Let's plant more trees, save our lives and some random photography.

in blurt-1787181 •  2 months ago 

Hello..!!
My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Sunday , November 17/2024

Assalamu Alaikum.
Dear friends, you all accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am back with another new post.

আসসালামু আলাইকুম।
সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20201130_153141.jpeg

Due to the intense heat of the present time and the intense heat of the sun, today we all have realized in our bones how beneficial a friend trees are for us. Especially we all know the benefits of trees and although we acknowledge their benefits, we do not take effective steps to create green forestry by planting trees. But when we face nature's misbehavior and are overwhelmed by natural calamities, we take various steps to plant trees. But as soon as the natural calamity passes, all the measures to plant trees again become ineffective. Just like in the winter night of the month of Magh, the fox uncle trembles at the severity of the winter and keeps saying, I will make kantha at night, but during the day the idea of ​​making kantha in the heat of the sun is lost from his mind. Our situation is exactly like this.

Dear friends, the shade of a tree is our place of tranquility in the heat of the present day. Now all of us, young and old, are sitting under the shade of trees and understand the importance of trees. Therefore, the initiative of planting trees in this summer season is on the lips of all of us. But we cannot see the effective action of planting trees and protecting the trees at the same time. That is during the rainy season and at the very moment when we indiscriminately kill trees. Today the temperature in my home area was 43 degrees Celsius. Which is the highest temperature compared to last year for my Meherpur district. At the same time, I tasted 30 degree temperature for the first time in my 30s. Many wise people of our area think that in the name of rebuilding Meherpur to Kushtia road, about 3500 to 4000 big thick trees have been killed indiscriminately from the said road. Trees that would not pose any obstacle to road reconstruction, but those trees have also been senselessly killed. Due to which the people of our Meherpur area are experiencing the taste of maximum temperature.

বর্তমান সময়ের তীব্র গরম আর সূর্যের প্রখর তাপের কারণে আজ আমরা সকলেই হাড়ে হাড়ে বুঝতে পেরেছি যে গাছ আমাদের জন্য কতটা উপকারী বন্ধু। বিশেষ করে গাছের উপকারিতা আমরা সকলেই জানি এবং এর উপকারিতা আমরা মুখে স্বীকার করলেও বৃক্ষরোপন করে সবুজ বনায়ন তৈরিতে আমরা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করি না। কিন্তু আমরা যখন প্রকৃতির বিরূপ আচরণের সম্মুখীন হয় এবং প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল হয়ে উঠি, ঠিক তখনই গাছ লাগানোর জন্য বিভিন্ন প্রকারের পদক্ষেপ গ্রহণ করি। কিন্তু যখনই প্রাকৃতিক দুর্যোগ কেটে যায় ঠিক তখনই আবার গাছ লাগানোর সমস্ত পদক্ষেপ গুলো অকার্যকর হয়ে যায়। ঠিক যেমন মাঘ মাসের শীতের রাত্রে শিয়াল মামা শীতের তীব্রতায় কাঁপতে থাকে আর বলতে থাকে, রাত পোহালে কাঁথা তৈরি করবো, কিন্তু দিনের বেলায় রোদের তাপে কাঁথা তৈরি করার কথা মন থেকে হারিয়ে যায়। আমাদের অবস্থা ঠিক এরকমই হয়েছে।

সুপ্রিয় বন্ধুগণ, বর্তমান সময়ের প্রচন্ড তাপদহের মাঝে আমাদের প্রশান্তির জায়গা হলো গাছের ছায়া। এখন আমরা ছোট বড় সকলেই গাছের ছায়ায় বসে গাছের গুরুত্ব শতভাগ বুঝতে পারছি। তাই এই গ্রীষ্ম ঋতুতেই গাছ লাগানোর উদ্যোগ আমাদের সকলের মুখে মুখে। অথচ দুইটা সময় গাছ লাগানোর এবং গাছকে রক্ষা করার কার্যকারী পদক্ষেপ আমরা দেখতে পারি না। সেটা হলো বর্ষা ঋতুতে এবং যখন নির্বিচারে বৃক্ষ নিধন করি ঠিক সেই মুহূর্তে। আজ আমার আমার নিজ এলাকায় তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। যেটা আমার মেহেরপুর জেলার জন্য বিগত বছরের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা। একই সাথে আমার ৩০ বছর বয়সে এই প্রথমবার ৩০ ডিগ্রি তাপমাত্রার স্বাদ অনুভব করলাম। আমাদের এলাকার অনেক বিজ্ঞ মানুষেরাই মনে করছেন, মেহেরপুর থেকে কুষ্টিয়া সড়ক পুনরায় নির্মাণ করার নামে উক্ত সড়ক থেকে প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার বড় মোটা গাছ নির্বিচারে নিধন করা হয়েছে। যে গাছগুলো সড়ক পুন:নির্মাণে কোন বাধাই সৃষ্টি করবে না, কিন্তু সেই গাছগুলোকেও বিবেকহীনভাবে নিধন করা হয়েছে। যার কারনে আমাদের মেহেরপুর এলাকার মানুষেরা সর্বোচ্চ তাপমাত্রার স্বাদ অনুভব করছে।

