My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Friday , November 15/2024
Assalamu Alaikum you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am back with another new post.
আসসালামু আলাইকুম আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।
Nowadays, the prices of daily necessities are going out of reach day by day. Almost all types of vegetables are available in all regions of our country during winter. And even if new vegetables come in the market in winter, the prices of those vegetables are quite high. The lowest price of vegetables in the market of our village is 40 taka. Therefore, in such a situation, the middle class and lower class people of our country are undoubtedly living with a lot of hardship. So we must be more die-hard and hard-working to sustain our existence in the market of such rising commodity prices. Dear Friends, Beans are a popular vegetable rich in nutrients. But the price of this vegetable was very high at the beginning of winter. And currently it is being sold at 40 to 45 taka per kg in our village market. So many people love the bean vegetable, but they are not always able to buy it and eat it with a lot of money. And at present the price of leguminous vegetables is much higher than usual.
বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে। শীতকালে আমাদের দেশের সব অঞ্চলে প্রায় সব রকমের সবজি পাওয়া যায়। আর শীতকালে নতুন নতুন সবজি বাজারে আসলেও সেসব সবজির মূল্য বেশ চড়া। আমাদের গ্রাম অঞ্চলের হাট-বাজারে সবজির সবচেয়ে সর্বনিম্ন মূল্য হলো ৪০ টাকা। তাই এমন পরিস্থিতিতে আমাদের দেশের মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা নিঃসন্দেহে অনেক কষ্টের সাথে জীবন যাপন করছে। তাই দ্রব্যমূল্যের এরকম ঊর্ধ্বগতির বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অবশ্যই আমাদেরকে আরো বেশি মৃতব্যয়ী এবং পরিশ্রমী হতে হবে। সুপ্রিয় বন্ধুগণ, শিম একটি পুষ্টি সমৃদ্ধ জনপ্রিয় সবজি। কিন্তু এই সবজিটির মূল্য শীতের শুরুতে অনেক বেশি ছিল। আর বর্তমান সময়ে আমাদের গ্রাম অঞ্চলের বাজারে ৪০ থেকে ৪৫ টাকা কেজি হিসাবে বিক্রয় হচ্ছে। তাই অনেক মানুষের নিকট শিম সবজিটি প্রিয় হলেও বেশি টাকা দিয়ে ক্রয় করে খেতে সব সময় সক্ষম হয় না। আর বর্তমান সময়ে শিম সবজির মূল্য স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি।
So, in such a situation, if we work a little hard and grow vegetables in our own yard or in any land we have, then we will be able to meet the needs of our family very easily. Dear friends, I planted bean seeds in the middle of Bhadra month this year in the fallow area of our pond. And I collected the bean seeds last year in the winter season from one of our neighbor's bean plants. However, within 5 to 7 days of sowing, all the seeds produced beautiful seedlings. I planted bean seeds in total in five places along my pond. And in those five places I made five beautiful lofts for bean plants. Within a few days, the bean loft was full of bean plants.
তাই এমন পরিস্থিতিতে আমরা যদি একটু পরিশ্রম করে নিজের বাড়ির আঙ্গিনায় কিংবা নিজেদের পড়ে থাকা যেকোনো জমিতে সবজি আবাদ করি তাহলে খুব সহজেই আমরা আমাদের পরিবারের চাহিদা কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হবো। সুপ্রিয় বন্ধুগণ, আমি আমাদের পুকুর পাড়ে পড়ে থাকা জায়গায় এ বছর ভাদ্র মাসের মাঝামাঝিতে শিমের বীজ লাগিয়েছিলাম। আর শিমের বীজগুলো সংগ্রহ করেছিলাম গতবছর শীতের মৌসুমে আমাদের এক প্রতিবেশী বাড়ির শিম গাছ থেকে। যাহোক শিমের বীজ লাগানোর ৫ থেকে ৭ দিনের মধ্যে সমস্ত বীজগুলো থেকে সুন্দর চারা বের হয়েছিল। আমার পুকুর পাড়ে মোট পাঁচটি স্থানে শিমের বীজ লাগিয়েছিলাম। আর উক্ত পাঁচটি জায়গায় শিম গাছের জন্য সুন্দর সুন্দর পাঁচটি মাচা তৈরি করে দিয়েছিলাম। খুব অল্প দিনের মধ্যেই শিম গাছে শিমের মাচা পরিপূর্ণ হয়ে গিয়েছিল।
My planted bean plants flowered towards the end of Kartik month. Then slowly everyone began to catch beans little by little. But as the winter intensified, each of my bean lofts became full of bean vegetables. Currently, each of my bean plants has produced a large number of beans. Words cannot describe the joy of harvesting green beans from your own hand-planted green beans. I collect about 12 to 13 kg of beans a week from each of my bean vegetable lofts. Some of the beans I collect are kept for my family and the rest are given to my relatives and neighbors. But even then my bean vegetable loft still has plenty of beans left over.
