My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Friday , January 17/2025
Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes, if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography.
As always, today I am back with a new post. Today I will share a new photography post like any other day. In fact, while doing photography today, I realized that many of us may not be aware of how many beautiful and amazing scenes are hidden in the forest around us, as it happened to me. In fact, I had a lot of interest in photography today, but I couldn't find a good place for photography, so my elder brother's fish pond is a little far from our house, so I went there for the purpose of taking some photography, then while walking along the road, I saw many flowers and trees in front of me. Also, a childhood Today I will share with you the photograph of the familiar insect that got stuck in the eyes through this post. When I was a child, I used to play a lot with this insect. Seeing the insect, many childhood memories were floating in my eyes. I really had a lot of fun doing photography today. Anyway, let's see how today's photography turned out.
আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।
বরাবরের মত আজকেও আমি আপনাদের মাঝে আবারো নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি ।আজকে আমি অন্য দিনের মতো আবারো নতুন একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আজকে ফটোগ্রাফি করার সময় বুঝতে পারলাম যে আমাদের আশেপাশে থাকা বন জঙ্গলের মধ্যেও যে কত সুন্দর চমকপ্রদ দৃশ্য লুকিয়ে রয়েছে তা হয়তো আমাদের অনেকের অবগতই নয় যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল। আসলে আজকে ফটোগ্রাফি করার অনেক শখ জেগে ছিল তবে ফটোগ্রাফি করার জন্য তেমন ভালো জায়গা পাচ্ছিলাম না তো আমাদের বাসার থেকে একটু দূরে আমার বড় ভাইয়ের মাছের পুকুর রয়েছে তো ওইখানে গেলাম কিছু ফটোগ্রাফি করার উদ্দেশ্যে তারপরে রাস্তা দিয়ে হাঁটার সময় সামনে অনেকগুলো ফুল গাছ চোখে বাধল এছাড়াও ছোটবেলার একটা পরিচিত পোকাও চোখে বেঁধে গেল যেই পোকাটির ফটোগ্রাফিও আজকে আমি এই পোষ্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। ছোটবেলায় এই পোকাটা নিয়ে অনেক খেলা করতাম পোকাটিকে দেখে ছোটবেলার অনেক স্মৃতিগুলো চোখের মধ্যে ভাসতে ছিল । আজকে আসলেই অনেক মজা করেছি ফটোগ্রাফি করতে গিয়ে যাই হোক আজকের ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে চোলুন দেখে আসি।
This is Kamranga flower. Kamranga flowers are so fragrant, maybe I would not have understood if I had not seen this flower because Kamranga is a little sour to eat, but Kamranga flowers are very beautiful. I like it a lot while doing photography. We are all familiar with Kamranga fruit. It is quite popular for its sour-sweet taste. However, many may not know that Kamranga flowers are also a wonderful gift of nature. This flower is unmatched not only in beauty but also in fragrance. The small, charming flowers of Kamranga tree are usually white-pink in color. Its sweet fragrance soothes the mind from afar. Seeing the flowers will make anyone happy. Although Kamranga is a bit sour-sweet as a fruit, its flowers give a completely different experience. The beauty of Kamranga flowers fascinated me while doing photography. These tiny flowers have brought a new perspective to nature. These flowers blooming on branches of trees not only enliven the environment but also our mind. We often neglect these small beauties of nature. But after seeing the flowers of Kamranga, nature gives us some surprises every moment. So we should enjoy such beauty and be grateful to nature.
