A moment to change the phone skin protector and back part and a trip to the biscuit bakery.

in blurt-1787181 •  2 months ago 

FunPic_20241115_210114982.jpg

Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.

আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।

IMG_20201130_15.jpeg

I actually love to be happy with what I have. If you don't expect too much, you get a lot of mental peace, which I got proof of step by step. For that I hope only on the great creator. But we must keep the things that we have in a beautiful and careful way so that they will be as good as they are and we will get a lot of pleasure from using them. When I came home, I was eating my mother's delicious food, just then my younger sister Ima called and said that if you have come, I will go too (actually, she is talking about coming to our house from her father-in-law's house). I said ok then get ready I will come to pick you up with the bike after eating and drinking. He got ready as I said and after half an hour I freshened up and finished eating and drinking and went to fetch him. We both brought and chatted, then when my eyes were on his phone, I saw that the protector of the phone had burst and became completely dirty. And the condition of the back part is also very bad.

I said baby why didn't you change it its condition is very bad. Then he said that I am a girl and if I want to change the man, I will have to go to Gangni again, so she was not changed. And your brother is busy with a lot of work, so telling him is of no use. Then I went to Gangni a few hours after hearing the words to change the back pot and gorilla glass. I said if you change them then you will have an interest in working and using the phone will be very relaxing. He smiled and said you are right. Our brother and sister relationship is quite funny and also very sweet, she has a little gentleman at home because of which her phone status is always 13 o'clock. In fact, children now learn to use the phone at an early age, due to which it has become a situation where they need to be given a phone even if it is not their job.

আমি আসলে নিজের যে জিনিসটা রয়েছে এই জিনিসটাকে নিয়েই খুশিতে থাকতে অনেক বেশি ভালোবাসি । বেশি আশা না করলে মানসিকভাবে অনেক বেশি প্রশান্তি মিলে যেটার প্রমাণ আমি ধাপে, ধাপেই পেয়ে যাই । ওই জন্য আমি শুধুমাত্র মহান সৃষ্টিকর্তার উপরে আশা করে থাকি।‌ তবে আমাদের যে জিনিসগুলো রয়েছে এগুলো কে অবশ্যই সুন্দর করে যত্নশীল ভাবে রাখা উচিত তাহলে এগুলো যেমন ঠিকই হবে তেমনি ভাবে এগুলো ব্যবহার করেও বেশ আনন্দ পাওয়া যাবে। ‌ বাড়িতে এসে আম্মুর হাতের মজার খাবার খাচ্ছি ঠিক সেই সময় আমার ছোট বোন ইমা ফোন করে বলল যে ভাই তুই এবার এসেছিস আমিও যাব তাহলে ( আসলেও শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে আসার কথা বলছে)। আমি বললাম ঠিক আছে তাহলে রেডি হও আমি খাওয়া-দাওয়া করে বাইকটা নিয়ে তোমাকে নিতে আসছি। ও আমার কথা মতো রেডি হয়ে গেল এবং আধা ঘন্টা পরে আমি ফ্রেস হয়ে খাওয়া-দাওয়া শেষ করে চলে গেলাম ওকে নিয়ে আনতে । নিয়ে এসে দুজনে মিলে গল্প করলাম তারপরে যখন আমার চোখটা ওর ফোনের দিকে পরলো তখন দেখি ফোনের প্রটেক্টর ফেটে একদম চৌচির হয়ে গেছে। আর ব্যাকপার্টের অবস্থাও বেশ খারাপ।

আমি বললাম বাবু এটা পরিবর্তন করিস নি কেন এটার অবস্থা তো খুবই খারাপ। তখন ও বলল আমি মেয়ে মানুষ পরিবর্তন করতে হলে গাংনীতে আবার যাওয়া লাগবে তাই তার পরিবর্তন করা হয়নি । আর তোর ভাই অনেক কাজে ব্যস্ত থাকে ওই জন্য ওকে বলেও কোন লাভ হয় না। ‌ তারপর আমি কথাগুলো শুনে কয়েক ঘন্টা পরই গাংনীতে চলে গেলাম ব্যাক পট এবং গরিলা গ্লাসটা পরিবর্তন করার জন্য । আমি বললাম এগুলো যদি তোমাকে পরিবর্তন করে দেই সেই ক্ষেত্রে কাজ করার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হবে এবং ফোন ব্যবহার করেও অনেক প্রশান্তি পাবে। ও একটা মুচকি হাসি দিয়ে বলল কথা টা ঠিক বলছিস। আমাদের ভাই বোনের সম্পর্কটা বেশ মজাদার এবং সেই সাথে অনেক মধুর, ওর বাড়িতে একটা ছোট সাহেব রয়েছে যার কারণে ওর ফোনের অবস্থা সব সময় তেরোটা বেজে থাকে। আসলে এখন ছোট, ছোট ছেলে মেয়ে অল্প বয়সেই ফোন ব্যবহার করতে শিখে যায় যার কারণে নিজের কাজ না হলেও তাদের হাতে ফোন দেওয়া লাগবে এমন একটা অবস্থা হয়ে গেছে।

IMG_20201130_151.jpeg

Anyway, I finally went to Gangni to take back pot. After going there, I first went to a brother who is next to the Net Fast shop. Actually, I have a good relationship with him because he sells things at a limited profit. In fact I have said before that I don't like to buy things at extra cost, if a seller suddenly gives me the price according to his mind, I still tell him the fair price, if he doesn't agree with it, I look at a few more shops and give the same thing at a fair price. But this brother's case is a little different, he always tries to sell things with a limited profit. So first I went and said to change the back part and the gorilla glass. He cleaned everything in no time and changed the glass and the back part, then I gave him 160 for these two and he was quite happy with it. I don't know what the man looks like, but he is a very simple man.

যাইহোক অবশেষে চলে গেলাম গাংনীতে ব্যাকপোট নিতে। ওখানে গিয়ে প্রথমে নেট ফাস্ট দোকানের পাশে একটা ভাই রয়েছে ওনার কাছে গেলাম । আসলে ওনার সাথে মোটামুটি আমার সম্পর্কটা একটু ভালো কারণ উনি সীমিত লাভে জিনিসপাতি বিক্রয় করে থাকে। আসলে আমি এর আগেও বলেছি আমি অতিরিক্ত দাম দিয়ে জিনিসপত্র ক্রয় করতে বেশি পছন্দ করি ‌না, হুটহাট করে কোন বিক্রেতা যদি তার মন অনুযায়ী দাম বলে দেয় তবুও আমি ন্যায্য দামটা বলি যদি সে এতে রাজি না হয় সেক্ষেত্রে আমি আর কয়েকটা দোকান দেখে ওই জিনিসটা ন্যায্য দাম দিয়েই কিনে আনি ।‌‌ তবে এই ভাইয়ের ক্ষেত্রে জিনিসটা একটু ব্যতিক্রম, ইনি সবসময় সীমিত লাভ করেই জিনিস বিক্রি করার চেষ্টা করে। তো প্রথমে গিয়ে বললাম যে ব্যাক পার্ট এবং গরিলা গ্লাসটা পরিবর্তন করে দিন। উনি কিছুক্ষণের মধ্যেও সবকিছু পরিষ্কার করে এবং গরীরা গ্লাসটা‌ ও ব্যাক পার্ট পরিবর্তন করে দিলেন, তারপরে এই দুইটার জন্য ওনাকে ১৬০ টাকা দিলাম এতে মোটামুটি অনেক খুশি উনি। লোকটা দেখতে কেমন জানি না তবে অনেক সহজ সরল একজন মানুষ।

IMG_20201130_152.jpeg

However, after all the shopping, I brought the bike to the big market. I came here and bought a watermelon for my father. Meanwhile, the price of watermelon seems to be a bit high at 50 taka per kg. Many times it is seen that watermelons are sold in vans for Tk 35 per kg in our area
But after seeing the watermelon, I realized that it was a very ripe watermelon, because of which I didn't talk much and said that it's okay, give me that. Approximately one and a half kg is a little less. I was trying to get home a little faster because you can probably tell by the scenery how much sunshine there was!!! Anyway, I returned home in a hurry. When I came back home and showed the mobile phone to Ima, seeing her smile, the phone was connected. He liked the back part very much.

