Photography of Betil Bazar.

in blurt-1787181 •  last month 

FunPic_20241109_203319149.jpg

Assalamu Alaikum, how are you all, I hope you are all very well. I am very blessed by your prayers and may Allah Almighty bless me. Today I am back with a new photography post. Today I will share with you some photographs collected from the small huts around Betil Bazar in Sirajganj. Also, the river here has some unique beauty, I will try to highlight some parts of it in this post today. I always love photography posts, this is one of my favorite posts. So whenever I have time, I go out to do photography. There is a different kind of peace in photography and also if you can travel to beautiful, beautiful places, both the mind and the soul get a lot of peace. I love this photography post all the more for these particular reasons. Well, which post do you like the most? You can comment if you want. Then I can also find out which topics are the most liked posts by our community members. Today I experienced a new experience. That is mess marketing. Last night one of my elder brothers called me and said that tomorrow we will go to the market but you are ready.

When I go to the market, it is good for me. I can take photographs of the market and share them with you. I was quite happy thinking about these things and then woke up in the early morning around six o'clock in the morning. Now I got clean and went to the big brother's room and told him that it is time to go. In fact, the market is held in the morning, which many people call "T" market. However, it is a great thing that everything you need is available in the market here. Anyway, let's see what my brother and I did together today, what market and what, what photography we did. Today I am sharing total seven photographs in this post,….

আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমি আপনার দোয়া ও মহান আল্লাহতালা আমাকে অনেক ভালো আছি।আজকে চলে আসলাম আবার নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। ‌ আজকে আমি আপনাদের মাঝে সিরাজগঞ্জের বেতিল বাজারের আনাচে-কানাচে যে ছোট হাটগুলো বসে সেখান থেকে সংগ্রহ করে কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। এছাড়াও এখানকার নদীর অপরূপ কিছু সৌন্দর্য রয়েছে তার কিছু অংশ আজকে এই পোষ্টের মধ্য আমি তুলে ধরার চেষ্টা করব। ফটোগ্রাফি পোস্ট বরাবরই আমার অনেক ভালো লাগে বলা যায়, এটি আমার সবচেয়ে বেশি পছন্দের একটি পোষ্ট। তাই সময় পেলেই আমি ফটোগ্রাফি করতে বের হয়ে যাই। ফটোগ্রাফি করার মধ্যেও অন্যরকম একটা প্রশান্তি রয়েছে আর সেই সাথে যদি সুন্দর, সুন্দর জায়গায় ভ্রমণ করা যায় তাহলে তো মন এবং আত্মা দুটোই অনেক প্রশান্তি পাই। এই বিশেষ কারণগুলোর জন্য আমি এই ফটোগ্রাফি পোস্ট সব যে বেশি ভালোবাসি। আচ্ছা আপনারা কোন পোস্ট সবচেয়ে বেশি ভালোবাসেন ? চাইলে কমেন্ট করে জানাতে পারেন না। তাহলে আমিও জানতে পারবো যে আমাদের কমিউনিটির মেম্বারদের সবচেয়ে বেশি পছন্দের পোস্টের টপিক কোনটি। আজকে মূলত আবারো নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। সেটা হচ্ছে মেসের বাজার করা। গতকাল রাতেই আমার একটা বড় ভাই ডেকে বলল যে ইমন আগামীকাল আমরা দুজন বাজার করতে যাব তুমি কিন্তু রেডি থাইকো।

বাজার করতে গেলে আমার তো ভালই হয় আমি বাজারের ফটোগ্রাফি গুলো করতে পারব সেই সাথে আপনাদের মাঝে এগুলো শেয়ার করতে পারব। এই বিষয়গুলো ভেবে আমি বেশ আনন্দিত হলাম এবং তারপরে সকালে ভোর বেলায় ছয়টার দিকে আমার ঘুম ভেঙে গেছে। এবার আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওই বড় ভাইটার রুমে গেলাম তাকে একবার হাক দিয়ে বললাম যে ভাইয়া চলেন সময় হয়ে গেছে। আসলে এদিকে আবার সকাল বেলায় বাজার বসে যেটাকে অনেকের "ট" বাজার বলে আখ্যায়িত করে থাকেন। তবে যাই হোক এখানকার বাজারে প্রয়োজনিয় সবকিছুই হাতের নাগালে পাওয়া যায় এটা বেশ দারুন একটা বিষয়। যাইহোক আমি এবং আমার ওই ভাইটা দুজনে মিলে আজকে কি , কি বাজার করলাম এবং কি, কি ফটোগ্রাফি করলাম চলুন তাহলে দেখে আসা যাক। আজকে আমি এই পোষ্টের মধ্য টোটাল সাতটি ফটোগ্রাফি শেয়ার করছি,....

