My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Tuesday , November 12/2024
Assalamu Alaikum how are you all I hope everyone is very well I am very well with your prayers and the grace of Almighty Allah I am here again today with a new post today's topic is that a small event has been organized in our Nesma company. Everyone is organizing this event for 2-3 days, so today we have duty. This morning when I left the room, my room partner asked me if there is no vacation, I said no, we don't have vacation now, maybe we can have vacation right before the event. He said that he will give us leave just before the event. So saying this we left the room. This time after I came to the work side we heard that our duty will continue till lunch so we were very happy to hear that if the duty continues till lunch then we can rest for the rest of the time and get tidy for the event. Together with you we are discussing for the program that we will go to the program by reading. So my friend said to me that let's go to the event with Genji today, I was very happy to hear that. I told him that I have Genji but I don't have half-sleeve genji like you. At that time we two friends were busy taking pictures together. My friend said let's take a selfie together. Then we took a selfie without talking. Let's get to work and share with you how we spent today. Let's get started.
আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমি আপনার দোয়া ও মহান আল্লাহতালার রহমতে অনেক ভাল আছি আমি আজ আবারো নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের বিষয়টি হলো আমাদের নেসমা কোম্পানিতে ছোট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটি আজ ২-৩ দিন ধরে সবাই আয়োজন করছে তো আজ আমাদের ডিউটি আছে। আজ সকাল বেলায় যখন আমি রুম থেকে বের হই তখন আমার রুম পার্টনার আমাকে জিজ্ঞেস করল যে ছুটি নেই তো আমি বললাম না আমাদের এখন ছুটি নাই আমাদের হয়তোবা অনুষ্ঠানের আগে মুহূর্তে ছুটি দিতে পারে। ও বলল ও আচ্ছা আমাদেরও অনুষ্ঠানের আগ মুহূর্তে ছুটি দিবে। তো এই বলে আমরা রুম থেকে বের হয়ে গেলাম।এবার আমি কাজের সাইডে আসার পরে আমরা শুনতে পেলাম যে আমাদের লাঞ্চ পর্যন্ত ডিউটি চলবে তো শুনে আমাদের অনেক ভালো লাগলো যে লাঞ্চ পর্যন্ত ডিউটি চললে আমরা বাকি সময়টা রেস্ট নেওয়ার পরে অনুষ্ঠানের জন্য পরিপাটি হতে পারব। তোর সব মিলিয়ে আমরা অনুষ্ঠানের জন্য আলোচনা করছি যে আমরা পড়ে অনুষ্ঠানের দিকে যাব। তো আমার বন্ধু আমাকে বলল যে চলো আজ দুইজন আমরা গেঞ্জি পড়ে অনুষ্ঠানে যাব তো আমার শুনে অনেক ভালো লাগলো আমি তাকে বললাম আমার গেঞ্জি আছে কিন্তু তোমার মত হাফহাতা গেঞ্জি নেই সে আমাকে বলল সমস্যা নাই ফুলহাতা গেঞ্জি পরে গেলেই চলবে যাই হোক এটা বলে আমরা গেঞ্জি পড়ে অনুষ্ঠানের দিকে রওনা হয় সেই সময় আমরা দুই বন্ধু মিলে ছবি উঠাতে ব্যস্ত ছিলাম কি করবো আমার বন্ধু বলল দুইজনে মিলে একটি সেলফি তুলি তখন আমরা একটা সেলফি তুললাম তো আর কথা না বাড়িয়ে আমরা কাজের কথায় যাব আজকের দিনটা আমরা কিভাবে কাটালাম সেই সম্পর্কে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি চলেন শুরু করা যাক।
In our Nesma Company, events start in the afternoon. Because we all go out for duty, we don't have any events in this company. All the events are started in the morning. Therefore, we leave our company in the afternoon. We have duty in the morning and then no duty after lunch so that we can go to the event. So we two friends got ready and went out. My friend's name is Nasim Reza. He is a very good hearted person. I have seen very few friends like him in my life in exile because there are many people who like to be hostile to them but this friend of mine is an exception because he said that all of us who came in exile left our family and came to distant exile today. Today we are here in the land of expatriation, we think that we are all our own. When my friend said these words, I thought that he is actually a good natured person. I like him a lot because there is no one to see when something happens, so I know why I think he is different from everyone. Everyone please pray for my friend Nasim. May our friendship survive abroad and let him know that our relationship does not get lost in the country. My friend will go home on leave on 11th of December. Everyone pray for him. He is getting ready to go home after 3 and a half long years because when we think about going home we start shopping for things party at least a year in advance because we are not like other people our salary in Saudi Arabia is very low sending money home We keep some money and buy a little every month so that we don't have to buy it all at once. So today I have been shopping with my friend for four or five months because he told me that I don't know if I should go home or buy it, so you will go with me and do my shopping.And that's why I went and bought a lot of things with my friend and I will share that post with you guys. I still have some pictures of those things. We will take pictures of the cloth slaves we bought and share with you what we can take with us when we go home.
