Press conferences and small steps and the feeling of washing the bike after a long time.

in blurt-1787181 •  2 days ago 

Hello..!!
My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Tuesday , November 19/2024

IMG_20201130_15314.jpeg

Assalamu Alaikum how are you all I hope you are all very well I am also very well with your prayers and the mercy of Almighty Allah. I am here with you today with a new blog post. I hope all of you will be with me in the end. So without further delay let's get started. What is the weather for the last two days it is only raining. It's been raining all day today..., as I'm posting now it's still pouring and stormy. On the one hand I am enjoying it and on the other hand there are many obstacles in our daily activities but sometimes it is good to see such a form of nature. Again, it is quite fun to realize them. Today, I will share with you our small, small steps that will bring good things for our career, a small movement program with you. Hope you like today's post. Currently, there is a problem with government jobs for our fisheries diploma holders because before when this fisheries diploma was established, we have introduced a post to do government jobs after completing the diploma is working.

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় ও মহান আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আমি আজ আপনাদের মাঝে নতুন একটি ব্লগ পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি শেষ পর্যন্ত আপনার সবাই আমার পাশে থাকবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। গত দুইদিন ধরে আবহাওয়া কি একটা যে হল শুধু বৃষ্টি হয়েই চলেছে। আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে...., এই যে আমি এখন পোস্ট করছি এখনও টিপটিপ করে বৃষ্টি হচ্ছে এবং ঝড়ো আবহাওয়া হচ্ছে । একদিক থেকে বিষয়টা ইনজয় করতেছি আবার অন্য দিক থেকে আমাদের প্রতিদিনের কাজকর্মে অনেক বাধাগ্রস্ত সৃষ্টি হচ্ছে তবে মাঝেমধ্যে প্রকৃতির এমন রূপ দেখতে ভালোই লাগে। আবার এগুলো উপলব্ধি করেও বেশ মজা পাওয়া যায়। আজকে আমি আপনাদের মাঝে আমাদের ছোট,ছোট কিছু পদক্ষেপ আমাদের ক্যারিয়ারের জন্য যেগুলো ভালো কিছু বহন করবে সেই পদক্ষেপ গুলো নিয়ে ছোট্ট একটা আন্দোলনের কর্মসূচি গুলো আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের আজকের এই পোস্টটি বেশ ভালই লাগবে। বর্তমানে আমাদের মৎস্য ডিপ্লোমাধারীদের সরকারি চাকরি নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কারণ এর আগে যখন এই মৎস্য ডিপ্লোমা প্রতিষ্ঠা করা হয় তখন থেকেই আমাদের ডিপ্লোমা শেষ করে সরকারি চাকরি করার একটা পদ চালু করা রয়েছে।কিন্তু সেই পথটা এখন বর্তমানে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে স্টুডেন্ট গুলো রয়েছে তারা এখানে কর্মরত রয়েছে।

IMG_20201130_15313.jpeg

Actually these are very unethical from our student's point of view because the positions which were created for us are now being eaten by someone else which is really a sad thing. We have a total of four diplomas officially located in Bangladesh. Among which these have been established in four places namely Sirajganj, Gopalganj, Narayanganj and Chandpur. A few days ago we went to Dhaka Matsya Bhavan together with all diploma students of Bangladesh and protested about it. But the DB officer in the building just gave us an assurance to be content with just comforting words and also said that they will take action on these matters. And these will be discussed with the fisheries advisor. But in reality he only gave assurances and later no further action was taken on it.