আমার লাগানো শিম গাছ গুলোতে কার্তিক মাসের শেষে দিকে ফুল এসেছিল। তারপর আস্তে আস্তে প্রতিটির আছে অল্প অল্প করে শিম ধরা শুরু হয়েছিল। কিন্তু শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে আমার প্রতিটি শিমের মাচা শিম সবজিতে পরিপূর্ণ হয়েছে। বর্তমানে আমার প্রতিটি শিমের গাছে অসংখ্য পরিমাণে শিম এসেছে। নিজের হাতে লাগানো শিম সবজি গাছ থেকে শিম সবজি সংগ্রহ করার যে কি পরিমান আনন্দের সেটা ভাষায় বোঝানো করা যাবে না। আমার প্রতিটি শিম সবজির মাচা থেকে সপ্তাহে প্রায় ১২ থেকে ১৩ কেজি পরিমাণ শিম সংগ্রহ করি। আমার সংগ্রহ করা শিম সবজি গুলোর কিছুটা আমার পরিবারের জন্য রাখা হয় এবং বাকিটা আমার আত্মীয় স্বজনের বাড়িতে এবং প্রতিবেশীদের দেওয়া হয়। কিন্তু তারপরেও আমার শিম সবজির মাচায় প্রচুর পরিমাণে শিম থেকে যায়।
Cultivation of beans by the pond during winter is a special part of our village life. It is an ideal place for growing beans due to its fertile pond-side soil and easy water supply. Winter is the best time for growing beans, as the weather is cool and dry during this time, which is suitable for growing beans. The soil along the pond must first be well prepared. The soil should be loosened by tillage and organic fertilizers applied. Then choose good quality bean seeds and sow them in the soil. As the bean vine can grow easily, a loft or pole should be provided on the side. Regular irrigation is easy as pond water is easily available. Bean cultivation on the pond bank during winter not only provides vegetables for the family, but it is also possible to earn income by selling it. Beans are rich in protein, fiber and vitamins, making them known as nutritious foods. Beans are in high demand in rural areas during the winter season, which creates additional income opportunities for farmers. The sight of dew on the green vines of bean plants on the banks of ponds in the light winter mist is truly mesmerizing. The experience of picking the dewy beans and filling the baskets of young beans hanging from the tree is a joy.
Cultivating winter beans on the banks of the pond creates a deep connection with nature. It is not only a means of livelihood, but a wonderful example of the peace and joy of hard work in rural life.
