In reflection, I appreciated the beauty of the vegetables and realized how wonderfully Allah has created both the fruits and the flowers we have. Working in the afternoon was quite pleasant. As we all know, we love to explore, but sometimes enjoying time with friends is just as enjoyable. I
traveled with my younger brother, and we visited a park by the river, spending some time there together.
While we were out, I collected some olives from a nearby tree before heading home. Those flowers were truly stunning and captivating. When I went to the field to work, I noticed a lovely mustard flower leaning nearby. Unfortunately, some insects were
damaging the mustard flowers. While these insects may appear attractive, we can't allow them to stay, as they pose a significant threat to the mustard plants' survival.
All too often, damage to mustard flowers occurs during peak blooming when insects invade. These pests can severely limit the yield, so proactive measures are necessary to protect the plants from the start. Proper care is essential for achieving a good harvest in a mustard field.
রাতের বেলায় সব ঠিক আছে সুন্দর ফটোগ্রাফি হতে আপনারা পছন্দ করবেন না কিন্তু সত্যি সবজি সকলের পছন্দে। ফলের গাছের নামটা হচ্ছে ড্যাপা ফল। এই ফলটা সাধারণত ছোট থাকে এবং এই ফলগুলো সাধারণত কিছু মানুষ পছন্দ করে আবার কিছু মানুষ পছন্দ করে না। এই ফলের ফুলগুলো খুব সুন্দর দেখায় এবং আমার কাছে খুবই ভালো লেগেছে ফুলগুলো। তাই কিছু সময় পর আমি চিন্তা করলাম কিছু ফটোগ্রাফি করে রাখি আমার কাজে লাগতে পারে।এজন্য কিছু সময় পর জমি থেকে বের হয়ে এসে ফুলগুলো হাতে নিলাম এবং ফলগুলো হাতে নিলাম দুইটা জিনিসের পর্যবেক্ষণ করলাম এবং কিছু সময় চিন্তা ভাবনা করলাম।
সবকিছু মিলিয়ে চিন্তা করলাম কত সুন্দর দেখা যাচ্ছে সবজির গাছের সবজিগুলো। ভাবলাম কত সুন্দর ভাবে আল্লাহতালা ফলগুলো তৈরি করেছেন এবং সুন্দরভাবে কি সুন্দর ফুল আমাদের মাঝে আল্লাহ তায়ালা দিয়েছেন।তবে বিকেল বেলা খুব ভালো লাগলো কাজ করি। আমার সম্পর্কে কি বলবা আমরা সবাই জানি ভ্রমণ আমাদের সবারই খুবই পছন্দ। তবে কিছু সময় যদি আপনার বন্ধুদের সাথে ঘোরাফেরা করি তাহলে আমাদের খুবই ভালো লাগে। ভ্রমণ করেছে আমার ছোট ভাইয়ের সাথে তাকে নিয়ে আমি সরাসরি নদীর পাড় দিয়ে সেই পার্কে যায় এবং সেখানে গিয়ে কিছু সময় ঘোরাফেরা করি।
সেখানে গিয়ে একটা পাশের জলপাই গাছ ছিল সেখান থেকে কিছু জলপাই রেখেছি। এরপর আমরা সবাই মিলে একসাথে বাড়িতে চলে এসেছি।স্বাভাবিকভাবে দেখলে বোঝা যায় এই ফুলগুলো খুব সুন্দর এবং খুবই মনমুগ্ধকর ফুল ছিলআমি জমিতে গিয়েছিলাম কাজ করার জন্য তখন দেখি সেখানে সুন্দরভাবে এটুকু সরিষা ফুলের সাথে ঝুঁকে আছে আসলে এই পোকা গুলোর সরিষা ফুলের ক্ষতি করছে। যদিও ক্ষতি করছে তবুও পোকা গুলোকে সুন্দর দেখাচ্ছে কিন্তু এই পোকা গুলোকে আমাদের বেঁচে রাখার বা এই পোকা গুলোকে সরিষা ফুলের উপর রাখতে দেওয়া যাবে না কারণ এগুলো আমাদের জন্য প্রচুর ক্ষতি করে।সরিষা ফুল নষ্ট করে ফেলবে।
তবে সব প্রকাশ সাধারণত দেখা যায় চুরি সফল যখন সম্পন্ন ভাবে ফুটে যায় তখন এইসব বোকা গাছের উপর পরে। সরিষা ফুলের ক্ষতি করে এবং সরিষা ফুল যখন পরিপক্ক হয় তখনই পোকা গুলো বাধা হয়ে দাঁড়ায় এবং এগুলি প্রচুর পরিমাণে ক্ষতি করে তাই এগুলো কি প্রথম থেকে প্রতিরোধ করতে হবে এবং সুন্দরভাবে এগুলোকে প্রতিরোধ করতে হবে। সরিষার জমিতে ভালো ফলন পাওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে সুন্দরভাবে পরিচর্যা করা।