এটি হচ্ছে কামরাঙ্গার ফুল। কামরাঙ্গার ফুল যে এত সুগন্ধি হয় এ ফুলটি না দেখলে হয়তো বা আমি বুঝতে পারতাম না কেননা কামরাঙ্গা খেতে একটু টক হয়ে থাকে তবে কামরাঙ্গার ফুল কিন্তু অনেক চমৎকার । ফটোগ্রাফি করার সময়ই আমার এটি অনেক ভালো লেগেছে।কামরাঙ্গা ফলের সঙ্গে আমরা সবাই পরিচিত। টক-মিষ্টি স্বাদের জন্য এটি বেশ জনপ্রিয়। তবে, অনেকেই হয়তো জানেন না যে কামরাঙ্গার ফুলও প্রকৃতির এক অসাধারণ উপহার। এই ফুল শুধু সৌন্দর্যেই নয়, সুগন্ধিতেও অতুলনীয়।কামরাঙ্গার গাছের ছোট্ট, মনোমুগ্ধকর ফুলগুলো সাধারণত সাদা-গোলাপি রঙের হয়। এর মিষ্টি সুগন্ধ দূর থেকে মনকে প্রশান্তি দেয়। ফুলগুলো দেখলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। যদিও কামরাঙ্গা ফল হিসেবে একটু টক-মিষ্টি, তবে এর ফুল একদমই ভিন্ন অভিজ্ঞতা দেয়।ফটোগ্রাফি করার সময় কামরাঙ্গার ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এই ছোট্ট ফুলগুলো প্রকৃতির প্রতি নতুন দৃষ্টিভঙ্গি এনে দিয়েছে। গাছের শাখায় শাখায় ফুটে থাকা এই ফুলগুলো শুধু পরিবেশকে নয়, আমাদের মনকেও সজীব করে তোলে।প্রকৃতির এই ছোট্ট সৌন্দর্যগুলোকে আমরা প্রায়ই অবহেলা করি। কিন্তু কামরাঙ্গার ফুল দেখে মনে হয়েছে, প্রকৃতি আমাদের প্রতি মুহূর্তেই কিছু না কিছু চমক এনে দেয়। তাই আমাদের উচিত এমন সৌন্দর্য উপভোগ করা এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞ থাকা।
As a child, we named this insect Gandhe Poka. Actually, I don't know the exact name of this insect, but when we were children, we used to call this insect by this name, the main reason was that if we shake this insect a little, it emits a smell.
ছোটবেলায় এই পোকার নাম দিয়েছিলাম আমরা গান্ধে পোকা । আসলে এই পোকার সঠিক নামটা আমার ঠিক জানা নেই তবে ছোটবেলায় আমরা এই নামেই এই পোকাটিকে আখ্যায়িত করে থাকতাম এর মূল কারণ ছিল এ পোকাটিকে একটু নাড়া দিলেই এটির গা থেকে একটা একটা গন্ধ ছাড়ে এই জন্য।
The name of this flower is generally called as gate flower in our area, but maybe this flower has a specific name, but I don't know it. This flower is placed on the gate in front of the house and the whole gate makes this flower more beautiful. In our area the flower which we commonly know as "gate flower" plays a special role in enhancing the beauty of the house. Although the specific name of this flower may be unknown to many, it is very popular for its beauty and practical qualities. Gate flowers are usually creeping flowers that can grow quickly and spread over the gate. Its soft stems and colorful flowers add extra beauty to even a simple gate structure. It makes the entrance of the house more attractive and able to win the hearts of the guests.
This flower is not only for beauty but also beneficial for the environment. It purifies the surrounding air and creates a green and natural atmosphere in front of the house. These vines provide shade even in the hot summer sun, keeping the house comfortable.
This "Gate Flower" can definitely be an ideal choice if you want to enhance the beauty of your front gate. It will not only make your home but also your surroundings more vibrant.