শীতের সময় পুকুর পাড়ে শিম চাষ আমাদের গ্রামীণ জীবনের একটি বিশেষ অংশ। পুকুর পাড়ের উর্বর মাটি এবং সহজে পানি সরবরাহের সুবিধার কারণে শিম চাষের জন্য এটি একটি আদর্শ জায়গা। শীতকাল শিম চাষের সেরা সময়, কারণ এই সময় আবহাওয়া শীতল ও শুকনো থাকে, যা শিম গাছের জন্য উপযোগী।পুকুর পাড়ের মাটিকে প্রথমে ভালোভাবে প্রস্তুত করতে হয়। মাটি চাষ দিয়ে ঝুরঝুরে করে নিতে হয় এবং জৈব সার প্রয়োগ করা হয়। এরপর ভালো মানের শিমের বীজ বেছে নিয়ে তা মাটিতে বপন করতে হয়। শিমের লতা সহজে বাড়তে পারে বলে পাশে মাচা বা খুঁটি দিতে হয়। পুকুরের পানি সহজে পাওয়া যায় বলে নিয়মিত সেচের কাজটি সহজ হয়।শীতের সময় পুকুর পাড়ে শিম চাষ শুধু পরিবারের জন্য সবজি সরবরাহ করে না, এটি বিক্রি করেও আয় করা সম্ভব। শিমে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এবং ভিটামিন থাকে, যা পুষ্টিকর খাদ্য হিসেবে পরিচিত। গ্রামীণ এলাকায় শীতের মৌসুমে শিমের ব্যাপক চাহিদা থাকে, যা কৃষকদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করে।শীতের হালকা কুয়াশায় পুকুর পাড়ে শিম গাছের সবুজ লতাগুলোর উপর শিশির জমে থাকার দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। শিশিরভেজা শিম তোলা এবং গাছে ঝুলে থাকা কচি শিমের ঝুড়ি ভরার অভিজ্ঞতা অত্যন্ত আনন্দের।
পুকুর পাড়ে শীতকালে শিম চাষ প্রকৃতির সাথে এক গভীর সংযোগ তৈরি করে। এটি শুধু জীবিকার পথ নয়, বরং গ্রামীণ জীবনের শান্তি এবং পরিশ্রমের আনন্দের এক অপূর্ব উদাহরণ।
Flowering of the bean plant means the first stage of the harvest. It is very important to take proper care of the plant during this period, because the fruiting from the flower depends on the health and care of the plant. There are a few important things to do when beans flower to help increase the plant's yield.
Provide adequate irrigation:
Care should be taken that the soil does not dry out when the beans flower. Irrigation should be done regularly, but ensure that water does not accumulate at the base of the plant.
Quantitative use of fertilizers:
Plants require additional nutrients during flowering. At this time you can use regular organic manure or vermicompost. Apart from this, application of potash and phosphorus fertilizers to the trees increases the amount of fruit.
Pest control:
Bean plants can be attacked by various insects during flowering. Insecticides or organic methods should be used to control insects so that flowers are not damaged.
Making the loft:
Helping bean plants to climb the vines promotes better plant growth and faster fruiting.
Prevention of flower drop:
To avoid flower drop, ensure that the plant gets enough sun and is regularly cared for. Proper care can ensure a good yield in the bean plant, which makes the farmer's hard work worthwhile.
শিম গাছে ফুল আসা মানেই ফসলের প্রথম ধাপ শুরু। এই সময় গাছের সঠিক যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফুল থেকে ফল ধরা নির্ভর করে গাছের স্বাস্থ্য এবং পরিচর্যার উপর। শিমে ফুল আসার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করা উচিত যা গাছের ফলন বাড়াতে সাহায্য করে।
পর্যাপ্ত সেচ প্রদান:
শিম গাছে ফুল আসার সময় মাটি যেন শুকিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। নিয়মিত সেচ দিতে হবে, তবে পানি যাতে গাছের গোড়ায় জমে না থাকে তা নিশ্চিত করতে হবে।
পরিমাণমতো সার ব্যবহার:
ফুল ধরার সময় গাছে অতিরিক্ত পুষ্টি প্রয়োজন হয়। এই সময় নিয়মিত জৈব সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। এছাড়া গাছে পটাশ এবং ফসফরাস সার প্রয়োগ করলে ফলের পরিমাণ বৃদ্ধি পায়।
পোকামাকড় নিয়ন্ত্রণ:
