Make a beautiful corner shape flower with colored paper.রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কোণ আকৃতি ফুল তৈরি।

in blurt-1787181 •  last month 

Hello..!!
My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Friday , November 01/2024

Assalamu Alaikum you are all very well. I am also very happy with your prayers. Today I will introduce to you how to make a beautiful flower with colored paper. Let's start.....

আসসালামু আলাইকুম আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা ফুল তৈরির পদ্ধতি উপস্থাপন করবো।চলুন শুরু করা যাক.....

IMG_20241003_17711.jpeg
Latest original image

Necessary materials for making flowers

*A4 paper
*Scissors
*Scale
*Pencil
*Gum
*Quick
Steps to make flowers

সর্বশেষ মূল ছবি

ফুল তৈরির প্রয়োজনীয় উপকরণ সমূহ

*A4 কাগজ
*কাইচি
*স্কেল
*পেন্সিল
*গাম
*চাটকি
ফুল তৈরির ধাপ সমূহ

🖌Step: 1 🖌️

IMG_20241003_177115.jpeg

*In the first step I gathered all the ingredients to make the flower.

*প্রথম ধাপে আামি ফুল তৈরি সকল উপকরণ গুলো একত্রিত করে নিলাম।

🖌Step: 2 🖌️

IMG_20241003_177114.png

*In the second step, I made a corner shape of the colored paper by hand. After that, I made a beautiful corner by applying gum on the paper.

*দ্বিতীয় ধাপে হাত দিয়ে রঙিন কাগজটি কোণ আকৃতি করে নিলাম।তার পর কাগজে গাম লাগিয়ে সুন্দরভাবে কোণ তৈরি করি।

🖌Step: 3 🖌️

IMG_20241003_177118.png

*In the third step I started rounding the circle with tweezers and pencil. You can see that here the circle is nicely rounded with tweezers and pencil. Now I will cut the circle nicely with scissors.

*তৃতীয় ধাপে চাটকি ও পেন্সিল দ্বারা বৃত্ত গোল করা শুরু করলাম।আপনারা দেখতে পাচ্ছেন যে, এখানে খুব সুন্দর ভাবে চাটকি ও পেন্সিল দ্বারা বৃত্ত গোল করা হয়ে গেছে।এবার আমি কাইচি দ্বারা সুন্দরভাবে বৃত্তকে গোল করে কাটবো।

🖌Step: 4 🖌️

IMG_20241003_177112.jpeg

*When each circle was cut in the fourth step, I put them all together to make a beautiful picture.

*চতুর্থ ধাপে প্রত্যেকটি বৃত্ত যখন কাটা হয়ে গেল, তখন সবগুলো একত্রিত করে একটা সুন্দর ছবি তুললাম।

🖌Step: 5 🖌️

IMG_20241003_177111.png

*In the fifth step, each circle should be nicely fried to make a flower. Then after it looks like a corner, the corners should be rounded and cut with scissors. Cut neatly with scissors.

*পঞ্চম ধাপে ফুল তৈরির জন্য প্রতিটি বৃত্তকে সুন্দরভাবে ভাজ করে নিতে হবে।তারপর কোণ মতো দেখা যাবার পর, কোণের পেছোনে অল্প ও সামনে গোল করে কাইচি দ্বারা কেটে নিতে হবে।আপনারা যদি এইভাবে ফুল তৈরি করতে চান তাহলে আপনাদের ও এই ভাবে ধাপে ধাপে ভাজ করে সুন্দর করে কাইচি দ্বারা কেটে নিতে হবে।

🖌Step: 6 🖌️

IMG_20241003_177110.jpeg

*In the sixth step, after cutting the corners very nicely with scissors, the flower petals look very beautiful. Finally, the petals have taken the shape of a beautiful flower.

*ষষ্ঠ ধাপে কোণগুলো অনেক সুন্দর করে কাইচি দিয়ে কাটার পর,ফুলের পাপড়ি গুলো অনেক সুন্দর দেখাচ্ছে।সর্বশেষে পাপড়িগুলো সুন্দর ফুলের আকার ধারণ করেছে।

🖌Step: 7 🖌️

IMG_20241003_17719.png

*In the seventh step, the petals are cut as needed. Step by step, all the same work is done. Then I start to glue the petals. When all the petals are nicely glued, I put them in a separate place.

*সপ্তম ধাপে প্রয়োজন মতো পাপড়িগুলো কেটে ফেলে দেয়া হলো।ধাপে ধাপে সবগুলোকে একই রকমের কাজ করা হলো।তারপরে আমি গাম দিয়ে পাপড়িগুলো লাগাতে শুরু করি।সবগুলো যখন গাম দিয়ে সুন্দর করে লাগানো হয়ে গেল তখন সেগুলো একটু আলাদা জায়গায় রেখে দিলাম।

🖌Step: 8 🖌️

IMG_20241003_17718.png

*In the eighth step, the petals of the flower are arranged one by one with the gum to assemble them. When all the petals are attached with the gum, it takes the shape of a rose flower.

