Some great photography today.

in blurt-1787181 •  6 days ago 

Hello..!!
My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Thursday , December 12/2024

FunPic_20241212_204917922.jpg

Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes, if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.

আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।

IMG_20201130_153159-75.jpeg

You can see this is our favorite marigold flower. I don't know if it is everyone's favorite but I like it very much especially its subhas makes it stand out from all the other flowers. These flowers are not very big but hopefully will be big and beautiful in a few days.

এটা দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয় গাঁদা ফুল ।জানিনা সবার প্রিয় নাকি তবে এটা আমার খুব ভালোই লাগে বিশেষ করে এর সুভাষ যেন সকল ফুল থেকে এটাকে আলাদা করে তোলে। এই ফুলগুলো তেমন একটা বড় হয় নাই তবে আশা করা যায় কিছু দিনের মধ্যে এখনো অনেক বড় এবং সুন্দর হয়ে উঠবে।

IMG_20201130_153159-77.jpeg

We all know that the symbol of beauty is flower and the king of flowers is called rose. I like rose flowers a lot, especially red roses, white roses and all kinds of roses are very nice to me. Likewise, I was very attracted to see this rose flower, so I took a photo.

আমরা সবাই জানি সুন্দর্যের প্রতীক হচ্ছে ফুল এবং ফুলের রাজা কে বলা হয় গোলাপ। গোলাপ ফুল আমি অনেক পছন্দ করি বিশেষ করে লাল গোলাপ ,সাদা গোলাপ এবং যত ধরনের গোলাপ হোক না কেন সবাই আমার কাছে বেশ ভালো লাগে ঠিক তেমনি ভাবে এই গোলাপ ফুলটি দেখেও আমি অনেক আকৃষ্ট হয়েছিলাম তাই টুক করে একটা ফটোগ্রাফি করে নিলাম।

IMG_20201130_153159-76.jpeg

I know the name of this flower, but I can't remember it right now, but when I was a child, there was a lot of maintenance about this flower in science books. A beautiful chemical reaction can be done with this flower. When I took the photography it was very sunny so the photography turned out a little better.

এই ফুলটির নাম আমি জানি তবে ঠিক এই মুহূর্তে মনে আসতেছে না তবে ছোটবেলায় বিজ্ঞান বইয়ে এই ফুলটিকে নিয়ে অনেক রক্ষণাবেক্ষণ চলতো এই ফুলটা দিয়ে সুন্দর একটা রাসায়নিক বিক্রিয়া করা যায়। যখন ফটোগ্রাফি করেছিলাম তখন অনেক রোদ ছিল তাই ফটোগ্রাফি টা একটু ভালো হয়েছে।

IMG_20201130_153159-71.jpeg

To do photography, I was wondering what is new for you guys, but anyway, I finally found this new flower plant inside the park. I don't know the exact name of this flower plant, but when there was a lot of sun, this flower plant was sparkling because the flower plant is yellow in color and its brightness has increased due to the sun shining on it.
ফটোগ্রাফি করতে, করতে ভাবছিলাম যে নতুন কি আপনাদের জন্য পাওয়া যায় তবে যাই হোক অবশেষে এই নতুন ফুল গাছটি পার্কের ভিতর পেলাম। এই ফুল গাছের নামটি ঠিক আমি জানিনা তবে তখন অনেক রোদ থাকাই এই ফুল গাছটা ঝকঝক করছিল এর কারণ হচ্ছে ফুল গাছটা হলুদ বর্ণের এর ওপরে রোদ পড়াই এটির উজ্জ্বলতার বেড়ে গেছে।

IMG_20201130_153159-72.jpeg

The one I was talking about is the flower plant. This flower plant is very lush because the whole flower garden is surrounded by a beautiful canopy and bamboo wall and with it these flower plants are in the geth.

যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে সেই ফুল গাছটা। এই ফুল গাছটা অনেক ঝাকরা এটা বলার কারণ হচ্ছে পুরো ফুলের বাগানটা একটা সুন্দর আবরণী এবং বাঁশের দেয়াল দিয়ে ঘেরা রয়েছে এবং তার সাথে এই ফুল গাছগুলো গেথে রয়েছে এখন যেহেতু এই ফুল কাজগুলো বড় হয়ে গেছে তাই মনে হচ্ছে যে এই ফুল গাছ দিয়েই পুরো জায়গাটা ঘেরা।

IMG_20201130_153159-74.jpeg

It's not actually a flower, it's a beautiful plant. Its leaves are very beautiful and colorful. In our area, this tree is called Patabahar. I don't know what it is called in your area, but if this tree is planted in the yard of the house, it looks really beautiful.

এইটা আসলে কোন ফুল না এটা একটা সুন্দর গাছ। এর পাতাগুলো অনেক সুন্দর এবং রঙ্গিন হয়ে থাকে আমাদের এলাকায় এই গাছটিকে পাতাবাহার বলা হয় জানিনা আপনাদের এলাকাতে কি বলে ডাকে তবে এই গাছটি বাড়ির আঙ্গিনায় লাগানো হয় তাহলে সত্যি দেখতে অনেক সুন্দর লাগে।

IMG_20201130_153159-73.jpeg

Although it is a flower tree, I see that this flower tree also has fruits. I found this topic interesting, so I took this photograph with great interest. Below this photograph is the photograph of the flower with fruit. You can see it if you scroll a little.

