Realized that we like very much the former is a very beautiful thing. I hear your beautiful voice of birds in the morning. The chirping of the birds, the mellowness that lingers until the afternoon slowly fades away. But in the morning another kind of love like the sun rising we see beautifully. When it is small it looks very beautiful. You see the fruits when they are big and it is very nice to see them beautifully.
Besides, various fruits are available among the fruits. Pomegranate fruits are very useful for us and a very beautiful fruit which we have in abundance in Bangladesh. The fruits are usually 400 taka 500 taka per kg. The result of arranging the photos of brothers and sisters is one kg. As a result, each of these fruits is 100 taka or 200 taka.
On arrival, I saw that our cricket ground was very nicely arranged and visited the ground for some time. After visiting the playground, he prepares for Zohar prayer at home. Finished Zohar prayer and finished lunch. After lunch I left home to play cricket. Do sit in the rose market for some time. At least if we want to live through beautiful flowers and playing cricket then our life. This is our purpose.
এক অন্যরকম সুন্দর্যের বিষয় হচ্ছে টমেটো গাছ এবং টমেটো গাছের কিছু সুন্দর আমি আপনাদের সাথে শেয়ার করেছি। একটা সবজি আমাদের জন্য খুবই উপকারী এবং এসব শক্তি থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন পাই যেটা আপনাদের বলার বাইরে। প্রকৃতির সৌন্দর্য গ্রামের মধ্যে বেশি ফুটে উঠে যায় আমাদের খুবই ভালো লাগে। আমাদের এখানে যদি কোন প্রাণী মারা যায় তাহলে অবশ্যই আমরা সেটাকে মাটির নিচে চাপা দেই।সুন্দর পরিবেশ রক্ষার জন্য আমাদের অবশ্যই এগুলো কার থেকে বেরিয়ে আসতে হবে। রিশাদ সুন্দর সুন্দর সবজি এবং সুন্দর সবজি গাছ খুবই সুন্দর দেখায়।
ধরতে পেরেছিলাম যে আমাদের খুবই ভালো লাগে আগেরটাই খুবই সুন্দর বিষয়। সকালবেলা আপনার সুন্দর আওয়াজ শুনতে পাই পাখিদের। পাখির কিচিরমিচির, ধীরে ধীরে বেলা ফুরানোর আগ পর্যন্ত সেই স্নিগ্ধতা বজায় থাকে। তবে সকালবেলার মধ্যে অন্য এক রকম ভালোবাসা যেমন সূর্য উদিত হচ্ছে আমরা সুন্দরভাবে দেখছি।যখন ছোট থাকে তখন একটু খুবই সুন্দর দেখাচ্ছে। আপনি ফলগুলো বড় হয়ে যায় তখন আরো সুন্দর দেখে এবং সুন্দরভাবে সে আমাদের দেখলেই খুবই ভালো লাগে।
এছাড়া বিভিন্ন ফল পাওয়া যায় যে ফলগুলোর মধ্যে। ডালিম ফলগুলো আমাদের জন্য খুবই উপকারী এবং খুবই সুন্দর একটি ফল আমাদের বাংলাদেশের প্রচুর পরিমাণে রয়েছে। ফলগুলো সাধারণত ৪০০ টাকা ৫০০ টাকা কেজি ভাই বোনের ফটোগুলো সাজানোর তো ফলে এক কেজি হয় যার ফলে এই ফলগুলোর প্রত্যেকটি ডাম ১০০ টাকা বা ২০০ টাকা করে হয় বেশিরভাগ সময় বেশি দাম দিয়ে কিনে খাই যার কারণে ফলগুলো আমাদের খাওয়া হয়না খুবই অল্প পরিমাণে খাওয়া হয়।
আসার সময় দেখি আমাদের ক্রিকেট খেলার মাঠ খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে সেখানে গিয়ে কিছু সময় খেলার মাঠ পরিদর্শন করি। খেলার মাঠ পরিদর্শন করার পর বাড়িতে সে জোহরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। জোহরের নামাজ শেষ করে দুপুরের খাবার শেষ করি। দুপুরের খাবার শেষ করে আমি ক্রিকেট খেলার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। গোলাপ বাজারে কি কিছু সময় বসে থাকি।সবচেয়ে বলতে হয় যদি আমরা সুন্দর ফুল এবং ক্রিকেট খেলার মাধ্যমে জীবন করতে চাই তাহলে আমাদের জীবন। এটাই হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য।
I am very impressed by your wonderful photography. Because you have captured the camera from different angles very well.