My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Tuesday , November 13/2024
Assalamu Alaikum how are you all I hope you are all very well I am very well with your prayers and the mercy of Almighty Allah I am here again today with a new post. Today I am going to share with you some secret fish farming tips and tricks. Let's get started. Friends, today I am sharing with you some tips and secret information about fish farming and also in the light of my experience, I think today's post is going to be interesting. So today's post will be very special for those of you who are very interested in fish or fisheries, but let's start. Fish If we talk about our natural resources and fish farming, then the most significant fish of our country is Padma hilsa fish. Hilsa is found in many places, but when we talk about hilsa fish, the name of Bangladesh comes up first because this fish is connected with our country in such a way that many Even there are developed countries, hilsa means Bangladesh's Padma hilsa. Likewise, many types of fish can be cultivated in our closed ponds, especially panga, tilapia, and various types of carp.
আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমি আপনার দোয়া ও মহান আল্লাহ তাআলার রহমত অনেক ভালো আছি আমি আজ আবারো নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আমি আজ আপনাদের মাঝে কিছু মাছ চাষের গোপন টিপস ও পদ্ধতি শেয়ার করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে মাছ চাষ করার কিছু টিপস এবং কিছু গোপন তথ্য এবং সেই সাথে আমার যেই অভিজ্ঞতা রয়েছে সেই আলোকে আপনাদের মাঝে আজকে ছোট্ট এই পোস্টটা করছি, আমার মনে হয় আজকের পোস্টা ইন্টারেস্টিং হতে যাচ্ছে । তাই আপনাদের যাদের, যাদের মাছের উপর অথবা মৎস্য সম্পদের উপরে খুব বেশি আগ্রহ তাদের জন্য আজকের পোস্টটা অনেক স্পেশাল হবে তবে চলুন শুরু করি। মাছ আমাদের প্রাকৃতিক সম্পদ আর মাছ চাষের কথা যদি বলি তাহলে আমাদের দেশের সব চেয়ে উল্লেখযোগ্য মাছ হচ্ছে পদ্মার ইলিশ মাছ ।ইলিশ কিন্তু অনেক জায়গায় হয়ে থাকে কিন্তু ইলিশ মাছের কথা বললেই প্রথমে বাংলাদেশের নাম ভেসে উঠে কারণ এই মাছটা আমাদের দেশের সঙ্গে এমন ভাবে জড়িয়ে গেছে যে অনেক উন্নত দেশগুলো রয়েছে সেখানেও ইলিশ মানেই বাংলাদেশের পদ্মার ইলিশকে সবার আগে চিনে। ঠিক তেমনিভাবে আমাদের বদ্ধ জলাশয়ে অনেক ধরনের মাছ চাষ করা সম্ভব বিশেষ করে পাঙ্গা, তেলাপিয়া মৃগেল এবং বিভিন্ন রকম কার্প জাতীয় মাছ।
Farming these fishes can be profitable as well as our protein needs are met very well. Fish are plentiful in our area, so all around you can see ponds and ponds. Likewise we also have a large pond where we breed GL and Magur fish. Do you really know? From my experience I can say that these fish are very sensitive and need to spend a lot of time feeding these fish in the morning and evening and night. Because they eat more food in the evening. Just by giving food, the fish does not grow quickly. There are some drugs behind it, such as some special drugs for digestion. If the drugs are mixed with food, the food is digested very quickly in the stomach of the fish, which makes the fish eat more and grow faster. Besides, there are some other reasons for which fish growth happens very quickly.
এই মাছগুলো চাষ করে যেমন লাভবান হওয়া যায় তেমনি আমাদের প্রোটিনের চাহিদাও বেশ ভাল মতই মিটে। আমাদের এলাকাতে মাছ প্রচুর হয়ে থাকে তাই আশেপাশে যেদিকে চোখ যায় শুধুমাত্র পুকুর আর পুকুর। ঠিক তেমনি ভাবে আমাদেরও একটা বড় পুকুর রয়েছে যেখানে আমরা জিএল এবং মাগুর মাছ চাষ করে থাকি। সত্যি বলতে কি জানেন ? আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই মাছগুলো অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে প্রতিনিয়ত এই মাছগুলোকে অনেক বেশি সময় দিতে হয় এবং সকালে এবং সন্ধ্যা রাতে এদের খাবার দিতে হয়। কারণ সন্ধ্যার দিকে এরা বেশি খাবার খায়। শুধু খাবার দিলেই কিন্তু মাছ তাড়াতাড়ি বড় হয় না এর পেছনে কিছু ওষুধ রয়েছে যেমন হজম হওয়ার জন্য কিছু বিশেষ ঔষধ রয়েছে যে ওষুধগুলো খাবারের সঙ্গে মিশিয়ে দিলে খাবারটা খুব দ্রুত মাছের পেটে হজম হয়ে যায় যার ফলে মাছ অনেক বেশি খেতে পারে এবং দ্রুত এর বৃদ্ধি ঘটে। এছাড়া অন্যান্য কিছু কারণ রয়েছে যার জন্য মাছের বৃদ্ধি খুব তাড়াতাড়ি ঘটে থাকে।
Keeping other fish aside, today I am posting about Jail and Magur fish. Today in the evening me and my father went to feed the fish together and brought the fish feed and amount of feed as well as the picture of the pond through which you can see how we feed and how much we feed the fish grow very fast. Now-a-days feed or ready-made foods are available which are much more nutritious and the fish grow very fast when fed them. However, the estimated food prices are increasing day by day, but if it can be compared with the price of fish, there is a good profit. For example, if you invest five lakh rupees here, if regular maintenance and everything goes well, you will get a minimum profit of three to four lakh rupees from here, which is a good amount of profit.
