি। নামাজ ঠিক করার পর কিছু সময়ের জন্য একটু বাজারে যায় সেখানে গিয়ে ঝাল মুড়ি খায় এবং কিছু সময় পর আমাদের এক বড় ভাইয়ের সাথে দেখা হয় তার নাম হচ্ছে শেখ তুহিন। কিছু সময় বসে চা খাই তার সাথে। খেতে বসে কিছু সময় কথা বলি এবং কিছু সময়ের জন্য তার সাথে একটু অন্যরকম আলোচনা করি।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.