Some time in Gangni city.

in blurt-1787181 •  2 months ago 

FunPic_20241111_185541877.jpg

Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.

Suman bhai and I have always had a very good relationship. That evening Suman brother suddenly called me and said where are you? I said I am at home then he said I will go to Gangni if ​​you are free then let's go. As my brother told me, I just took a bath and will be ready in 10 minutes. Then Biya came to our house, Johnny was a little upset maybe because of family problems and that's why he was coming to meet me. Then we both went to Gangni Bazar and bought chicken fries from my brother and roamed around there for quite some time. Along with walking around I talked a lot and told him some things and I also told some things about myself and spent a lot of time like this. Actually standing by each other's side is much more important in present situation because people can never live alone they must have a partner. When I first met my brother as a child, Bhai was very much an expert in electronics. He could repair many things like smartphone tv mobile phone charger fans he knew how to work.

আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।

সুমন ভাই এবং আমার সম্পর্ক বরাবরই অনেক ভালো। সেদিন সন্ধ্যারাতে সুমন ভাইয়া হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলে যে ইমন কোথায় আছিস? আমি বললাম বাসাতে আছি তখন উনি বলল যে একটু গাংনীতে যাব যদি ফ্রি থাকিস তাহলে চল যাই। ভাইয়া যেহেতু বলল তাই বললাম আমি তো এইমাত্র গোসল করলাম ১০ মিনিটের মধ্যে রেডি হচ্ছি। তারপরে ভাইয়া আমাদের বাড়িতে আসলো, জনির মনটা একটু খারাপ ছিল হয়তবা পারিবারিক সমস্যার কারণে ওই জন্য আমার সঙ্গে দেখা করতে আসছিল। তারপরে দুজনে মিলে চলে গেলাম গাংনী বাজারে এবং ভাইয়ার পক্ষ থেকে চিকেন ফ্রাই খেলাম এবং মোটামুটি অনেকক্ষণ ওখানে ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা করার পাশাপাশি অনেক গল্প করলাম এবং তার কিছু কথা বলল এবং আমিও আমার কিছু কথা বললাম এভাবে অনেকক্ষণ সময় কাটাইলাম। আসলে বর্তমান পরিস্থিতিতে একে অন্যের পাশে দাঁড়ানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ মানুষ একা একা কখনোই বসবাস করতে পারে না তার একটা সঙ্গী অবশ্যই লাগে। ছোটবেলায় যখন ভাইয়ের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল তখন ভাইয়া ইলেকট্রনিক বিষয়ে অনেক বেশি এক্সপার্ট ছিল। তিনি অনেক কিছু মেরামত করতে পারত যেমন স্মার্টফোন টিভি মোবাইল ফোন চার্জার ফ্যান থেকে শুরু করে অনেক কিছুই তিনি কাজ জানতেন।

IMG_20201130_1531485.jpeg

I was interested in these things then. So I said brother, I want to learn these things, teach me a little. So he was a very good hearted person so he gave me time and I used to learn these things. Now I have mastered a lot of things and whenever there was any problem he was always by my side and since then our relationship has been building up. Now he is married and I have left the village and now I am dependent on the city. Because many facilities are not available in rural areas anymore and I think it is important to study in a good college for good studies. So I got a chance in a government college and I am continuing my studies. I hope I can do something good in the future, inshallah. I came home a long time ago due to various troubles and may have to leave next week. But I want to enjoy this time better because I don't usually come home because we have very few vacations.

