My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Wednesday , January 01/2025
Assalamu Alaikum, Happy New Year everyone. Hope you all are well. I am also well with your prayers and the grace of Almighty God. Today I am here with a power up post on the occasion of new year. This power up post is very important for those of you who are new to the Blurt platform. I have used English and Bengali language for your understanding of this power up post. Let's take a look at the power up post.
Those who want to survive on the Blart platform for a long time. They always try to increase their power.Because the better their power can be increased, the better they will be able to survive on the Blart platform. As you can see, many people have a lot of power in their account and they are doing very well here. And those who don't have power in their account always think that maybe it would be better for me if I had that much power in my account. But if you only think in your mind, it won't happen anymore. You have to keep working. So, the most important thing is to increase your power more and more.
If you don't want to be a victim of such regrets, then always try to use the wisdom that I will tell you today.First convert the amount you earn into power so that you can't easily sell it even if you want to.And buy as much as you can every week and convert it into power here. As you accumulate this small amount today, you will soon see it turn into a big number.Then seeing the power of your account, you will not believe yourself how you became the owner of so much power. In fact, this happens all the time, that's why we read a story when we were children about small grains of sand forming continents on the ocean floor. These small amounts saved today will turn into big numbers in the future. And when such a large number comes before you, I believe it will do a great job in your mind.
So let's try to show you a little better how to increase power. If you read this post of mine carefully, you will learn very well how to increase power. And by increasing the power in this way, you will become the owner of a much bigger power one day.
আসসালামু আলাইকুম, নতুন বছরে সবাইকে শুভকামনা।আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও মহান আল্লাহর রহমতে ভালো আছি।আজ নতুন বছর উপলক্ষে আমি আপনাদের মাঝে পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা ব্লার্ট প্লাটফর্মে নতুন তাদের জন্য এই পাওয়ার আপের পোস্ট খুবই গুরুত্বপূর্ণ। এই পাওয়ার আপের পোস্ট আপনাদের বোঝার জন্য আমি ইংরেজি ও বাংলা ভাষা ব্যবহার করেছি।চলুন এক নজরে পাওয়ার আপের পোস্ট দেখে নেওয়া যাক।
যারা ব্লার্ট প্লাটফর্মে দীর্ঘদিন টিকে থাকতে চান ।
তারা সবসময় তাদের পাওয়ার বাড়ানোর চেষ্টা করে।
কারণ তাদের পাওয়ার যত ভালোভাবে বাড়ানো যাবে, ব্লার্ট প্ল্যাটফর্মে ততো ভালো ভাবে টিকে থাকা সম্ভব হবে। আপনি লক্ষ্য করতে পারেন, অনেক লোকের অ্যাকাউন্টে অনেক পাওয়ার রয়েছে এবং তারা এখানে খুব ভাল ভাবে টিকে আছে।আর যাদের একাউন্টে পাওয়ার নেই, তারা সবসময় মনে করে যে, আমার একাউন্টে এত পাওয়ার থাকলে হয়তো আমার জন্য ভালো হতো। কিন্তু শুধু মনে মনে ভাবলে তো আর হবে না। আপনার কাজ চালিয়ে যেতে হবে।অতএব, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হ'ল নিজের পাওয়ার আরও বেশি করে বাড়ানো।
আপনি যদি এই ধরনের অনুশোচনার শিকার হতে না চান, তবে আমি আজকে যে বুদ্ধিমত্তার কথা বলব তা সর্বদা ব্যবহার করার চেষ্টা করুন। প্রথমে আপনার উপার্জনের পরিমাণ পাওয়ারে রূপান্তর করুন। যাতে আপনি চাইলেও সহজে বিক্রি করতে না পারেন এবং প্রতি মাসে যতটা সম্ভব কিনুন এবং এটিকে এখানে পাওয়ারে রূপান্তর করুন। আপনি আজ এই ছোট ছোট পরিমাণ জমা করার সাথে সাথে, আপনি শীঘ্রই এটি একটি বড় সংখ্যায় পরিণত দেখতে পাবেন। তাহলে আপনার একাউন্টের পাওয়ার দেখে আপনি নিজেই বিশ্বাস করবেন না কিভাবে আপনি এত পাওয়ারের মালিক হলেন। প্রকৃতপক্ষে, এটি সব সময় ঘটে, তাই আমরা যখন ছোট ছিলাম, তখন সমুদ্রের তলদেশে মহাদেশ গঠনকারী বালির ছোট ছোট দানা সম্পর্কে একটি গল্প পড়েছিলাম। আজ সংরক্ষিত এই ছোট পরিমাণ ভবিষ্যতে বড় সংখ্যায় পরিণত হবে এবং যখন এত বড় সংখ্যা আপনার সামনে আসবে, আমি বিশ্বাস করি এটি আপনার মনে একটি দুর্দান্ত কাজ করবে।
তো চলুন একটু ভালো করে দেখানোর চেষ্টা করি কিভাবে পাওয়ার আপ করা হয়।
আপনি যদি আমার এই পোস্টটি মনোযোগ সহকারে পড়েন তবে আপনি খুব ভালভাবে শিখতে পারবেন কীভাবে পাওয়ার আপ করা হয়।
আর এভাবে ক্ষমতা বাড়িয়ে একদিন অনেক বড় ক্ষমতার মালিক হয়ে যাবেন।
Before power up my blurt was 934 and blurt power was 65809 . After i transferred 10270 blurt from probit account blurt shows 11204. Before increasing power my power was 65809 blurt and account had 11204 blurt. From here I convert to 5000 blurt power.