IMG_20201130_153159577.jpeg

A river flows behind Betil Bazar and the water is currently flowing in the river. I went to the back of the market for a little walk then saw this scene. I really liked seeing it so I thought let's do this photography first.

বেতিল বাজারের পিছনের দিকে একটা নদী বয়ে গেছে আর বর্তমানে নদীতে জল টইটই করছে। আমি একটু হাঁটাহাঁটি করার জন্য বাজারের পিছনের দিকে গিয়েছিলাম তারপরে দেখলাম যে এই দৃশ্যটি। এটা দেখেই আমার অনেক ভালো লেগে গেল তাই ভাবলাম প্রথমেই এই ফটোগ্রাফিটাই করা যাক।

IMG_20201130_153159576.jpeg

Now you can see that rows and rows of boats are arranged on all sides, in fact many people come from many areas to this market due to which the means of communication here are boats and traffic. I liked seeing the boats arranged together, because we don't see a lot of boats in our area, but seeing the boats, everything looked new, new.

এবার দেখতে পাচ্ছেন যে নৌকা সারি, সারি সব পাশে সাজানো রয়েছে আসলে অনেকে রয়েছে অনেক এলাকা থেকে এই বাজারে আসেন যার কারণে এখানে যোগাযোগ ব্যবস্থার মাধ্যম নৌকা এবং যান চলাচল। নৌকাগুলো একসাথে সাজানো দেখে বেশ ভালো লেগে গেল আমার, কারণ আমাদের এলাকাতে তেমন একটা নৌকা দেখা যায় না তবে এদিকে নৌকা দেখে সবকিছু নতুন, নতুন লাগছিল।

IMG_20201130_153159575.jpeg

These can be seen as pakal fish, but the locals call it baim fish. Although the name of the fish is different, but the food is the same. These fish usually like to stay a little under Kedo and its price is quite high compared to other fish. Pakal fish is a well-known species of fish in Bangladesh. It is known as a freshwater fish and is commonly found in rivers, canals, estuaries, and reservoirs. Pakal fish are small to medium in size and have a long and slender body. It is usually gray or golden-brown in color. The head is small and the face is slightly triangular, which looks quite attractive.
Pakal fish is called by different names in different regions of Bangladesh. But the name "Pakal" is well known. The special feature of this fish is that it is very tasty and the protein content in its meat is quite good. Cooked fish is usually eaten in spicy broth, fried or stuffed. Due to the diversity of cuisine, different regions prepare various dishes using pakal fish. Although pakal fish is very easily available, its popularity is increasing. Rich in protein and other nutrients, this fish is beneficial for everyone from children to adults. It grows easily in natural water bodies and grows rapidly, so it is readily available in the market almost throughout the year. Its abundance is especially seen during the rainy season. As the culture of pakal fish is natural, it needs special attention to its conservation process. It is environmentally sustainable and requires no chemicals for cultivation, which is a positive aspect for human health. So pakal fish is gaining recognition as a healthy food source in Bangladesh and research on it is also continuing.

এগুলো দেখতে পাচ্ছেন যে পাকাল মাছ, তবে এদিকের লোক আবার এটিকে বাইম মাছ বলে থাকেন। মাছ এর নাম আলাদা হলেও খেতে কিন্তু একই রকম হয়ে থাকে । এই মাছগুলো সাধারণত একটু কেদোর নিচে থাকতে বেশি পছন্দ করে এবং অন্যান্য মাছের তুলনায় এর দামও মোটামুটি বেশ উচ্চ পর্যায়ে।পাকাল মাছ বাংলাদেশের এক পরিচিত প্রজাতির মাছ। এটি মিঠা পানির মাছ হিসেবে পরিচিত এবং সাধারণত নদী, খাল, বিল, ও জলাশয়ে পাওয়া যায়। পাকাল মাছ আকারে ছোট থেকে মাঝারি ধরনের হয় এবং এর শরীর লম্বাটে ও পিচ্ছিল। রঙের দিক থেকে এটি সাধারণত ধূসর অথবা সোনালি-বাদামি হয়। মাথা ছোট এবং মুখের অংশ কিছুটা ত্রিভুজাকৃতি হয়ে থাকে, যা দেখতে বেশ আকর্ষণীয়।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাকাল মাছকে বিভিন্ন নামে ডাকা হয়। তবে "পাকাল" নামটি বেশ পরিচিত। এই মাছের বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি স্বাদে অত্যন্ত মজাদার এবং এর মাংসে প্রোটিনের পরিমাণ বেশ ভালো। পাকাল মাছ সাধারণত মশলাদার ঝোল, ভাজা অথবা ভর্তা করে খাওয়া হয়। রন্ধনপ্রণালীর বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে পাকাল মাছ দিয়ে নানা রকম খাবার প্রস্তুত করা হয়।পাকাল মাছ খুব সহজে প্রাপ্ত হলেও এর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। প্রোটিন ও অন্যান্য পুষ্টিগুণ সমৃদ্ধ এই মাছ শিশু থেকে বয়স্ক সবার জন্যই উপকারী। এটি প্রাকৃতিক জলাশয়ে সহজে জন্মায় এবং দ্রুত বৃদ্ধি পায়, তাই এটি প্রায় সারা বছরই বাজারে সহজলভ্য। বিশেষ করে বর্ষার সময়ে এর প্রাচুর্য বেশি দেখা যায়।পাকাল মাছের চাষ প্রাকৃতিকভাবে হওয়ায় এর সংরক্ষণ প্রক্রিয়ার প্রতি বিশেষ মনোযোগ প্রয়োজন। পরিবেশগত দিক থেকে এটি টেকসই এবং চাষের জন্য তেমন কোনো রাসায়নিক প্রয়োজন হয় না, যা মানবস্বাস্থ্যের জন্য একটি ইতিবাচক দিক। সুতরাং পাকাল মাছ বাংলাদেশে একটি স্বাস্থ্যসম্মত খাদ্য উৎস হিসেবে পরিচিতি লাভ করছে এবং এটি নিয়ে গবেষণাও অব্যাহত রয়েছে।