তখন আমার এই বিষয়গুলোই আগ্রহী ছিলাম। তাই আমি বলেছিলাম ভাইয়া আমি এই কাজগুলো একটু শিখতে চাই আমায় একটু শিখিয়ে দিয়েন। তো উনি অনেক ভালো মনের একজন মানুষ ছিল তাই আমাকে সময় দিতেন এবং এই কাজগুলো আমি শিখতাম । এখন মোটামুটি অনেক কিছু আয়ত্ত করে নিতে পেরেছি আর যে কোন কোন সমস্যা হলেই তিনি আমার পাশে থাকতেন এবং তখন থেকে আমাদের এই সম্পর্কটা বিল্ডআপ হয়ে যায়। এখন উনি বিবাহিত হয়ে গেছেন আর আমিও গ্রাম ছেড়ে এখন শহরের দিকে নির্ভরশীল হয়ে গেছি। কারণ অনেক সুযোগ-সুবিধা এখন গ্রাম অঞ্চলে আর পাওয়া যায় না আর ভালো পড়াশোনা করার জন্য অবশ্যই ভালো একটা কলেজে পড়া আমার মনে হয় জরুরী। তাই একটা সরকারি কলেজে চান্স পেয়েছি সেটা নিয়েই পড়াশোনা চালিয়ে যাচ্ছি আশা করি ভবিষ্যতে একটা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। এই যে বিভিন্ন রকম ঝামেলার কারণে অনেকদিন আগে বাড়িতে এসেছিলাম হয়তোবা আগামী সপ্তাহে চলে যেতে হবে। তবে আমার ইচ্ছা এই সময়টুকু একটু ভালো করে এনজয় করে যাই কারণ সচরাচর বাড়িতে তেমন একটা আসা হয় না কারণ আমাদের ওদিকে আবার ছুটি খুবই কম।

IMG_20201130_1531484.jpeg

IMG_20201130_1531483.jpeg

When I am there, I don't know why I feel a longing for home inside my heart, it may be love for the motherland. And from there, if I have any problem, I contact my brother. Suman brother and I had a good time last night. I wanted to publish the post last night but it was quite late to return home and everyone was asleep at home. I love to sleep on the floor during summer because it's quite cold on the floor and some of us sleep in the same place so I didn't post at night thinking it would disturb everyone so I did it today. It's always nice to express your feelings between you and it's even nicer to spend time like this. If you want to know how you spend your time like this, you can tell me in the comments. I am waiting for your comments. Gangni Bazar is my favorite city. I have seen many things here from childhood to adulthood and it can be said that this city is our main city because we collect all our necessary materials from here. Last night I went and saw that the whole map of this city has changed because new roads are being built.

যখন ওখানে থাকি তখন মনের ভিতরে বাড়ির জন্য কেমন একটা আনচান করে এমনটা কেন হয় জানিনা, ‌ এটা হতে পারে মাতৃভূমির প্রতি ভালোবাসা। আর ওখান থেকেও আমার কোন সমস্যা হলে ভাইয়ার সঙ্গে আমি যোগাযোগ করি। সুমন ভাইয়া এবং আমি মোটামুটি গতকাল রাতে বেশ ভালই সময় কাটিয়েছি। ইচ্ছে ছিল গতকাল রাতেই পোস্টটা পাবলিশ করে ফেলবো কিন্তু বাড়ি ফিরতে, ফিরতে বেশ খানিকটা রাত হয়ে গিয়েছিল আর বাড়িতে সবাই ঘুমিয়ে গিয়েছিল । আমি আবার এখন গরমের সময় ফ্লোরে ঘুমাতে ভালোবাসি কারণ ফ্লোরে বেশ ঠান্ডা আর আমরা কয়েকজন মিলে এক জায়গায় ঘুমায় তাই সবার ডিস্টার্ব হবে এটা ভেবে রাতে আর পোস্ট করা হয় নাই তাই আজকে করলাম। আপনাদের মাঝে মনের ভাব প্রকাশ করে সব সময় বেশ ভালো লাগে আর এভাবে সময় কাটাতে তো আরো বেশি ভালো লাগে । আপনারা কে কেমন ভাবে সময় এভাবে কাটিয়েছেন চাইলে কমেন্টে জানাতে পারেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। গাংনী বাজার আমার প্রিয় একটা শহর । আমার এখানে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত অনেক কিছুই দেখেছি এবং বলা যেতে পারে এই শহরটা আমাদের মেইন শহর কারণ আমাদের যত প্রয়োজনীয় সামগ্রী আমরা এখান থেকেই সংগ্রহ করে থাকি। গতকাল রাতে গিয়ে দেখছি এই শহরের পুরো মানচিত্রটাই পরিবর্তন হয়ে গেছে কারণ নতুন রাস্তা হচ্ছে ।

