Some memorable photography of our village or city.

in blurt-1787181 •  13 days ago 

FunPic_20241110_195608106.jpg

I wandered around a lot today and after a lot of wandering around I managed to collect some photos for you. Today I am making a post about them, I hope you like them. Every part of our village has special, special places that remind me of the olden days, memories that will never be forgotten. Old memories come flooding back whenever those roads or paths are taken. And I like this very much. Today I went to Shobarabari and also went to Jorpukur Bazar and made some photography collection from the beautiful scenery around. And while doing photography, I felt like I was back in the old days because when I was in 6-7, I used to go to private school through these streets, hang out with my friends and roam around!! In pursuit of livelihood and to improve the quality of life, a long way is now gone, so we try to understand everything by keeping those memories in mind.

Sometimes I think if I could roam around all day and if the whole country was my home then I would have a different kind of happiness. But there are some limitations in our life so we are forced to stay within it. Anyway, I'm not talking much today. I am sharing some photographs with you, I hope you will like them. But let's see what I did today, what photography I did.......

আজকের বেশ অনেকখানি ঘুরলাম এবং অনেক ঘোরাঘুরি করার পরে আপনাদের‌ জন্য অল্প কিছু ফটো কালেকশন করতে পেরেছি।‌ আজকে সেগুলো নিয়ে একটা পোস্ট সাজাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের গ্রামের প্রত্যেকটা অংশ এবং বিশেষ, বিশেষ কিছু জায়গা রয়েছে যেটা আমার পুরনো দিনের কথা মনে করিয়ে দেয় যেই স্মৃতিগুলো যেন একেবারেই ভুলার নয়। যখনই ওই রাস্তাগুলো অথবা ওই মেঠো পথগুলোতে ঘুরতে যায় তখন পুরনো স্মৃতিগুলো যেন পিছুটানে। আর এই বিষয়টা আমার খুব ভালো লাগে। আজকে শহরাবাড়িতে গিয়েছিলাম সেই সাথে গিয়েছিলাম জোরপুকুর বাজারে ওদিকে গিয়ে আশেপাশের যেই সুন্দর দৃশ্যগুলো চোখে পড়েছে সেখান থেকে কিছু ফটোগ্রাফি কালেকশন করলাম । আর ফটোগ্রাফি করার সময়ই মনে হচ্ছিল যেন পুরনো দিনে আবার ফিরে এসেছি কারণ যখন ৬-৭ এ পড়তাম তখন এই রাস্তাগুলো দিয়ে প্রাইভেট পড়তে যেতাম ,বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম আর ঘোরাফেরা করতাম আরো কত কি !!সেই সময়গুলো তো হয়তোবা আর ফিরে পাবো না কারণ মানুষ তার জীবিকার তাগিদে এবং জীবনের মান উন্নয়নের জন্য অনেক দূর দূরান্তে এখন চলে গেছে তাই সেই স্মৃতিগুলো মনে রেখেই সবকিছু উপলব্ধি করার চেষ্টা করি।

মাঝেমধ্য মনে হয় যদি সারাদিন ঘোরাফেরা করতে পারতাম আর সারা দেশটাই যদি আমার ঘর হতো তাহলে অন্যরকম একটা আনন্দ পেতাম। তবে আমাদের জীবনে কিছু লিমিটেশন রয়েছে সেজন্য আমরা এর ভিতরেই থাকতেই বাধ্য হই। যাইহোক আজকে আর বেশি কথা বানাচ্ছি না । আমি আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করছি আশা করি আপনাদের ফটোগ্রাফি গুলো বেশ ভালই লাগবে । তবে চলুন দেখে আসি আজকে আমি কি, কি ফটোগ্রাফি করলাম......।

IMG_20201130_1531484.jpeg

I was passing by the road when I saw this flower tree. This place is beautifully decorated especially with different types of flowers planted here. But how did it feel to enter an unknown place, so I took a photograph from outside. I like photography very much, so I took a beautiful photo of this place.

রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম এই ফুল গাছটি। এই জায়গাটি বেশ সুন্দর করে সাজানো হয়েছে বিশেষ করে বিভিন্ন রকমের বিভিন্ন জাতের ফুল গাছ এখানে রোপন করা হয়েছে। তবে অচেনা জায়গা ভিতরে ঢুকতে কেমন একটা লাগলো তাই বাইরে থেকেই একটা ফটোগ্রাফি করলাম।ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে তাই আমি এই জায়গাটির সুন্দর করে ফটো তুলেছি।

IMG_20201130_1531486.jpeg

Here you can see the shepherd riding some cows. I am very happy to see this. So I was passing by the road when I saw a shepherd grazing cows. In earlier days these scenes were quite common with shepherds grazing cows and playing flutes. But now these scenes are not seen so much when I was passing by the road, I suddenly saw them, so I took a photograph.

এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাখাল কিছু গরু চড়াচ্ছে।এটা দেখে আমার অনেক ভালো লাগলো। তাই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম একটা রাখাল গরু চরাচ্ছে। আগেকার দিনে এই দৃশ্যগুলো বেশ কমন ছিল যে রাখাল গরু চরাই এবং বাঁশি বাজায়। তবে এখন এই দৃশ্যগুলো তেমন একটা দেখা যায় না রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন হঠাৎ চোখে পড়লো তাই একটা ফটোগ্রাফি করেছিলাম।

IMG_20201130_1531485.jpeg

If you look closely, you will understand that the clouds are moving here and there in a strange way. This scene sounded pretty good to me so I thought I'd take a picture of it. I already like clouds, but when the sky turns blue, it's even more beautiful. So I like to see the moving clouds and especially in the evening, when the clouds move from side to side, I like it even more. I couldn't stay. That's why I photographed these clouds. Surely you will like the picture of these random clouds.

আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে মেঘগুলো খামখেয়ালী ভাবে এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে । এই দৃশ্যটা আমার কাছে বেশ ভালো লাগছিল তাই ভাবলাম যে এটার একটা ছবি উঠায়। মেঘ এমনিতেই আমার অনেক ভালো লাগে যখন আকাশ নীল হয়ে যায় তখন তো আরো বেশি সুন্দর লাগে।তাই এলোমেলো করে বেড়ানো মেঘগুলো দেখে আমার অনেক ভালো লাগলো আর বিশেষ করে সন্ধ্যা বেলায় মেঘগুলো এলোমেলো হয়ে যখন এদিক থেকে ওদিকে যায় তখন আরো বেশি ভালো লাগে তাই আমি আর বসে থাকতে পারলাম না। সেজন্য আমি এই মেঘগুলো ফটোগ্রাফি করেছি।অবশ্যই আপনাদের কাছে এই এলোমেলো করে বেড়ানো মেঘগুলোর ছবিটি অনেক ভালো লাগবে।

IMG_20201130_1531483.jpeg

This is a path I know, the path I used to take every day for private lessons. I don't live in the village anymore, but when I see these memories, I want to stay here and sit and think about those previous words. Honestly, childhood memories are never forgotten. When I was a child, I passed through this road. I have many memories. When I used to go to study on this road, I have many memories. We used to pass this road together with friends. Some memories remain. During the winter time, when I used to lay a sheet on my private bed, it looked more beautiful. Because of the fog, I could not see anything, but we used to have a lot of fun. No matter how far away I am, I will remember this village path. When I go home, I walk along this village path in the afternoon. I like it very much. This girl is the way.

এটা হচ্ছে আমার চেনা একটা পথ, যে পথ দিয়ে আমি প্রতিদিন প্রাইভেট পড়তে যেতাম। এখন আর গ্রামে থাকি না,তবে এই স্মৃতিগুলো যখন চোখে পড়ে তখন যেন মনে চায় এখানেই থেকে যায় এবং বসে, বসে সেই আগের কথাগুলো ভাবি। সত্যি কথা বলতে কি ছোটবেলার স্মৃতিগুলো কখনোই ভোলার নয় আমি যখন ছোট ছিলাম তখন রাস্তা দিয়ে করেছি কত স্মৃতি আমার রয়ে গেছে এ রাস্তা দিয়ে যখন আমি পড়তে যেতাম তখন আমার কাছে অনেক স্মৃতি রয়ে গেছে আমরা বন্ধু-বান্ধবীরা একসাথে এই পথ দিয়ে এটা যেতাম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বিশেষ করে কিছু স্মৃতি রয়ে গেছে শীতের সময় সময় যখন চাদর গায়ে বিছিয়ে প্রাইভেট পড়তে যেতাম তখন আরো সুন্দর লাগতো দেখা যেত কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না কিন্তু আমরা অনেক মজা করতে করতে এই গ্রামের মেঠো পথ দিয়ে প্রাইভেট পড়তে যেতাম সকাল বেলায় সেই স্মৃতিগুলো এখনো মনে গেঁথে গেছে তাই যতই দূরে থাকি না কেন এই গ্রামের মেঠো পথের কথা মনে থাকবে আমি যখন বাড়িতে যাই তখন আমি এই গ্রামের মেঠো পথ দিয়ে বিকালের দিকে হাঁটাচলা করি আমার কাছে অনেক ভালো লাগে আপনারা সকলে জানেন যে গ্রাম অঞ্চলের মেঠো পথ গুলো অনেক সুন্দর হয় সাইডে যখন গাছপালা থাকে সুন্দর লাগে এই মেয়েটা পথ গুলো।

