Some beautiful photography of gourds.

in blurt-1787181 •  last month 

We enjoy spending quality time in nature, and capturing vegetable photography is a delightful pursuit for us. While we all cherish the lovely moments of the afternoon, we also seek enjoyment in our activities. Sometimes, we need to mix things up, and we can certainly explore nature in our own way. It’s important to fully appreciate the beauty of nature and to connect with it.

1000041644.jpg

1000041646.jpg

Vegetables and natural foods are universally adored, and nature also teaches us valuable lessons. It’s a given that flowers will be cut from trees, and while the rose is often considered the most beautiful flower, even roses can have their thorns. Although these vegetables may appear unappealing at first, we find joy in them. Capturing the beauty of these flowers through photography reveals their true charm, which may not be evident from a distance.

Another striking aspect of flowers is the vibrant color of their center, which is quite eye-catching. I recently took some photographs while enjoying the sun for a bit. These crops are typically planted in early winter and harvested at the transition from winter to summer, and they represent a traditional resource in our country that is currently in high demand. We also process nuts to cultivate almond seedlings.

1000041645.jpg

After planting the almonds, they require no fertilizer or watering. Nearby, a stunning flower blooms alongside a mature one. However, these flowers can often grow in chaotic arrangements. If we care for these flowers properly, we can expect fruitful rewards. Interestingly, each plant can produce multiple blooms, showcasing an abundance of beauty together.

কিছু সুন্দর সময় যদি আমরা প্রকৃতির মাঝে উপভোগ করি তাহলে আমাদের খুবই ভালো লাগে এবং শাকসবজি ফটোগ্রাফি আমাদের জন্য খুবই সুন্দর একটি বিষয়। বিকেল বেলা সুন্দর মুহূর্ত আমাদের সবার কাছেই খুবই ভালো লাগে তবে আমরা চাই সুন্দর সময় পার করতে। কিছু সময় আমাদের অন্যরকম ভাবে কাটাতে হবে তোমার আপন ভাবে আমাদের তিনটা পার করতে হবে আমরা যদি চাইতে পারবো। আপনাদের উচিত কিছু সময় এই প্রকৃতিটা এত উপভোগ করার কোন কিছু সময় প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে বেড়ানো।

শাকসবজি এমন একটি বিষয় যে বিষয়গুলো আমরা সবাই পছন্দ করি এবং এইরকম প্রাকৃতিক খাবার আমরা সবাই পছন্দ করি। তবে প্রকৃতি আমাদের কাছে কোন রকম শিক্ষা উপহার দেয়।ফুল গাছে কাটা থাকবে এটাই স্বাভাবিক। সবচাইতে সুন্দর ফুল হচ্ছে গোলাপ ফুল তবে সেই গোলাপ ফুলেও কিন্তু কাটা রয়েছে। তোমার জন্য হয়তোবা এই শাকসবজি গুলো একটু দূরে থাকে কিন্তু আমাদের খুবই ভালো লাগলো এগুলো। তবে এই ফুলগুলো দূর থেকে সুন্দর দেখা যায় না কিন্তু এই ফুলগুলো যখন আপনি ক্যামেরা বন্দী করবেন তখন আপনি ভাল বুঝতে পারবেন।

ফুলগুলো আরো একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এই ফুলগুলোর মাঝখানের রঙিন একটা থাকি যে অংশটা খুবই সুন্দর দেখায়। যাইহোক ফটোগ্রাফি গুলো করলাম এবং সূর্যের আলোয় বসে থাকলাম কিছুক্ষণ।শীতের শুরুতে এই ফসলগুলো জমিতে লাগানো হয় এবং শীতের শেষে গরমের শুরুতে এই ফসলগুলো তুলে আনা হয়। তবে এই ফসলগুলো আমাদের দেশের একটা ঐতিহ্যবাহী সম্পদ। বর্তমানে এই ফসলগুলো চাহিদা প্রচুর পরিমাণে। আমাদের এই বাদামের চারা গুলো লাগানোর জন্য বাদাম থেকে খোসা ছাড়ানো হচ্ছে।

এ বাদামগুলো চাষ করার পরে এই বাদামে কোন প্রকার সার বা কোন প্রকার পানি দেওয়ার প্রয়োজন হয় না।বাইরে থেকে দেখি সুন্দর একটা ফুল ফুটে আছে একটা সপরিপক্কর কাছে। তবে এই ফুলগুলো সাজানোর মত অগোছালো জায়গায় হয়ে থাকে এই ফুলগুলো আমরা বেশিরভাগ সময় যখন জায়গায় দেখি। ফুলগুলো যদি আমরা যত্ন সহকারে রেখে দিতে হলে এই ফুল থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি। তবে এই ফুলের একটা অন্যরকম বৈশিষ্ট্য হচ্ছে এই ফুল একটা গাছে অনেকগুলো ফুল ফোটে এবং একসাথে অনেকগুলো ফুল দেখা যায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!