Different types of aggregate purchases to depost. ডাইপোস্ট করার জন্য বিভিন্ন প্রকার সামগ্রিক ক্রয়।

in blurt-1787181 •  last month 

FunPic_20241113_203439106.jpg

Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.

Every day I share many new types of posts with you. But today I will share with you some experiences of a beautiful moment of a small part of the lifestyle. But let's get started..... Love from the bottom of my heart to everyone who shares new, fresh die posts in our community. Actually, only those who do it can understand how much effort it takes to post a die because before that I used to post a lot of dies, I made a lot of different colored paper flowers to different clay items. But now that I have to stay outside, I can't make time to get up, and sometimes even when I get time, I don't get an opportunity. Anyways, when I came home, I met my little sister first, as you may know her name is Ima, I came and talked to her a lot and talked about how her day was going and how I was going.

আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।

প্রতিদিন আপনাদের মাঝে আমি নিত্য নতুন অনেক ধরনের পোস্ট শেয়ার করে থাকি । তবে আজকে লাইফ স্টাইলের একটা ছোট্ট অংশের সুন্দর একটি মুহূর্তের কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব । তবে চলুন শুরু করি..... আমাদের কমিউনিটি তে যারা নতুন , নতুন ডাই পোস্ট শেয়ার করে তাদের প্রত্যেকের জন্য আমার মনের অন্তস্থল থেকে ভালোবাসা জানাই। আসলে ডাই পোস্ট করতে হলে কতটা যে পরিশ্রম করতে হয় সেটা যিনি করেন উনি একমাত্র হয়তোবা উপলব্ধি করতে পারেন কারণ এর আগে আমি প্রচুর ডাই পোস্ট করতাম, বিভিন্ন রকম রঙ্গিন কাগজের ফুল থেকে শুরু করে মাটির বিভিন্ন জিনিস পাতি অনেক তৈরি করেছি । তবে এখন যেহেতু বাইরে, বাইরে থাকতে হয় তাই তেমন করে সময় করে উঠতে পারি না আবার অনেক সময় সময় মিললেও সুযোগ হয়ে ওঠেনা। যাইহোক সে কথায় না যাই, বাড়িতে এসেই প্রথমে আমার ছোট বোনের সঙ্গে দেখা হয় আপনারা হয়তোবা জেনে থাকবেন ওর নাম হচ্ছে ইমা, ওর সঙ্গে এসে অনেক গল্প করলাম এবং ওর দিনকাল কেমন যাচ্ছে এবং আমার কেমন যাচ্ছে এসব বিষয়ে কথা বলছিলাম।

IMG_20201130_1531434.jpeg

অনেকক্ষণ যাবৎ আমরা ভাব আদান-প্রদান করার পরে ও আমাকে শেয়ার করলো যে ওর নাকি ডাই পোস্ট করতে অনেক ইচ্ছে করে তবে বিভিন্ন প্রকার এসব সামগ্রী ক্রয় করার জন্য বাইরে যাওয়ার সময় করে উঠতে পারছি না। বিষয়টা শুনে আমি ওকে বললাম যে, যেহেতু আমি এখন চলে এসেছি এই তোমার আর এ বিষয়ে চিন্তা করতে হবে না । আমি দুপুরের গোসলটা শেষ করে বাইরে গিয়ে তোমার জন্য ডাই পোস্টের সরঞ্জাম গুলো ক্রয় করে আনছি । তুমি আমাকে একটু লিস্ট করে দাও কি, কি তোমার লাগবে। তারপরে ও বলল যে রঙিন পেপার কয়েকটি রং অথবা পেন্সিল এইসব, তো আমি এগুলো মোটামুটি মোবাইলে নোট করে নিয়ে গোসল শেষ করে চলে গেলাম এগুলো ক্রয় করার উদ্দেশ্যে। আসলে আমাদের গ্রামের আশেপাশের দোকানগুলোতে এগুলো তেমন একটা পাওয়া যায় না । এগুলো ক্রয় করতে হলে আবার শহরে যাওয়া লাগে আর এখান থেকে শহর যেহেতু মোটামুটি ভালোই দূরে তাই ইমা ওগুলো একা , একা ক্রয় করার সুযোগ পাচ্ছিল না। যাই হোক বাইকটা নিয়ে বের হয়ে গেলাম এগুলো ক্রয় করার জন্য।

After we exchanged ideas for a long time, she shared with me that she really wanted to post a die, but couldn't find the time to go out to buy these various items. After hearing about it I told him that since I am gone now you don't have to worry about it. I finished my afternoon shower and went out to buy die post equipment for you. Give me a list of what you need. Then she said that the colored paper is a few colors or pencils, so I made a note of them on my mobile after taking a bath and went to buy them. In fact, they are not available in the shops around our village. To buy them, you have to go to the city again, and since the city is quite far from here, Ima could not buy them alone. Anyway, I took the bike and went out to buy them.