IMG_20201130_153159574.jpeg

It can be seen that Jhatka is a photograph of hilsa. These hilsa fishes are also kept in ice because you all know that hilsa fishes die within a short time after being taken out of the river. Due to which it is marketed with ice. I personally like hilsa fish very much especially white rice with hilsa fish broth is my favorite dish. Jhatka hilsa basically refers to the small, immature fish of hilsa fish, which are usually less than 25 cm in length. Hilsa is one of the sources of livelihood of fishermen in Bangladesh. Jhatka hilsa is commonly found in rivers and estuaries. Its abundance can be observed especially in the estuaries of Padma, Meghna and Yamuna rivers. However, there are restrictions on catching Jhatka for the conservation and breeding of this fish, because the full growth of Hilsa is possible if Jhatka is preserved. Photography of Jhatka Hilsa is a challenging and beautiful work. As Jhatka Hilsa swim very fast and are very active in movement, they are not easy to capture on camera. The photographer has to wait a long time to take pictures of Jhatka hilsa in the river or estuary. Camera has to be clicked at the right moment especially when going deep into the water. It is very important to use natural light when photographing Jhatka Hilsa. Sweet morning sun or soft evening light enhances the beauty of the photo and brings out the form and diversity of Jhatka. Photographing Jhatka hilsa is not just a hobby or an art of photography; It carries an important social and environmental message. The main objective of this photography is to create awareness among people to conserve Jhatka and increase breeding of Hilsa. Through awareness photography, people can be made aware that catching small jatkas will reduce the amount of hilsa and damage the country's economy. So Jhatka hilsa pictures play a special role in the society and this work is a responsible effort of the photographers to protect the environment.

