My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Friday, January 31/2025
Hi everyone,
How are you all hope everyone is very well I am also very well with your prayers and the grace of Almighty Allah. I am a new member of the @HiveGarden community. As a new member, today I will discuss with you a piece of green dream in the Saudi desert, our vegetable garden. I think you will like it very much. Let's get started then.
Saudi Arabia is a vast desert country. Where there is a lack of green according to nature's rules. But some of us expatriate workers have built a piece of green garden even in this rough environment. Our dream was to grow and eat vegetables with our own hands. And we worked hard to make that dream a reality. Here you can see how beautifully one of my older brothers is raking the soil with a belcher in the tomato garden. In this way many of us work hard here. Because of which we have highlighted some beautiful moments of vegetable gardening today.
সৌদি আরব এক বিস্তীর্ণ মরুভূমির দেশ। যেখানে প্রকৃতির আপন নিয়মেই সবুজের অভাব। কিন্তু আমরা কয়েকজন প্রবাসী শ্রমিক এই রুক্ষ পরিবেশেও এক টুকরো সবুজ বাগান গড়ে তুলেছি।আমাদের স্বপ্ন ছিল নিজেদের হাতে চাষ করা সাথে সবজি খাওয়ার। আর সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতেই আমরা কঠোর পরিশ্রম করেছি। আপনার এখানে দেখতে পাচ্ছেন আমারই এক সহকর্মী বড় ভাই টমেটো বাগানে কত সুন্দর ভাবে মাটিগুলো বেলচার মাধ্যমে এলোমেলো করে দিচ্ছে। এভাবে আমরা অনেকে এখানে অনেক পরিশ্রম করে থাকি। যার কারণে আমরা আজ সবজি বাগানের সুন্দর কিছু মুহূর্ত তুলে ধরেছি।
Most of Saudi Arabia's vegetables are imported. Due to which their price is high. It is very difficult to get fresh and chemical free vegetables here. Besides, the joy of working inside the green nature is different. So we decided to use a piece of land next to our workplace for growing vegetables.
Growing vegetables in this desert country is not an easy task. Cultivation is very difficult here due to hot dry weather and scarcity of water. So we started taking special care.
*Watering should be done three to four times a day.
*Shading should be arranged around the garden.
*Prepare for cultivation by bringing fertile soil instead of sand.
*Using organic fertilizers to grow plants
সৌদি আরবের শাকসবজি বেশির ভাগই আমদানি করা হয়। যার কারনে এগুলোর দাম বেশি হয়। তাজা ও রসায়নমুক্ত শাকসবজি পাওয়া এখানে বেশ কঠিন। এছাড়া সবুজ প্রকৃতির ভিতরে কাজ করার আনন্দ আলাদা। তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের কাজের জায়গার পাশে এক টুকরো জমির সবজি চাষের জন্য ব্যবহার করব।
এই মরুভূমির দেশে সবজি চাষ করার সহজ কাজ নয়। তীব্র গরম শুষ্ক আবহাওয়া ও পানির অভাবের কারণে এখানে চাষাবাদ করা অত্যন্ত কঠিন। তাই আমরা বিশেষ যত্ন নিতে শুরু করলাম।
*দিনে তিন থেকে চারবার পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে।
*বাগানে চারপাশে ছায়ার ব্যবস্থা করতে হবে।
*বালির পরিবর্তে উর্বর মাটি এনে চাষের জন্য প্রস্তুত করা।
*গাছগুলো বৃদ্ধির জন্য জৈব সার ব্যবহার করা
Below are the vegetables that are grown in our vegetable garden.
*Our planted tomato plant has now flowered. Some plants have also caught small unripe tomatoes. If you take proper care of them, you will get ripe tomatoes in a few days.
*Radish greens are great. Its leaves are large and fresh. Seeing that the result of our hard work seems to be very successful.
*We planted some onions. They are not fully grown yet. But the leaves will grow quite well.
*Red vegetables are getting better. Its color is bright red and it doesn't take long to be ready for cooking.