IMG_20201130_1531482.jpeg

Chicken burger is a popular fast food, which is very popular in Bangladesh especially among the young generation. It is made with a thin or thick patty of chicken, some sauce, tomato, lettuce, cheese and a soft bun. The chicken burger tastes different at different restaurants, but the basic ingredients are almost the same. It is delicious to eat and easily portable, which makes it quite popular as a quick meal. Chicken burgers are made by first marinating chicken with spices, then frying it in oil or grilling it. Marination usually uses garlic, ginger, pepper, soy sauce, and some spices, which enhance the flavor of the meat. The bun is then cut in half, the meat patty is placed inside and topped with cheese, sauce, lettuce and tomato. The presence of cheese makes the burger more creamy and delicious.Although it tastes good, regular consumption of chicken burgers is not healthy as it is high in calories, fat and sodium. However, it is possible to make healthy burgers with proper preparation and a few changes in ingredients. For example, it can be made healthier by using less oil grilled chicken and vegetables. Besides, it can be eaten as a healthy fast food if whole wheat bun is used. All in all, chicken burger is a delicious meal, which plays an important role in satisfying hunger quickly and providing a fun experience in hanging out with friends.

চিকেন বার্গার একটি জনপ্রিয় ফাস্টফুড, যা বাংলাদেশে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে বেশ পছন্দের। এটি তৈরি হয় মুরগির মাংসের পাতলা বা মোটা একটি প্যাটি, কিছু সস, টমেটো, লেটুস, পনির এবং নরম বান দিয়ে। বিভিন্ন রেস্তোরাঁতে চিকেন বার্গার ভিন্ন স্বাদের হয়, তবে এর মূল উপাদান প্রায় একই থাকে। এটি খেতে সুস্বাদু এবং সহজে বহনযোগ্য, যার কারণে দ্রুত খাবার হিসেবে এটি বেশ জনপ্রিয়।চিকেন বার্গার তৈরি করার জন্য প্রথমে মুরগির মাংসকে মশলা দিয়ে মেরিনেট করে, এরপর এটি তেলে বা গ্রিল করে ভাজা হয়। মেরিনেশনে সাধারণত রসুন, আদা, গোলমরিচ, সয়াসস, এবং কিছু মশলা ব্যবহার করা হয়, যা মাংসের স্বাদ বাড়ায়। এরপর বানটিকে মাঝখান থেকে কেটে, তাতে মাংসের প্যাটি রাখা হয় এবং তার উপরে পনির, সস, লেটুস ও টমেটো সাজিয়ে দেওয়া হয়। পনিরের উপস্থিতি বার্গারকে আরও বেশি ক্রিমি ও সুস্বাদু করে তোলে।
স্বাদে মজাদার হলেও চিকেন বার্গার নিয়মিত খাওয়া স্বাস্থ্যসম্মত নয়, কারণ এতে ক্যালোরি, ফ্যাট ও সোডিয়ামের পরিমাণ বেশি থাকে। তবে সঠিকভাবে তৈরি করলে এবং উপাদানে কিছু পরিবর্তন এনে স্বাস্থ্যকর বার্গার তৈরি করা সম্ভব। উদাহরণস্বরূপ, কম তেলে গ্রিল করা চিকেন এবং সবজি ব্যবহার করে এটি স্বাস্থ্যকর করা যায়। এছাড়া, পুরো গমের বান ব্যবহার করলে এটি স্বাস্থ্যকর ফাস্টফুড হিসেবে খাওয়া যেতে পারে।সব মিলিয়ে, চিকেন বার্গার সুস্বাদু একটি খাবার, যা দ্রুত ক্ষুধা মেটাতে এবং বন্ধুদের সাথে আড্ডায় মজাদার অভিজ্ঞতা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