এটা দেখতে পাচ্ছেন যে ঝাটকা ইলিশের একটা ফটোগ্রাফি। এই ইলিশ গুলো বরফের মধ্যেও রেখে দেওয়া হয় কারণ আপনারা সবাই জানেন যে ইলিশ মাছ নদী থেকে ওঠানো মাত্রই কিছুক্ষনের মধ্যেই মারা যায়। যার কারণে বরফ দিয়ে এর মার্কেটিং করা হয়ে থাকে। আমি ব্যক্তিগতভাবে ইলিশ মাছ অনেক বেশি পছন্দ করি বিশেষ করে ইলিশ মাছের ঝোলের সাথে সাদা ভাত আমার সবচেয়ে পছন্দের খাবার।ঝাটকা ইলিশ বলতে মূলত ইলিশ মাছের ছোট, অপূর্ণ বয়স্ক মাছকে বোঝায়, যাদের দৈর্ঘ্য সাধারণত ২৫ সেন্টিমিটারের কম হয়। বাংলাদেশের মৎস্যজীবীদের জীবিকার অন্যতম উৎস এই ইলিশ। ঝাটকা ইলিশ সাধারণত নদী এবং মোহনায় বেশি পাওয়া যায়। বিশেষ করে পদ্মা, মেঘনা ও যমুনা নদীর মোহনায় এর প্রাচুর্য লক্ষ্য করা যায়। তবে এ মাছের সংরক্ষণ ও প্রজননের জন্য ঝাটকা ধরায় বিধিনিষেধ রয়েছে, কারণ ঝাটকা সংরক্ষণ করলে ইলিশের পূর্ণাঙ্গ বৃদ্ধি সম্ভব হয়।ঝাটকা ইলিশের ফটোগ্রাফি একটি চ্যালেঞ্জিং এবং সুন্দর কাজ। যেহেতু ঝাটকা ইলিশ খুব দ্রুত সাঁতার কাটে এবং চলাফেরায় অত্যন্ত সক্রিয়, তাই এদের ক্যামেরাবন্দী করা সহজ নয়। নদী বা মোহনায় ঝাটকা ইলিশের ছবি তোলার জন্য ফটোগ্রাফারকে অনেক সময় অপেক্ষা করতে হয়। বিশেষ করে জলের গভীরে গিয়ে সঠিক মুহূর্তে ক্যামেরা ক্লিক করতে হয়। ঝাটকা ইলিশের ছবি তোলার সময় প্রাকৃতিক আলোকে কাজে লাগানো খুবই গুরুত্বপূর্ণ। সকালের মিষ্টি রোদ বা সন্ধ্যার নরম আলো ছবির সৌন্দর্য বাড়ায় এবং ঝাটকার রূপ ও বৈচিত্র্য ফুটিয়ে তোলে।ঝাটকা ইলিশের ছবি তোলা শুধু ফটোগ্রাফির একটি শখ বা শিল্প নয়; এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও পরিবেশগত বার্তা বহন করে। ঝাটকা সংরক্ষণ এবং ইলিশের প্রজনন বাড়ানোর জন্য মানুষকে সচেতন করাই এই ফটোগ্রাফির মূল উদ্দেশ্য। সচেতনতামূলক ফটোগ্রাফির মাধ্যমে মানুষকে বোঝানো যায় যে, ছোট ঝাটকা ধরলে ইলিশের পরিমাণ কমে যাবে এবং দেশের অর্থনীতির ক্ষতি হবে। তাই ঝাটকা ইলিশের ছবি সমাজে বিশেষ ভূমিকা পালন করে এবং এ কাজটি পরিবেশ রক্ষায় ফটোগ্রাফারদের একটি দায়িত্বপূর্ণ প্রচেষ্টা।

IMG_20201130_153159573.jpeg

And you can see these are native chickens. It looks like a small firm but inside it is a bigger firm. Where native chickens are reared and these chickens are arranged for sale. If anyone wants to buy, they can buy these chickens from here.

আর এগুলো দেখতে পাচ্ছেন যে দেশি মুরগি। দেখে মনে হচ্ছে‌ ফার্ম টি ছোট তবে এর ভিতরে আরও বড় একটি ফার্ম রয়েছে। যেখানে দেশি মুরগিগুলো লালন পালন করা হয়ে থাকে এবং বিক্রি করার জন্য এই মুরগিগুলো সাজিয়ে রাখা হয়েছে। যদি কেউ ক্রয় করতে চাই সে ক্ষেত্রে এখান থেকে এই মুরগিগুলো ক্রয় করতে পারবেন।

IMG_20201130_153159572.jpeg

You can see that this buyer has some gourds and pumpkins in his bowl. I already asked the price, how much do they cost? Then he said that gourd is 50 taka per piece and pumpkin 40 taka per kg. It seemed a bit too much to me as we get these vegetables cheaper than that.

দেখতে পাচ্ছেন এবার এই ক্রেতার বোলের ভিতর কয়েকটি লাউ এবং কুমড়ো রয়েছে। আমি এমনিতেই দাম জিজ্ঞেস করলাম এগুলোর দাম কত করে ? তখন উনি বললেন যে লাউ প্রতি পিস ৫০ টাকা করে এবং কুমড়ো 40 টাকা কেজি। এটি মোটামুটি একটু বেশি মনে হল আমার কাছে কারণ আমাদের ওদিকে এর চেয়ে সস্তা তে এই সবজিগুলো পাওয়া যায়।

IMG_20201130_153159571.jpeg

I took a photograph of this road on the way to the end when we finished the market. Anyway guys, today's post is made up of these few photographs. I will try to bring you something more beautiful tomorrow. Don't forget to comment how you like today's post!!! Praying for everyone. Stay healthy everyone. stay well Allah is Hafez.

শেষ পর্যায়ে যখন আমরা বাজার শেষ করি তখন আসার পথে এই রাস্তাটার একটি ফটোগ্রাফি করেছিলাম। যাই হোক বন্ধুরা আজকে এই কয়েকটি ফটোগ্রাফি দিয়েই আজকের পোস্টটি সাজিয়েছি। আগামী কাল আরো সুন্দর কিছু আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব। ‌ আপনাদের কাছে আজকের পোস্টটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না !!! সবার জন্য দোয়া কামনা করি। সবাই সুস্থ থাকুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!