*অষ্টম ধাপে ফুলের পাপড়িগুলো একত্রিত করার জন্য গাম দ্বারা একটার পর একটা ধাপে ধাপে সাজাতে থাকি।সবগুলো পাপড়ি যখন গাম দ্বারা লাগানো হয়ে গেল, তখন সেটি অনেকটা গোলাপ ফুলের আকার ধারণ করল।

🖌Step: 9 🖌️

IMG_20241003_17717.png

*In the ninth step I started to fold some pages and fill inside a corner step by step. You can see the folded pages inside the corner have been filled.

*নবম ধাপে কিছু পৃষ্ঠা কুড়মুড়ে করে একটি কোণের ভিতরে ধাপে ধাপে ভরাট করা শুরু করলাম।আপনারা দেখতে পাচ্ছেন কোণের ভিতরে কুড়মুড়ে করা পৃষ্ঠাগুলো ভরাট করা হয়ে গেছে।

🖌Step: 10 🖌️

IMG_20241003_17716.png

*After filling the corner face like this, I stuck the round circle nicely with gum to the filled corner face.

*এভাবে কোণের মুখ ভরাট করার পরে সুন্দরভাবে গোল বৃত্তটাকে গাম দ্বারা কোণের ভরাট করা মুখ আটকিয়ে দিলাম।

🖌Step: 11 🖌️

IMG_20241003_17715.png

*After that put the gum in the middle of the space enclosed by the round circle on the face of the corner and place the rose shape flower. You can see that the flower looks very beautiful.

*তার পরে কোণের মুখে গোল বৃত্ত দ্বারা আটকানো স্থানের মাঝখানে গাম লাগিয়ে গোলাপ আকৃতি ফুলটি বসিয়ে দিতে হবে।আপনার দেখতে পাচ্ছেন ফুলটি দেখতে অনেক সুন্দর লাগছে।

🖌Step: 12 🖌️

IMG_20241003_17714.png

*The corner shape is in the middle of the flower, after cutting the colored paper thinly with scissors, stick it with gum.I am very nicely put by the gum.

*কোণ আকৃতি ফুলটির মাঝখানে, রঙিন কাগজ কাইচি দ্বারা চিকন ভাবে লম্বা করে কেটে নেওয়ার পর গাম দিয়ে লাগিয়ে নিতে হবে।আমি খুব সুন্দর ভাবে গাম দ্বারা লাগিয়ে নিয়েছি।

🖌Step: 13 🖌️

IMG_20241003_177117.png

*To make the corner shape flower more beautiful, we folded the colored paper step by step and drew round marks with a pencil and cut it with scissors. If you work in this way, the flower will look very beautiful.

*কোণ আকৃতি ফুলটি আরো সুন্দর করার জন্য, আমাদের ধাপে ধাপে রঙিন কাগজ দ্বারা ভাঁজ করার পরে পেন্সিল দিয়ে গোল দাগ টেনে,কাইচি দ্বারা কেটে নিলাম।এভাবে কাজ করলে কোন আকৃতি ফুলটি দেখতে অনেক সুন্দর লাগবে।

🖌Step: 14 🖌️

IMG_20241003_17713.png

*What I need to make the flower beautiful, I have cut them very nicely step by step. Please take a look at my work so that you can make this flower very well.

*ফুলটি সুন্দর করার জন্য আমার যা যা প্রয়োজন আমি সেগুলো খুব সুন্দর ভাবে ধাপে ধাপে কেটে নিয়েছি।আপনারা একটু লক্ষ্য করে আমার কাজগুলো দেখুন যাতে আপনারা অনেক ভাল ভাবে এই ফুলটি তৈরি করতে পারেন।

🖌Step: 15 🖌️

IMG_20241003_17712.png

*At the very end of making the flower, this time to make the corner shape flower beautiful, it should be placed in the middle of the corner shape flower with gum. This time the beauty of the flower has increased to a great extent. I have tried to make the corner shape flower step by step, if you follow my steps like this. If you do, I think you can make a very beautiful corner flower like this.

*ফুল তৈরীর একেবারে শেষভাগে এবার কোণ আকৃত ফুলটি সুন্দর করার জন্য গাম দ্বারা কোণ আকৃত ফুলের মাঝখানে এটা সুন্দরভাবে বসিয়ে দিতে হবে।এবার ফুলের সৌন্দর্যটা অনেকাংশে বৃদ্ধি পেয়ে গেল।আমি ধাপে ধাপে কোণ আকৃতি ফুলটি যেভাবে করার চেষ্টা করেছি,আপনারা যদি আমার এই ধাপগুলো এভাবে ফলো করেন তাহলে আমি মনে করি আপনারা এভাবে অনেক সুন্দর করে কোণ আকৃতির ফুলটি তৈরি করতে পারবেন।

🖌Step: 16 🖌️

IMG_20241003_177116.jpeg

🌷 A picture of flowers with myself 🌷

*Thank you very much for watching the entire steps of making flowers beautifully. Please pray for me. May I come to you with some beautiful things later.