IMG_20201130_1531481.jpeg

Chicken fry is a popular and delicious dish, which is highly appreciated as a fast food all over the world. It is made by deep frying chicken meat in a mixture of spices and flour, which is crispy on the outside and juicy and soft on the inside. It is a very popular dish in Bangladesh, especially among the young generation. To make chicken fries, chicken pieces are first marinated with salt, pepper, garlic powder, ginger, and other spices. The pieces of meat are then coated well in flour or breadcrumbs and fried in oil. The high heat of the oil makes the outer layer golden and crispy, which is very delicious to eat. Chicken fries are especially popular for quick hunger pangs and gathering atmosphere. However, it should not be consumed regularly as it is not healthy, as it is high in fat and calories. Chicken fries can be enjoyed occasionally, but grilled or baked chicken can be a good alternative as a healthy meal.Also, roads are being constructed on both sides across a large area due to which many buildings have been demolished. And the whole place is empty. You know that there was a bit of trouble in Bangladesh, so all the government work was suspended, that's why the whole map looked like. However, I noticed one thing that there are many people moving here at night and the bikers are better than anything else. Because now the police don't catch bikes anymore it's a big advantage for them that's why the whole road was full then I was seeing bikes and bikes. Enjoyed these scenes quite well as I saw everyone from young to old and couples come here to eat chicken fries in the evening. Anyway, without further ado, this is the end of today's post. See you again very soon in a new post. Until then, everyone, stay healthy. Stay well. Allah Hafez.

চিকেন ফ্রাই একটি জনপ্রিয় ও সুস্বাদু খাবার, যা সারা বিশ্বজুড়ে ফাস্টফুড হিসেবে অত্যন্ত সমাদৃত। এটি মুরগির মাংস মসলা ও ময়দার মিশ্রণে মাখিয়ে গভীর তেলে ভেজে তৈরি করা হয়, যা বাইরের দিকে মচমচে এবং ভিতরে রসালো ও নরম থাকে। বাংলাদেশে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এটি খুবই পছন্দের খাবার।চিকেন ফ্রাই তৈরি করতে প্রথমে মুরগির টুকরোগুলোকে নুন, গোলমরিচ, রসুনের গুঁড়া, আদা, এবং অন্যান্য মসলার সঙ্গে মেরিনেট করা হয়। এরপর মাংসের টুকরোগুলোকে ময়দা বা ব্রেডক্রাম্বে ভালোভাবে মাখিয়ে তেলে ভাজা হয়। তেলের উচ্চ তাপে বাইরের স্তরটি সোনালি ও মচমচে হয়ে আসে, যা খেতে অত্যন্ত মজাদার।চিকেন ফ্রাই দ্রুত ক্ষুধা মেটাতে ও আড্ডার পরিবেশ জমাতে বিশেষভাবে জনপ্রিয়। তবে এটি স্বাস্থ্যসম্মত না হওয়ায় নিয়মিত খাওয়া উচিত নয়, কারণ এতে ফ্যাট ও ক্যালোরি বেশি থাকে। মাঝেমধ্যে চিকেন ফ্রাই উপভোগ করা যেতে পারে, তবে স্বাস্থ্যকর খাবার হিসেবে গ্রিল বা বেকড চিকেন ভালো বিকল্প হতে পারে।সেই সাথে বড় এড়িয়া জুড়ে দুই পাশ দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে যার কারণে অনেক বিল্ডিং ভেঙ্গে ফেলা হয়েছে । আর পুরো জায়গাটা ফাঁকা। আপনারা তো জানেন বাংলাদেশে একটু ঝামেলার সম্মুখীন হয়েছিল সেজন্য সব সরকারি কাজ স্থগিত হয়ে গেছে এজন্য পুরো মানচিত্র টা কেমন , কেমন লাগছিল। ‌ তবুও একটা জিনিস খেয়াল করলাম এখানে রাতে অনেক মানুষ এর আনাগোনা আর সব ছাড়া বেশি ভালো হয়েছে বাইকারদের। কারণ এখন আর পুলিশে বাইক ধরে না এটা তাদের জন্য একটা বড় সুবিধা হয়েছে এ কারণেই পুরো রাস্তা ভরপুর ছিল তখন দেখছিলাম বাইক আর বাইক। এই দৃশ্যগুলো মোটামুটি ভালোই উপভোগ করলাম কারণ এখানে ছোট থেকে বড় এবং কাপল রা সহ সন্ধ্যা রাতে দেখলাম যে এরা চিকেন ফ্রাই খাওয়ার জন্য এখানে সবাই এসেছিল। যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের পোস্ট এখানেই শেষ করছি আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন পোস্টে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!