আমাদের এই নেসমা কোম্পানিতে অনুষ্ঠানগুলো শুরু হয় বিকেলের পরে। কারন আমরা দিকে সবাই ডিউটির জন্য বের হয় এ কারণে আমাদের এই কোম্পানিতে এটে কোন অনুষ্ঠান হয় না যে অনুষ্ঠানগুলো হয় এগুলো সব শুরু হয় ভাগ কাজের চাপ থাকে সকালের দিকে সেজন্য আমরা বিকেলের দিকে আমাদের কোম্পানির কাজ ছেড়ে আমরা রুমে গিয়ে খাওয়া দাওয়া করার পরে গোসল করে ফ্রেশ হয়ে যাতে আমরা অনুষ্ঠানে যেতে পারি সেজন্য আমাদের সকালবেলায় ডিউটি থাকে আর পরে লাঞ্চের পরে কোন ডিউটি থাকে না। তো আমরা দুই বন্ধু রেডি হয়ে বের হলাম আমার বন্ধুর নাম নাসিম রেজা সে অনেক ভালো মনের মানুষ। আমার প্রবাসে জীবনে তার মত বন্ধু খুব কমই দেখেছি কারণ অনেকে আছে প্রবাসে সাথে শত্রুতা করাতে পারলে তাদের ভালো লাগে কিন্তু আমার এই বন্ধুটা অনেকটা ব্যতিক্রম কারণ তার কথা আমরা প্রবাসে যারা এসেছি তারা সকলে পরিবার ছেড়ে আজ দূর প্রবাসে এসেছি দের মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন সকলকে ছেড়ে আজ আমরা প্রবাসের মাটিতে এখানে আমরা মনে করি আমরা সকলেই আপনজন এই কথাগুলো আমার বন্ধু যখন বলে তখন আমার মনে হল যে আসলে ও একজন ভালো প্রকৃতির মানুষ সে বলে এখানে আপন ভাইয়ের মতন চলব মেসেজ করবো না কারণ আমাদের প্রবাস জীবনে কিছু হয়ে গেলে দেখার মানুষ নাই সেজন্য আমার ওকে অনেক ভালো লাগে তো আমার কেন জানি মনে হয় ও সবার থেকে আলাদা। সবাই আমার বন্ধু নাসিমের জন্য দোয়া করবেন। আমাদের বন্ধুত্বটা যেন প্রবাস জীবনে ভালোভাবে টিকে থাকে এবং দেশে গিয়ে ও জানে আমাদের সম্পর্কটা নষ্ট না হয় আমার বন্ধু ডিসেম্বর মাসের ১১ তারিখে ছুটিতে বাড়িতে যাবে সবাই তার জন্য দোয়া করবেন। সে দীর্ঘ সাড়ে তিন বছর পরে বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছে কারণ আমরা যখন বাড়ি যাওয়ার চিন্তা-ভাবনা করি তখন আমরা কিছু না হলেও এক বছর আগে থেকেই জিনিস পার্টি কেনাকাটা শুরু করি কারন আমরা অন্য মানুষদের মতো না আমাদের সৌদি আরবের স্যালারি খুবই কম আমাদের বাড়িতে টাকা পাঠানো লাগে কিছু টাকা রেখে দিয়ে প্রতি মাসে অল্প অল্প করে আমরা কিছু বাজার করে রাখি যাতে আমাদের একবারে কিনতে কষ্ট না হয়। তো আজ চার পাঁচ মাস ধরে আমার বন্ধুর সাথে করে আমি বাজার করতেছি কারণ সে আমাকে বলেছে আমি বাড়িতে যাব কি কিনে নিয়ে যাব আমি তো জানি না তো তুমি আমার সাথে গিয়ে আমার বাজারগুলো করে দিবে। আর সে কারণে আমি আমার বন্ধুর সাথে গিয়ে অনেকগুলো জিনিস কিনে এনেছি সামনে সেই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব আমি এখনো সেই জিনিসপাতিগুলোর কোন ছবি আপনাদের মাঝে আমি সামনের সপ্তাহে আরো কিছু কেনাকাটা বাকি রয়েছে এবং কিনে কাটা করতে যাওয়ার সময় আমি কিছু ছবি তুলব এবং ও কিছু ছবি থাকবে পাতি গোলামরা কিনেছি সেগুলো আমরা ছবি তোলে আপনাদের মাঝে শেয়ার করব যে আমরা বাড়ি যাওয়ার সময় কি কি নিয়ে যেতে পারি।
Now let's come to the main part of our Nesma company event. You can see that we went out for the event but we went ahead and saw a large number of people gathered here. We came out a little late. It hasn't started because many of the people you see are working in the camp and the sports that will be played haven't started yet, so we thought that we would go and have a meal together after playing sports, so we came and saw that today the sports started very early. Due to which so many people have gathered, honestly we are very happy in our Nesma company because all of us expats share happiness and sorrow with each other.
