Let's take a look at some random photography from Bitim Mosque.

in blurt-1787181 •  16 days ago 

Hello..!!
My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Monday , December 02/2024

IMG_20201130_152275.jpeg

Assalamu Alaikum, how are you all. I hope you are all very well. I am very well by the grace of Allah Almighty in your prayers. I am back with a new post today. Let's get started. Today I am going to start a new post again by welcoming everyone. Today I will try to show you a beautiful mosque in Betil Bazar. I hope you will like this post, but let's move on to the main point. Betil is located in Belkuchi Upazila of Sirajganj city. From the day I came to this area, I first found out the beautiful, beautiful places of this area and later tried to visit them according to my ability and time. Just as I am sharing Betil mosque with you today, just like I shared Enayetpur Beribad two weeks ago. This place is also quite famous and viral. There are many people who make reel videos on YouTube that get millions of views. That's where I got inspired from, anyway you can check out that post if you want. Today let's take a little tour from Betil Mosque.

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমি আপনাদের দোয়ায় মহান আল্লাহতালার রহমত অনেক ভালো আছি। আমি আজ আপনাদের মাঝে আবারও নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি।চলুন শুরু করা যাক। সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আবারো নতুন একটি পোস্ট আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে বেতিল বাজারের একটা সুন্দর মসজিদ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের পোস্টটা ভালই লাগবে তবে চলুন কথা না বাড়িয়ে মূল বক্তব্যে যাওয়া যাক। বেতিল এটি মূলত অবস্থিত সিরাজগঞ্জ শহরের বেলকুচি উপজেলাই । আমি যেদিন থেকে এই এলাকায় এসেছি এই এলাকার সুন্দর , সুন্দর জায়গা গুলো প্রথমে ফাইন্ড আউট করেছি এবং পরবর্তীতে নিজের সামর্থ্য অনুযায়ী এবং সময় অনুযায়ী এগুলো ঘুরে, ঘুরে দেখার চেষ্টা করেছি । আজকে যেমন আমি আপনাদের মাঝে বেতিল এর মসজিদটা শেয়ার করছি ঠিক তেমনি ভাবে আমি গত দুই সপ্তাহ আগে এনায়েতপুর বেরিবাদ শেয়ার করেছিলাম । এই জায়গাটাও মোটামুটি বিখ্যাত এবং ভাইরাল । এখানে অনেক মানুষ ইউটিউবে রিল ভিডিও করে যেগুলো প্রায় মিলিয়ন, মিলন ভিউজ দেখা যায়। ওইখান থেকে অনুপ্রাণিত হয়েই আমি ওখানে গিয়েছিলাম যাইহোক আপনার চাইলে ওই পোস্টটা দেখতে পারেন। আজকে চলুন বেতিল মসজিদ টা থেকে একটু ঘুরে আসি।

IMG_20201130_152276.jpeg

At first you can see that the mosque has been built with a fairly large area. And the walls of the mosque are perforated to keep the climate under control during the hot season. Not talking about this mosque, I saw in many places around and many people have built flat houses like this. After analyzing a little, I realized that if houses are built in this way, the houses stay cool on hot days. Anyway, I like to know the science behind it as well as it looks good. In front of the mosque you can see there is a big Eidgah. People perform Eid prayers here during Eid. I like the design of the place as it is beautifully designed and many iron pillars are provided so that these worshipers do not suffer during rainy days. In fact, I heard from people in the vicinity that a sheet and paper are hung over this pillar on rainy days.

