My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Sunday , December 15/2024
Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes, if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.
আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।
This is a photograph of the Alkananda flower plant. This flower surrounded by this beautiful yellow color was the first thing that caught my attention. In fact, there were many flowers outside in this park and there were many beautiful things to photograph, which we could not finish by taking photos, so I started photographing this Alkananda flower tree from outside. .Alkananda flower, also known as "Golden Trumpet" by many, is a famous tree flower in South and Southeast Asia. This bright yellow colored flower is especially popular for its charming beauty and sweet fragrance. Alkananda flower grows well mainly in humid and hot climates. Although it is a creeper, it can grow into a shrub with proper care. The flowers are bell-shaped, which creates a charming contrast with the green leaves of the plant.
This flower is known not only for its beauty, but also for its medicinal properties. Alkananda leaf extract is often used to treat skin diseases and mild inflammation. However, some parts of it are poisonous, so caution is required in its use. Alkananda is an ideal flowering plant for gardeners. It adds beauty and freshness to the environment when planted in a home yard, park, or any open space. This wonderful creation of nature spreads the beauty of nature around us.
এটা অলকানন্দা ফুল গাছের ফটোগ্রাফি। হলুদ রঙ্গের এই সুন্দর আবরণী তে ঘেরা এই ফুলটা প্রথমে আমার নজরে পড়ল আসলে এই পার্কে বাইরে অনেক ফুল ছিল এবং ফটোগ্রাফি করার অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলোর ফটোগুলো তুলেই প্রায় আমরা শেষ করতে পারছিলাম না তো প্রথম অবস্থায় বাইরে থেকে এই অলকানন্দা ফুল গাছের ফটোগ্রাফি করা শুরু করলাম।অলকানন্দা ফুল, যাকে অনেকেই "গোল্ডেন ট্রাম্পেট" নামেও চেনেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি বিখ্যাত গাছের ফুল। উজ্জ্বল হলুদ রঙের এই ফুল তার মোহনীয় সৌন্দর্য এবং স্নিগ্ধ সুবাসের জন্য বিশেষভাবে জনপ্রিয়।অলকানন্দা ফুল প্রধানত আর্দ্র ও গরম আবহাওয়ায় ভালভাবে বৃদ্ধি পায়। এটি লতা জাতীয় গাছ হলেও সঠিক পরিচর্যায় এটি ঝোপ আকারে বেড়ে উঠতে পারে। ফুলগুলো ঘণ্টা আকৃতির, যা গাছের সবুজ পাতার সঙ্গে একটি মনোমুগ্ধকর বৈপরীত্য তৈরি করে।
এই ফুল কেবল তার সৌন্দর্যের জন্য নয়, বরং ঔষধি গুণাবলীর জন্যও পরিচিত। অলকানন্দা পাতার নির্যাস অনেক সময় চর্মরোগ ও হালকা প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে এর কিছু অংশ বিষাক্ত হওয়ায় এটি ব্যবহারে সতর্কতা প্রয়োজন।বাগানপ্রেমীদের কাছে অলকানন্দা একটি আদর্শ ফুলগাছ। এটি বাড়ির আঙিনা, পার্ক, বা যেকোনো খোলা জায়গায় রোপণ করলে পরিবেশে সৌন্দর্য ও সতেজতা বৃদ্ধি করে। প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি আমাদের চারপাশে প্রকৃতির অপরূপ সুষমা ছড়িয়ে দেয়।
Now to enter a little bit inside, we saw a beautiful house with four rooms where it is painted like the picture and there are many beautiful, beautiful flower plants planted on the floor, so I took this white flower photography from there.
