Seeing these natural scenes makes us happy. If we go to the river bank in the afternoon, we feel satisfied. Such a beautiful nature in the afternoon is very useful for emperors and very good shape is a matter. When nature is beautiful, we can also live beautifully. You have to think about your life, your future, your country and fix them yourself. Time was running out. Then I came home and slept for some time and bought some food from the store and played.
Had biscuits and some shop food. Goes to the river to bathe in order to perform Zohr prayer. I finished the Zohar prayer after taking bath. Now I finished my complete work after finishing work I came home. I sat at home for some time. Then I finish my work. These mustard flowers are planted in abundance in various places and a large amount of mustard is extracted from this mustard plant.
Besides benipur it is very beautiful if you do crop photography.rey like these photographers.A lot of oil is made from this mustard.This mustard oil is a very popular oil in our Bangladesh.These flowers were dark yellow in color when I picked them. On that day, these flowers will die and the beauty of these flowers will be lost. But everyone likes different photography. I hope you like these photography.
বিকেল বেলা ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয় এবং এই সময় আমরা যদি কিছু সুন্দর ফটোগ্রাফি করি তাহলে আমাদের খুবই ভালো লেগেছে এবং ভালো লাগার পর আমরা এই ফুল সুন্দর ভাবে রেখে দি। যদি তুমি কিছু ফটোগ্রাফি অবশ্যই আমাদের সুখের আলো ফটোগ্রাফি লক্ষ্য করতে হবে। সুন্দর ফটোগ্রাফি আমাদের আপন ভাবে ভালোবাসায় হৃদয় হৃদয়কে জড়িয়ে দেয়। এক্ষেত্রে আমরা দেখতে পারি খুবই সুন্দর ভাবে কলার গাছ থেকে সুন্দর ভাবে থোর বের হয়। তোর সেই থোর থেকে সুন্দরভাবে কলা তৈরি হয়।
এসব প্রাকৃতিক দৃশ্য দেখলে আমাদের মন ভালো হয়ে যায়।বিকেল বেলায় যদি আমরা নদীর পাড়ে যাই তাহলে আমরা সন্তুষ্ট দেখতে পাই। বিকেল বেলার এরকম সুন্দর প্রাকৃতিক দের সম্রাটদের জন্য খুবই উপকারী এবং খুবই ভালো আকার একটি বিষয়। যখন প্রকৃতির সুন্দর থাকবে তখন আমরাও সুন্দরভাবে বাঁচতে পারব। নিজের জীবন নিজের ভবিষ্যৎ নিজেদের দেশ নিয়ে চিন্তা করতে হবে এবং নিজেদেরকে এগুলো ঠিক করতে হবেতোদের সময় যাচ্ছিল না এরপর বাড়িতে এসে কিছু সময় শুয়ে থাকলাম এবং কিছু দোকানের খাবার কিনে নিয়ে এসে খেলাম।
বিস্কুট খেয়েছি এবং কিছু দোকানের খাবার খেয়েছি। যোহরের নামাজ পড়ার উদ্দেশ্যে গোসল করার জন্য নদীতে যায়। গোসল শেষ করে জোহরের নামাজ শেষ করলাম। এবার আমি আমার সম্পূর্ণ কাজ শেষ করলাম কাজ শেষ হলে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে কিছু সময় বসে থাকলাম। এরপর আমি আমার কাজ শেষ করি।বিভিন্ন জায়গায় এই সরিষা ফুল প্রচুর পরিমাণে লাগানো হয় এবং এই সরিষা গাছ থেকে প্রচুর পরিমাণে সরিষা আহরণ করা হয়।
বেনীপুরের পাশাপাশি যদি আপনি ফসলের ফটোগ্রাফি করেন তাহলে খুবই সুন্দর হয় রে এসব ফটোগ্রাফার পছন্দ করি এই সরিষা থেকে প্রচুর পরিমাণে তেল তৈরি করা হয়।এই সরিষার তেল আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি তেল।এই ফুলগুলো যখন আমি তুলি তখন গারো হলুদ রঙের ছিল। সেদিন গেলে এ ফুলগুলো মরে যাবে এবং এই ফুলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।তবে সবার কাছে ভালো লাগে বিভিন্ন ফটোগ্রাফি আশা করি আপনাদের কাছে এসব ফটোগ্রাফি ভাল লাগে।