এটা যদিও একটা ফুল গাছ তবে এই ফুল গাছটির আবার দেখতেছি ফলও রয়েছে । আমার কাছে এই বিষয়টি ইন্টারেস্টিং মনে হয়েছিল তাই অনেক আগ্রহী হয়ে এই ফটোগ্রাফি টা করেছি এই ফটোগ্রাফি টার নিচেই রয়েছে ওই ফলওয়ালা ফুলটির ফটোগ্রাফি আপনারা একটু স্ক্রল করলে ওটা দেখতে পাবেন।

IMG_20201130_153159-777655.jpeg

In the picture you can see a big, big yellow malta. I can't tell what breed this malta is, but the size of the malta was much bigger than a normal malta, so I thought I would take a photo of it. However, these goods were being sold at the same price as normal goods.

ছবিতে দেখতে পাচ্ছেন বড়, বড় হলুদ রঙের মাল্টা ।এই মালটা টা কোন জাতের আমি বলতে পারব না তবে মাল্টার সাইজ মোটামুটি স্বাভাবিক মালটার চেয়ে অনেক বড় ছিল তাই ভাবলাম এটির একটা ফটোগ্রাফি করি। তবে এই মালটা টা স্বাভাবিক যে মালটা গুলো রয়েছে ওই একই দরে বিক্রয় করা হচ্ছিল।

IMG_20201130_153159-775774.jpeg

You can see this strawberry, before I ate strawberry once when I was in Dhaka, I bought and ate it once as a hobby. It tastes a lot like pineapple, but now that it's Ramadan, I haven't been able to try it. But it was very good to see.

এটি দেখতে পাচ্ছেন স্ট্রবেরি, স্ট্রবেরি এর আগে আমি একবার খেয়েছিলাম যখন ঢাকায় ছিলাম তখন একবার শখ করে ক্রয় করে খেয়েছিলাম । এটি খেতে অনেকটা আনারসের মত লাগে তবে এখন যেহেতু রমজান মাস তাই আর এটা টেস্ট করে দেখতে পারি নাই । তবে দেখতে অনেক ভালো লাগছিল।

IMG_20201130_153159-774.jpeg

Here you can see a brother on the sidewalk, selling small children's pants, clothes and t-shirts. I don't know at what price he is selling them, I just took a photograph from a distance. These looked good from a distance.

এখানে দেখতে পাচ্ছেন ফুটপাতে একজন ভাইয়া, ছোট বাচ্চাদের প্যান্ট জামা এবং টি-শার্ট বিক্রয় করছেন। আমি জানিনা এগুলো কেমন মূল্যে উনি বিক্রয় করছেন শুধু দূর থেকে দেখে একটা ফটোগ্রাফি করেছি । এইগুলো দেখতে দূর থেকে ভালই লাগছিল।

IMG_20201130_153159-77098.jpeg

The entire bazaar is ladies bazaar as it goes to the right of this front lane. Here all the accessories for girls can be bought at a very cheap price. And since weaving works in Sirajganj, it goes without saying that the price of clothes here is low.

এই সামনের গলিটার ডানদিকে যেভাবে চলে গেল ওই পুরো বাজারটাই হচ্ছে লেডিস বাজার। এখানে মেয়েদের যাবতীয় সরঞ্জাম গুলো খুব সুলভ মূল্যে ক্রয় করা যায়। আর সিরাজগঞ্জ এ যেহেতু তাঁতের কাজ চলে তাই এটি বলার বাহুল্য রাখে না যে এখানকার পোশাক আশাকের দাম কম।

IMG_20201130_153159-773.jpeg

I bought a cream before coming from the market, actually for a few days I have been getting a lot of pimples on my face, the weather here and the water may not suit me well, that may be the reason, and I wake up a lot at night. Anyway, I bought a cream for that from here.

বাজার থেকে আসার পূর্বে আমি একটা ক্রিম ক্রয় করেছিলাম, আসলে কিছুদিন হলো মুখে অনেকগুলো ব্রণ বের হচ্ছে এইখানের আবহাওয়া এবং পানি হয়তোবা আমার সাথে তেমন একটা খাপ খাচ্ছে না এজন্য এটা হতে পারে আবার অনেক রাত জাগা হয় এটাও একটা কারণ হতে পারে। যাই হোক ওই জন্য একটা ক্রিম ক্রয় করেছিলাম এখান থেকে।

IMG_20201130_153159-772.jpeg

Here you can see that Jillapi is being sold. Our Hafiz brother likes Jilapi very much maybe because he only talks about Jilapi. I did this photography specially for him.You all will be fine. I hope you will like my posts and in the coming days I will share some good posts with you all please pray for me Allah Hafeez.

এখানে দেখতে পাচ্ছেন যে জিলাপি বিক্রয় করা হচ্ছে। আমাদের হাফিজ ভাইয়ার জিলাপি অনেক ভালো লাগে হয়তোবা কারণ কথায় কথায় শুধু জিলাপির কথা বলে উনি। উনার জন্য স্পেশাল ভাবে এই ফটোগ্রাফি টা করলাম‌।আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি আমার পোস্টগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং সামনের দিনগুলো আমি আপনাদের মাঝে ভালো কিছু পোস্ট শেয়ার করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।

IMG-20230422-WA0014.jpg

I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!