এই ফুলটার নাম আমাদের এলাকায় সাধারণত গেট ফুল হিসেবে সবাই আখ্যায়িত করে থাকেন তবে হয়তোবা এই ফুলটির নির্দিষ্ট কোন নাম থাকতে পারে তবে এটি আমার জানা নাই। এই ফুলটি বাড়ির সামনে গেটের উপরে লাগিয়ে দেওয়া হয় এবং পুরো গেটটি এই ফুলটি আরো সুন্দর করে তোলে।আমাদের এলাকায় যে ফুলটিকে আমরা সাধারণত "গেট ফুল" বলে চিনি, তা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে এক বিশেষ ভূমিকা পালন করে। যদিও এই ফুলটির নির্দিষ্ট নাম হয়তো অনেকের অজানা, এটি তার সৌন্দর্য এবং ব্যবহারিক গুণাবলীর জন্য অত্যন্ত জনপ্রিয়।গেট ফুল সাধারণত লতানো জাতের ফুল, যা দ্রুত বাড়তে পারে এবং গেটের উপরে ছড়িয়ে পড়ে। এর নরম ডালপালা এবং রঙিন ফুলগুলো গেটের এক সাধারণ কাঠামোকেও অসাধারণ সৌন্দর্য প্রদান করে। এটি বাড়ির প্রবেশপথকে আরও আকর্ষণীয় করে তোলে এবং অতিথিদের মন জয় করতে সক্ষম।
এই ফুলটি শুধু সৌন্দর্যের জন্যই নয়, পরিবেশের জন্যও উপকারী। এটি চারপাশের বাতাসকে শুদ্ধ করে এবং বাড়ির সামনে একটি সবুজ ও প্রাকৃতিক আবহ তৈরি করে। গ্রীষ্মের প্রখর রোদেও এই লতাগুলো ছায়া প্রদান করে, যা বাড়িকে আরামদায়ক রাখে।
আপনার বাড়ির সামনের গেটের সৌন্দর্য বৃদ্ধি করতে চাইলে এই "গেট ফুল" অবশ্যই একটি আদর্শ পছন্দ হতে পারে। এটি শুধু আপনার বাড়িকে নয়, আপনার আশেপাশের পরিবেশকেও আরও প্রাণবন্ত করে তুলবে।
This is our motor, the motor with which we water our pond, it is very important to water the pond from time to time because we mostly produce cat fish, so this fish has a high chance of getting disease, so we have to take care of it all the time.
এটি হচ্ছে আমাদের মোটর ,যে মোটর দিয়ে আমরা আমাদের পুকুরে পানি দিয়ে থাকি, আসলে মাঝে মধ্যে পুকুরে পানি দেওয়া খুবই জরুরী কেননা আমাদের এদিকে বেশিরভাগ ক্যাট ফিস জাতীয় মাছ উৎপাদন করা হয় ওই জন্য এই মাছটিতে রোগ লাগার সম্ভাবনা অনেক বেশি ওই জন্য সবসময় যত্ন করে রাখতে হয়।
This is rice pumpkin. When I was going out for photography on the road, I saw rice pumpkin on a paddy field on the side of the road, it looked very good, so I took a photo and shared it with you. Let me know what you think in the comments.
এটি হচ্ছে চাল কুমড়া । যখন রাস্তা দিয়ে ফটোগ্রাফি করার জন্য বের হচ্ছিলাম তখন দেখি রাস্তার পাশে একটি চালের উপরে চাল কুমড়া হয়েছে তো ওটা দেখতে বেশ ভালোই দেখাচ্ছিলো ওই জন্য একটা ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিয়েন কিন্তু।
This is delicious kamaranga. I like to eat Kamranga because it is a little sour type with a little salt and a little chili powder mixed together and it is good to eat. I made it like this a long time ago and still haven't forgotten its taste.
এটি হচ্ছে সুস্বাদু কামরাঙ্গা। কামরাঙ্গা খেতে আমার কাছে বেশ ভালো লাগে কেননা এটি একটু টক টাইপের হয়ে থাকে এটির সঙ্গে একটু লবণ এবং সামান্য গুড়া লঙ্কা একসঙ্গে মিশিয়ে মাখিয়ে খেতে বেশ লাগে। অনেকদিন আগে এভাবে তৈরি করে খেয়েছিলাম এখনো এর স্বাদ ভুলিনি আমি ।
At the last moment of photography, the sun came down in the west, at that time I thought to do a photography. Anyway, I am ending today's photography post with this sunset photography. I will be back soon with a new photography post.
ফটোগ্রাফি করার শেষ মুহূর্তে সূর্যটা পশ্চিম দিকের ঢলে এসেছিল, ওই সময় ভাবলাম একটা ফটোগ্রাফি করি। যাই হোক এই ঢলে যাওয়ার সূর্যের ফটোগ্রাফির মাধ্যমে আজকের ফটোগ্রাফি পোস্ট শেষ করছি । আবারো খুব শীঘ্রই নতুন ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.