IMG_20201130_1531433.jpeg

এবার বাজার উপরে গিয়ে একটা ভাইয়ের সঙ্গে পরিচয় হলাম লোকটা দেখে বেশ ইনোসেন লাগছিল ।তাই ওনার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরে বললাম যে ভাই আমার এই এই জিনিসগুলো লাগবে আপনার কাছে কি এগুলো পাওয়া যাবে? উনি বলল যে এগুলা বর্তমানে আমার স্টকে রয়েছে আপনি চাইলে আমি এগুলো দিতে পারব আপনাকে। এভাবে আর কিছুক্ষণ কথা বলার পরে আমি আমার নোটপ্যাড থেকে যে যে সরঞ্জাম গুলো লাগবে ওগুলো লিস্ট করে উনাকে বলে দিলাম। তারপরে উনি একের পর এক সব সামগ্রীগুলো বের করতে শুরু করলেন, এর ভিতরে ছিল ৭-৮ রকমের রঙ্গিন কাগজ, পেন্সিল, রং তুলি, আঠা ইত্যাদি। তো এগুলো ক্রয় করার পরে আমি বললাম যে একটা প্যাকেটে ভালো করে প্যাক করে দিতে কারণ অনেক সময় একটু স্পিডে বাইক চালালে বাতাসের কারণে এই প্যাকেটগুলো ছিরে যায়। তারপরে ওনি ডবল পেপার দিয়ে ভালো করে এটা প্যাক করে দিলেন এবং মোটামুটি 130 টাকার মত বিল আসলো। এবার আমি বিলটা মিটিয়ে বাড়ির দিকে আবার রওনা দিলাম।

Now I went up to the market and met a brother. He looked very innocent. So after talking to him for a while I said that I need these things, can you get them? He said that they are currently in my stock and I can give them to you if you want. After talking like this for a while, I listed the tools I needed from my notepad and told them. Then he started taking out all the materials one by one, inside there were 7-8 types of colored paper, pencils, crayons, glue etc. So after buying them I told them to pack them well in a packet because sometimes these packets get scattered due to wind when riding the bike at a little speed. Then he packed it well with double paper and the bill came to about 130 rupees. Now I settled the bill and left for home again.

IMG_20201130_1531432.jpeg

The man's name was Salimullah. Maybe he has given a new shop here because I have not seen this shop here before. When I bought the items from him I was quite satisfied as he bought them from me at almost wholesale price, I told him at first that you will buy quite a lot of things. Keep something low. Then he took out a calculator and gave me some discount on everything and from there I got a discount of around 30 to 40 rupees. Anyway, I finally went home and handed them over to you, then Ima gave a small smile 🤭. After seeing the little sister's smile, it really touched my heart, then I gave her some advice to maintain good activity and work regularly. Because it will take us to a very good position in the future, inshallah. Maybe they understand and are doing better.

লোকটির নাম ছিল সলিমুল্লাহ । হয়তো উনি এখানে নতুন দোকান দিয়েছিল কারণ এর পূর্বে এর আগে আমি এই দোকানটা দেখি নাই এখানে।ওনার কাছ থেকে যখন জিনিসপাতি গুলো ক্রয় করে মোটামুটি আমি সন্তুষ্ট হয়েছি কারণ উনি এগুলো প্রায় পাইকারি দামে আমার কাছ থেকে নিয়েছিল, উনাকে প্রথমে আমি বলেছিলাম মোটামুটি অনেকগুলো জিনিস নিব আপনি কিছু কম করে রাইখেন। ‌ তো তারপরে উনি এক ক্যালকুলেটর বের করে সব জিনিসের উপর থেকে আমাকে কিছু ডিসকাউন্ট দেয় এবং সেখান থেকে মোটামুটি ৩০ থেকে ৪০ টাকা হয়তোবা ডিসকাউন্ট পেয়েছিলাম। যাই হোক সবশেষে বাসায় গিয়ে তোমার হাতে ওগুলো তুলে দেই তারপর ইমা একটা মুচকি হাসি দেয় 🤭। ছোট বোনের‌ মুচকি হাসিটা দেখে সত্যি প্রাণটা যেন জড়িয়ে গিয়েছিল যাই হোক তারপরে ওকে আমি একটু পরামর্শ দিলাম ভালো করে একটিভিটি বজায় রাখতে হবে এবং নিয়মিত কাজ করতে হবে। কারণ এটা ভবিষ্যতে অনেক ভালো একটা পজিশন আমাদের নিয়ে যাবে ইনশাল্লাহ। হয়তোবা এগুলো বুঝেছে ও এবং থেকে ভালো করে কাজ করছে।

IMG_20201130_1531431.jpeg

Making different colored paper flowers is a very fun and creative activity. It is very attractive not only for home decoration but also for gifting. Different shapes, colors and types of flowers can be made from colored paper. Let's learn how to make some beautiful paper flowers easily.

rose flower

To make rose flower you need to take some red or pink colored paper. First, cut the paper into small circles. Then each circle should be twisted like a snake and given the shape of a rose. Finally fix it with glue. In this way, a paper rose will be made just like a real rose flower.

