Photography of some moments of rain.বৃষ্টি হওয়া কিছু মুহূর্তের ফটোগ্রাফি।

in blurt-1787181 •  2 months ago 

FunPic_20241114_205040920.jpg

Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.

I think the scenes before the rain are a bit more beautiful than when it rains. And perhaps you all know what a peace it feels when the rain of mercy comes and cools our whole world. Today I wanted to do photography, so without wasting time I went out for the purpose of photography collection, I wanted to visit our village, visit the beautiful, beautiful scenes inside it and present it to you. Everything was fine, but suddenly in the sky. The clouds rolled in and the whole weather changed in an instant. It was then that I realized it was an advance warning of rain. What happened to let the rain not come?! I will walk all day today. With this wish I started to roam suddenly it started raining heavily but the rain did not last long after 10-15 minutes it stopped again.

After a while, the clouds suddenly gathered and covered the whole sky, now it is clear that maybe it will rain. In no time, it started raining heavily, I thought today I will get wet no matter what. With this thought, I first took a polythene packet from a grocery store and wrapped my mobile well, then I got wet in the rain all the way with my bike and from that moment I took some photography and shared it with you today. Presenting I hope you will enjoy the photographs as much as I enjoyed the rain, but let's have a look at the photographs...!

আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।

আমার মনে হয় বৃষ্টি হওয়ার চেয়ে বৃষ্টি হওয়ার আগ মুহূর্তের দৃশ্যগুলোর একটু বেশি সুন্দর হয়ে থাকে। আর যখন রহমতের বৃষ্টি এসে আমাদের পুরো পৃথিবীকে শীতল করে দেয় তখন কি যে একটা শান্তি লাগে এটা হয়তোবা আপনারা সবাই জানেন। ‌ আজকে ইচ্ছে হলো ফটোগ্রাফি করার তাই আর সময় নষ্ট না করে বেরিয়ে গেলাম ফটোগ্রাফি কালেকশন করার উদ্দেশ্যে, ইচ্ছে ছিল আমাদের গ্রামটাকে ঘুরে, ঘুরে তার ভিতরে যে সুন্দর, সুন্দর দৃশ্যগুলো রয়েছে সেগুলো ক্যামেরা বন্দী করে আপনাদের মাঝে উপস্থাপন করব তো সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করে আকাশে মেঘ জমে উঠলো এবং পুরো আবহাওয়াটা যেন নিমিষেই পরিবর্তন হয়ে গেল। তখনই আমি বুঝতে পারলাম এটা বৃষ্টি আসার অগ্রিম বার্তা। বৃষ্টি আসুক না তাতে কি হয়েছে?! আজকে সারা দিন ঘুরবো ঘুরবো। এই ইচ্ছা নিয়েই ঘোরাঘুরি করতে শুরু করলাম হঠাৎ করে মুষলধারে বৃষ্টি চলে আসলো কিন্তু বৃষ্টিটা তেমন একটা স্থায়ী হলো না 10-15 মিনিট পর আবার বন্ধ হয়ে গেল।

এবার কিছুক্ষণ পর আবারো হঠাৎ করে মেঘ জমে পুরো আকাশটা ঢেকে গেল এবার বোঝা যাচ্ছে হয়তো বা ভালই বৃষ্টি হবে। কিছুক্ষণের মধ্যেই একেবারে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল ভাবলাম আজকে বৃষ্টিতে ভিজবোই যা হয় হোক।‌ এই ভাবনা নিয়ে প্রথমে একটা মুদির দোকান থেকে পলিসিনের প্যাকেট নিয়ে মোবাইলটা ভালো করে জড়িয়ে নিলাম তারপরে বাইক নিয়ে সারা পথ বৃষ্টিতে ভিজেছি এবং সেই মুহূর্ত থেকে কিছু ফটোগ্রাফি করে আজকে আপনাদের মাঝে উপস্থাপন করছি । আশা করি আমি যেমন বৃষ্টি উপভোগ করেছিলাম আপনারাও ফটোগ্রাফি গুলো দেখে বেশ মজা পাবেন তবে চলুন সে ফটোগ্রাফি গুলো দেখে আসা যাক...!