ফুল আসার সময় শিম গাছ বিভিন্ন পোকামাকড়ের আক্রমণের শিকার হতে পারে। কীটনাশক বা জৈব পদ্ধতিতে পোকামাকড় নিয়ন্ত্রণ করতে হবে, যেন ফুল ক্ষতিগ্রস্ত না হয়।
মাচা তৈরি করা:
শিম গাছে লতা মাচায় উঠতে সাহায্য করলে গাছের বৃদ্ধি ভালো হয় এবং ফল ধরার প্রক্রিয়া দ্রুত হয়।
ফুল ঝরে পড়া রোধ:
ফুল যাতে ঝরে না যায়, সেজন্য গাছ পর্যাপ্ত রোদ পায় এবং নিয়মিত পরিচর্যা করা হয় তা নিশ্চিত করতে হবে।সঠিক যত্নের মাধ্যমে শিম গাছে ভালো ফলন নিশ্চিত করা যায়, যা কৃষকের পরিশ্রমের সার্থকতা আনে।
The fun of collecting beans in bulk from the bean loft is different. There is great joy when one or two green beans are plucked from among the green leaves of the bean plant. Especially when sprouting fertilized beans, more nutritious beans are sprouted i.e. beans that have thickened the pods are better when sprouting. Because I love to eat the beans that have become fat. However, the amount of beans that my bean vegetable loft will produce is beyond my imagination. In fact, if he works properly, his results are always beautiful, this is the real proof of it. Harvesting beans shows that my hard work was 100% correct and my hard work has paid off. I am most happy that my family can eat completely fresh and formalin free vegetables as a result of my hard work. Besides, several of my closest relatives and neighbors also got to taste my shim machar beans. Although it took a lot of effort to make this kind of bean loft, it didn't cost me much. Even after providing enough beans for my family, there are many beans left in my bean vegetable loft. So I am thinking, in the coming days, I will collect all the beans and sell them at our nearest vegetable market. So we all should, use time and value time. If we all focus on growing vegetables in this way from our respective positions then we will be able to save a lot of money for our family and also earn some money. Best wishes and love to all.
শিম সবজির মাচা থেকে থোকা থোকা শিম সবজি সংগ্রহ করার মজাই আলাদা। শিম গাছের সবুজ পাতার মাঝে থেকে একটি-দুইটি করে শিম সবজি ছোড়ানোর সময় খুবই আনন্দ অনুভব হয়। বিশেষ করে যখন পরিপুষ্ট শিম ছোড়ানোর সময় বেশি পরিপুষ্ট শিম ছোড়ানো হয়ে যায় অর্থাৎ শিমের বিচি মোটা হয়ে গেছে এমন শিম ছোড়ানোর সময় আরো বেশি ভালো লাগে। কারণ শিমের বিচি মোটা হয়ে যাওয়া শিম গুলো খেতে আমার খুবই ভালো লাগে। যাহোক, আমার শিম সবজির মাচায় যে এতো পরিমাণে শিম আসবে সেটা আমার কল্পনার বাইরে। আসলে সঠিকভাবে পরিশ্রম করলে তার রেজাল্ট যে সব সময় সুন্দর হয় এটাই তার বাস্তব প্রমাণ। শিম সবজি সংগ্রহের সময় বোঝা যায় যে, আমার পরিশ্রম শতভাগ যথার্থ ছিল এবং আমার পরিশ্রম সার্থক হয়েছে।আমার সবচেয়ে আনন্দের বিষয় যে, আমার পরিশ্রমের ফলে আমার পরিবার সম্পূর্ণ রূপে টাটকা এবং ফর্মালিন মুক্ত সবজি খেতে পারছে। পাশাপাশি আমার বেশ কয়েকটি নিকটতম আত্মীয় এবং প্রতিবেশীরাও আমার শিম মাচার শিমের স্বাদ গ্রহণ করতে পেরেছে। এ ধরনের শিমের মাচা তৈরিতে অনেকটা পরিশ্রম হলেও কিন্তু তেমন কোনো খরচ হয়নি আমার। আমার পরিবারে পর্যাপ্ত পরিমাণে শিম সবজি সরবরাহ করার পরেও আমার শিম সবজির মাচায় অনেক শিম থেকে যায়। তাই আমি চিন্তা করছি, আগামী দিনে শিম সবজি সম্পূর্ণরূপে সংগ্রহ করে আমাদের নিকটতম সবজি আড়তে গিয়ে বিক্রয় করবো। তাই আমাদের সকলের উচিত, সময়কে কাজে লাগানো এবং সময়ের মূল্য দেওয়া। আমরা সকলেই যদি নিজ নিজ অবস্থান থেকে এভাবে সবজি চাষে মনোযোগী হয় তাহলে আমরা আমাদের পরিবারের অনেকগুলো টাকা সাশ্রয় করতে সক্ষম হবো এবং পাশাপাশি কিছু টাকা উপার্জন করতেও সক্ষম হবো। সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.