এবার আসা যাক আমাদের নেসমা কোম্পানির অনুষ্ঠানের মূল পর্বে।আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অনুষ্ঠানের জন্য বের হয়েছি কিন্তু আমরা সামনে গিয়ে দেখি প্রচুর পরিমাণে লোকজন এখানে জমায়েত হয়ে গেছে আমরা একটু লেটে বের হয়েছি জানি যে খাওয়া-দাওয়ার এক ঘন্টা সবার লাস্টেই হয় এখনো তেমন একটা অনুষ্ঠান শুরু হয়নি কারণ আপনারা যাদের দেখতে পাচ্ছেন এরা অনেকেই ক্যাম্পে কাজ করে আর যে খেলাধুলা গুলো করানো হবে সেগুলো এখনো পুরোপুরিভাবে শুরু হয়নি যে কারণে আমরা চিন্তাভাবনা করেছি যে আমরা গিয়ে একসাথে সবাই খেলাধুলা করার পরে খাওয়া দাওয়া করব তো আমরা এসে দেখছি যে আজ খুবই তাড়াতাড়ি খেলাধুলা চালু করে দিয়েছে যার কারণে এত লোকজনের জমায়েত হয়েছে সত্যি কথা বলতে কি আমাদের নেসমা কোম্পানিতে আমরা খুবই আনন্দ করে থাকি কারণ আমরা সকলেই প্রবাসী তোরা একে অপরের সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করে নিয়ে থাকি।
What I will tell you now is that you can see above three pictures taken in a row these pictures are taken when we were served food here in a word I took these pictures during the afternoon snack it will be very nice here there is a line to get the food Because I may have said in the previous post that we don't have any ganjam facade here and to get any ganjam, salary cutting is done from his salary due to which everyone moves with discipline here, we line Standing to take food by line you can see some more pictures where we started taking food.Already we took pictures of some people who are standing near the food box while taking food. The breakfasts were so beautifully done by all of us sir that words cannot express. We have some bengali brothers in this company due to which they have made some items like phuchka noodles ice cream papad etc many items. They are very tasty and fun to eat because our Bengalis make them. And especially, I don't know what you think, we can't eat the food that Saudi Arabs eat easily because they use very little salt, onion, and other materials in this food, because of which our food is not the same as our Bengali food. Brothers these meals and dinners are cooked together by our Bengali brothers and Indian brothers.