🌷 আমার নিজের সাথে ফুলের একটি ছবি 🌷

*ফুল তৈরির পুরো ধাপ গুলো সুন্দর ভাবে দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন।আমি যেন পরবর্তীতে এমন সুন্দর সুন্দর কিছু জিনিস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি।

First of all I apologize for mentioning you. Because I know you get annoyed when you mention me. @offgridlife @saboin @angelica7 @nabeeel @blurtpower @blurtstep @beblurt @shadflyfilms @curationcoconut @primeradue @blurtbooster . I am a member of your blurt platform. I try to post regularly on this blurt platform. I am very satisfied with the support you give me. Alhamdulillah. You will support me with quality posts inshallah. If you support us well then we will do much better. I can on this blurt platform. If your love is with us, we can take this blurt platform far inshallah. We who are small users on blurt platform, inshallah we will do something good one day. I just want your support. I know many people after reading this post of mine. I have no problem with bad comments. Because whoever comes to his mind will say that. Please read my post and give me your comments. I wanted to invest 20 lakh blurt in this blurt platform. I have already invested some blurt. But what I have seen is that small users like us do not get much support from brothers and sisters and sirs at high level from this blurt platform. I request all those brothers and sisters and sirs to please support us. I am a Bangladeshi small user. I want to work on this blurt platform for long term. I have taken a target to invest 20 lakhs blurt on this blurt platform in one year. All of you will pray for me. If you feel bad after hearing my words, look at me for forgiveness. I just told you my comments.

প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মেনশন করার জন্য।কারণ আমি জানি আপনাদের ম্যানশন করলে আপনারা বিরক্ত হন।@offgridlife @saboin @angelica7 @nabeeel @blurtpower @blurtstep @beblurt @shadflyfilms @curationcoconut @primeradue @blurtbooster । আমি আপনাদের ব্লার্ট প্লাটফর্মের একজন সদস্য।আমি এই ব্লার্ট প্ল্যাটফর্মে নিয়মিত ভালো পোস্ট করার চেষ্টা করি।আপনারা আমাকে যে সাপোর্ট দেন, তাই আমি অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ।আপনারা মানসম্মত পোস্টগুলোতে ভালো সাপোর্ট করবেন ইনশাল্লাহ।আপনারা যদি আমাদের ভালো সাপোর্ট করেন তাহলে আমরা অনেক ভালো কিছু করতে পারবো এই ব্লার্ট প্লাটফর্মে।আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকলে আমরা এই ব্লার্ট প্ল্যাটফর্ম কে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারব ইনশাল্লাহ।আমরা যারা ব্লার্ট প্ল্যাটফর্মে ছোট ইউজার ইনশাল্লাহ আমরা একদিন ভালো কিছু করে দেখাবো।শুধু আপনাদের সাপোর্ট চাই।আমি জানি অনেকেই আমার এই পোস্টটা পড়ার পরে খারাপ মন্তব্য করবে।তাতে আমার কোন সমস্যা নেই। কারণ যার মনে যা আসে সে সেটাই বলবে।আপনারা দয়া করে আমার এই পোস্ট পড়বেন এবং আপনাদের মন্তব্য গুলো আমাকে দয়া করে জানাবেন।আমি চেয়েছিলাম এই ব্লার্ট প্ল্যাটফর্মে ২০ লক্ষ ব্লার্ট ইনভেস্ট করব। ইতিমধ্যে অলরেডি কিছু ব্লার্ট ইনভেস্ট করেছি।কিন্তু আমি যা দেখলাম আমাদের মত ছোট ইউজাররা এই ব্লার্ট প্ল্যাটফর্ম থেকে হাই লেভেলে ভাই-বোন ও স্যারদের কাছ থেকে তেমন একটা সাপোর্ট পায় না।আমি সেই সকল ভাই বোন ও স্যারদের অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে আমাদেরকে সাপোর্ট করবেন।আমি একজন বাংলাদেশী ছোট ইউজার।আমি চাই আমি এই ব্লার্ট প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদি ভাবে কাজ করি।আমি এক বছরে এই ব্লার্ট প্ল্যাটফর্মে ২০ লক্ষ ব্লার্ট ইনভেস্ট করার টার্গেট নিয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।আমার কথাগুলো শুনে আপনাদের যদি খারাপ লাগে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি শুধু আমার মন্তব্য আপনাদের জানিয়েছি।

IMG-20230422-WA0014.jpg

I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!