অন্যান্য মাছের কথা সাইডে রাখি আজকে আমি আপনাদের মাঝে জেইল এবং মাগুর মাছ সম্পর্কেই পোস্টটা করছি । আজকে সন্ধ্যা বেলায় আমি এবং আমার আব্বু দুজনে মিলে মাছের খাবার দেওয়ার জন্য গিয়েছিলাম এবং সেখানে মাছের খাবার এবং খাবারের পরিমাণ সেইসাথে পুকুরের ছবিটা তুলে এনেছি যার মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে খাবার দিয়ে থাকি এবং কেমন পরিসরে খাবার দিলে মাছ খুব দ্রুত বৃদ্ধি পায়। এখন বর্তমানে ফিড অথবা রেডিমেড খাবার অ্যাভেইলেবল হয়ে গেছে যেগুলো অনেক বেশি পুষ্টিকর হয়ে থাকে এবং এগুলো খাওয়ালে মাছ খুব দ্রুত বৃদ্ধি হয়ে থাকে। তবে আনুমানিক খাবারের দাম গুলো দিন, দিন বেড়েই চলেছে তবে মাছের দামের সাথে যদি এর কমপেয়ার করা যায় সে ক্ষেত্রে মোটামুটি ভালই লাভ থাকে । যেমন আপনি যদি এখানে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে নিয়মিত পরিচর্য এবং সবকিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আপনি মিনিমাম তিন থেকে চার লক্ষ টাকা মুনাফা পাবেন যেটা বেশ ভালো একটা এমাউন্টের মুনাফা।
But I think you should always be more careful towards fish farming instead of looking at money as well as profit. Because before this, when we went to farm this fish, many fish died due to a small mistake, as a result of which our profit was a little less that year, but we did not lose much, we were recovering everything. There are many profit opportunities in this type of agriculture if you follow these strategies regularly and continue to farm fish then I think on the one hand the demand for protein will increase in the country and you can earn a good amount of profit from this. My future plan includes a part of fish farming where I have budgeted that amount of fish farming and also set up some establishments so that I can get a good amount of output from it. I'm not really interested in jobs, but there is a lot of pressure to work from home, which is why I'm studying for a job. But I always like to think about business.
তবে আমার মনে হয় অর্থের পাশাপাশি লাভের দিকে না তাকিয়ে নিজেকে সবসময়ই মাছের চাষের দিকে আরো বেশি সতর্ক রাখতে হবে । কারণ এর পূর্বে আমরা যখন এই মাছ চাষ করতে গিয়েছিলাম সামান্য একটু ভুলের কারণে অনেকগুলো মাছ মারা গিয়েছিল যার ফলে সেই বছরে আমাদের একটু লাভ কম হয়েছিল তবে মোটামুটি লস হয়নি সব মিলেম রিকভারি করে ফেলছিলাম। এই ধরনের কৃষি ক্ষেত্রে অনেক মুনাফা সুযোগ রয়েছে আপনারা যদি নিয়মিত এই স্ট্র্যাটিজিগুলো ফলো করেন এবং মাছ চাষ করতে থাকেন তাহলে আমার মনে হয় একদিক থেকে প্রোটিনের চাহিদা যেমন দেশে বাড়বে তেমনি এখান থেকে একটি ভালো পরিমাণ মুনাফা আপনারা অর্জন করে নিতে পারবেন। আমার ভবিষ্যৎ প্ল্যান এর মধ্যে মাছ চাষের একটি অংশ রয়েছে যেখানে আমি একটা বাজেট করে রেখেছি যে এই পরিমাণ পরিসরে আমি মাছ চাষ করবো এবং পাশাপাশি কিছু প্রতিষ্ঠান দার করাবো যার ফলে সেখান থেকে একটা ভালো এমাউন্ট আমি আউটপুট পাব। এমনিতেই আমার চাকরি-বাকরির উপর তেমন একটা আগ্রহই নাই তবে বাসা থেকে চাকরির জন্য অনেক চাপ দেয় যার কারণে চাকরির জন্য পড়াশোনা করছি। তবে সব সময় আমার ব্যবসায়িক চিন্তা ভাবনায় ভালো লাগে।
Many lands remain uncultivated due to non-cultivation, which is not profitable for farmers. However, digging a pond on such land and starting indigenous fish farming can be a profitable venture. Indigenous fish farming by digging ponds is economically viable as well as easily manageable. Farmers can earn good income by cultivating local species of fish such as roe, catla, mrigel, punti and tilapia. Demand for indigenous fish is year-round and the market value is high because of its nutritional value and taste. Excavation of ponds in uncultivated land creates water bodies, which are not only for fish farming but also help in maintaining ground water table. Pond fish farming can be a long-term source of income for the farmers if the ponds are constructed with government training and cooperation, with the provision of improved varieties of fry and the provision of essential feed. Besides, employment opportunities are also created for the local people. Thus, digging of ponds and indigenous fish farming in uncultivated land can create new possibilities for rural economy.Finally, I am going to present to you some general information about fish farming that will be easy for you. We are a Bengali nation, we are Bengali in fish and rice, many of us love fish very much. We have fish in our food list almost at home. Therefore, if we compare the rate at which the price of fish is increasing in our country, we go to this place most of the time in rain water. Then I think those places you or you dig a pond it will cost 10 to 15 thousand taka to dig this pond because you know the land how much money it will take to cut the pond depends on the land or How big of a pond you cut will depend on your pond. We have many people in his village who work in the fields and besides doing business there are many people who are school teachers. It is very easy for them to farm fish in this pond. You should keep one thing in mind that you can earn more by farming this fish and if that is the case. There is no need for local fish. In many places you leave the fish in the pond normally and when you go fishing you find that the fish have grown too big to eat but if we put some fertilizer and food in this month if the fish can grow then we can earn most of the people here. . So I am going to share something with you that will help us to grow fish without sitting down and get more and it will benefit us a lot in our day to day life. And there are more techniques to cultivate fish, just a little good advice. Keep in mind that we can cultivate good fish. There are some respected people in your village who are very experienced in fish farming you can take advice from them I believe they will give good advice and if you do fish farming we have shortage of fish in Bangladesh. We comparatively think that the fishes that we farm in the ponds are very tasty and tasty, the fishes in the sea are not affordable to many of us, you have to keep in mind that anyway if you like these tips then you can definitely follow the tips. Anyways Which do you like job or business? I hope you will let me know in the comments. Also, if you have more water on your side, you can cultivate different types of fish in closed ponds if you want. Hope you will get a good output from here inshallah. Anyway, thank you all for staying by my side and enjoying the blog. See you again very soon with a new post. Until then, stay healthy everyone. May God bless you.