এবার একটু ভিতরে প্রবেশ করতে আমাদের চোখে পড়ল চার রুমের একটা সুন্দর বাড়ি যেখানে ছবির মত করে রং করা এবং মেঝেতে টপে করে অনেক সুন্দর, সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে তো সেখান থেকে এই সাদা রঙ্গের ফুলের ফটোগ্রাফি টা করেছি।
This is a photograph of Bougainvillea flower. The name of this flower is Bougainvillea. But this flower was a beautiful flower of yellow color, the flower looks like a leaf and the water was watering in dark yellow. Native to America. It is popular among garden lovers all over the world for its bright colors and easy care. Bougainvillea is available in different colors, such as pink, white, red, purple and orange. Bougainvillea flowers are actually white, tiny. The colorful part around it is the modified leaves or bracts, which make the flower attractive. It grows well mainly in tropical and subtropical regions. It can thrive with very little water and direct sunlight, which makes it particularly useful in arid regions. This plant is not only aesthetically pleasing but also important for the environment. It holds the soil and prevents erosion. The plant can easily climb a wall or fence, so it is also used as a natural cover. The beauty of bougainvillea flowers not only delights nature but also the human mind. It is therefore an ideal plant to liven up your garden or surroundings.
এটি বোগেনভিলিয়া ফুলের ফটোগ্রাফি।এই ফুলটির নাম বোগেনভিলিয়া। তবে এই ফুলটি হলুদ রঙের একটা সুন্দর ফুল ছিল অনেকটা পাতার মতো দেখতে ফুলটি এবং গাড়ো হলুদে জল জল করছিল তো দেখেই ফটোগ্রাফি করতে ইচ্ছে হলো যার কারণে একটা ফটোগ্রাফি করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি।বোগেনভিলিয়া ফুল একটি অত্যন্ত জনপ্রিয় এবং দৃষ্টিনন্দন গাছ, যা মূলত দক্ষিণ আমেরিকার স্থানীয়। এটি তার উজ্জ্বল রঙ এবং সহজ পরিচর্যার জন্য সারা বিশ্বে বাগানপ্রেমীদের মধ্যে জনপ্রিয়। বোগেনভিলিয়া বিভিন্ন রঙে পাওয়া যায়, যেমন গোলাপি, সাদা, লাল, বেগুনি এবং কমলা।বোগেনভিলিয়ার ফুল আসলে সাদা, ক্ষুদ্র । এর চারপাশের রঙিন অংশটি হলো সংশোধিত পাতা বা ব্র্যাক্টস, যা ফুলকে আকর্ষণীয় করে তোলে। এটি প্রধানত গ্রীষ্মমণ্ডলীয় ও উপগ্রীষ্মীয় অঞ্চলে ভালোভাবে বেড়ে ওঠে। খুব কম পানি এবং সরাসরি সূর্যালোকেই এটি প্রস্ফুটিত হতে পারে, যা একে শুষ্ক অঞ্চলে বিশেষ উপযোগী করে তোলে।এই উদ্ভিদটি কেবল সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ। এটি মাটি ধরে রাখে এবং ভূমিক্ষয় রোধ করে। গাছটি সহজেই প্রাচীর বা বেড়ায় চড়ে উঠতে পারে, তাই এটি প্রাকৃতিক আচ্ছাদন হিসেবেও ব্যবহৃত হয়।বোগেনভিলিয়া ফুলের সৌন্দর্য শুধু প্রকৃতিকে নয়, মানুষের মনকেও আনন্দিত করে। তাই এটি আপনার বাগান বা আশেপাশের পরিবেশে প্রাণ সঞ্চার করার জন্য একটি আদর্শ উদ্ভিদ।
This flower was very beautiful to look at, but this flower did not have much fragrance. This flowering plant can be used to enhance the beauty of gates or similar items as it grows like a vine when planted.
এই ফুলটা দেখতে বেশ সুন্দর ছিল তবে এই ফুলের তেমন একটা সুবাস নেই এর আচরণটা অনেকটা গেট ফুলের মত ছিল কারণ একটু লতার মতো ছিল এই গাছটা। এই ফুলের গাছ গেট অথবা এসব জাতীয় জিনিসের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি করার ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে কারণ এটি লাগিয়ে দিলে লতার মত উঠে যাবে।
The little house I talked about earlier has this beautiful piece of land in front of it, most of which is just planted with flowers. I tried to take a photograph standing in the middle to give you an idea of what the place we visited looked like.