আসলে এগুলো আমাদের ছাত্রের দিক থেকে অনেকটাই অনৈতিক কারণ যে পদগুলো আমাদের জন্য তৈরি করা হয়েছে সেগুলো এখন অন্য কেউ ভক্ষণ করছে যেটা সত্যি অনেক দুঃখজনক একটা বিষয়। আমাদের বাংলাদেশে সরকারিভাবে মোট চারটা ডিপ্লোমা অবস্থিত রয়েছে। যার মধ্যে সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ এবং চাঁদপুর এই চারটা জায়গায় এইগুলো প্রতিষ্ঠিত করা হয়েছে। এইতো কিছুদিন আগে আমরা বাংলাদেশের সকল ডিপ্লোমা স্টুডেন্ট মিলে ঢাকা মৎস্য ভবনে গিয়ে এটা নিয়ে আন্দোলন করেছিলাম। কিন্তু মাত্র ভবনের যে ডিবি অফিসার রয়েছে তিনি আমাদেরকে শুধুমাত্র সান্তনামূলক বক্তব্য দিয়ে সন্তুষ্ট থাকার একটা আশ্বাস দিয়েছিলেন এবং সেই সাথে তিনি বলেছিলেন যে এই বিষয়গুলো নিয়ে তারা কর্মসূচি পালন করবে। এবং এইগুলি যিনি মৎস্য উপদেষ্টা রয়েছে তার সঙ্গে এটা নিয়ে আলোচনা করবেন। কিন্তু বাস্তবে তিনি শুধুমাত্র আশ্বাসই দিয়েছিলেন পরবর্তীতে এটা নিয়ে আর কোন কর্মসূচি পালন করা হয়নি।

IMG_20201130_15312.jpeg

And these things we students could not accept at all, due to which we launched some movement steps and later a press conference was held by calling the journalists of Jamuna TV, R TV and the famous TVs that are present in Bangladesh today and also our 8 points. I presented the demands in front of them. We are hoping that maybe this time we will get a solution to the claim about us and also get a permanent solution to the problems we have. And in this way if we don't solve our problem we have decided to carry out this program. Also our elder brothers have decided to continue our diploma classes. Now that the elder brothers have taken this decision they may or may not think it is good so we are all trying to follow it.

আর এই বিষয়গুলো আমরা শিক্ষার্থীরা একেবারে মেনে নিতে পারি নি, যার কারণে আমরা কয়েকটি আন্দোলনের পদক্ষেপ চালু করেছিলাম এবং পরবর্তীতে আজকে যমুনা টিভি, আর টিভি এবং বাংলাদেশের যে বিখ্যাত টিভিগুলো রয়েছে সেই সাংবাদিকদের ডেকে এনে একটা প্রেস কনফারেন্স করা হয়েছিল এবং সেই সাথে আমরা আমাদের যেই ৮ দফা দাবি গুলো রয়েছে সেগুলো তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করলাম। আমরা আশা করছি হয়তোবা এবার আমরা আমাদের নিয়ে দাবিটার সমাধান পাবো এবং সেই সাথে আমাদের যেই সমস্যাগুলো রয়েছে সে তার একটা পার্মানেন্ট সমাধান পাবো ইনশাল্লাহ। আর এভাবে যদি আমরা আমাদের সমস্যা সমাধান না পাই সে ক্ষেত্রে আমরা এই কর্মসূচি পালন করে যাব এটা সিদ্ধান্ত নিয়েছি।এবং সেই সাথে আমাদের ডিপ্লোমা যেই ক্লাসগুলো রয়েছে সেগুলো অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বড় ভাইয়েরা। এখন যেহেতু বড় ভাইয়েরা এই সিদ্ধান্ত নিয়েছে তারা হয়তো বা ভালো মনে করে নিয়েছে তাই আমরা সবাই মিলে এটি পালন করার চেষ্টা করছি।

IMG_20201130_15311.jpeg

Many students could not come to college today due to torrential rain. For which we have been able to shorten our movement but it seems that this movement will be much more effective. If this problem is solved, our demand for this Fishery Diploma will increase a lot and we will be able to develop the qualifications to get a government job after completing our studies. After finishing the procession a little earlier, after finishing eating and drinking, I took a shower and sat down to post, it is raining very nicely outside and I am posting while enjoying it. You can tell us what kind of weather you want in the comment box.

আজকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে অনেক শিক্ষার্থী কলেজে আসতে পারেনি। যার জন্য আমরা আমাদের আন্দোলনটা ছোট করে করতে পেরেছি তবে মনে হচ্ছে এই আন্দোলনটা অনেক বেশি ইফেকটিভ হবে। এই সমস্যাটা সমাধান হলে আমাদের এই ফিশারি ডিপ্লোমার চাহিদা অনেক বেশি বেড়ে যাবে এবং আমরা পড়াশোনা শেষ করে একটা সরকারি চাকরি করার মতো যোগ্যতা হয়তোবা গড়ে তুলতে পারবো। একটু আগেই মিছিল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে গোসল করে পোস্টটা করতে বসলাম, বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে এবং এটা উপভোগ করতে করতে আমি পোস্টটা করছি। আপনাদের ওদিকে কেমন আবহাওয়া চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন।

IMG_20201130_15318.jpeg

You must take care of your belongings because if you have your belongings, you can expect the same from others. But if you don't have that thing at all, you can never expect this thing from someone else, but it is true because I have faced this situation many times in my life. So I prefer to take care of my own things. When I came home, I wanted to ride the bike. When I took the bike out, I saw that there was a lot of dirt on the bike. At first, I called my mom and dad and said that if you keep this bike a little clean, would you be able to tell that it is dirty? Then mom replied that for a special need my uncle took a bike and then the bike got muddy and after that they were not cleaned. I didn't like this dirt bike at all as I always prefer to be a little more clean. So I thought I would clean the bike today.

নিজের জিনিস গুলোর অবশ্যই যত্ন নেওয়া প্রয়োজন কারণ নিজের জিনিস যদি থাকে সে ক্ষেত্রে ওই জিনিসটা আপনি অন্যজনের কাছ থেকে আশা করতে পারেন। কিন্তু যদি আপনার কাছে ওই জিনিসটা একেবারেই না থাকে সে ক্ষেত্রে আপনি কখনোই এই জিনিসটা অন্যজনের কাছ থেকে আশা করতে পারেন না এই কথাটা তিতে হলেও কিন্তু সত্য কারণ এই সিচুয়েশন আমার লাইফে অনেকবার আমি ফেস করেছি। তাই নিজের জিনিসগুলো কে যত্ন করে রাখতে আমি অনেক বেশি পছন্দ করি। হঠাৎ বাড়িতে এসেই বাইক চালাতে ইচ্ছে হলো বাইকটা বের করতেই দেখি বাইকে প্রচুর পরিমাণে ময়লা জমে গেছে প্রথমে আমি আম্মু, আব্বুকে ডেকে বললাম যে তোমরা এই বাইকটাকে একটু পরিষ্কার করে রাখলেই তো পারতে কি যে একটা নোংরা হয়েছে বলতো। তারপরে উত্তরে আম্মু বললেন যে একটা বিশেষ প্রয়োজনে আমার একটা আংকেল বাইক নিয়ে গিয়েছিল এবং তারপরে বাইককে কাদা হয়ে গেছে এবং পরবর্তীতে এগুলো আর পরিষ্কার করা হয়নি। এই ময়লা যুক্ত বাইক দেখে আমার একেবারেই ভালো লাগেনি কারণ আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে একটু বেশি পছন্দ করি। তাই ভাবলাম যে আজকে বাইকটা পরিষ্কার করেই ফেলবো।

IMG_20201130_15317.jpeg

Everything is fine but while cleaning the bike I ran into a problem that is there is a lot of oil accumulated around the bike due to which the dirt will not come off even with shampoo or wheel powder and another thing I noticed that there is a lot of dirt accumulated inside the engine I mean the engine itself. The head has a lot of oily dirt around it and it's very annoying to touch it and it takes a lot of hands to touch it. Also I don't have a special brush to clean them with. So thought I'd clean the outside of the bike today and later when they're all cleaned up I'll just do a little work and the bike will be redone. So I went to Shaheen Bhai's shop in Morka. I have had my bike washed by Enna many times before, but this morning, in the morning, he washed my bike first and started cleaning it as he did.

