Eating and drinking and walking around.

in blurt-1787181 •  20 days ago 

IMG_20241003_173.jpeg

It's been a long time since we haven't eaten outside so today I thought let's eat outside. Also, let's do some shopping. For that, I and my dear friend Sajid both went to Belkuchi market today to roam around and do some shopping. We both roamed around for quite some time and had many new experiences. Today I will try to share a small post with you in the light of today's experience. I hope you will like the post. Today was Sunday so it was the first college of the week. After college suddenly Sajid said that he needed to go outside for a long time. Emon do you want to go out today? I immediately said yes to asking a friend because I don't like being alone in a hostel all day anyway. On top of that, the situation in Bangladesh has not been normal due to which many people from many places have not been able to attend the hostel till now. To say that we are two second semesters in the hostel, me and Sajid.

অনেকদিন বাইরে খাওয়া-দাওয়া হয় না তাই আজকে ভাবলাম যে একটু বাইরে খাওয়া দাওয়া করা যাক। সেই সাথে কিছু বাজার করা যাক ওই জন্য আমি এবং আমার প্রিয় বন্ধু সাজিদের দুজনে মিলে আজকে বেলকুচি বাজারে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে এবং কেনাকাটা করতে। আমরা দুজনে মিলে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম এবং নতুন ,নতুন অনেক অভিজ্ঞতা সম্মুখীন হয়েছি। আজকে আজকের সেই অভিজ্ঞতার আলোকে ছোট্ট একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের পোস্টটি ভালই লাগবে। আজকে রবিবার তাই সপ্তাহের প্রথম কলেজ ছিল।কলেজ করার পরে হঠাৎ সাজিদ বলল যে আজকে বাইরে একটু ঘোরাঘুরি করার দরকার অনেকদিন তো বাইরে যাওয়া হয় না। ইমন তুমি কি বাইরে আজকে যেতে চাও? বন্ধু জিজ্ঞাসা করতেই আমি তৎক্ষণাৎ হ্যাঁ বলে দিলাম কারণ এমনিতেই হোস্টেলে সারাদিন একা থাকতে একদম ভালো লাগে না। তার উপরে বাংলাদেশের অবস্থা তো স্বাভাবিক হয়নি যার কারণে অনেক জায়গা থেকে অনেক মানুষ এখন পর্যন্ত হোস্টেলে উপস্থিত হতে পারেনি। বলতে গেলে আমরা সেকেন্ড সেমিস্টারদের দুইজন হোস্টেলে রয়েছে আমি এবং সাজিদ।

IMG_20241003_172.jpeg

After finishing college we both talk together and this is the one that I used with Dog's money to buy WiFi. And there is no such problem with the internet, both of us run the internet together. In this way the life style has become monotonous so I thought that today let's go for a little walk. There are many places to visit like Beribada, Betil, KG junction to Sirajganj there are many beautiful, beautiful places but today our destination was Belkuchi Bazar. I wanted to buy a chocolate flavored perfume in Belkuchi Bazar but unfortunately I couldn't find the perfume after searching many shops. Finally got a perfume which is chocolate flavored but the scent of the perfume was a bit different to me and I didn't like it which is why I didn't take it anymore. Later Sajid wanted to buy a watch in almost the same situation but could not find a watch of his choice and the watch he was buying got damaged within a few days.

কলেজ শেষ করার পরে আমরা দুজনে মিলে গল্প করি এবং এই তো ডগসের টাকা দিয়ে ওয়াইফাই নিয়েছিলাম ওটাই ব্যবহার করি। আর তেমন একটা ইন্টারনেটে সমস্যা হয় না দুজনে মিলে ইন্টারনেট চালাই। ‌ এভাবে লাইফ স্টাইলটা কেমন যেন একঘেয়ে হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে যাওয়াই যাক একটু ঘুরতে। ‌ এখানে ঘুরে দেখার অনেক জায়গা রয়েছে যেমন বেরিবাদ ,বেতিল ,কেজির মোড় থেকে শুরু করে সিরাজগঞ্জের অনেক সুন্দর, সুন্দর জায়গা এখানে রয়েছে তবে আজকে আমাদের গন্তব্য ছিল হচ্ছে বেলকুচি বাজার। বেলকুচি বাজারে আমি চকলেট ফ্লেভারের একটা পারফিউম নিতে চাইছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত অনেক দোকানে খোঁজার পরেও পারফিউম টা মিলল না। শেষ পর্যন্ত একটা আতর পেয়েছিলাম যেটা চকলেট ফ্লেভারের কিন্তু আতরের সুবাসটা আমার কাছে একটু অন্যরকম লাগলো আমি যেমনটা চেয়েছি তেমনটা পেলাম না যার কারণে ওটা আর নেওয়া হয়নি। পরবর্তীতে সাজিদ একটা ঘড়ি কিনতে চাইল ওরও প্রায় একই অবস্থা পছন্দের মত তেমন একটা ঘড়ি খুঁজে পেল না এবং ও যে ঘড়িটা ক্রয় করছিল ওটা কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে গেছে।

IMG_20241003_171.jpeg

I went to the place where I got it from and showed the watch but he totally denied that this watch was damaged. But its color has really faded in just a few months. So we were upset that we didn't take anything else today so we thought that we should eat at a hotel. Then I and Sajid decided to eat at Mangala. We could have eaten something else if we wanted, but at night, we have to eat again at our hostel, so we shared a small dish and headed back to the hostel. After arriving at the hotel, I started having a lot of pain in my head, so I rested for a while at a nearby hospital and took my blood pressure. It's been a few days with only pains in the head and not much force in the body I thought that maybe the profession is high or low it needs to be measured. Anyway today a lady doctor took my blood pressure and said that your occupation is normal. You take rest, inshallah it will be fine.

যেখান থেকে নিয়েছিলাম ওখানে গিয়ে ঘড়িটা দেখালাম কিন্তু উনি একেবারেই অস্বীকার করছে যে এই ঘড়িটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এটার রং সত্যি উঠে গেছে মাত্র কয়েক মাসের মধ্যেই। ‌ তাই মন খারাপ করে আমরা আর আজকে আর কিছু নিলাম না তাই ভাবলাম যে একটু হোটেলে খাওয়া দাওয়া করা যাই।তখন আমি এবং সাজিদ দুজনে মিলে মংলায় খাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা চাইলে অন্য কিছু খেতে পারতাম কিন্তু রাতের বেলায় আবার আমাদের হোস্টেলে মিল রয়েছে ওটাও তো খাওয়া লাগবে ওইজন্য অল্প করে একটা মংলায় দুজনে ভাগ করে খেয়ে আবার হোস্টেলের দিকে রওনা দিলাম। হোটেলে আসতে আসতে আমার মাথায় প্রচুর যন্ত্রণা শুরু হলো তাই পাশে একটা হসপিটালে কিছুক্ষণ রেস্ট নিলাম এবং আমার প্রেশারটা পরিমাপ করে নিলাম। এই যে কিছুদিন হল শুধুমাত্র মাথার ভিতরে যন্ত্রনা করে এবং ‌ শরীরে তেমন একটা বল পায় না আমি ভাবলাম যে হয়তোবা পেশারটা হাই বা লো হয়ে গেছে এটা একবার পরিমাপ করা প্রয়োজন। যাইহোক আজকে একটা মহিলা ডাক্তার আমাকে প্রেশারটা পরিমাপ করে দিলেন এবং বললেন যে আপনার পেশার স্বাভাবিক রয়েছে। আপনি রেস্ট নেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord

  ·  16 days ago  ·  

the first pic looks very yummy !! with ketchup on top of it