My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Wednesday, December 18/2024
Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes, if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.
I love both summer and winter. But in winter, many new types of vegetables come up in our Bangladesh. It is also nice to see these fresh vegetables. It is even more fun when you go to the market and buy them because there is real peace in eating new things in the winter season. In fact, to tell the truth, I like eating and drinking a little more. Especially vegetables are my favorite foods. I don't have much of a taste for meat inside, but I love fresh, new vegetables. And winter is a bonus point for me because many of my favorite vegetables come up in winter and after a while these vegetables can be bought very cheaply. Which is a good thing for me and us. When I came to Sirajganj, I saw many types of vegetables, especially I got to know some new vegetables like water fruit and wild jackfruit. And also I have a lot of love for old vegetables. Today I captured new and old photography of all kinds of vegetables with my mobile phone.
I thought you will like these photographs in this season. Today's photography is done with these words in mind. If there is a new, new crop in your area, you can share it with us by photography and I already like photography a lot and love to see photography too, but without further ado, let's see today's photographs.
আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।
গরমকাল শীতকাল দুটোই আমার অনেক পছন্দের। কিন্তু শীতকালীন সময় আমাদের বাংলাদেশে নিত্য নতুন অনেক ধরনের সবজি উঠে থাকে। এই নতুন ,নতুন সবজি গুলো দেখতেও যেমন ভালো লাগে।তেমনি যখন বাজারে গিয়ে এগুলো ক্রয় করে তখন আরো বেশি মজা লাগে কারণ শীতকালীন মৌসুমে নতুন, নতুন জিনিস খাওয়াটার মধ্যেই আসল প্রশান্তি রয়েছে। আসলে সত্যি বলতে আমি একটু ভজন প্রিয় মানুষ খাওয়া-দাওয়া অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে সবজি জাতীয় খাবারগুলো আমার সবচেয়ে বেশি পছন্দের। মাংসের ভিতরে আমার তেমন কোন একটা রুচি নেই তবে নতুন, নতুন সবজি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর শীতকাল বলতে গেলে আমার জন্য একটা বোনাস পয়েন্ট কারণ শীতকালে আমার পছন্দের অনেক ধরনের সবজি উঠে এবং একটি সময় পর এই সবজিগুলো অনেক সস্তায় ক্রয় করা যায়। যেটা আমার এবং আমাদের জন্য বেশ ভালো একটা বিষয়। সিরাজগঞ্জ এসে অনেক ধরনের সবজি দেখতে পেলাম বিশেষ করে নতুন কিছু সবজির সঙ্গে পরিচিত হয়েছে যেমন পানি ফল এবং বুনো কাঁঠাল। আর সেই সাথে অনেক পুরনো সবজির সঙ্গেও আমার অনেক ভালোবাসা জড়িয়ে রয়েছে। আজকে নতুন পুরনো সব ধরনের সবজির ফটোগ্রাফি ক্যাপচার করেছি আমার মোবাইল ফোন দিয়ে।
ভাবলাম এই সিজনে এই ফটোগ্রাফি গুলো আপনাদের বেশ ভালই লাগবে। এ কথাগুলো ভেবেই আজকের ফটোগ্রাফি গুলো করা। আপনাদের এলাকার নতুন ,নতুন যদি কোন ফসল উঠে থাকে সে ক্ষেত্রে আমাদের মাঝে ফটোগ্রাফি করে শেয়ার করতে পারেন আর আমি এমনিতেই ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করি এবং ফটোগ্রাফি দেখতেও অনেক বেশি ভালোবাসি তবে আর বেশি কথা বাড়াচ্ছে না চলুন আজকের ফটোগ্রাফি গুলো দেখে আসা যাক।
Tomatoes are very red. This is the first time I have taken up tomatoes this season as tomatoes are the ones we tend to focus on the most during mid-winter. Honestly tomato salad is my favorite. Also tomatoes are fun to cook and eat and the most important thing is that it has a lot of immunity especially you know that tomatoes destroy cancer cells in our body which is a great thing.
টমেটো গুলো বেশ লাল। এই সিজনে এই প্রথম আমি টমেটো হাতে নিলাম কারণ টমেটোগুলো আমরা শীতের মাঝ বরাবর সবচেয়ে বেশি লক্ষ্য করে থাকি। সত্যি বলতে টমেটো এর সালাদ আমার অনেক পছন্দের। সেই সাথে টমেটো রান্না করে খেয়েও বেশ মজা এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি রয়েছে বিশেষ করে আপনারা জানেন যে টমেটো আমাদের শরীরের ক্যান্সারের কোষ ধ্বংস করে যেটা দারুন একটা বিষয়।
Seeing the pattals reminded me of the old days because earlier we used to cultivate pattals ie we had a huge field of pattals. Where we used to grow potal. When we used to grow potal, we used to produce more hybrid varieties of potal. They are very large in size, grow large and look very beautiful and are fun to eat, but the pottle you see in today's photography is also a hybrid pottle but a little smaller in size.