IMG_20201130_153142.jpeg

Today because of us, nature has attacked us. The unintended natural calamities we face today are entirely the product of our earnings. Today we have cut down our best friend plants indiscriminately without giving up the greed of some money. The plants that selflessly provide us with precious oxygen, shade and coolness every day, we have trivialized the lives of those best friends to the lifeless money made of paper. Indeed we are blind, we are ignorant, we are fools. The more we learn, the more degrees we acquire, the more senseless and anti-human we become day by day. If we were truly wise, we would never kill our best friend and pocket lifeless paper money.

Dear friends, as the saying goes--"A fool understands his own good." So today we have to be fully aware of our respective positions, we have to identify as true sages, we have to be conscientious and we have to expand our humanity. From now on we need to stop all types of deforestation completely and plant trees in abundance. Construction of big buildings by killing trees, construction of industrial factories should be stopped completely. Because buildings and industries will not come forward to deal with natural disasters. Only our best friend plants selflessly play a role in dealing with natural calamities. So it is clearly proved to all of us that only plants can protect us from natural calamities. So we have no option to plant large amount of trees to save our existence at present.

Killing a tree is very easy but planting a tree to grow it properly is very difficult and time consuming. So we need to stop cutting trees for our own welfare and start planting trees. If we all plant trees in our respective places and take proper care of the trees, then we will be able to develop a green nature. If we can create a green nature by planting more trees, it will be good for us as well as for our future generations. So let's take effective steps to plant trees in abundance to protect ourselves from natural disasters and protect our future generations from natural disasters. At the same time let us all plant trees in our own initiative, take proper care of trees and save our lives.
আজ আমাদের কারণেই প্রকৃতি আমাদের উপর চড়াও হয়েছে। আজ আমরা যে অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছি এটা সম্পূর্ণরূপে আমাদের উপার্জনের ফসল। আজ আমরা কিছু টাকার লোভ পরিত্যাগ করতে না পেরে আমাদের পরম বন্ধু গাছপালাকে নির্বিচারে কেটে ফেলেছি। যে গাছপালাগুলো নিঃস্বার্থভাবে আমাদের প্রতিদিন মহামূল্যবান অক্সিজেন, ছায়া ও শীতল পরিবেশ তৈরি করে দিয়েছে, আমরা সেই পরম বন্ধু গাছপালার জীবনকে তুচ্ছ করে দিয়েছি কাগজের তৈরি নিষ্প্রাণ টাকার কাছে। আসলেই আমরা অন্ধ, আমরা অজ্ঞ, আমরা পা ফাটা মূর্খ। আমরা যতই লেখাপড়া শিখছি, আমরা যতই বড় বড় ডিগ্রী অর্জন করছি, আমরা যেনো দিন দিন ততোই বিবেকহীন এবং মানবতা বিরোধী হয়ে যাচ্ছি। আমরা যদি প্রকৃতপক্ষে জ্ঞানীই হতাম তাহলে আমরা কখনোই আমাদের পরম বন্ধুকে হত্যা করে কাগজের তৈরি নিষ্প্রাণ টাকাকে পকেটে ঢুকাতাম না।