IMG_20201130_1531482.jpeg

You can see this in our Gangni city. People who blog on Blart from our area have probably posted a lot about this city so I won't elaborate. But it is a very important city for our village. If you want, you can visit here. It's a very beautiful place. We go to this town for various purposes. This Gangni town is a favorite town for us. Although the town is small, there are many memories here. We go to this Gangni town to buy various tools. Because it is 10 km away from our village, this city was very congested at first, now after the expansion of the road in this city, the traffic congestion of this body has reduced. Many people are blogging a lot on blurt platform about this simple. Many of you have written a lot of things, I have not mentioned many things to you, anyway, if you ever come to this city of Gangni, you will know about this song and we will go to Meherpur Mujibnagar over the city. This Meherpur Majidnagar is a very interesting place where the map of Bangladesh is drawn and how Bangladesh gained independence is here. If you ever come to the city of this song, then you should visit the city of Mujibnagar. I have not written much more, if you ever come, you must leave some comments about our Ganga city.

এটি দেখতে পাচ্ছেন আমাদের গাংনী শহর। আমাদের এলাকা থেকে যারা ব্লার্টে ব্লগিং করে তারা হয়তোবা এই শহর নিয়ে অনেক পোস্ট করেছে তাই আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। তবে এটি আমাদের এই গ্রামের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা শহর। আপনার যদি কেউ চান তাহলে এখানে ঘুরে যেতে পারেন অনেক সুন্দর একটি জায়গা আমাদের এই ছোট গ্রামটি।আমরা বিভিন্ন কাজে আমরা এই শহরে যাই এই গাংনি শহরটি আমাদের কাছে প্রিয় একটি শহর শহরটি ছোট হলেও এখানে অনেকগুলো স্মৃতি রয়ে আছে আমরা বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য এই গাংনী শহরে যাই কারন আমাদের গ্রাম থেকে এটা ১০ কিলোমিটার দূরে এই শহরটি প্রথমত অনেক যানজট ছিল এখন এই শহরটিতে রাস্তা বাড়ানোর পরে এই শরীরের যানজট কমে গেছে তারা আমাদের এই গাংনী শহরে এসেছেন তারা অনেকেই এই শহরটি চেনেন একটি সম্পর্কে আপনাদের অনেক ধারণা রয়েছে। এই সহজ সম্পর্কে অনেকেই ব্লার্ট প্লাটফর্মে অনেক ব্লগিং করছে। আপনারা অনেকেই অনেক রকম কথা লিখেছেন আমি আর বেশি কিছু কথা আপনাদের মাঝে উল্লেখ করলাম না তো যাই হোক আপনারা যদি কখনো এই গাংনি শহরে আসেন সম্পর্কে জানতে পারবেন এবং এই গানটি শহরের উপর দিয়ে আমরা মেহেরপুর মুজিবনগর এ যেয়ে থাকি। এই মেহেরপুর মজিদনগর টি খুবই দর্শনীয় একটি জায়গা যেখানে বাংলাদেশের মানচিত্র আঁকা রয়েছে বাংলাদেশ কিভাবে স্বাধীনতা অর্জন করেছে সেটা সবকিছু বিবরণ এখানে রয়েছে। আপনারা কখনো যদি এই গানটি শহরে আসেন তাহলে একবার মুজিবনগর শহরটি দেখে যাবেন। আমি আর বেশি কিছু লিখলাম না আপনারা যদি কখনো আসেন তাহলে অবশ্যই আমাদের গাঙ্গেয় শহরটা কিছু মন্তব্য করে যাবেন।

IMG_20201130_1531481.jpeg

I took this photograph when I was going to Gangni yesterday for some personal needs. Then the sun seemed to be on my face and it was quite hot. On top of that, there was no electricity from 9 am to 2 pm yesterday, so I was roaming around outside. When I was on the bike. By the way you were going to the city the light came to my face understand how painful it becomes to drive but we didn't have electricity here until 9 to 2 and it was very hot but I was going to the city because of a job Leaving and especially as it was getting hot again when the light hit my face I was having a hard time driving so I stopped at one place and took a photo of this beautiful scene to share with you. I thought I would love this photo when I share it with you all because many of these photos were taken when I was no longer riding the bike.