সবকিছু ঠিক আছে তবে বাইক পরিষ্কার করতে গিয়ে আমি একটা সমস্যার মধ্যে পড়লাম সেটা হচ্ছে বাইকে আশেপাশে প্রচুর পরিমাণে তেল জমেছে যার কারণে ময়লা গুলো শ্যাম্পু বা হুইল পাউডার দিয়েও উঠবে না এবং আরেকটা বিষয় খেয়াল করলাম যে ইঞ্জিনের ভিতরে অনেক ময়লা জমেছে আসলে আমি বোঝাতে চাচ্ছি যে ইঞ্জিনের যেই হেড রয়েছে ওর আশপাশে অনেকগুলো তৈলাক্ত ময়লা জমেছে আর ওখানে হাত দেওয়া খুবই বিরক্তিকর এবং হাতে প্রচুর লাগে ওখানে হাত দিতে গেলে। সেই সাথে আমার কাছে তেমন কোনো বিশেষ রকমের ব্রাশ নেই যে ওগুলোদিয়ে পরিষ্কার করব। তাই ভাবলাম যে আজকে বাইক টা বাইরে থেকে পরিষ্কার করিয়ে নেয় এবং পরবর্তীতে যখন এগুলো পরিষ্কার হয়ে যাবে তখন আমি অল্প পরিশ্রম করলেই বাইকটা আবার পুনরায় হয়ে যাবে। তাই যেমন কথা তেমন কাজ চলে গেলাম মরকাতে শাহিন ভাইয়ের দোকানে। এর আগেও এনার কাছ থেকে আমি অনেকবার বাইক ওয়াশ করিয়েছি তবে আজকে সকাল, সকাল যাওয়াতে উনি প্রথমে আমার বাইকটা ওয়াশ করে দিলেন এবং উনার মত করে উনি পরিষ্কার করে ধৌত করতে শুরু করলেন।

IMG_20201130_15316.jpeg

First, he took apart the important parts of the bike, especially the cover and some plastic parts, and then cleaned all the dust inside it with hot air and then took a small amount of petrol and sprinkled it all over the car through the machine. But I was skeptical about one thing that he was cleaning the car with petrol first but when he goes to clean it the car will get oily due to oil and these dirts will get stuck there but I didn't express it at first even though this was going around in my head. . Because I know little about these things it might be wise to see what happens in that case first. Thinking of this, I was sitting, watching all the work and he was cleaning everything beautifully with his nipun hands. Was cleaning for about half an hour and at one stage of cleaning he splashed a foamy liquid on my car.

And then he started washing it like him. After washing for a while, when he started washing the car with water, I saw that when he had sprinkled some petrol on it earlier, the petrol was cleaned very easily and the car was shiny and shiny. Seeing this made me very happy and later I went to the market again and got some stickers and a ring cover to put on the car. In fact, I got some airport money from Docs Coin, but some of that airdrop money still remains. I wanted to modify the car with this money. So I bought some things to modify the car as per my thought and later he installed them again his bill totaled 300 taka. I settled it and then came back home. I don't know how it looks in the picture but in reality this car is really clean.

প্রথম অবস্থায় উনি বাইক এর গুরুত্বপূর্ণ পার্সপাতি আলাদা করে খুলে নিলেন বিশেষ করে কাভার এবং কিছু প্লাস্টিকের পার্টস পাতি ছিল ওগুলো খুলে আলাদা করে নিলেন এবং তারপরে ওর ভিতরে গরম হাওয়া দিয়ে সব ধুলোবালি পরিষ্কার করে দিলেন এবং পরবর্তীতে সামান্য পরিমাণ পেট্রোল নিয়ে মেশিনের মধ্য দিয়ে সারা গাড়িতে ছিটিয়ে দিলেন তবে আমি একটা বিষয় নিয়ে সন্ধিহান ছিলাম সেটা হচ্ছে উনি প্রথমে পেট্রোল দিয়ে গাড়িটা পরিষ্কার করে নিচ্ছেন কিন্তু যখন এটি পরিষ্কার করতে যাবে তখন তেলের কারণে গাড়িটা তৈলাক্ত ভাব সৃষ্টি হবে এবং এই ময়লা গুলো ওখানে আটকে যাবে কিন্তু এই কথাটা আমার মাথার ভিতরে ঘুরলেও আমি প্রথমত এটি প্রকাশ করিনি। কারণ আমি যেহেতু এইসব বিষয়ে কম জানি সেই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা প্রথমে দেখি এটাই হয়তো বুদ্ধিমানের কাজ হবে। এটা ভেবে আমি সবগুলো কাজ বসে, বসে দেখছিলাম এবং উনি উনার নিপুন হাতে সবগুলো সুন্দরভাবে পরিষ্কার করছিল। প্রায় আধাঘন্টা যাবত পরিষ্কার করছিলে এবং পরিষ্কার করার একপর্যায়ে উনি ফোম জাতীয় একটি তরল আমার গাড়িতে ছিটিয়ে দিলেন।

