My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Monday , December 16/2024
Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes, if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.Today's post is going to be a little different from the other posts because today I have collected some photographs from the village market for you. I usually share some animal and flower photographs with you, but today I will share with you some busy moments of the village market and my own experience. will do Anyway, without further ado, let's see my photographs today.
আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।
আজকের পোস্টটা অন্যান্য পোস্টের তুলনায় একটু ব্যতিক্রম হতে যাচ্ছে কারণ আজকে আমি গ্রাম্য বাজার থেকে আপনাদের জন্য কিছু ফটোগ্রাফি সংগ্রহ করেছি ।আমি এমনিতে সাধারণভাবে কিছু প্রাণী এবং ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি তবে আজকে গ্রামের বাজারের কিছু ব্যস্ত মুহূর্তের ফটোগ্রাফি এবং নিজের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের ফটোগ্রাফি গুলো।
First of the photography you can see the spinach. We all know that vegetables are a very useful vegetable or food for our body. Experienced doctors always advise us to consume them. I myself love to eat spinach especially when cooked together with color dal and spinach it is very tasty. Spinach, a popular green vegetable, is packed with nutrients. This vegetable is mainly available in the winter season, but now it is cultivated throughout the year. Spinach is rich in vitamins A, C, K, and folic acid. It also contains calcium, iron, magnesium, and antioxidants, which help boost the body's immune system.This vegetable is very beneficial for bone health. It increases bone density due to the presence of vitamin K and calcium. Iron-rich spinach helps prevent anemia and increases hemoglobin levels in the blood. Besides, the anti-oxidants present in this vegetable keep the skin glowing by removing toxins from the body. Spinach is also beneficial for heart disease and diabetes patients. It helps in weight control as it is low in calories. This easily digestible vegetable can be cooked as a salad, soup, or stir-fry.However, eating too much spinach can cause kidney problems, as it is high in oxalates. So it is better to eat in moderation. Don't forget to include nutritious spinach in your daily diet.
ফটোগ্রাফির প্রথমে দেখতে পাচ্ছেন পালং শাক। আমরা সবাই জানি শাক হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি সবজি বা খাবার । অভিজ্ঞ ডক্টররা সবসময়ই এগুলো খাওয়ার জন্য আমাদের পরামর্শ দিয়ে থাকেন। আমার নিজেরও পালং শাক খেতে বেশ ভালোই লাগে বিশেষ করে কালার ডাল এবং পালংশাক একসঙ্গে রান্না করলে খেতে অনেক মজাদার লাগে।পালং শাক, একটি জনপ্রিয় শাকজাতীয় সবজি, পুষ্টিগুণে ভরপুর। এ শাক মূলত শীতকালীন মৌসুমে বেশি পাওয়া যায়, তবে এখন সারা বছরই এর চাষ হচ্ছে। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে, এবং ফলিক অ্যাসিড। এতে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, এবং অ্যান্টি-অক্সিডেন্টও বিদ্যমান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
এই শাক হাড়ের সুস্থতার জন্য অত্যন্ত উপকারী। ভিটামিন কে এবং ক্যালসিয়াম থাকার কারণে এটি হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে। আয়রন সমৃদ্ধ পালং শাক রক্তাল্পতা প্রতিরোধে সাহায্য করে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। পাশাপাশি, এই শাকে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীর থেকে টক্সিন বের করে ত্বক উজ্জ্বল রাখে।পালং শাক হৃদরোগ এবং ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী। এতে কম ক্যালোরি থাকায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। সহজে হজমযোগ্য এই শাক স্যালাড, স্যুপ, কিংবা ভাজি হিসেবে রান্না করা যায়।তবে, অতিরিক্ত পালং শাক খেলে কিডনির সমস্যা হতে পারে, কারণ এতে অক্সালেটের পরিমাণ বেশি। তাই সুষম পরিমাণে খাওয়াই উত্তম। পুষ্টিগুণে ভরপুর পালং শাক আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে ভুলবেন না।
You can see spinach but it is brought by another uncle. In fact very few people buy these spinach from outside. Most of the people collect it from their own village fields to sell. One thing we enjoy living in the village is eating fresh vegetables. We can see and choose our own fresh vegetables from our village which I think is a very good thing for us.
এগুলো দেখতে পাচ্ছেন পালং শাক তবে এটি অন্য একটি আঙ্কেল নিয়ে এসেছেন আসলে এই পালং শাকগুলো খুব কম লোকই বাইরে থেকে ক্রয় করে এনেছে । বেশিরভাগ মানুষই তাদের নিজস্ব গ্রামের মাঠ থেকে এগুলো সংগ্রহ করে এনেছে বিক্রয় করার উদ্দেশ্যে। আমরা গ্রামে বসবাস করে একটা বিষয়ে অনেক সুবিধা পাই সেটা হচ্ছে টাটকা শাকসবজি খাওয়ার। আমরা আমাদের গ্রাম থেকে টাটকা শাকসবজি দেখে এবং বেছে নিজের মতো করে বেছে নিতে পারি আমার মনে হয় এটা আমাদের জন্য অনেক ভালো একটি বিষয়।
Cauliflower cooked with tilapia fish is quite fun to eat. I ate cauliflower twice this winter. Seeing these cauliflowers, I wanted to eat them again, so I took two kilos of cauliflowers. The price of other cauliflowers was a little lower, but I don't think that winter has come without eating cauliflowers! Cauliflower curry is very good for me.