সুপ্রিয় বন্ধুগণ, কথায় আছে--"নিজের ভালো পাগলেও বোঝে।" তাই আজ আমাদের নিজ নিজ অবস্থান থেকে যথার্থভাবে শতভাগ সচেতন হতে হবে, আমাদের প্রকৃত জ্ঞানীর পরিচয় দিতে হবে, আমাদের বিবেকবান হতে হবে এবং আমাদের মানবতাকে বিস্তৃত করতে হবে। এখন থেকেই আমাদের সকল প্রকারের বৃক্ষ নিধন সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে এবং প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষ নিধন করে বড় বড় দালানকোঠা তৈরি, শিল্প কলকারখানা তৈরি সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। কারণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য দালান বাড়ি কিংবা শিল্প কলকারখানার এগিয়ে আসবে না। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য একমাত্র আমাদের পরম বন্ধু গাছপালায় নিঃস্বার্থভাবে ভূমিকা রাখে। তাই আমাদের সকলের কাছে সুস্পষ্ট ভাবে প্রমাণিত যে, একমাত্র গাছপালায় পারে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমাদের রক্ষা করতে। তাই বর্তমান সময়ে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করার কোন বিকল্প নেই আমাদের।

বৃক্ষ নিধন করা খুবই সহজ কিন্তু একটি গাছ লাগিয়ে সেটা যথার্থভাবে বড় করা বেশ কঠিন এবং সময় সাপেক্ষ। তাই আমাদের নিজেদের কল্যাণে গাছ কাটা বন্ধ করতে হবে এবং গাছ লাগানো শুরু করতে হবে। আমরা যদি সকলেই নিজ নিজ অবস্থান থেকে নিজেদের জায়গায় গাছ লাগায় এবং গাছগুলোকে সঠিকভাবে পরিচর্যা করি, তাহলে আমরা সবুজ প্রকৃতি গড়ে তুলতে সক্ষম হবো। অধিক গাছ লাগিয়ে আমরা যদি সবুজ প্রকৃতি গড়ে তুলতে পারি, তাহলে সেটা আমাদের জন্য যেমন কল্যাণকর হবে ঠিক তেমনি আমাদের আগামী প্রজন্মের জন্যও মঙ্গলজনক হবে। তাই আসুন প্রাকৃতিক ভয়ঙ্কর দুর্যোগের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এবং আমাদের আগামী প্রজন্মকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সুরক্ষা দেওয়ার জন্য প্রচুর পরিমাণে বৃক্ষ রোপনের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করি। একই সাথে আসুন আমরা সকলে নিজ নিজ উদ্যোগে গাছ লাগাই, সঠিকভাবে গাছের যত্ন নিই এবং আমাদের জীবনকে বাঁচায়।

IMG_20201130_153145.jpeg

This is a photograph of a snail. Such snails are aquatic animals. But the snails have died due to the drying up of ponds and canals due to extreme heat. Such snails are used as food for various types of fish in water bodies. At the same time, such snails also play a role in maintaining the balance of the water body environment. Snail photography is an interesting means of exploring the mysterious beauty of nature. Snails are of particular interest to photographers for their slow movements, unique shell designs and amazing lifestyles. These tiny creatures highlight the small yet highly complex aspects of nature. Snail photography requires patience and observation. At dawn, when there is dew in the air, snails are most active. Photographing them at this time is easy. Using the camera's macro lens, the delicate design of snail shells and their gentle movements can be beautifully captured. Natural light enhances the beauty of snails. Especially, when the sunlight reflects on their shells, the images become unique. In addition, the nature of the snail's surroundings, such as the texture of grass, leaves or soil, is brought into the frame to bring out the depth of nature in the image. Snail photography is not only artistic, but also carries a message of environmental awareness. These small stories of their lives inspire us to be responsible towards nature. Snail photography offers a new perspective on nature and life.

