A fruitful harvest of rice brings great satisfaction, although it's common for flowers to be pruned off the trees. Personally, I find the afternoon to be the most beautiful time of day, which I use to explore and partake in various enjoyable activities. Vegetables are an essential part of our diet, and there's a unique joy in traveling together. Sitting under the night lights and relishing fruits is an exquisite experience.
Observing the thriving crops and beautiful flowers is a pleasure, especially when they're well-maintained. Flowers, particularly when untended, can appear exceptionally lovely. One winter day, I visited a well-known jhalmuri vendor and spent some enjoyable time there.
Whenever we visit the border market, it’s delightful to indulge in his delicious makha. Afterward, we returned home, which took quite a while. After carefully choosing what we wanted, we bought two bats for ourselves—a third bat came along too, which I find particularly beautiful.
We got home just after Maghrib. I waited for a while until the Azan was called. When vegetables are young, the demand for them is high, but nobody wants them once they mature. The mature vegetables are then harvested for seeds, which are replanted the following year, though their seeds can be quite expensive.
এখন বর্তমানে আমাদের বাংলাদেশের প্রচুর পরিমাণে ধানের চাষ হচ্ছে। ধান আমাদের খুবই উপকারী একটি ফসলের আয় করতে পারে। বিকেলবেলা যখন হয় তখন আমরা আমাদের এক ভাইয়ের বাড়িতে করে সীমান্ত ভট্টাচার্যের কিছু কেনাকাটা করি এবং আমরা একটি মুরগী কিনেছে মুরগিগুলো খাওয়ার জন্য রাত ভর চেষ্টা করি। সেই মুরগিগুলো আমরা পরিয়ে খাব। আপনি যখন কোন ভাষায় আসবে তখন এর মধ্যে ধান অবশ্যই চাষ করবেন। মুরগিগুলো খাওয়ার জন্য আমার মামাতো ভাই এবং আমার ভাই আরো কিছু লোকজন আছে তারা অপেক্ষা করছে।
তবে যখন আপনি ধানের সুন্দর ফলন পাবেন তখন আপনার ভালো লাগবে। তবে ফুল গাছে কাটা থাকবে এটাই স্বাভাবিক।আমার কাছে বিকেল বেলাটা সবচাইতে সুন্দর একটি সময় তাই এই সময়টাকে আমি কাজে লাগিয়ে ঘোরাফেরা এবং বিভিন্ন প্রকার আনন্দে বিকেল বেলা থেকে কাটিয়ে দিই। এমন একটি সবজি যেটা আমরা সকলের খুবই প্রয়োজন এবং সব সময় এগুলো প্রয়োজন হয়। সকলে মিলে ভ্রমণ করার মজাই অন্যরকম।রাতের আলোয় বসে যদি এখন সুন্দর করে ফল উপভোগ করো এই বিষয়টি খুবই সুন্দর বিষয় আমাদের কাছে।
যখন এগুলো ফসল সুন্দর ভাবে দেখতে খুবই সুন্দর দেখা এবং খুবই ভালো লাগে এগুলো দেখতে। ফল খাওয়ার মত সুন্দর রাতের বেলা অংশগ্রহণ করি তাহলে আমাদের জন্য ভালো লাগে। তবে আমরা যে বিষয়টা লক্ষ্য করি সেই বিষয়টা হচ্ছে অযত্নে রাখা ফুল গাছগুলোই সুন্দর হয়। তবে এই ফুল গাছগুলো দেখতে খুবই সুন্দর এবং খুবই ভালো মানের ফুল।শীতের দিন আমাকে মেসেজ করে আমরা চলে গেলাম সেই বিখ্যাত ঝালমুড়ি ওয়ালার কাছে সেখানে গিয়ে কিছু সময় মাখা খেলাম।
যখন গুলো ঘরে না হয় তখন খুবই ভালো লাগে যখনই সীমান্ত বাজার যাই তখনই তার কাছ থেকে এইরকম সুন্দর মাখা খাই। এরপর আমরা বাড়ির দিকে রওনা এবং বাড়িতে এসে পৌঁছায়। বাড়িতে আসতে আসতে আমাদের প্রায় অনেক সময় লেগে গিয়েছিল।সবকিছু সঠিকভাবে পর্যবেক্ষণ করার পরে আমরা ব্যাটগুলো কিনলাম এবং দুইটা ব্যাট কিনেছি আমরা একটা ব্যবসায়ে এসেছি। আর একটা বেট আমরা আমাদের সাথে করে নিয়ে এসেছি।
খুবই সুন্দর হয়েছে আমার কাছে ব্যাটগুলো। এরপর আমরা বাড়িতে এসে পৌঁছেছি মাগরিবের পরে। বাড়িতে এসে কিছু সময় অপেক্ষা করলাম এরপর এশার আজান হইলো।এই সবজি যখন ছোট থাকে তখনই সবজি চাহিদা প্রচুর পরিমাণে থাকে। যখন এই সবজিটা পরিপক্ক হয়ে যায় তখন আর এই সবজি কেউ খেতে চায় না। এই সবজিটা থেকে তখন বীজ সংগ্রহ করা হয় এবং সেই বীজ পরবর্তী বছর আবার লাগানো হয়। এর বীজের দাম প্রচুর পরিমাণে হয়।