পটলগুলোকে দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল কারণ এর আগে আমরা পটল চাষ করতাম অর্থাৎ আমাদের পটলের অনেক বড় একটা ক্ষেত ছিল। যেখানে আমরা পটলের আবাদ করতাম। আমরা যখন পটলের আবাদ করতাম তখন আমরা হাইব্রিড জাতের পটল বেশি উৎপাদন করতাম। এগুলো আকারে অনেক বড়, বড় হয়ে থাকি এবং দেখতেও খুব সুন্দর লাগে সে সাথে খেতেও মজা তবে আজকের ফটোগ্রাফিতে যেই পটলটা দেখতে পাচ্ছেন এটাও হাইব্রিড জাতীয় একটা পটল তবে সাইজ একটু ছোট।
It can be seen that Batabi is lemon. You can eat Batabi lemon with any food and if you want you can make Batabi lemon tea during this winter. Although I have had Batabi lemon tea a few times but I have never made it myself, but honestly, Batabi lemon tea was quite good. Also, if you want, you can eat this lemon food collection, then the taste of the food will increase as well as the digestion power will be better.
এটি দেখতে পাচ্ছেন যে বাতাবি লেবু। বাতাবি লেবু যে কোন খাবারের সঙ্গে আপনারা খেতে পারেন এবং চাইলে এই শীতের সময় বাতাবি লেবু চা বানিয়েও খেতে পারেন। আমি যদিও কয়েকবার বাতাবি লেবু চা খেয়েছি তবে নিজে কখনো বানানো হয়নি তবে সত্যি বলতে বাতাবি লেবু চাটা বেশ ভালই ছিল এছাড়াও আপনারা চাইলে এই লেবু খাবার সংগ্রহ খেতে পারেন তাহলে খাবারের স্বাদটাও যেমন বৃদ্ধি পাবে তেমনি হজম শক্তিও ভালো হবে।
Potato is such a vegetable that we can use it in any curry. Potatoes are mostly used in vegetable dishes and many people serve them with meat. It is said that potatoes can be used in everything and the taste of food is enhanced by using potatoes. That's why I like light so much. If you like which potatoes you like, let us know in the comments.
আলু এমন একটা সবজি যে আমরা এটি যে কোন তরকারির মধ্যে ব্যবহার করা যায়। বিশেষ করে সবজি খাবারের মধ্যে আলু বেশি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও অনেকে মাংসের সাথে আলু দিয়ে থাকে। মধ্যে কথা হচ্ছে যে আলু আর সব জিনিসের মধ্যেই ব্যবহার করা যায় আর আলু ব্যবহার করলে খাবারের স্বাদটা বরং অনেক বেড়ে যায়। এজন্যই আমার আলো অনেক বেশি পছন্দ। আপনাদের কার কার আলু পছন্দ চাইলে কমেন্টে জানিয়ে যাবেন।
Cabbage Although I eat a little less, it is possible to complete a lunch with a fair amount of cabbage. Dinner in our hostel is mostly vegetables and the biggest highlight of vegetables is cabbage. Cabbage Cauliflower This is a normal winter meal I love these foods like everyone else and honestly this dish is quite delicious.
বাঁধাকপি যদিও আমি একটু কম খেয়ে থাকি তবে মোটামুটি বাঁধাকপি দিয়ে একটা মধ্যাহ্নভোজ সম্পন্ন করা সম্ভব। আমাদের হোস্টেলে রাতের খাবার হিসেবে বেশিরভাগ সময়ই সবজি থাকে এবং সবজির সবচেয়ে বড় উল্লেখযোগ্য জিনিসটি হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি ফুলকপি এটি হচ্ছে শীতকালীন সময়ের একটি স্বাভাবিক খাবার সবার মত আমিও এই খাবারগুলো পছন্দ করি এবং সত্যি বলতে এই খাবার বেশ মজাদার।
These are chickpea coconuts. I love to eat coconut because coconut contains many nutrients and coconut water is very nutritious for our body. Although not many people want to eat coconut during winter, but its demand is very high during summer and coconut cakes are very popular during winter.
এগুলো দেখলাম ছোলা নারিকেল। নারিকেল খেতে আমি অনেক বেশি পছন্দ করি কারণ নারিকেলে অনেক ধরনের পুষ্টি উপাদান লুকিয়ে রয়েছে সেই সাথে নারিকেলের পানি আমাদের শরীরের জন্য অনেক পুষ্টিকর। যদিও নারিকেল শীতের সময় তেমন একটা বেশি মানুষ খেতে চায় না তবে গরমের সময় এর চাহিদা অনেক বেশি আর শীতের সময় নারিকেলের পিঠা বলি অনেক বেশি দেখা যায়।
Showing the radishes reminded me of a drama that "Jamai Mular Sejne Aslani" a few years ago such a drama went viral so the main point is that during radish season everyone gets busy eating radishes but there are many of us who have many kinds of problems after eating radishes and many dislike it. Maybe it was for them that such a drama was played between us.
Anyway, that's all for today. I will be back soon with something new. Inshallah, until then, everyone stay healthy. May God bless you.
মুলাগুলো দেখিয়ে একটা নাটকের কথা মনে পড়ে গেল যে "জামাই মুলার সিজনে আসলানি" কয়েক বছর আগে এমন একটা নাটক ভাইরাল হয়েছিল তো মূল কথা হচ্ছে মূলার সময় সবাই মুলা খেতে ব্যস্ত হয়ে যায় তবে আমাদের মধ্যে অনেকের রয়েছে যে মূলা খেলে অনেক ধরনের সমস্যা হয় এবং অনেকে অপছন্দ করে তো তাদের জন্যই হয়তোবা এমন একটা নাটক আমাদেরকে মাঝে করা হয়েছিল।
তো যাই হোক আজকে এটুকুই আবারও খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে আমি হাজির হব ইনশাল্লাহ ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.