Some amazing flower photography at noon.

in blurt-1787181 •  8 days ago 

This is a wonderful time, and we would be delighted if we use it to cultivate beautiful flowers. Strolling through the flower garden in the afternoon will bring you joy and make your day more pleasant. I enjoyed a nice meal that afternoon and shared some food photography with you. After spending some time there, we completed some tasks and returned to the work site to finish our work.

1000047858.jpg

1000047856.jpg

1000047857.jpg

Visiting the flower garden will surely be enjoyable, offering you a chance to appreciate its beauty. We often overlook the stunning flowers that captivate us; they truly are magnificent. The photographs, especially those taken by Sarisha, are lovely, capturing the beauty of the surroundings. The area, with its water features, looks different and enchanting from every angle.

1000047860.jpg

1000047859.jpg

We cherish this beautiful world as much as we do the lovely flowers. Today, we planned to cook khichuri and prepared for it. We also observed various games, with horse racing being among them. Afternoons and other significant moments are important to us, and our affection for flowers is immense. Even the sorrow of the heart is beautiful.

For a while, these flowers inspire a unique kind of love. You will gain insight into the crops and their conditions. Hutum owls build their nests in the shade of trees or on the rooftops of old structures, and we should avoid harming their habitats. By protecting them, we can help ensure that these creatures thrive in our ecosystem, maintaining a beautiful balance.

Love flourishes when we navigate life in our own ways. It’s vital to advocate against deforestation and environmental destruction. We must work to preserve our ecosystems and protect animals. Careful farming at home is essential for nurturing them. I hope you enjoy the pictures, as I encounter these vegetables daily.

এটি একটি সুন্দর সময়, এবং যদি আমরা এই সময়কে সঠিকভাবে ব্যবহার করি, তাহলে তা আমাদের জন্য অনেক আনন্দদায়ক হবে। দুপুরে ফুলের বাগানে ঘুরলে আপনার খুব ভালো লাগবে এবং সময়টি সুন্দরভাবে কেটে যাবে। দুপুরের খাবারটি খুব ভালো ছিল, এবং আমি যে খাবারের ছবি আপনাদের সঙ্গে ভাগ করেছি তা দেখে খুশি হতে পারবেন। সেখানে কিছু সময় অপেক্ষা করার পর আমরা কিছু কাজ করলাম এবং এগুলো সম্পন্ন করে আবার কাজে ফিরলাম।

ফুলের বাগানে ঘুরতে গেলে আপনি সুন্দর মুহূর্ত উপভোগ করবেন। মাঝে মাঝে এত সুন্দর ফুল আমরা কেন দেখি না! এ ফুলগুলো আসলেই দারুণ। ছবি তুললে তা বিশেষ করে সুন্দর হয়ে ওঠে এবং চারপাশের সৌন্দর্য মন আকর্ষণ করে। চারপাশের পানি বাড়তি আকর্ষণ যোগ করে, আর এই জায়গাটি যেন এক নতুন সৌন্দর্যের পাহাড়।

আমরা যত সুন্দর ফুল ভালোবাসি, এই জগতটাও उतনাই সুন্দর। এখান থেকে ফিরে এসে আমরা কিছু পরিকল্পনা করেছি, যেমন খিচুড়ি রান্না করা। বিভিন্ন সাম্প্রদায়িক খেলাধুলার মধ্যে ঘোড় দৌড় অন্যতম। বিশেষ মুহূর্তগুলো আমাদের জীবনে অপরিসীম গুরুত্বপূর্ণ। ফুল আমাদের সবার প্রিয়, কারণ তারা মনকে প্রশমিত করে।

এই ফুলগুলো মাঝে মাঝে আমাদের কাছে এক ভিন্নরকম ভালোবাসা নিয়ে আসে। ফসলের বিষয়গুলো আমাদের ভাবতে বাধ্য করে এবং আমরা তাদের উৎপাদনের উপর নির্ভরশীল। হুতুম পেঁচা গাছের ছায়ায় বা পুরানো ভবনের ছাদে বসতি গড়ে। তাদের থাকার জায়গা বাঁচাতে আমাদের সচেষ্ট থাকতে হবে। আমরা যদি এগুলো রক্ষা করতে পারি, তাহলে এই প্রাণীগুলো আমাদের পরিবেশে বেঁচে থাকবে এবং পরিবেশের ভারসাম্যকে সুন্দর রাখবে।

ফুলের প্রেমে আমরা আমাদের জীবনকে নিজের মতো করে চালাতে পারি। বৃক্ষহরণ ও বনাঞ্চল ধ্বংসের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া অত্যন্ত জরুরি। এগুলো আমাদের দূর করতে হবে এবং প্রাণীগুলোকে রক্ষা করে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে। যত্ন নিয়ে এগুলোকে রক্ষা করতে হবে এবং যদি আমরা বাড়িতে চাষ করি, তাহলে সেগুলোও সমান যত্নের দাবিদার। ছবিগুলো আশা করি আপনাদের ভালো লাগবে, যদিও আমি প্রতিদিনই এসব সবজি দেখি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord