Some photography on the banks of Baral river.

in blurt-1787181 •  last month 

FunPic_20241112_192029347.jpg

Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.

I feel that if I don't move around a bit, both mind and body will get bored. So to make these two feel refreshed, it is definitely necessary to roam around in new, new places. And already I like to travel a lot. Today, through this post, I will share with you the photographs that I have taken while walking on the banks of Baral river, step by step. I think if you read my post from beginning to end you will witness the true beauty of this river and some sweet moments like me. So today's post is going to be a little special for those who love to roam and love photography. This Baral river is not that far from us, so you can walk for 5 to 10 minutes on the banks of Baral river.

Now the water has increased a lot due to the monsoon. Due to which the beauty of this river has increased more. That day I saw from the roof of our hostel that this place looks much more beautiful from a distance and people from different areas have come here to enjoy this beauty. So I thought I should go there when they arrived because this beauty might be gone in a few months. So while this natural beauty lasts, it should be enjoyed every now and then. So I took my circle of friends for a walk on the banks of this big river that day. And to do photography for you. Today I will share seven to eight photographs with you through this post, I think you will enjoy the place a lot. But let's see what I did today, what photographs I took...

আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।

বর্তমানে যে অস্থির গরম পড়েছি আমার মনে হয় একটু ঘোরাঘুরি না করলে মন এবং শরীর দুটো যেন একঘেয়ে হয়ে। তাই এই দুটোকে রিফ্রেশ ফিল করানোর করার জন্য অবশ্যই নতুন, নতুন জায়গায় একটু ঘোরাফেরা করা দরকার। আর এমনিতেই আমি ভ্রমন করতে অনেক বেশি পছন্দ করি। আজকে আমি আপনাদের মাঝে আমার এই পোষ্টের মাধ্যমে বড়াল নদীর তীরে ঘুরতে গিয়ে সেখানে গিয়ে যে ফটোগ্রাফি করেছি ওই ফটোগ্রাফি গুলো ধাপে, ধাপে শেয়ার করব। আমার মনে হয় আপনারা যদি আমার পোস্টটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা আমার মত এভাবে এই নদীর আসল সৌন্দর্য এবং কিছু মিষ্টি মুহূর্তের সাক্ষী হয়ে যাবেন। তাই যারা ঘোরাঘুরি অনেক পছন্দ করেন এবং ফটোগ্রাফি অনেক ভালোবাসেন তাদের জন্য আজকের পোস্টটা একটু স্পেশাল হতে যাচ্ছে। এই বড়াল নদীটা আমাদের এখান থেকে তেমন একটা দূরে না এই তো ৫ থেকে ১০ মিনিট হাঁটলেই চলে যাওয়া যায় বড়াল নদীর তীরে ঘোরাফেরা করতে।

এখন বর্তমানে বর্ষার কারণে পানি অনেক বেড়েছে।যার কারণে এই এই নদীর সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। সেদিন আমাদের হোস্টেলের ছাদ থেকে দেখতেছি যে দূর থেকে এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছে আর এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ এই সৌন্দর্য উপভোগ করতে এসেছে। তাই আমি ভাবলাম যে ওরা যখন এসেছে আমার ওখানে যাওয়া উচিত কারণ এই সৌন্দর্যটা হয়তো বা কয়েক মাসের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে। তাই যতদিন এই প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তত দিন মাঝে মধ্যে উপভোগ করা উচিত। তাই আমার যে ফ্রেন্ড সার্কেলগুলো রয়েছে ওদের নিয়ে গিয়েছিলাম সেদিন এই বড় নদীর তীরে একটু ঘোরাঘুরি করতে। এবং আপনাদের জন্য ফটোগ্রাফি করতে। আজকে আমি এই পোস্টের মাধ্যমে সাত থেকে আটটা ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব আমার মনে হয় আপনারা জায়গাটি অনেক বেশি উপভোগ করবেন।তবে চলুন দেখে আসি আজকে আমি কি, কি ফটোগ্রাফি গুলো করলাম...।

IMG_20201130_1531.jpeg

I saw a lot of sandbags left here. I don't know what these bags are used for but it was nice to climb up close and walk on them. I was walking on these sandbags for a long time when I took this photograph. I love walking on sandbags. Many people have gathered here. I think this Baral river looks very beautiful so that the banks of this Baral river are not broken so that the sandbags are provided. Many people have come to the banks of this river. So many people can not be expressed because there were many people on the banks of this Baral river. Because the name of this Baral river is very well known to all people from a long time ago.

এখানে দেখলাম অনেক বেশি বালির বস্তা রেখে দেওয়া হয়েছে। জানিনা এই বস্তা গুলো কিসের কাজে লাগবে তবে কাছ থেকে এর উপরে উঠে এবং ঘোরাঘুরি করতে বেশ ভালই লাগছিল।‌ অনেকক্ষণ আমি এই বালির বস্তার উপরে হাঁটাহাঁটি করছিলাম তখন এই ফটোগ্রাফিটা করেছি।বালির বস্তার উপর হাটাহাটি করতে আমার অনেক ভালো লাগছে। এখানে অনেক লোক জমায়েত হয়েছে। এই বড়াল নদীটি দেখতে অনেক সুন্দর আমার মনে হয় যাতে এই বড়াল নদীর তীর গুলো যাতে ভেঙে না যায় সেজন্যই বালির বস্তাগুলো দেওয়া হয়েছে। এই নদী তীরে অনেক মানুষের এসেছে এই নদীর তীরে এত মানুষ হয় প্রকাশ করা যায় না কারণ এই বড়াল নদীর তীরে আগে থেকেই প্রচুর লোকের ভিড় হতো।কারণ অনেক আগে থেকে এই বড়াল নদীটির নাম সব মানুষের কাছে অতি চেনা।

IMG_20201130_15312.jpeg

These small, small cement rectangles that go down towards the river, these objects that look small but are actually very large in size. Maybe these things were used to hold the dam tight but it looked pretty cool. As nice as the cement stuff is arranged along the river it means that this river bank won't break and I think this river bank will last for a long time. Because the nice river bank is blocked by cement sacks it looks very nice and on top of it. It will be more beautiful to walk.

নদীর দিকে নেমে যাওয়া এই ছোট, ছোট সিমেন্টের আয়তকার যে এই বস্তুগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখতে ছোট হলেও বাস্তবে সাইজে অনেক বড় ছিল। হয়তোবা এই বাঁধটি শক্তভাবে ধরে রাখার জন্য এই জিনিসগুলো ব্যবহার করা হয়েছে তবে দেখতে এটি বেশ দারুন দেখাচ্ছিল। নদীর ধারে যত সুন্দর হবে সিমেন্টের বস্তুগুলোকে সাজানো হয়েছে এতে বোঝা যায় যে এই নদীর তীরটি যাতে ভেঙে না যায় এবং আমি মনে করি এই নদীর তীর অনেকদিন পর্যন্ত যাবে।কারণ যত সুন্দর হবে এই নদীর তীর সিমেন্টের বস্তা দ্বারা বাধা হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে এবং এর ওপরে হেঁটে বেড়াতে আরো বেশি সুন্দর লাগবে।

IMG_20201130_15313.jpeg

You can see many people coming and going in Beribadhata but due to lack of space people are facing many problems yet people come from far and wide to see the natural beauty.

আপনারা দেখতে পাচ্ছেন বেরিবাধটাতে অনেক লোক আসা যাওয়া করছে তবে জায়গা স্বল্পতার কারণে মানুষের অনেক সমস্যা হচ্ছে তবুও মানুষের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছে।

IMG_20201130_15314.jpeg

Seeing the setting sun, a different feeling worked inside the mind. Today from this place I could feel that the scenery along the river during sunset is really amazing. At sunset, the riverside scenery takes on an extraordinary form, which enchants the mind of nature lovers. When the golden light of the sun reflects on the water of the river at twilight, the river becomes illuminated with a colorful glow. The silence all around and this enchanting view of nature creates a kind of peaceful feeling. When the sun slowly disappears in the horizon, the sky plays with various colors - pink, orange, purple colors create a wonderful scene. The evening atmosphere becomes more charming with the trees and birds on the banks of the river. The birds return home in flocks, and their calls can be heard on the wind. As the sunlight reflected in the river water, the water ripples also started to sparkle. Nature lovers sitting in the middle of this scene feel a special calmness. Many people like to walk on the banks of the river or take a boat trip during this time. Away from the hustle and bustle of city life, this time is like a private time for yourself. Standing on the banks of the river at the moment of sunset and enjoying the beauty of nature is an unforgettable experience of life. This magical scene of nature is not only something to see but also to experience, which soothes the mind and forgets the tiredness of daily life. So, the view of the river bank at sunset remains an enchanting memory in the heart. So I thought I could share this photography with you.

ডুবন্ত সূর্যটা দেখে মনের ভিতরে যেন অন্যরকম একটা অনুভূতি কাজ করল। আজকে এই জায়গাটা থেকে অনুভব করতে পারলাম যে সূর্য ডোবার সময় নদীর পাড়ের দৃশ্যগুলো সত্যি অনেক অসাধারণ হয়ে থাকে।
সূর্য ডোবার সময় নদীর পাড়ের দৃশ্য এক অসাধারণ রূপ নিয়ে আসে, যা প্রকৃতিপ্রেমীদের মনকে মুগ্ধ করে। গোধূলি লগ্নে সূর্যের সোনালি আলো যখন নদীর জলে প্রতিফলিত হয়, তখন নদী যেন রঙিন আভায় আলোকিত হয়ে ওঠে। চারদিকে নীরবতা এবং প্রকৃতির এই মোহনীয় দৃশ্য এক ধরনের শান্তির অনুভূতি সৃষ্টি করে। সূর্য যখন আস্তে আস্তে দিগন্তে মিলিয়ে যেতে থাকে, তখন আকাশে নানারকম রঙের খেলা দেখা যায়—গোলাপি, কমলা, বেগুনি রং মিলে তৈরি করে অপূর্ব এক দৃশ্যপট।নদীর পাড়ে গাছপালা আর পাখির কোলাহলে সন্ধ্যার পরিবেশ আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে। পাখিরা দল বেঁধে বাসায় ফেরে, আর বাতাসে তাদের ডাক শোনা যায়। নদীর জলে সূর্যের আলো প্রতিফলিত হওয়ায় পানির ঢেউগুলোও ঝলমল করতে থাকে। এই দৃশ্যের মাঝে বসে থাকা প্রকৃতিপ্রেমীদের মনে বিশেষ এক প্রশান্তি অনুভূত হয়। অনেকেই এই সময় নদীর পাড়ে হাঁটতে পছন্দ করেন বা নৌকায় নদী ভ্রমণ করেন।শহুরে জীবনের কোলাহল থেকে দূরে এই সময়টা যেন একান্ত নিজের জন্য। সূর্য ডোবার মুহূর্তে নদীর পাড়ে দাঁড়িয়ে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করা জীবনের এক চিরস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকে। প্রকৃতির এই মায়াবী দৃশ্য শুধু দেখার নয়, অনুভব করারও বিষয়, যা মনকে প্রশান্তি দেয় এবং দৈনন্দিন জীবনের ক্লান্তি ভুলিয়ে দেয়। সুতরাং, সূর্য ডোবার সময় নদীর পাড়ের দৃশ্য এক মুগ্ধকর স্মৃতি হিসেবে থেকে যায় হৃদয়ে। তাই ভাবলাম যে এই ফটোগ্রাফিটা করে আপনাদের মাঝে শেয়ার করা যায়।

IMG_20201130_15315.jpeg

A few months ago, I shared a post about visiting this river with you. You may have seen that there was not much water in this river, but now the water seems to be overflowing. And seeing this scene was very peaceful.

কয়েক মাস আগে এই নদীতে ঘুরতে যাওয়ার একটা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করেছিলাম সেই পোস্টটি হয়তোবা আপনারা দেখেছিলেন যে এই নদীতে তেমন একটা পানি ছিল না কিন্তু বর্তমানে পানি যেন একদম টই টুম্বুর করছে। আর এই দৃশ্যটা দেখে অনেক প্রশান্তি লাগছিল।

IMG_20201130_15316.jpeg

On the bank of the river, I saw many fishermen fishing with fishing nets. These nets are often used in canal banks, but small fish and medium-sized fish are caught with these nets. The pleasure of fishing with dry nets in the river is a special part of the life of the people of rural Bengal. A dry net is a special type of net, which is pulled close to the ground to catch fish. Casting this net and walking in the river is the fun of fishing. Usually after the monsoon the water recedes in the shallow part of the river or canal making fishing easier by casting dry nets. This process of fishing requires special skills. The net has to be dragged slowly along the river bank, so that small to medium-sized fish are caught in the gap of the net. A variety of fish such as tengra, punti, magur, horn, shrimp etc. are caught, which is a source of joy for the locals as well as fresh food for the family. The smell of dry net fishing, the touch of the water, and the moments of laughter with friends make the day. Makes it more enjoyable. It is not just a process of fishing, but a tradition intertwined with rural life, which allows for joy, cooperation and enjoyment of natural beauty.

নদীর পাড়ে দেখলাম মাছ ধরার জাল দিয়ে অনেক জেলে মাছ ধরছে। এই জাল অনেক সময় খাল বিলে ব্যবহার করতে দেখা যায় তবে এই জালগুলো দিয়ে হয়তো বা ছোট মাছ এবং মাঝারি সাইজের মাছ ধরা হয়।নদীতে খরা জাল দিয়ে মাছ ধরার আনন্দ গ্রামবাংলার মানুষের জীবনের একটি বিশেষ অংশ। খরা জাল একটি বিশেষ ধরনের জাল, যা মাটির কাছাকাছি দিয়ে টেনে নিয়ে মাছ ধরা হয়। এই জাল ফেলে নদীতে হাঁটতে হাঁটতে মাছ ধরার মজাই আলাদা। সাধারণত বর্ষার পর পানি কমে যাওয়ায় নদী বা খালের অগভীর অংশে খরা জাল ফেলে মাছ ধরা সহজ হয়।মাছ ধরার এই প্রক্রিয়া বিশেষ দক্ষতার প্রয়োজন। জালটি ধীরে ধীরে নদীর পাড় ধরে টেনে নিয়ে যেতে হয়, যাতে জালের ফাঁকে ছোট মাছ থেকে শুরু করে মাঝারি আকারের মাছও আটকা পড়ে। বিভিন্ন ধরনের মাছ যেমন টেংরা, পুঁটি, মাগুর, শিং, চিংড়ি ইত্যাদি ধরা পড়ে, যা স্থানীয়দের জন্য আনন্দের পাশাপাশি পরিবারের জন্যও তাজা খাবারের উৎস।খরা জাল দিয়ে মাছ ধরতে গিয়ে মাটির সোঁদা গন্ধ, পানির স্পর্শ, এবং সঙ্গী বন্ধুদের সঙ্গে হাসি-মজার মুহূর্তগুলো দিনটিকে আরও উপভোগ্য করে তোলে। এটি কেবল মাছ ধরার প্রক্রিয়া নয়, বরং গ্রামীণ জীবনের সঙ্গে মিশে থাকা একটি ঐতিহ্য, যা আনন্দ, সহযোগিতা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেয়।

IMG_20201130_15317.jpeg

Many people were seen bathing in this river. I saw many people who were traveling on the river by boat, but today we were watching and enjoying them instead of traveling on the river. May you all be well and pray for me. Today, I will appear again with a new post in the coming days. May God bless you all.

অনেকে দেখছিলাম যে এই নদীতে নেমে গোসল করছিল। আবার অনেকে দেখলাম যে নৌকায় উঠে নদী ভ্রমণ করছিল, তবে আমরা আজকে নদীর ভ্রমণ না করে এগুলো দেখছিলাম এবং উপভোগ করছিলাম।আপনারা সবাই ভাল থাকবেন এবং আমার জন্য তো আপনারা দোয়া করবেন। আজ এ পর্যন্তই সামনে দিন আপনাদের মাঝে আবারো নতুন পোস্ট নিয়ে হাজির হব। আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  last month  ·  

I really like your wonderful photography. I really like sunset photos.