চাষাবাদ না হওয়ার কারণে অনেক জমি অনাবাদী পড়ে থাকে, যা কৃষকদের জন্য লাভজনক নয়। তবে এই ধরনের জমিতে পুকুর খনন করে দেশি মাছের চাষ শুরু করলে তা হতে পারে একটি লাভজনক উদ্যোগ। পুকুর খনন করে দেশি মাছ চাষ যেমন অর্থনৈতিকভাবে লাভজনক, তেমনই এটি সহজে পরিচালনাযোগ্য। স্থানীয় প্রজাতির মাছ যেমন রুই, কাতলা, মৃগেল, পুঁটি এবং তেলাপিয়া চাষ করে কৃষকরা ভালো আয় করতে পারেন।দেশি মাছের চাহিদা সারাবছরই থাকে এবং এগুলোর পুষ্টিগুণ ও স্বাদে ভরপুর হওয়ায় বাজারমূল্যও বেশি। চাষাবাদ না হওয়া জমিতে পুকুর খনন করলে জলাশয় তৈরি হয়, যা শুধু মাছ চাষের জন্য নয়, বরং ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায়ও সহায়ক। পুকুরে মাছ চাষের জন্য উন্নত জাতের পোনা এবং প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করলেই অল্প সময়ের মধ্যে ভালো ফল পাওয়া যায়।পুকুর খনন ও মাছ চাষে সরকারি প্রশিক্ষণ এবং সহযোগিতা নিয়ে কাজ করলে কৃষকদের জন্য এটি একটি দীর্ঘমেয়াদি আয়ের উৎস হতে পারে। এছাড়া স্থানীয় লোকজনের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়। সুতরাং, অনাবাদী জমিতে পুকুর খনন ও দেশি মাছ চাষ গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।সবশেষে আমি আপনাদের মাঝে মাছ চাষের সাধারণ কিছু তথ্য তুলে ধরতে যাচ্ছি যেটা আপনাদের কাছে সহজ লাগবে। আমরা বাঙালি জাতি আমরা মাছে ভাতে বাঙালি আমাদের অনেকেরই খুবই প্রিয় মাছ আমাদের প্রায় বাড়িতেই খাবারের তালিকায় মাছ থাকেই সেজন্য বলব আমাদের দেশে যে হারে মাছের দাম বেড়ে চলেছে আমরা যদি সেই তুলনায় আমাদের যে জমিগুলোতে ধানের আবাদ বা অন্যান্য ফসল ফলে না অধিকাংশ সময়ে বৃষ্টির পানিতে এই জায়গাটি যাই তাহলে আমি মনে করি সেই জায়গাগুলো আপনি বা আপনারা একটি পুকুর খনন করুন এই পুকুর খনন করতে ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হবে কারণ আপনাদের জমি বুঝে পুকুর কাটতে কত টাকা লাগবে জমির উপর নির্ভর করবে বা আপনার পুকুরের উপর নির্ভর করবে আপনি কত বড় পুকুর কেটেছেন। আমরা ওর গ্রামে অনেক মানুষেরা মাঠে কাজ কাম করি এবং তার পাশাপাশি ব্যবসা করে আবার অনেক মানুষেরা রয়েছে যারা স্কুলের শিক্ষকতা করে থাকে তাদের জন্য খুবই সহজ এই পুকুরে মাছ চাষ করা আপনার একটা জিনিস মাথায় রাখবেন যে অধিক লাভ করতে পারব এই মাছ চাষ করে আর সেটি যদি হয় দেশি মাছ তাহলে আর কথাই নেই। আপনারা অনেক জায়গাতে পুকুরে মাছ সাধারণভাবে ফেলে রাখেন সেখানে মাছ ধরতে গেলে আপনারা দেখতে পান যে মাছগুলো অনেক বড় হয়ে গেছে খাওয়ার উপযুক্ত হয়েছে কিন্তু আমরা যদি এই মাসে একটু সার খোল এবং খাবার দিয়ে যদি মাছগুলো আবাদ করতে পারে তাহলে আমরা কিন্তু এখান থেকে অধিকাংশ মানুষ উপার্জন করতে পারব। তাই আমি আপনাদের মাঝে একটা কথা শেয়ার করতে যাচ্ছি যে বসে না থেকে মাছ চাষ করবো এবং অধিক পারবো এবং আমাদের দুই দিন দিন জীবনে আমাদের অনেক উপকারে আসবে। আর তেমন মাছ চাষ করতে বেশি কিছু টেকনিক শুধু একটু ভালো পরামর্শ এই আমরা ভালো মাছ চাষ করতে পারব মাথায় রাখবেন দেখতে পারে না করে নিজের গানে ফকির হবেন কিন্তু এমন কোন মানুষের কাছে যাবেন না ন যে আপনার ভালো কিছু করার চেয়ে খারাপটাই বেশি করবে। আপনার গ্রামে কিছু সম্মানিত লোক রয়েছে যারা মাছ চাষে অনেক অভিজ্ঞ আপনারা তাদের কাছে পরামর্শ নিতে পারেন আমি বিশ্বাস করি ভালো পরামর্শ দেবে এবং আপনারা মাছ চাষ করলে আমাদের বাংলাদেশে মাছের ঘাটতি। আমরা তুলনামূলকভাবে মনে করে আমরা যে মাছগুলো পুকুরে চাষাবাদ করি সেগুলো অনেক টেস্টি ও সুস্বাদু হয়ে থাকে সাগরে মাছগুলো আমাদের অনেকেরই কেনার সামর্থ্য থাকে না এটা আপনাদের মাথায় রাখতে হবে তো যাই হোক আপনাদের যদি এই টিপস গুলো ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই টিপসগুলো ফলো করতে পারেন।যাই হোক আপনাদের কাছে কোনটা ভালো লাগে চাকরি নাকি ব্যবসা? আশা করি কমেন্টে জানিয়ে যাবেন এছাড়াও আপনাদের ওদিকে যদি পানির পরিমাণ বেশি থাকে সে ক্ষেত্রে বদ্ধ জলাশয় আপনারা চাইলে বিভিন্ন প্রকার মাছ চাষ করতে পারেন। আশা করি এখান থেকে আপনারা ভালো একটি আউটপুট পাবেন ইনশাল্লাহ। যাই হোক ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষন পাশে থেকে ব্লগটি উপভোগ করার জন্য আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন পোস্টে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.