Sunflower flower

You can use yellow colored paper to make sunflower flower. First, cut the paper into rectangles and make petal shapes by making small cuts. Then put a black circle in the middle and attach it with glue. It will easily get the shape of sunflower flower.

Carnation flower

For the carnation flower, take paper of the color you like, such as red or purple. Cut the paper into small pieces and arrange it in the shape of a flower. Then glue the petals together. This flower is very beautiful to look at and also aesthetic to use.

Daisy flower

You can use white and yellow colored paper to make daisy flowers. First, cut the petal shape out of white paper and make the middle part out of yellow paper. Straighten the petals and attach the yellow part in the middle.
All you need to make colored paper flowers is some colored paper and glue. These flowers can be used for house decoration, birthday cards or gift boxes. It is very easy to get beautiful flower decoration like nature at low cost.
Anyway, thank you all for staying by my side and enjoying this little blog. I will try to entertain you again very soon by creating a blog on new and new topics. See you all God Hafez very soon. Until then everyone stay healthy and stay well. Please pray for me and wish you all the best.

বিভিন্ন রকম রঙ্গিন কাগজের ফুল তৈরি করা খুবই মজার এবং সৃজনশীল কাজ। এটি শুধু ঘর সাজানোর জন্যই নয়, উপহার দেয়ার ক্ষেত্রেও অত্যন্ত আকর্ষণীয়। রঙ্গিন কাগজ থেকে বিভিন্ন আকার, রঙ এবং ধরনে ফুল তৈরি করা যায়। চলুন জেনে নেওয়া যাক কীভাবে সহজেই কিছু সুন্দর কাগজের ফুল তৈরি করা যায়।

গোলাপ ফুল

গোলাপ ফুল তৈরি করার জন্য আপনাকে কিছু লাল বা গোলাপি রঙের কাগজ নিতে হবে। প্রথমে কাগজটিকে ছোট ছোট বৃত্ত আকারে কেটে নিতে হবে। এরপর প্রতিটি বৃত্তকে সাপের মত ঘুরিয়ে গোলাপের আকৃতি দিতে হবে। শেষে আঠা দিয়ে একে স্থির করতে হবে। এভাবে তৈরি হবে একদম আসল গোলাপ ফুলের মতো কাগজের গোলাপ।

সূর্যমুখী ফুল

সূর্যমুখী ফুল তৈরি করতে হলুদ রঙের কাগজ ব্যবহার করতে পারেন। প্রথমে কাগজটিকে আয়তাকার করে কেটে নিতে হবে এবং ছোট ছোট কাটের মাধ্যমে পাপড়ির আকার তৈরি করতে হবে। এরপর মাঝখানে একটি কালো বৃত্ত বসিয়ে তা আঠা দিয়ে লাগিয়ে দিন। এতে সহজেই সূর্যমুখী ফুলের আকৃতি পেয়ে যাবেন।

কার্নেশন ফুল

কার্নেশন ফুলের জন্য পছন্দমত রঙের কাগজ নিন, যেমন লাল বা বেগুনি। কাগজটিকে কুচিকুচি করে কেটে একে ফুলের আকৃতিতে সাজান। তারপর পাপড়িগুলোকে একসাথে জড়িয়ে আঠা দিয়ে আটকে দিন। এই ফুলটি দেখতে খুবই সুন্দর এবং ব্যবহারেও নান্দনিক।

ডেইজি ফুল

ডেইজি ফুল তৈরি করতে সাদা এবং হলুদ রঙের কাগজ ব্যবহার করতে পারেন। প্রথমে সাদা কাগজ দিয়ে পাপড়ির আকার কেটে নিন এবং হলুদ কাগজ দিয়ে মাঝের অংশ তৈরি করুন। পাপড়িগুলোকে সোজা করে মাঝখানে হলুদ অংশটি লাগিয়ে দিন।
রঙ্গিন কাগজের ফুল তৈরি করার জন্য শুধুমাত্র কিছু রঙিন কাগজ এবং আঠার প্রয়োজন। এসব ফুল ঘর সাজানো, জন্মদিনের কার্ড বা উপহারের বাক্স সাজানোর জন্য ব্যবহার করা যায়। এতে খুব সহজে অল্প খরচে একদম প্রকৃতির মতো সুন্দর ফুলের শোভা পাওয়া যায়।

যাহোক আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ পাশে থেকে আমার ছোট্ট এই ব্লগটি উপভোগ করার জন্য আবারো খুব শীঘ্রই এমন সুন্দর কিছু মুহূর্তের অনুভূতি এবং নতুন নতুন টপিকের উপর ব্লগ বানিয়ে আপনাদের এন্টারটেইন্ট করার চেষ্টা করব। ‌‌ তো সবাইকে আল্লাহ হাফেজ খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। আমার জন্য সকলে দোয়া করবেন এবং আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!