Some of the best random photography of my life.

in blurt-1787181 •  last month 

FunPic_20241117_203710010.jpg

Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.

Hello everyone, today I am going to start a new post. It is summer, but winter is coming towards the end. Before winter leaves I tried to share this photography post with you because even in this August some memories of summer remain and also some special moments of my personal experience. So I thought I would make this post today. The photography poster that I am going to do today is not on any particular topic I would like to name this post Random Photography. So I went to the paddy field that day and collected some photography from the paddy field. Along with that, I added some old photographs and decorated this album today. Those of you who love photography posts a lot have probably realized that there is always a sweet moment in photography.

Especially when you are close to nature and doing photography, the subject becomes very beautiful. Anyway, today in the photography post, I just made the post for you with quite a lot of photography. Hope you stay till the end and enjoy the post.

আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।

সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আমি আবার নতুন একটা পোস্ট শুরু করতে যাচ্ছি। গ্রীষ্মকাল কিন্তু শেষের দিকে এখন শীতকাল চলে আসছে আজকে ভোর বেলায় উঠেই বুঝতে পারলাম শীতের কাপনি টা কেমন। ‌ শীতকাল চলে যাওয়ার পূর্বে আমি এই ফটোগ্রাফি পোস্টটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম কারণ এই আগস্টের মধ্যেও গ্রীষ্মকালের কিছু স্মৃতি রয়ে গেছে এবং সে সাথে আমারও কিছু ব্যক্তিগত এক্সপেরিয়েন্স এর কিছু বিশেষ মুহূর্ত রয়ে গেছে। তো ভাবলাম সব মিলিয়ে আজকের এই পোস্টটা করে ফেলি। আজকে যে ফটোগ্রাফি পোস্টার আমি করতে যাচ্ছি এটি কোন নির্দিষ্ট টপিকের উপরে আমি করছি না আমি এই পোস্টটিকে নাম দিতে চাই রেনডম ফটোগ্রাফি। তো মোটামুটি সেদিন ধানের মাঠে গিয়েছিলাম এবং ধানক্ষেত থেকে কিছু ফটোগ্রাফি কালেক্ট করেছি। সেই সাথে পুরনো কিছু ফটোগ্রাফিও অ্যাড করেছি অ্যাড করে আজকের এই অ্যালবামটা সাজাইলাম। আপনার যারা ফটোগ্রাফি পোস্ট অনেক বেশি পছন্দ করেন তারা হয়তোবা এটা উপলব্ধি করতে পেরেছেন যে ফটোগ্রাফি করার মধ্যে একটা মিষ্টি মুহূর্ত থেকেই যায়।

বিশেষ করে আপনি যখন প্রকৃতির সান্নিধ্যে এসে ফটোগ্রাফি করছেন তখন বিষয়টা অনেক সুন্দর হয়ে দাঁড়ায়। তো যাই হোক আজকে ফটোগ্রাফি পোস্টে আমি মোটামুটি অনেকগুলো ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে পোস্টটি শুধু করলাম। আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং পোস্টটি উপভোগ করবেন।

IMG_20201130_1531437.jpeg

In this photograph you can see that the sun is leaning towards the west. And honestly speaking, I like to see the 2 scenes of sunrise and sunset. You can comment on how you like this photography.Sunrise and sunset are two moments in nature that fascinate and soothe the human mind. These colorful scenes at the beginning and end of the day are not only a delight to the eyes but also a source of peace of mind. At sunrise the sky takes on a new form. In the eastern horizon, a mixture of red, orange and gold colors creates a wonderful play of light. It symbolizes the beginning of a new day and new possibilities in life. At this moment the nature is completely deserted, the chirping of birds and the cool breeze refreshes the mind. On the other hand, the sunset is a heavenly farewell to the end of the day. The red and orange hues in the western sky create a charming atmosphere. At this moment nature ends its day's activity and enters into tranquility. Seeing the sun setting seems to forget the tiredness of the end of the day and inspires to dream anew.
These two scenes of sunrise and sunset highlight the immense beauty of nature. Seeing these moments, it seems that nature is the best artist of our life. Whether the day begins or ends, these scenes touch the heart anew every time.

এই ফটোগ্রাফি টাই আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। আর সত্যি বলছি সূর্যোদয় এবং সূর্য ডুবন্ত ২ টা দৃশ্য দেখতেই খুবই ভালো লাগে আমার। আপনাদের কাছে এই ফটোগ্রাফি টা কেমন লেগেছে চাইলে কমেন্টে জানিয়ে যেতে পারেন।সূর্যোদয় এবং সূর্যাস্ত প্রকৃতির এমন দুটি মুহূর্ত, যা মানুষের মনকে মুগ্ধ করে এবং প্রশান্তি দেয়। দিনের শুরু এবং শেষের এই রঙিন দৃশ্য দুটি শুধু চোখের আনন্দই নয়, মানসিক শান্তিরও উৎস।সূর্যোদয়ের সময় আকাশ যেন এক নতুন রূপ ধারণ করে। পূর্ব দিগন্তে লাল, কমলা আর সোনালি রঙের মিশেলে এক অপূর্ব আলোর খেলা তৈরি হয়। এটি নতুন দিনের সূচনা এবং জীবনের নতুন সম্ভাবনার প্রতীক। এই মুহূর্তে প্রকৃতি থাকে একদম নির্জন, পাখির কাকলি এবং ঠান্ডা বাতাস মনকে সতেজ করে তোলে।অন্যদিকে, সূর্যাস্ত দিনের শেষের এক স্বর্গীয় বিদায়। পশ্চিম আকাশে লাল আর কমলা রঙের ছটায় তৈরি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ। এই মুহূর্তে প্রকৃতি যেন তার সারা দিনের কর্মব্যস্ততা শেষ করে প্রশান্তিতে ঢুকে পড়ে। সূর্য ডুবন্ত দেখলে মনে হয় দিন শেষের ক্লান্তি ভুলে নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা জাগে।সূর্যোদয় এবং সূর্যাস্তের এই দুই দৃশ্য প্রকৃতির অপার সৌন্দর্যকে তুলে ধরে। এই মুহূর্তগুলো দেখলে মনে হয়, প্রকৃতিই আমাদের জীবনের সেরা শিল্পী। দিন শুরু হোক বা শেষ, এই দৃশ্যগুলো হৃদয়কে প্রতিবারই নতুন করে ছুঁয়ে যায়।

IMG_20201130_1531436.jpeg

A photograph of an old ghat worth Rs. In fact, such places were very memorable when I was a child. Today, when I saw them again, I did not know why inside my mind, so I shared this photography with you.

একটি ১৬ টাকার একটি পুরনো ঘাটের ফটোগ্রাফি। আসলে এই ধরনের জায়গাগুলো ছোটবেলায় অনেক স্মৃতিময় ছিল আজকে আবার যখন এগুলো দেখলাম তখন মনের ভিতরে কেন জানি না আনচান করে উঠল তাই এই ফটোগ্রাফি টা আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20201130_1531433.jpeg

When the sun starts to go down, the color of the rice takes on a faded color that I like very much. As you can see a photograph I tried to capture at that moment.

সূর্য যখন একেবারে হেলে যেতে শুরু করে তখন ধানের রংটা বিবর্ণের মত আকার ধারণ করে যেটা আমার কাছে খুব ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে একটি ফটোগ্রাফি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি।

IMG_20201130_1531432.jpeg

Finally it was evening and I took this photograph while returning home. You can see that this is the end of the day and again the beginning of the night, this is the rule of our world and this is how the whole life is going.

অবশেষে সন্ধ্যা হয়ে গেল এবং বাড়ি ফেরার সময়ে এই ফটোগ্রাফি টা করেছিলাম। দেখতে পাচ্ছেন এবার দিনের শেষ এবং আবারও রাতের শুরু এবার আবার রাতের শেষ হয়ে দিনে শুরু হবে এটাই আমাদের পৃথিবীর নিয়ম আর এভাবেই চলে আসছে সারা জীবন।

IMG_20201130_1531435.jpeg

It looks like an open field. You can see that the field has been cultivated. Seeing this field, it can be understood that the farmers have prepared for the new crop. The sweet smell of cultivated soil bears witness to their hard work. In this field now there is a dream of growing crops, which is part of the life cycle not only of farmers, but of all of us. Farmers love the soil, produce crops in return for their labor and sweat. When a green paddy grain or the golden glow of ripe wheat is seen across the field, the sight brings a unique satisfaction. They know that the fruits of their labor can be obtained only by cutting and marketing these crops. By selling the crops in the market, farmers not only meet the needs of their families, but also ensure our food supply. After that, he returned to the field and prepared to grow new crops. In this way the life of the farmer goes on through this continuous cycle of cultivation and harvesting. The hard work and perseverance of the farmer is the main basis for our life to continue. Respecting them, we should be aware of agriculture and environmental protection. Because, the farmer's field is the main source of our food security. Because the farmers will now produce a new crop and after cutting that crop they will market it and then again they will produce a new crop and thus the life of the farmer continues.

এটি দেখতে পাচ্ছেন একটি খোলা মাঠ। এ মাঠটিতে দেখতে পাচ্ছেন যে চাষ করা হয়েছে। এ মাঠটি দেখলে বোঝা যায়, কৃষকেরা নতুন ফসলের জন্য প্রস্তুতি নিয়েছেন। চাষ করা মাটির সোঁদা গন্ধ যেন তাদের কঠোর পরিশ্রমের সাক্ষ্য বহন করে। এ মাঠে এখন রয়েছে ফসল ফলানোর স্বপ্ন, যা শুধু কৃষকের নয়, আমাদের সবার জীবনচক্রের অংশ।কৃষকেরা মাটিকে ভালোবেসে, নিজেদের শ্রম ও ঘামের বিনিময়ে ফসল উৎপাদন করেন। মাঠ জুড়ে যখন সবুজ ধানের শীষ বা পাকা গমের সোনালি আভা দেখা যায়, তখন সেই দৃশ্য এক অনন্য তৃপ্তি এনে দেয়। তারা জানেন, এই ফসল কেটে বাজারজাত করলেই মিলবে তাদের পরিশ্রমের ফল।বাজারে ফসল বিক্রি করে কৃষকেরা শুধু নিজেদের পরিবারের চাহিদা মেটান না, বরং আমাদের খাদ্য সরবরাহও নিশ্চিত করেন। এরপর আবার মাঠে ফিরে নতুন ফসল ফলানোর প্রস্তুতি নেন। এভাবেই চাষাবাদ আর ফসল কাটার এই নিরন্তর চক্রের মধ্য দিয়েই কৃষকের জীবন এগিয়ে চলে।কৃষকের পরিশ্রম ও অধ্যবসায় আমাদের জীবন চালিয়ে যাওয়ার মূল ভিত্তি। তাদের প্রতি সম্মান জানিয়ে আমাদের উচিত কৃষিকাজ ও পরিবেশ রক্ষায় সচেতন হওয়া। কারণ, কৃষকের মাঠই আমাদের খাদ্য নিরাপত্তার মূল উৎস। কারণ কৃষকেরা এবার নতুন ফসল করবে এবং সেই ফসল কেটে তারা বাজারজাত করবে এরপরে আবারো তারা নতুন ফসল ফলাবে এভাবেই কৃষকের জীবন চলতে থাকে।

IMG_20201130_1531434.jpeg

As you can see, this is a photograph of the sun in the rice paddies at sunset. The scenery becomes more charming during sunset, and the paddy fields add to this beauty. Today's sunset photography captures a wonderful scene of sunlight streaming through rice paddies. There is a different kind of connection with nature while taking such pictures, which fills the heart with serenity. I always love to take pictures of sunsets and nature, but today's photography was a little different. The reflection of the sunlight through the paddy fields and the changing colors of the sky create a strange thrill in the film. The soft green leaves of paddy and the soft light of the sun combine to create an image that is truly mesmerizing. If you look at each of my photographs, you might understand the feeling behind each photograph and my connection with nature. This photography of the sunset in the rice fields is not just a sight, but a feeling, which deepens our relationship with nature.
I already love doing this kind of photography, but today's photography was a little different, if you see each photography, I think you can understand.

দেখতে পাচ্ছেন যে সূর্যাস্তের সময় ধানের মধ্যে সূর্যের একটি ফটোগ্রাফি। সূর্যাস্তের সময় প্রকৃতির রূপ যেন আরও মোহনীয় হয়ে ওঠে, আর ধানের ক্ষেত এই সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। আজকের সূর্যাস্তের ফটোগ্রাফিতে ধানের মধ্য দিয়ে সূর্যের আলো পড়ার এক অসাধারণ দৃশ্য ধরা পড়েছে। এমন ছবি তোলার সময় প্রকৃতির সঙ্গে এক অন্যরকম সংযোগ অনুভব হয়, যা হৃদয়কে প্রশান্তিতে ভরে তোলে।আমি সবসময় সূর্যাস্ত ও প্রকৃতির ছবি তুলতে পছন্দ করি, তবে আজকের ফটোগ্রাফিটা ছিল একটু ভিন্ন। ধানের ক্ষেতের মধ্যে দিয়ে সূর্যের আলোর প্রতিফলন এবং আকাশের রঙের পরিবর্তন ছবিতে এক অদ্ভুত রোমাঞ্চ সৃষ্টি করেছে। ধানের নরম কাঁচা পাতা এবং সূর্যের নরম আলো একসঙ্গে এমন এক চিত্র তৈরি করেছে, যা সত্যিই মনোমুগ্ধকর।আপনারা যদি আমার তোলা প্রতিটি ছবি দেখেন, তাহলে হয়তো বুঝতে পারবেন প্রতিটি ফটোগ্রাফির পেছনে থাকা অনুভূতি এবং প্রকৃতির সঙ্গে আমার সংযোগ। ধানের মধ্যে সূর্যাস্তের এই ফটোগ্রাফি শুধু একটি দৃশ্য নয়, বরং এটি একটি অনুভূতি, যা প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে।
এমনিতেই আমি এ ধরনের ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি তবে আজকের এই ফটোগ্রাফি টা একটু ডিফারেন্স ছিল আপনারা যদি প্রত্যেকটা ফটোগ্রাফি দেখেন তাহলে আমার মনে হয় উপলব্ধি করতে পারবেন।

IMG_20201130_1531438.jpeg

So after finishing the photography, when I went home in the evening, I finished eating and drinking at home and got fresh, we had a waj mahfil there.

তো ফটোগ্রাফি শেষ করার পরে যখন সন্ধ্যার দিকে বাড়িতে গিয়েছিলাম বাড়িতে খাওয়া-দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে আমাদের ওখানে একটা ওয়াজ মাহফিল ছিল ওই মেলাতে গিয়েছিলাম মেলাতে গিয়ে ওইখানকার একটা ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  last month  ·  

In a word, just amazing. You have shared some very beautiful photography with us. I really like your photography. Keep going like this, good luck.