*We planted some pepper plants. No flowers yet, but the plants are growing well.
*Condition of brinjal plant is also good. Hope the eggplant catches soon.
*We also planted garlic. It grew slowly. But hoping for good results.
আমাদের সবজি বাগানে যেগুলো সংগ্রহ করা সবজি সেগুলো নিচে তুলে ধরা হলো।
*আমাদের লাগানো টমেটো গাছে এখন ফুল এসেছে। কিছু গাছে ছোট ছোট কাঁচা টমেটোও ধরেছে। এদের ঠিকমতো যত্ন নিলে অল্প কিছুদিনের মধ্যেই পাকা টমেটো পাওয়া যাবে।
*মুলা শাক দারুন ভালো হয়েছে। এর পাতা বড় এবং সতেজ। যা দেখে আমাদের পরিশ্রমের ফল অনেকটাই সফল মনে হচ্ছে।
*আমরা কিছু পেঁয়াজ লাগিয়েছি। এখনো এগুলো পুরোপুরি বড় হয়নি। তবে পাতা বেশ ভালো হবে বেড়ে উঠেছে।
*লাল শাক বেশ ভালো হচ্ছে। এর রং উজ্জ্বল লাল এবং এটি রান্নার জন্য প্রস্তুত হতে আর বেশিদিন লাগবে না।
*আমরা কয়েকটি মরিচ গাছ লাগিয়েছি। এখনো ফুল আসেনি, তবে গাছগুলো ভালোভাবে বেড়ে উঠেছে।
*বেগুন গাছের অবস্থা ও ভালো। আশা করি খুব শীঘ্রই বেগুন ধরবে।
*আমরা রসুনও লাগিয়েছি। এটি ধীরে ধীরে বেড়ে উঠেছে। তবে ভালো ফলের আশা করছি।
This small vegetable garden of ours not only fulfills our needs but also gives us a unique sense of satisfaction. Spending time in the garden between work has also become a source of our mental peace.
We have future plans to expand our garden. I will add more new vegetables. In future we will try to plant gourds, cucumbers, cilantro and spinach. Moreover, we are thinking of rainwater harvesting and drip irrigation system. So that water can be used more effectively.
This small vegetable garden of ours is not only a source of food for us, but also a symbol of our hard work and concentration. If it is possible to grow green even in the heart of the desert, then I think it is possible anywhere in the world. This effort of ours can be an inspiration to many, who can bring a touch of green even in difficult environment.
We have realized through our small vegetable garden that it is possible to bring a touch of vitality to the desert of Saudi Arabia. This garden not only fulfills our daily vegetable needs, but also gives us an immense sense of joy and satisfaction.
This garden has become a unique refuge for our mental peace despite the stress and busyness of expatriate life. Every morning or between work, when the plants are not taken care of in the garden, the fatigue disappears instantly. The fresh leaves of the trees, the bright red hue of the tomatoes, the green vitality of the vegetables fills the mind with a different kind of tranquility.
We are growing tomatoes, radishes, onions, shallots, chillies, brinjals and garlic here. Due to the dry climate and extreme heat of the desert, watering is required five times a day. But we have converted this challenge into love. Each new bud or fruit is an indescribable joy.
This garden is helping us to be self-reliant. The taste of eating poison-free vegetables with your own hands is different than buying them from the market. Besides, it has deepened our love for nature.
All in all, this small vegetable garden is more than just cultivation, it is a unique source of peace of mind, healthy living and self-satisfaction for us. It is indeed a matter of pride for us to be able to bring a touch of green even to the land of Pravas.