আপনাদের মাঝে আমি এবার যে কথাগুলো বলব সেটি হল আপনারা উপরে দেখতে পাচ্ছেন পরপর তিনটা ছবি উঠানো রয়েছে এই ছবিগুলো উঠানো রয়েছে যে সময় আমাদের এখানে খাবার দেয়া হয়েছিল এক কথায় বিকেলের নাস্তা দেওয়ার সময় আমি এই ছবিগুলো তুলেছি এখানে অনেক সুন্দর হবে লাইন করে দাঁড়ানো রয়েছে খাবার নেওয়ার জন্য কারণ আমি আগের পোস্টে হয়তোবা বলেছিলাম যে আমাদের এখানে কোন গ্যাঞ্জাম ফ্যাসাদ হয় না আর কোন গ্যাঞ্জাম পেতে হলে তার স্যালারি থেকে স্যালারি কাটিং করা হয় যার কারণে আমাদের এখানে ডিসিপ্লিন এর সাথে সবাই চলাচল করে সেজন্য আমরা লাইন বাই লাইন খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি আপনারা আরো কিছু ছবি দেখতে পাচ্ছেন যেখানে আমরা খাবার নেওয়া শুরু করেছি অলরেডি আমরা কয়েকজনার ছবি তুলেছি যারা খাবার নেওয়ার সময় খাবারের বক্সের কাছে দাঁড়িয়ে খাবার নিচ্ছে সেই সময় আমি কিছু ছবি তুলেছি আমাদের এখানে অনেক মানসম্মত ভাবে খাবারদাবার দেওয়া হয় এবং বিকাশ নাস্তা গুলো এত সুন্দর ভাবে আমাদের সকলের স্যার করেছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের এই কোম্পানিতে কিছু বাঙালি ভাইয়েরা রয়েছে যার কারণে তারা কিছু আইটেম তৈরি করেছে যেমন ফুচকা নুডুলস আইসক্রিম পাপড় ইত্যাদি অনেক আইটেম রয়েছে। এগুলো খেতে অনেক সুস্বাদু ও মজাদার কারণ আমাদের বাঙালিরা এগুলো তৈরি করে। আর বিশেষ করে আপনারা কি মনে করবেন জানিনা সৌদি আরবরা যে খাবার ওই খাবার আমরা খেতে পারি না সহজেই কারণ ওরা এই খাবারের ভিতরে লবণ ঝাল পেঁয়াজ এবং মাল মেটেরিয়াল গুলো ওরা খুব কম ব্যবহার করে থাকে যার কারণে ওদের সাথে আমাদের খাবারের সাদা এক হয় না সেজন্য আমাদের বাঙালি ভাইয়েরা এই খাবারগুলো এবং রাতের খাবারগুলো আমাদের বাঙালি ভাইয়েরা আর ইন্ডিয়ান ভাইরা মিলে রান্না করেছে।
Finally today I won't talk to you at dinner because today I'm a bit busy so I don't know if I can upload the pictures of the night, so when we have afternoon breakfast, many people are eating together and everyone is expressing their feelings with everyone. All together hey I like it very much because we will be together very soon maybe four events are big events I have shared with you in previous posts that we have four big events here in a year and the event that I have shared with you today is a very special event. Not a big event but this event was done on the occasion of one of our area manager's son's wedding. This event was done today. We all pray for her that she is doing well in her married life and you all pray for her. I haven't written much today. Pray and wish you well. Allah Hafez.
সবশেষে আজ আমি আপনাদের মাঝে রাতের খাবারে কথা বলবো না কারণ আজ আমি একটু ব্যস্ত থাকার কারণে রাতের ছবিগুলো উঠাতে পারবো কিনা জানিনা সেজন্য আমরা বিকেলের নাস্তা করার সময় অনেকজন লোক এক জায়গায় হয়ে খাওয়া দাওয়া করছে এবং সবাই সবার সাথে মনের ভাব প্রকাশ করছে। সবাই একসাথে হে আমার অনেক ভালো লেগেছে কারন আমরা খুব কম সময়ে হবে একত্রে হতে পারে চারটা করে অনুষ্ঠান হয় বড় অনুষ্ঠান আমি গত পোস্টগুলোতে আপনাদের মাঝে শেয়ার করেছি যে আমাদের এখানে বছরে চার বড় অনুষ্ঠান হয় আর আজ যে অনুষ্ঠানটি আপনাদের মাঝে আমি শেয়ার করেছি এই অনুষ্ঠানটি খুব একটা বড় অনুষ্ঠান না কিন্তু এই অনুষ্ঠানটি করা হয়েছে আমাদের এক এরিয়া ম্যানেজারের ছেলের বিয়ে উপলক্ষে এই অনুষ্ঠানটি আজ করা হয়েছে। আমরা সকলে তার জন্য দোয়া করি সে যেন তার বৈবাহিক জীবনে অনেক ভালো থাকে আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন। আমি আজ আর বেশি কিছু লিখলাম না দোয়া করবেন এবং আপনাদের কামনা করি। আল্লাহ হাফেজ।
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.