প্রথমে যে ছোট্ট বাড়িটার কথা বলেছিলাম, ওই বাড়িটার সামনে এই সুন্দর জায়গা টুকু রয়েছে যার বেশিরভাগ এলাকাতেই শুধু ফুল গাছ লাগানো রয়েছে। আমি মাঝখানে দাঁড়িয়ে একটা ফটোগ্রাফি করার চেষ্টা করেছি যাতে আপনাদের ধারণা দিতে পারি আমরা যে জায়গাটাতে গিয়েছিলাম ওটা দেখতে কেমন ছিল।
Dugdugi, tanpura fruit, or belly bell is a strange shaped fruit, which is still unknown to many. This fruit is mainly found in the warmer regions of the Indian subcontinent and Southeast Asia. It is known as "Dugdugi" or "Tanpura" for the shape and texture of the fruit, as its shell resembles the Dugdugi musical instrument. The fruit is usually green when unripe, and turns yellow or brown when ripe. Its shell is hard, which has been used for various purposes since ancient times. The inner part of Dugdugi fruit is not edible, but it is rich in various medicinal properties. Medicine is prepared from its bark, which is useful in diseases like respiratory problems, fever, and stomach problems. Moreover, its hard shell is made into utensils, musical instruments or art objects. This fruit tree grows to about 10-15 meters tall and its shade provides a comfortable shade in the tropical environment. Dugdugi fruit still holds a special importance in rural life. Its versatile uses and traditional importance instills in us a deeper respect for nature.This Dugdugi and Tanpura have different names in different areas. What is the name of this Dugdugi and Tanpura fruit in your area, please comment. You all will be fine today so far, I will come to you with better posts in the coming days. Everyone pray for me. I wish you all the best. Allah Hafez.
ডুগডুগি, তানপুরা ফল, বা বেলি বেল নামে পরিচিত একটি অদ্ভুত আকৃতির ফল, যা অনেকের কাছে এখনো অজানা। এই ফলটি মূলত ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উষ্ণ অঞ্চলে পাওয়া যায়।ফলের আকৃতি ও গঠনের জন্য এটি "ডুগডুগি" বা "তানপুরা" নামে পরিচিত, কারণ এর খোলের সঙ্গে ডুগডুগি বাদ্যযন্ত্রের মিল রয়েছে। সাধারণত এই ফলটি কাঁচা অবস্থায় সবুজ, এবং পাকার পর হলুদ বা বাদামি বর্ণ ধারণ করে। এর খোল শক্ত, যা প্রাচীনকাল থেকে নানা কাজে ব্যবহৃত হয়ে আসছে।ডুগডুগি ফলের ভেতরের অংশ খাওয়ার উপযোগী নয়, তবে এটি বিভিন্ন ভেষজ গুণে ভরপুর। এর শাঁস থেকে ওষুধ তৈরি করা হয়, যা শ্বাসকষ্ট, জ্বর, ও পেটের সমস্যার মতো রোগে উপকারী। তাছাড়া এর শক্ত খোল তৈরি করা হয় পাত্র, বাদ্যযন্ত্র বা শৈল্পিক সামগ্রী হিসেবে।এই ফলের গাছ প্রায় ১০-১৫ মিটার লম্বা হয় এবং এর ছায়া গ্রীষ্মমণ্ডলীয় পরিবেশে আরামদায়ক ছায়া দেয়। গ্রামীণ জীবনে ডুগডুগি ফল এখনও এক বিশেষ গুরুত্ব বহন করে। এর বহুমুখী ব্যবহার এবং ঐতিহ্যগত গুরুত্ব আমাদের প্রকৃতির প্রতি আরও গভীর শ্রদ্ধা জাগায়।বিভিন্ন এলাকায় এই ডুগডুগি ও তানপুরা ফলে বিভিন্ন নাম রয়েছে। আপনাদের এলাকায় এই ডুগডুগি ও তানপুরা ফলের কি নাম রয়েছে অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভাল থাকবেন আজ এ পর্যন্তই সামনের দিনগুলো আমি আরো ভালো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমার জন্য সকলে দোয়া করবেন আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি।আল্লাহ হাফেজ।
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.