পাওয়ার আপের আগে আমার ব্লার্ট ছিল ৯৩৪।আর ব্লার্ট পাওয়ার ছিল ৬৫৮০৯। আমি প্রবিট একাউন্ট থেকে ১০২৭০ ব্লার্ট ট্রান্সফার করে আনার পরে একাউন্টে ব্লার্ট দেখায় ১১২০৪।পাওয়ার বৃদ্ধি করার আগে আমার পাওয়ার ছিল ৬৫৮০৯ blurt আর একাউন্টে ছিল ১১২০৪ blurt । এখান থেকে আমি ৫০০০ blurt পাওয়ারে রুপান্তরিত করব।
I transferred 10270 blurt from probit account to my @rjraju001 blurt account. Screenshot of Blurt Transfer from Probit Account.
আমি প্রবিট একাউন্ট থেকে ১০২৭০ ব্লার্ট ট্রান্সফার করে আমার @rjraju001 ব্লার্ট একাউন্টে নিয়ে আসি। প্রবিট একাউন্ট থেকে ব্লার্ট ট্রান্সফার করার স্কিনশট।
Now I converted 5000 blurt to power. How I converted to power, I tried to show you very well.If you can follow these steps I show you. Then you can easily power-up.And to do this you must use Active key. If you use Active key.Then without any hassle, you can do this in no time.
এবার আমি ৫০০০ blurt পাওয়ারে রূপান্তরিত করলাম।আমি কিভাবে পাওয়ারে রূপান্তরিত করলাম,সেটা আমি খুব ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি।যদি আপনারা আমার দেখানো এই ধাপগুলো অবলম্বন করতে পারেন। তাহলে খুব সহজেই Power-up করে ফেলতে পারবেন। আর এই কাজটা করার জন্য আপনাদের অবশ্যই Active key ব্যবহার করতে হবে। যদি আপনি Active key ব্যবহার করেন।তাহলে কোন ধরনের ঝামেলা ছাড়াই,আপনারা এই কাজটি অল্প সময়ের মধ্যেই করে ফেলতে পারবেন।
And through this I converted 5000 blurt power. After converting to 5000 blurt power, my account power is 70,809 blurt. I have taken a target to complete 5 lakh power by this year anyway. If I keep increasing power like this, then I don't think it will be too difficult for me to increase 5 lakh power.
Increasing power is very important for every person because the price of blurt is very low at this time. And if it can be bought and kept at this low price, I think it will be very useful in the future. There will come a time when the price of blart will be high. Then just think how much the earnings will increase. And the amount of money you are investing here today. If the price of the blurt goes up a lot, then think about how much your investment will multiply. All in all, if we can increase our power in this way, we will benefit ourselves. We can survive on this blurt platform for a long time and very well and as we increase our power, our earnings will also increase a lot.
আর এরই মধ্য দিয়েই আমি ৫০০০ blurt পাওয়ারে রুপান্তরিত করে ফেললাম। ৫০০০ blurt পাওয়ারে রূপান্তরিত করার পরে,আমার একাউন্টে পাওয়ার হলো ৭০,৮০৯ blurt। আমি টার্গেট গ্রহণ করেছি এই বছরের মধ্যে যেকোন ভাবে পাঁচ লাখ পাওয়ার পূর্ণ করব।যদি আমি প্রতিনিয়ত পাওয়ার এভাবে বৃদ্ধি করতে থাকি।তাহলে পাঁচ লাখ পাওয়ার বৃদ্ধি করা আমার কাছে খুব একটা কঠিন হবে বলে মনে করি না।
পাওয়ার বৃদ্ধি করাটা প্রত্যেকটা মানুষের জন্যই খুবই গুরুত্বপূর্ণ ।কারণ এই সময়ে ব্লার্টের দাম অনেক কম। আর এই কম দামে যদি কিনে রেখে দেওয়া যায় তাহলে ভবিষ্যতে অনেক কাজে আসবে বলে আমার কাছে মনে হয়। একটা সময় আসবে যখন ব্লার্টের দাম বেশি হয়ে যাবে।তখন একবার ভেবে দেখুন কত বেশি পরিমাণে উপার্জন বৃদ্ধি পেয়ে যাবে।আর আজকে আপনি যে পরিমাণে টাকা এখানে ইনভেস্ট করছেন। যদি ব্লার্টের দাম অনেকটা বেশি হয়ে যায়, তাহলে আপনার সেই ইনভেস্টের টাকা কত গুণ বেশি হয়ে যাবে সেটাও একবার চিন্তা করে দেখুন। সব মিলিয়ে আমরা যদি এভাবেই পাওয়ার বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের নিজেদের জন্যই উপকার হবে। আমরা এই ব্লার্ট প্লাটফর্মে দীর্ঘমেয়াদি ভাবে এবং খুবই সুন্দর ভাবে টিকে থাকতে পারবো আর পাওয়ার বৃদ্ধি করার সাথে সাথে আমাদের উপার্জনের পরিমাণটাও অনেক বৃদ্ধি পেয়ে যাবে।
Description | Blurt |
---|---|
Before power-up my blurt power | 65,809 |
Amount of power up | 5,000 |
After power-up my blurt power | 70,809 |
Target | 20,00,000 |
Remained | 1,929,191 |
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Re🤬eD
🥓
Thank you so much..
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.