গতকাল একটু ব্যক্তিগত প্রয়োজনের জন্য গাংনীর দিকে যাচ্ছিলাম তখন এই ফটোগ্রাফি টা করেছি।তখন সূর্যটা যেন একদম মুখে এসে লাগছিল মোটামুটি বেশ গরম ছিল তার উপরে আবার গতকাল সকাল 9 টা থেকে দুইটা পর্যন্ত বিদ্যুৎ ছিল না এটার জন্যই আর কি বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম।আমি যখন বাইকে করে তুমি শহরের দিকে যাচ্ছিলাম আলোটা আমার মুখে এসে লাগে বুঝতে পারছেন যে গাড়ি চালানো কতটা কষ্টদায়ক হয়ে ওঠে কিন্তু আমাদের এখানে 9 টা থেকে দুইটা পর্যন্ত বিদ্যুৎ ছিল না আরো প্রচন্ড গরম ছিল কিন্তু আমি একটি কাজের কারণে শহরের দিকে রওনা হয় আর বিশেষ করে যেমন গরম পড়তেছে আবার আলো যখন আমার মুখে এসে পড়ে তখন আমার গাড়ি চালানো অনেক কষ্ট হচ্ছিল আমি এক জায়গায় দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্যের একটি ফটো তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আমি ভাবছিলাম যে এই ছবিটি আপনাদের মাঝে যখন আমি শেয়ার করব তখন আমার কাছে অনেক ভালো লাগবে কারণ অনেক এই ছবিটি তোলা হয়েছে যখন আমি বাইকটি চালানোর আর ছিলাম না তখন ভাই দাঁড়িয়ে এই ছবিটি তুলেছি।

IMG_20201130_153148.jpeg

Finally ending today's photography post with this paddy field photography. Paddy grows very well in our area and now is the time to plant paddy trees. So everyone is planting paddy trees before rice plants have been planted so the scene looks like this. The villages and arable lands we have in this Meherpur district of Bangladesh can grow crops very well here. We have very good rice in these fields. The picture I took is rice. After planting, it has been some time since the paddy has been planted. At that time, I took this picture. We have very good paddy here because we always stay here because this place is very good and beautiful place. Where people come once and do not want to leave this place for a second time, they fall under the illusion of this place. People did not want us to come here and they stay here even after getting married. Especially we do not have any ganjam facade here. This is why I think our village is very good. And it is very good to strip and after two months we will have paddy here. Anyway, let me know how you like my photographs. If you like any scene, you can comment. Thank you all for staying and enjoying the blog. I wish you all the best. And everyone pray for me. Allah Hafez.

অবশেষে এই ধানের ক্ষেতের ফটোগ্রাফির মাধ্যমে আজকের ফটোগ্রাফি পোষ্টের সমাপ্তি করছি। আমাদের এলাকাতে বেশ ভালই ধান হয় আর এখন তো ধান গাছ লাগানোর সময় । তাই সবাই ধান গাছ রোপণ করছে আগে ধান গাছ লাগানো হয়েছে তাই দৃশ্যটা এমন দেখাচ্ছে।আমাদের বাংলাদেশে এই মেহেরপুর জেলায় আমাদের যে গ্রামের গুলো এবং আবাদি জমিগুলো রয়েছে এখানে অনেক ভালোভাবে ফসল ফলানো সম্ভব আমাদের এই মাঠগুলোতে অনেক ভালো ধান হয়ে থাকে আমি যে ছবিটি তুলেছি এই ছবিটি ধান লাগানোর পরে এই তো কিছুদিন হলো ধান লাগানো হয়েছে সেই সময় এই ছবিটা আমি তুলেছি আমাদের এখানে অনেক ভালো ধান ফলে কারণ আমাদের এখানে সব সময় থাকেই কারণ এই মেহেরপুর জেলা গাংনী থানা এই জায়গাটি অনেক ভালো এবং সুন্দরময় একটি জায়গা যেখানে মানুষ একবার আসলে আর দ্বিতীয়বার এখান থেকে যেতে চাই না এই জায়গার যেন মায়ায় পড়ে যায় লোকেরা আমাদের এই এসে ইচ্ছা করেনি আবার এখানে তারা বিয়ে সাদি করেও থেকে গেছে বিশেষ করে আমাদের এখানে কোন গ্যাঞ্জাম ফ্যাসাদ হয় না।এই কারণে আমাদের গ্রামটি আমি মনে করে অনেক ভালো আর অনেক ভালো ফালানো যায় আর দুই মাস পরে আমাদের এখানে ধান উঠে যাবে তো যাই হোক আপনাদের আমার ফটোগ্রাফি গুলো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কোন ,কোন দৃশ্য ভালো লেগেছে চাইলে কমেন্টে জানাতে পারেন ।সবাইকে ধন্যবাদ এতক্ষণ পাশে থেকে ব্লগটি উপভোগ করার জন্য।সবাই ভালো থাকবেন আপনাদের সার্ব কামনা করি। এবং আমার জন্য সকলের দোয়া করবেন। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!