এবং পরবর্তীতে উনি উনার মত করে এটি ওয়াশ করতে শুরু করলেন। কিছুক্ষণ ওয়াশ করার পরে যখন গাড়ির উপরে পানি দিয়ে ধুয়ে দিতে লাগলেন তখন আমি দেখলাম যে এর আগে যখন উনি কিছু পেট্রোল এর ওপরে ছিটিয়ে দিয়েছিলেন ওই পেট্রোল গুলো খুব সহজেই পরিষ্কার হয়ে গেছে এবং সেই সাথে গাড়িটাও ঝকঝক এবং চকচক করছে। এটা দেখে তো আমার মন অনেক খুশি হয়ে গেল এবং পরবর্তীতে আমি চলে গেলাম আবার বাজারে এবং সেখানে গিয়ে কয়েকটা স্টিকার এবং একটি রিং কাভার নিয়ে আসলাম গাড়িতে লাগাবো বলে। আসলে ডক্স কয়েন থেকে কিছু এয়ারপোর্ট পেয়েছিলাম সেই এয়ার্ডপের টাকা এখনো কিছু রয়ে গেছে। আমার ইচ্ছা ছিল যে এই টাকাটা দিয়ে গাড়িটা মডিফাই করব। তাই আমার চিন্তা মতো কিছু জিনিসপত্র ক্রয় করে আনলাম গাড়িটা মডিফাই করার জন্য এবং পরবর্তীতে উনি এগুলো পুনরায় আবার লাগিয়ে দিলেন উনার বিল টোটাল হল ৩০০ টাকা হলো। আমি এটা মিটিয়ে দিয়ে তারপরে আবার বাড়ি ফিরে আসলাম। আমি জানি না ছবিতে কেমন দেখাচ্ছে তবে বাস্তবে এই গাড়িটা আসলেই অনেক পরিষ্কার হয়ে গেছে।

IMG_20201130_15315.jpeg

Now I can keep the car nice and clean and then wash it before it gets too dirty, so the car will look nice and I'll have a lot more fun driving it. Anyway trying to pack everything in life from now on and try to keep my stuff. Because I have lost a lot of things by freaking out before, so now they are no more. I am trying to become a mature person from now on. I hope your prayers will be on me inshallah. Anyway, thank you all for staying by my side and enjoying my little blog. See you again very soon with a new post. Until then, stay healthy everyone. May God bless you.

এবার আমি আমার মতো করে গাড়িটা সুন্দর করে রেখে দিতে পারব এবং পরবর্তীতে বেশি নোংরা হওয়ার আগেই এটি সুন্দর করে পুছে ধুয়ে রেখে দিতে পারব তাহলে গাড়িটাও যেমন সুন্দর থাকবে তেমনি গাড়িটা চড়েও আমি অনেক বেশি মজা পাব। যাই হোক এখন থেকে জীবনের সবকিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং নিজের জিনিসগুলোকে আগলে রাখার চেষ্টা করছি। কারণ এর আগে খামখেয়ালি করে আমার অনেক কিছু ক্ষতি হয়ে গেছে তাই এখন থেকে এগুলো আর নয়। এখন থেকে একজন ম্যাচিউর মানুষ হওয়ার চেষ্টা করছি আশা করি আপনাদের দোয়া আমার উপরে থাকবে ইনশাআল্লাহ। যাই হোক ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ পাশে থেকে আমার ছোট্ট ব্লগটি উপভোগ করার জন্য আবারো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন পোস্টে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।

IMG-20230422-WA0014.jpg

I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!