IMG_20201130_1536.jpeg

I was standing in a grocery store when it suddenly started to rain in torrents. Then I stood there and took this photograph from outside. You can see that the density of the rain was quite good. The torrential rain is a unique source of beauty and peace in nature. When dark clouds gather in the sky, there is a chill in the air that heralds the coming rain. When it starts raining, the surroundings are dressed in a new form. The plants are washed and refreshed, the smell of the soil invigorating. Torrential rains may be a bit of a nuisance for city dwellers, but a boon for the countryside. Farmers are happy when it rains, as it is very necessary for their crops. Small children get drenched with joy, while adults sit on the balcony with hot tea and coffee and enjoy the romantic moments of the rain. However, torrential rains sometimes cause floods, which bring misery to people's lives. However, this beautiful view of nature brings peace to the mind. The torrential rain is like a melodious melody of nature, which brings back vitality and freshness to the surroundings.

যখন হুট করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল তখন আমি একটা মুদির দোকানে দাঁড়িয়ে ছিলাম। তখন ওখানে দাঁড়িয়ে বাইরে থেকে এই ফটোগ্রাফি টা করেছিলাম। আপনারা দেখেই হয়তোবা বুঝতে পারছেন যে বৃষ্টির ঘনত্বটা বেশ ভালই ছিল।মুষলধারে বৃষ্টি প্রকৃতির এক অনন্য সৌন্দর্য ও শান্তির উৎস। আকাশে কালো মেঘ জমে গেলে, বাতাসে একধরনের শীতলতা আসে যা আগমনী বৃষ্টির বার্তা দেয়। যখন বৃষ্টি শুরু হয়, তখন চারপাশে এক নতুন রূপে সেজে ওঠে। গাছপালা ধুয়ে-মুছে একেবারে সতেজ হয়ে যায়, মাটির গন্ধ যেন প্রাণের নতুন অনুভূতি জাগায়।মুষলধারে বৃষ্টি শহরের মানুষের জন্য হয়তো কিছুটা অসুবিধার কারণ হতে পারে, তবে গ্রামাঞ্চলের জন্য এটি আশীর্বাদস্বরূপ। কৃষকরা বৃষ্টি হলে খুশি হন, কারণ এটি তাদের ফসলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দে ভিজে যায়, আর বড়রা বারান্দায় বসে গরম চা-কফি নিয়ে বৃষ্টির রোমান্টিক মুহূর্ত উপভোগ করেন।তবে মুষলধারে বৃষ্টি কখনো কখনো বন্যার সৃষ্টি করে, যা মানুষের জীবনে দুর্ভোগ ডেকে আনে। তবুও প্রকৃতির এই অপরূপ দৃশ্য মনে প্রশান্তি এনে দেয়। মুষলধারে বৃষ্টি যেন প্রকৃতির এক মোহনীয় সুর, যা চারপাশে সজীবতা ও সতেজতা ফিরিয়ে আনে।

IMG_20201130_1535.jpeg

In this photograph you can see a man climbing a palm tree and gathering the palm trees and the rest of the people below. Actually, it is quite fun to breathe palm, it is a very famous fruit in our rural area. Climbing the palm tree is an act of skill and courage, which is very fun and exciting. There is a special joy of climbing palm trees and spreading palm trees in village scenes. Palm trees are quite tall and their trunks are narrow, so climbing a palm tree requires a lot of experience and skill. When an experienced person climbs a palm tree, everyone is in awe of him. Climbing the tree, he carefully plucked the palms and threw them down, when the ripe palms fell to the ground and burst, the atmosphere was enthralled by its sweet fragrance. Then everyone sits together to cut the ripe palm and eat it, which is a really special experience.Palm juice and sweet shells are delicious to eat and are also beneficial for the body. The sweet taste of ripe dates is quite different, which brings satisfaction. The fun of eating dates is special not only for the taste, but also for the memories associated with it, the family bonding and the vibrant atmosphere of the village.