সৌদি আরবের মরুভূমির বুকেও যে সজীবতার ছোঁয়া আনা সম্ভব, তা আমরা আমাদের ছোট সবজি বাগানের মাধ্যমে উপলব্ধি করেছি। এই বাগান শুধু আমাদের দৈনন্দিন সবজির চাহিদা মেটাচ্ছে না, বরং আমাদের মনে এক অপার আনন্দ ও তৃপ্তির অনুভূতি এনে দিচ্ছে।
প্রবাসজীবনে কাজের চাপ ও ব্যস্ততার মাঝেও এই বাগান আমাদের মানসিক প্রশান্তির এক অনন্য আশ্রয়স্থল হয়ে উঠেছে। প্রতিদিন সকালে বা কাজের ফাঁকে যখন বাগানে গিয়ে গাছগুলোর যত্ন নেই, তখন ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে যায়। গাছের সতেজ পাতা, টমেটোর টকটকে লাল আভা, শাকসবজির সবুজ সজীবতা মনকে ভরিয়ে তোলে এক অন্যরকম প্রশান্তিতে।
আমরা এখানে টমেটো, মুলা শাক, পেঁয়াজ, লালশাক, মরিচ, বেগুন ও রসুন চাষ করছি। মরুভূমির শুষ্ক আবহাওয়া ও প্রচণ্ড গরমের কারণে দিনে পাঁচবার পানি দিতে হয়। তবে এ চ্যালেঞ্জকে ভালোবাসায় রূপান্তর করেছি আমরা। প্রতিটি নতুন কুঁড়ি বা ফল আসা মানেই এক অনির্বচনীয় আনন্দ।
এই বাগান আমাদের স্বাবলম্বী হতে সহায়তা করছে। বাজার থেকে কেনার চেয়ে নিজের হাতে উৎপাদিত বিষমুক্ত সবজি খাওয়ার স্বাদই আলাদা। পাশাপাশি, এটি আমাদের প্রকৃতির প্রতি ভালোবাসাকে আরও গভীর করেছে।
সব মিলিয়ে, এই ছোট্ট সবজি বাগান শুধু চাষাবাদ নয়, এটি আমাদের জন্য মানসিক প্রশান্তি, স্বাস্থ্যকর জীবনযাপন এবং আত্মতৃপ্তির এক অনন্য উৎস। প্রবাসের মাটিতেও সবুজের ছোঁয়া এনে দিতে পারা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়।
We have tried to share the photos and videos of this green campaign with you. Hope you like it. Everyone will be fine. Wishing you all the best, I am ending here today. Allah Hafez.
আমাদের এই ছোট সবজি বাগান আমাদের শুধু চাহিদায় মেটাচ্ছে না, বরং এটি আমাদের মনে এক অনন্য তৃপ্তির অনুভূতি জাগাচ্ছে। কাজের ফাঁকে বাগানের সময় কাটানো আমাদের মানসিক প্রশান্তিরও উৎস হয়ে উঠেছে।
আমাদের ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে যে, আমাদের এই বাগানটি আরো বড় করব। আরো নতুন নতুন সবজি যোগ করব। ভবিষ্যতে আমরা লাউ, শসা, ধনেপাতা ও পালংশাক লাগানোর চেষ্টা করব। তাছাড়া আমরা বৃষ্টির পানি সংরক্ষণ ও ড্রিপ ইরিগেশন পদ্ধতি প্রয়োগের কথা ভাবছি। যাতে পানি আরো কার্যকর ভাবে ব্যবহার করা যায়।
আমাদের এই ছোট সবজি বাগান আমাদের জন্য কেবল খাবারে উৎস নয়, বরং এটি আমাদের কথার পরিশ্রম ও একাগ্রতার প্রতীক। মরুভূমির বুকেও যদি সবুজ চাষ করা সম্ভব হয়, তবে আমি মনে করি পৃথিবীর যেকোন প্রান্তেই তা সম্ভব। আমাদের এই প্রচেষ্টা অনেকের অনুপ্রেরণা হতে পারে, যারা কঠিন পরিবেশও সবুজের ছোঁয়া আনতে পারে।
আমাদের এই সবুজ অভিযানের ছবি ও ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
Thanks for reading my post.
Follow Our Social Media
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
I really enjoyed reading your post and I really enjoyed seeing your photography. I really enjoyed it.
Thank you so much..