ফুলকপি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলে বেশ মজা লাগে খেতে এই শীতে দুইবার ফুলকপি খেয়েছিলাম। এই ফুলকপি গুলো দেখে আবারও খেতে যেন ইচ্ছে করছিল তাই দুই কেজি ফুলকপি নিয়ে নিয়েছিলাম অন্যান্য ফুলকপির দাম কিছুটা কম ছিল তবে ফুলকপি না খেলে আমার মনে হয় না যে শীতকাল চলে এসেছে এই বিষয়টা বোঝা যায় ! ফুলকপির তরকারি খেতে বেশ ভালোই লাগে আমার কাছে।
I don't know the name of this grandfather, but when I was taking pictures of his vegetables, he said, "What will happen if I take pictures?" Then I said I will put them on the internet I have some work to do he said ok then take a picture of me and people will see me, haha. Due to his interest, I took a picture of him and showed him how is Dadu, he is very happy.
এই দাদু টির নাম আমি ঠিক জানিনা তবে যখন উনার শাক সবজির ছবি তুলছিলাম তখন উনি বললেন যে ছবি তুলে কি হবে ? তারপর আমি বললাম যে এগুলো ইন্টারনেটে দিব আমার কিছু কাজ রয়েছে উনি বলল ঠিক আছে তাহলে আমার একটা ছবি তোলো মানুষ দেখবে আমাকে, হাহাহা। তার আগ্রহের কারণে তার একটা ছবি উঠালাম এবং তাকে দেখিয়ে বললাম কেমন হয়েছে দাদু উনি তো বেজায় খুশি।
After photographing the vegetables of the nearby greengrocers, I noticed this uncle's shop, all of them seemed very fresh to me, and after talking to him, I bought the sim. I enjoy eating sim. His speech was very polite and nice, it was very nice to talk to him.We all like to eat sim and especially in the morning we like to eat this sim fried with hot rice. All of you who live in rural areas like this food very much, I think that in any case, everyone will try to buy and eat the new vegetables that have grown in winter. Because the abundance of vegetables without fish meat is beneficial for our body and increases immunity.
আশেপাশের সবজিওয়ালাদের সবজির ফটোগ্রাফি করার পরে এই আঙ্কেলের দোকানের দিকে আমার নজর পড়ল সবগুলো আমার কাছে দেখে অনেক টাটকা মনে হচ্ছিল এবং ওনার সঙ্গে কথা বলে সিম ক্রয় করলাম। সিম খেতে আমার বেশ মজা লাগে। ওনার কথাবার্তা গুলো অনেক ভদ্র এবং সুন্দর ওনার সাথে আলাপ করে বেশ ভালই লাগছিল। সিম যদি আমরা আলু দিয়ে ভাজি করি তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগে। সিম আমাদের সকলেরই খেতে ভালো লাগে আর বিশেষ করে সকালে গরম ভাত দিয়ে এই সিম ভাজি খেতে অনেক ভালো লাগে। আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা সকলে এই খাবারটা অনেক পছন্দ করে থাকেন আমি মনে করি তো যাই হোক শীতে নতুন নতুন সবজি উঠেছে সেগুলো সবাই কিনে খাওয়ার চেষ্টা করবেন। কারণ মাছ মাংস ছাড়া সবজিতে প্রচুর পরিমাণে আমাদের শরীরের জন্য উপকারে আসে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
I see potatoes and onions are kept next to him. You all know that the price of potatoes is very high now. I think this is the lowest price of 12 taka per kg. Winter vegetables will be in the market very soon, hopefully the prices of everything will relax again.
উনার পাশেই দেখতেছি রাখা আছে আলু এবং পেঁয়াজ আপনারা সবাই জানেন যে আলুর দাম এখন অনেক চড়া, আমার মনে হচ্ছে এই তো কয়েক বছর আগে সর্বনিম্ন ১২ টাকা কেজি দরে আলো ক্রয় করেছি তবে এখন ৩-৪ গুণ বেড়ে গেছে তো যাই হোক এখন শীতকাল চলে এসেছে অনেক শীতকালের সবজি খুব শীঘ্রই বাজারে চলে আসবে আশা করা যায় সব কিছুর দাম আবার শিথিল হয়ে যাবে।
On the way back home, I tried to take a photograph of the vegetable vendors on one side. In fact, the market was fairly average, due to which it was not possible to capture the complete photograph in this small camera, but I tried to give you an idea by taking a little photograph as much as I could. Anyway, a new post will be posted soon. Until then everyone take care of your body. Ending here today with my unending love to all. May you all be well and pray for me. May God bless you.
বাড়ি ফেরার পথে এক সাইডে থাকা সবজি বিক্রেতাদের ফটোগ্রাফি তোলার চেষ্টা করেছিলাম আসলে বাজারটা মোটামুটি মাঝারি ছিল যার কারণে সম্পূর্ণ ফটোগ্রাফি এই ছোট্ট ক্যামেরা তে বন্দী করা সম্ভব হয়নি তবে যতটুকু পেরেছি একটুখানি ফটোগ্রাফি করে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি যাই হোক আবারো খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হব ততদিন সবাই নিজের শরীরের যত্ন নিন। সবাইকে অবিরাম ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি।আপনারা সবাই ভাল থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে মঙ্গল কামনা করি আল্লাহ হাফেজ।
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.