এই ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন তাল গাছে উঠে একটি লোক তাল পারছে এবং বাকি মানুষগুলো নিচে সে তালগুলো এক জায়গায় গোছাচ্ছে। আসলে তালের শ্বাস খেতে কিন্তু বেশ মজা লাগে আমাদের এই গ্রাম অঞ্চলে এটি অনেক বিখ্যাত একটা ফল।তাল গাছে ওঠা এক ধরনের দক্ষতা এবং সাহসের কাজ, যা খুবই মজার এবং রোমাঞ্চকর। গ্রামের দৃশ্যগুলোতে তাল গাছে ওঠা এবং তাল পাড়ার একটি বিশেষ আনন্দ আছে। তাল গাছ বেশ উঁচু হয় এবং এর গুঁড়ি সরু, তাই তাল পাড়তে উপরে উঠতে হলে যথেষ্ট অভিজ্ঞতা ও কৌশল প্রয়োজন।যখন একজন অভিজ্ঞ লোক তাল গাছে ওঠেন, সবাই তাকে দেখে মুগ্ধ হয়। গাছে উঠে তিনি তালগুলো সাবধানে পেড়ে নিচে ফেলেন,পাকা তালগুলো মাটিতে পড়ে যখন ফেটে যায়, তখন এর মিষ্টি সুবাসে পরিবেশ মুগ্ধ হয়ে ওঠে। এরপর সবাই মিলে পাকা তাল কেটে খাওয়ার জন্য বসে, যা সত্যিই বিশেষ এক অভিজ্ঞতা।
তালের রস এবং মিষ্টি শাঁস খেতে বেশ সুস্বাদু এবং শরীরের জন্যও উপকারী। পাকা তালের মধুর স্বাদ একদম আলাদা, যা তৃপ্তি এনে দেয়। তাল খাওয়ার এই মজাটি শুধু স্বাদের জন্য নয়, বরং এর সাথে জড়িত স্মৃতি, পারিবারিক মেলবন্ধন এবং গ্রামের প্রাণবন্ত পরিবেশের জন্যও বিশেষ।

IMG_20201130_1534.jpeg

This photograph is a photograph of Chandpur Government Primary School. First I said that it was raining suddenly, then it stopped for a while, then I was around Chandpur school and I thought that a photography could be done here.

এই ফটোগ্রাফি টা হচ্ছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর একটি ফটোগ্রাফি। প্রথমে বললাম যে হুট করে প্রথমে বৃষ্টি আসছিল তারপরে কিছুক্ষণ থেমেছিল তখন তখন আমি চাঁদপুর বিদ্যালয় এর আশেপাশে ছিলাম ভাবলাম যে এখানকার একটা ফটোগ্রাফি করা যায়।

IMG_20201130_1533.jpeg

When I was doing my first photography collection, I suddenly met a friend on the street. My friend's name is Alif. My relationship with him was from the age of 6-7 when I was in class 6. Alhamdulillah.

যখন প্রথম ফটোগ্রাফি কালেকশন করছিলাম তখন হঠাৎ করে রাস্তায় আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল । বন্ধুর নাম হচ্ছে আলিফ ওর সঙ্গে আমার সম্পর্ক প্রাই ৬-৭ বছরের যখন ক্লাস ৬ এ পড়ি তখন থেকে ওর সাথে আমার সম্পর্ক হয়েছিল।‌ এখন পর্যন্ত টিকে রয়েছে আলহামদুলিল্লাহ।

IMG_20201130_1532.jpeg

While passing by the road I saw a car stuck due to rain. In fact, a boy was bringing paddy from the field with this car but due to sudden rain the whole place became slippery and later the boy had to struggle to lift the car.

যখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে একটা গাড়ি বৃষ্টির কারণে আটকে গেছে। আসলে মাঠ থেকে এই গাড়িটা দিয়ে একটা ছেলে ধান নিয়ে আসছিল কিন্তু হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে পুরো জায়গাটা পিচ্ছিল হয়ে যায় এরপরে পরবর্তীতে গাড়িটা উপরে তুলতে বেশ কষ্ট পোড়াতে হয়েছিল ছেলেটার।

IMG_20201130_1531.jpeg

You can see that it is raining heavily and some boys are playing football in the rain. Actually seeing this scene reminded me of my childhood memories because we used to play football like this when it rained.When the rain starts to fall, a liveliness returns around. Under the cloudy sky, the nature takes a new form as the small and big plants are washed away. Everything around becomes more pleasant with the patter of light rain. The joy of playing sports in this rain is doubled, especially for the little boys. The fun of playing football on the field in the rain is different. A few boys took to the field with football in the rain. Getting mud on your feet, falling to the ground, and still playing – that's the real fun. Some of them are trying to score, some are busy holding the ball. There is a strange excitement on everyone's face while playing football in the rain. They seem to ignore the rain and just enjoy themselves. The sight may seem funny to the eyes of adults, but for the little ones, the joy of playing football in the rain is like nothing else. These sweet moments of rain are the source of small happiness in life.

দেখতেই পাচ্ছেন টিপ‌, টিপ করে বৃষ্টি পরতেই আছে এবং কয়েকটি ছেলে বৃষ্টির ভিতর ফুটবল খেলা করছে। আসলে এই দৃশ্যটা দেখে ছেলেবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল কারণ বৃষ্টি হলে আমরাও এভাবে ফুটবল খেলা করতাম।টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করলে চারপাশে এক সজীবতা ফিরে আসে। ছোট বড় গাছপালা ধুয়ে মেঘলা আকাশের নিচে প্রকৃতি যেন এক নতুন রূপ ধারণ করে। হালকা বৃষ্টির টিপ টিপ শব্দে চারপাশের সবকিছু আরও মনোরম হয়ে ওঠে।এই বৃষ্টিতে খেলাধুলার আনন্দটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়, বিশেষ করে ছোট ছেলেদের জন্য। বৃষ্টির মধ্যে মাঠে ফুটবল খেলার মজাই আলাদা। কয়েকটি ছেলে মিলে বৃষ্টির মাঝেই ফুটবল নিয়ে মাঠে নেমেছে। পায়ে পায়ে কাদা মাখা, মাটিতে পড়ে যাওয়া, তারপরও খেলা চালিয়ে যাওয়া – এই মজাটাই আসল। তাদের কেউ গোল করার চেষ্টা করছে, কেউ আবার বল ধরে রাখতে ব্যস্ত।বৃষ্টির মধ্যে ফুটবল খেলা করতে করতে সবার মুখে এক অদ্ভুত উচ্ছ্বাস। তারা যেন বৃষ্টির ধারাকে উপেক্ষা করে শুধুই মজায় মেতে উঠেছে। বড়দের চোখে এই দৃশ্য হাস্যকর মনে হতে পারে, কিন্তু ছোটদের জন্য বৃষ্টির মধ্যে ফুটবল খেলার আনন্দ যেন অন্য কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। বৃষ্টির এই মিষ্টি মুহূর্তগুলোই জীবনের ছোট ছোট খুশির উৎস।

IMG_20201130_153.jpeg

As you can see, this is a photograph of a quiet rural area. You will see that some pictures speak just like this picture also shows how quiet the rural area is and there is absolutely no traffic in the rural area.

এটি দেখতে পাচ্ছেন যে নীরব গ্রাম অঞ্চলের একটি ফটোগ্রাফি আসলে এই ফটোগ্রাফি।‌ দেখবেন কিছু কিছু ছবি কথা বলে ঠিক তেমনি ভাবে এই ছবিটাও তেমন একটা ছবি যেটা থেকে বোঝা যাচ্ছে যে গ্রাম অঞ্চল কতটা নীরব হয় এবং গ্রাম অঞ্চলের একেবারেই যানজট থাকে না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!