যাইহোক অবশেষে সব কেনাকাটা শেষ করে বাইকটা নিয়ে চলে আসলাম বড় বাজারে । এবার এখানে এসে আব্বুর জন্য একটা তরমুজ ক্রয় করলাম। এদিকে মোটামুটি তরমুজের দাম একটু বেশি মনে হল ৫০ টাকা কেজি। অনেক সময় দেখা যায় আমাদের এলাকাতে ৩৫ টাকা কেজিতে ভ্যানে করে তরমুজ বিক্রয় আসে
কিন্তু তরমুজটা দেখেই বুঝতে পারলাম বেশ পরিপক্ক একটা তরমুজ যার কারণে আমি আর বেশি কথা বাড়ালাম না বললাম ঠিক আছে ওটাই দিয়ে দেন। মোটামুটি দেড় কেজি হল কিছু কম রাখল দেড়শ টাকা দিয়ে পরবর্তীতে এই তরমুজটা ক্রয় করে নিলাম। আমি একটু দ্রুত বাড়ি ফিরেয়ার চেষ্টা করছিলাম কারণ আপনারা দৃশ্যগুলো দেখেই হয়তো বা বুঝতে পারছেন ওখানে যে কি পরিমান রোদ ছিল‌ !!! যাই হোক তাই একটু তাড়াহুড়া করে বাড়িতে ফিরে এসেছিলাম। বাড়িতে ফিরে এসে যখন ইমাকে মোবাইলটা দেখালাম তখন ওর মুচকি হাসিটা দেখেই ফোনটা যেন জুড়িয়ে গেল। ব্যাক পার্ট টা ওর খুব নাকি পছন্দ হয়েছে।

IMG_20201130_155.jpeg

I have seen a small biscuit factory in our Sirajganj. I thought I would travel there soon and bring you but I couldn't make it in time. But today I decided to go there anyway and buy some biscuits and post a detail about that factory to you guys. Anyway, I went to the famous biscuit factory in Sirajganj today in the evening. I have prepared today's post about what I went there, what I did and how I experienced it. I hope you will enjoy today's post from the beginning to the end. But let's begin. This factory is mainly located in Belkuchi Thana of Sirajganj. This factory originally had two to three employees and a fairly small bakery. I have been to Belkuchi market for many days and this factory has caught my eye for a long time but I have not visited the place in time.

আমাদের সিরাজগঞ্জে ছোটখাটো একটা বিস্কুটের ফ্যাক্টরি আমার চোখে পড়েছে। ভেবেছিলাম যে আপনাদের ওখানে খুব শীঘ্রই ভ্রমণ করিয়ে নিয়ে আনব তবে ঠিক সময় করে উঠতে পারছিলাম না। তবে আজকে একেবারে কঠোর সিদ্ধান্ত নিয়েছে যে যেভাবেই হোক আজকে ওখানে যাব এবং ওখানে গিয়ে কিছু বিস্কুট ক্রয় করব এবং সে ওই ফ্যাক্টরিটা সম্পর্কে একটা বিস্তারিত পোস্ট করব আপনাদের মাঝে। যাই হোক আজকে সন্ধ্যা বেলার সময় করে চলে গিয়েছিলাম আমাদের সিরাজগঞ্জে সেই বিখ্যাত বিস্কুট ফ্যাক্টরিতে। ওখানে গিয়ে কি, কি করলাম এবং কেমন অভিজ্ঞতা হলো সে বিষয়ে আজকের এই পোস্টটা সাজিয়েছি আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের পোস্টটা উপভোগ করবেন। তবে চলুন শুরু করি। এই ফ্যাক্টরিটি মূলত সিরাজগঞ্জের বেলকুচি থানায় অবস্থিত। এই ফ্যাক্টরিতে মূলত দুই থেকে তিনজন কর্মচারী ছিল মোটামুটি ছোটখাটো একটা বেকারি। বেলকুচি বাজারে অনেক দিন গিয়েছি এবং এই ফ্যাক্টরিটা আমার চোখে অনেক দিন পড়েছে তবে সময় করে আর জায়গাটা ভ্রমণ করে আসা হয়নি।

IMG_20201130_154.jpeg

In fact, many people call this factory as a bakery. However, for the sake of your understanding, I am calling it as a factory, I have heard from our elder brothers that many new biscuits are made in this factory. Not only biscuits but also many things are made here starting from toss. And since it can be brought from here at all, I thought this matter was quite good. So I and I have a friend his name is "Sajid Zaman" so I and Sajid both went to Belkuchi Bazar to visit Biscuit Bakery. Within 20 to 25 minutes, I reached the famous biscuit factory in Belkuchi Bazar. After going there, I met a few people and saw that two workers were working inside. Talking to them how long they have been working here and know a bit about their experience.

After getting to know about them, Sajid and I were given a free check of all the biscuits, I felt very good about their hospitality, in fact one thing I noticed is that most of the people in this Belkuchi police station are very hospitable. And a very good hearted person. After checking a few biscuits I checked a toss which I really enjoyed eating. I said how much do you sell the packets, he said that we charge 70 rupees per packet. But if you buy it from a grocery store it will cost Rs.110. So I thought about everything and the quality and value of the food here is very good and also very fresh food is available and on the other hand the price is very cheap so I bought two packets of toss. Then I talked a little with the manager who is there, he seemed to be a very kind man, very tall, with a long beard and a very nice and sweet speech.