এটা হচ্ছে একটি শামুকের ফটোগ্রাফি। এ ধরনের শামুক গুলো হলো জলোজপ্রাণী। কিন্তু প্রচণ্ড তাপদাহের কারণে পুকুর ও খালে-বিলের পানি শুকিয়ে যাওয়ার ফলে শামুক গুলো মরে গেছে। এ ধরনের শামুকগুলো জলাশয়ের বিভিন্ন প্রকারের মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয়। একই সাথে জলাশয়ের পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এ ধরনের শামুক ভূমিকা রাখে।শামুকের ফটোগ্রাফি প্রকৃতির রহস্যময় সৌন্দর্যকে অন্বেষণ করার একটি আকর্ষণীয় মাধ্যম। শামুক তাদের ধীর গতির চলন, অনন্য শাঁসের নকশা এবং আশ্চর্যজনক জীবনধারার জন্য ফটোগ্রাফারদের কাছে বিশেষ আগ্রহের বিষয়। এই ক্ষুদ্র প্রাণীগুলি প্রকৃতির ক্ষুদ্র অথচ অত্যন্ত জটিল দিকগুলো তুলে ধরে।শামুক ফটোগ্রাফি করতে হলে ধৈর্য এবং পর্যবেক্ষণশক্তি অপরিহার্য। ভোরের সময়, যখন বাতাসে শিশির থাকে, শামুক সবচেয়ে সক্রিয় থাকে। এই সময়ে তাদের ফটোগ্রাফি করা সহজ। ক্যামেরার ম্যাক্রো লেন্স ব্যবহার করে শামুকের শাঁসের সূক্ষ্ম নকশা এবং তাদের কোমল গতিবিধি দারুণভাবে ফুটিয়ে তোলা যায়।প্রাকৃতিক আলো শামুকের সৌন্দর্যকে আরও বেশি তুলে ধরে। বিশেষ করে, যখন সূর্যের আলো তাদের শাঁসে প্রতিফলিত হয়, তখন ছবিগুলি অনন্য হয়ে ওঠে। এছাড়া, শামুকের আশপাশের পরিবেশ যেমন ঘাস, পাতা বা মাটির টেক্সচার ফ্রেমে নিয়ে এলে ছবিতে প্রকৃতির গভীরতা আরও স্পষ্ট হয়।শামুকের ফটোগ্রাফি শুধুমাত্র শৈল্পিক নয়, এটি পরিবেশের প্রতি সচেতনতার বার্তা বহন করে। এদের জীবনের এই ক্ষুদ্র গল্পগুলো আমাদের প্রকৃতির প্রতি দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করে। শামুক ফটোগ্রাফি প্রকৃতি এবং জীবনকে নতুন চোখে দেখার সুযোগ করে দেয়।

IMG_20201130_153144.jpeg

This is a photograph of green paddy fields across the horizon. As far as the eye can see, there is only a beautiful view of green paddy fields. The beautiful view of green paddy fields captivates us all. But these green paddy fields in our fields are in crisis at present. In many paddy fields, the soil has dried up and cracked due to insufficient water supply. Still, the paddy fields look green from a distance. But when you get close to the paddy field, you will see the dry paddy field in the scorching heat.

এটা হচ্ছে দিগন্ত জুড়ে থাকা সবুজ ধানক্ষেতের ফটোগ্রাফি। যতদূর চোখ যায় তত দূর শুধু সবুজ ধানক্ষেতের অপরূপ দৃশ্য। সবুজ শ্যামল ধান ক্ষেতের অপরূপ দৃশ্য আমাদের সকলকেই মুগ্ধ করে। কিন্তু আমাদের মাঠের এই সবুজ ধান ক্ষেতগুলো বর্তমান সময়ে সংকটের মধ্যে পড়েছে। অনেক ধানের ক্ষেতে পর্যাপ্ত পরিমাণে পানি না পাওয়ায় ধানক্ষেতের মাটি শুকিয়ে ফেটে গেছে। তারপরও দূর থেকে ধান ক্ষেত গুলো দেখতে সবুজ লাগে। কিন্তু ধান ক্ষেতের কাছাকাছি গেলে প্রচণ্ড তাপদাহে শুকিয়ে যাওয়া ধানের ক্ষেত দেখলে খুবই কষ্ট অনুভব হয়।

IMG_20201130_153143.jpeg

This is the photography of the black cherry flower. I was really impressed by the red flowers blooming on the green trees. In the heat of the intense sun, the black cherry flower has given all its beauty to the nature. Seeing this wonderful beauty of black cherry flower, we find some peace mentally.

এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি। সবুজ গাছে ফুটে থাকা লাল রংয়ের কৃষ্ণচূড়া ফুল গুলো দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে যাই। প্রখর সূর্যের তাপের মাঝে কৃষ্ণচূড়া ফুল তার সবটুকু সৌন্দর্য যেন বিলিয়ে দিয়েছে প্রকৃতির মাঝে। কৃষ্ণচূড়া ফুলের এই অপরূপ সৌন্দর্য দেখে আমরা মানসিকভাবে কিছুটা হলেও প্রশান্তি খুঁজে পায়।

IMG-20230422-WA0014.jpg

I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 months ago  ·  

Hi, @rjraju001 I hope you are good. The Blurt team has noticed that you are using multiple accounts. I have muted two Accounts @rjvai and @joy001. And I will give you one final warning please if you are involving in this please don't use multiple Accounts.