আসলে এই ফ্যাক্টরি কে আবার অনেকে বেকারি বলে আখ্যায়িত করে থাকে । যাইহোক চলুন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে ফ্যাক্টরি হিসেবেই সবার মাঝে আখ্যায়িত করছি, আমাদের বড় ভাইদের মুখ থেকে শুনেছি এই ফ্যাক্টরিতে নাকি অনেক নিত্য নতুন বিস্কুট তৈরি হয় । শুধু বিস্কুট নয় এখানে টোস থেকে শুরু করে মোটামুটি অনেক জিনিসই তৈরি করা হয়। আর যেহেতু একেবারে দেখে শুনে এখান থেকে নিয়ে আসা যায় এজন্য এ বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগছে লাগছিল । তাই আমি এবং আমার একটা বন্ধু রয়েছে ওর নাম হচ্ছে "সাজিদ জামান" তো আমি এবং সাজিদ দুজন মিলে চলে গেলাম বেলকুচি বাজারে বিস্কুট এর বেকারি ভ্রমণ করার উদ্দেশ্যে। ২০ থেকে ২৫ মিনিট এর মধ্যেই পৌঁছে গেলাম বেলকুচি বাজারে সেই বিখ্যাত বিস্কুটের ফ্যাক্টরিতে । ওখানে গিয়ে ওখানে গিয়ে মোটামুটি প্রথমে কয়েকটি লোকের সঙ্গে পরিচয় হলাম দেখলাম যে দুইজন ওয়ার্কার ভিতরে কাজ করছিল । তাদের সঙ্গে কথা বলছিলাম যে তারা কতদিন যাবত এখানে কাজ করছে এবং তাদের অভিজ্ঞতা সম্পর্কে একটু জানছিলাম।

IMG_20201130_153.jpeg

Then I said to him, uncle, can you get a container inside which I could put this toss? He said, baby, we don't have these here, you can look for them in some nearby shops, maybe you will get them there, no problem. I am double packing you, anyway, finally he did very nicely and after some time Sajid and I headed back to the hostel. And when I was returning by rickshaw in the evening, that moment was quite sweet. In particular, there was a very nice breeze and when I felt it, I could feel both the beauty of nature and the peace from my heart. And since today was a beautiful experience, the mind was very happy. Anyway, thank you all for sticking by and enjoying the blog. How do you like this blog? I am waiting for your opinion. See you again very soon in a new post.

তারপর আমি ওনাকে বললাম আঙ্কেল আপনাদের কাছে কি একটা বৈয়ম পাওয়া যাবে যার ভিতরে এই টোস রাখতে পারতাম? ওনি বললেন বাবু আমাদের এখানে তো এগুলো নাই তুমি আশেপাশের কয়েকটি দোকান থেকে খুঁজে দেখতে পারো হয়তো ওখানে পেয়ে যাবে সমস্যা নেই। আমি তোমাকে ডাবল প্যাকেট করে দিচ্ছি, যাই হোক অবশেষে অনেক সুন্দর করে উনি প্যাকেট করে দিলেন এবং কিছুক্ষণ পর আমি এবং সাজিদ আবার পুনরায় হোস্টেলের দিকে রওনা হলাম। আর যখন সন্ধ্যাবেলায় রিকশায় করে ফিরছিলাম তখন ওই মুহূর্তটা বেশ মিষ্টি ছিল। বিশেষ করে অনেক সুন্দর একটা বাতাস বইছিল এবং গায়ে যখন এসে লাগছিল তখন প্রকৃতির সৌন্দর্য এবং শান্তির দুটোই মন থেকে অনুভব করতে পারছিলাম। এবং যেহেতু আজকে সুন্দর একটা অভিজ্ঞতা হলো সেই জন্য মনটা অনেক ফুরফুরে ছিল। ‌ যাই হোক ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থেকে ব্লগ টি উপভোগ করার জন্য। আপনাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বিস্কুটের বেকারি বা ফ্যাক্টরি টা কেমন লাগলো এটাও চাইলে কমেন্টে জানাতে পারেন। আপনাদের সবার মতামতের অপেক্ষায় রইলাম আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন পোস্টে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 months ago  ·  

Ooohh, those biscuits look good!
Thanks for sharing your day : )

  ·  2 months ago  ·  

thank you so much.