জায়গাটিতে প্রথমে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক বড় একটা এরিয়া নিয়ে মসজিদটি তৈরি করা হয়েছে। এবং মসজিদের দেয়াল গুলোতে ছিদ্র করা হয়েছে যাতে গরমের সময় এখানে আবহাওয়াটা নিয়ন্ত্রণে থাকে। এই মসজিদটা বলে কথা না আমি আশেপাশের অনেকগুলো ও জায়গায় দেখলাম অনেকে ফ্ল্যাট বাসাও এভাবে তৈরি করেছে । তারপর একটু এনালাইস করে যা বুঝতে পারলাম এভাবে বাসা তৈরি করলে গরমের দিনে বাড়িগুলো ঠান্ডা থাকে । তো যাই হোক এটি দেখতে যেমন সুন্দর লাগে সেই সাথে এর পেছনে সাইন্স টা জেনেও আমার খুব ভালো লেগেছে। মসজিদের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় ঈদগা রয়েছে । এখানে ঈদের সময় মানুষেরা ঈদের নামাজ সম্পন্ন করে ।জায়গাটার ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে যেমনভাবে সুন্দর করে সবগুলো ডিজাইন করা হয়েছে তেমনি আবার অনেকগুলো লোহার পিলার সাথে দেয়া হয়েছে যাতে বৃষ্টির দিনে এই মুসল্লিদের কোন কষ্ট না হয়। আসলে বৃষ্টির দিনে এই পিলার এর উপরে সামিয়ানা এবং কাগজ টাঙ্গানো হয় এটা আশপাশের মানুষের কাছ থেকে শুনলাম।

IMG_20201130_152273.jpeg

IMG_20201130_152274.jpeg

I like the fact that besides designing the mosque beautifully, they have also paid attention to the natural beauty. I saw many flowering trees planted around the mosque and a small area right next to the mosque was beautifully surrounded by some leafy trees and some unknown flowering plants. I think they have done this so that the surrounding area is fragrant with the fragrance of flowers, which I like very much. Also, there is a small tree with small leaves. I saw many flowers on the tree, but I don't know the name of the tree. If any of you know the name of this tree, please comment. Also, there are many mahogany trees around the mosque which made the place feel cooler.

মসজিদটা সুন্দর করে ডিজাইন করার পাশাপাশি এরা প্রাকৃতিক সৌন্দর্যের দিকেও নজর দিয়েছে এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে । মসজিদের আশেপাশে অনেকগুলো ফুলগাছ লাগানো দেখতে পেলাম এবং মসজিদের ঠিক পাশেই ছোট্ট একটা জায়গায় সুন্দর করে ঘেরাও করে কিছু পাতাবাহার গাছ এবং কিছু নাম না জানা অনেক ফুল গাছ লাগানো হয়েছে। আমার মনে হয় এনারা এই কাজটা এইজন্য করেছে যে যেন আশেপাশের এলাকাটা ফুলের সুগন্ধে সুগন্ধময় থাকে এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে । এছাড়াও ছোট, ছোট পাতাযুক্ত একটা গাছ রয়েছে গাছে দেখলাম অনেকগুলো ফুলও এসেছে তবে গাছটার নাম আমার ঠিক জানা নেই । আপনারা কেউ যদি এই গাছটার নাম জেনে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন। এছাড়াও মসজিদের আশেপাশে অনেকগুলো মেহগনি গাছ রয়েছে যেই গাছগুলোর সাথে জায়গাটা আরো বেশি ঠান্ডা মনে হচ্ছিল সব মিলে মোটামুটি অনেক ভালো একটা জায়গায় এই মসজিদ তৈরি করা হয়েছে।

IMG_20201130_152272.jpeg

IMG_20201130_152271.jpeg

Besides, one of the better aspects of the mosque is that it is basically located on one side of the market. And there are some small hardware stores in the vicinity which are right next to the mosque. The nearby bazaar is always full of people and since it has a mosque, it is a good thing that they can complete their daily prayers here. I think it is important to have such beautiful, beautiful mosques in our surrounding area because everyone should pay attention to the fact that just like going to a mosque to pray, seeing a mosque also increases the devotion to prayer. So today there was a brief introduction of Betil Mosque. I don't know how the post went, if you like it, you can comment it or if you like it, you can also comment it.

এছাড়া মসজিদের আরও ভালো একটি দিক হচ্ছে এটি মূলত বাজারের একটা সাইড এ অবস্থিত । এবং আশেপাশের ছোটখাটো কিছু সরঞ্জামের দোকান রয়েছে সেগুলো হচ্ছে মসজিদের পাশ দিয়েই। আশেপাশে যে বাজার রয়েছে এই বাজারে প্রতিনিয়তই ভরপুর মানুষ থাকে এবং যেহেতু এখানে মসজিদ রয়েছে তাই তাদের ওয়াক্তের নামাজগুলো এখানেই তারা সম্পন্ন করতে পারে এটা অনেক ভালো একটা দিক। আমাদের আশেপাশের এলাকাতে এমন সুন্দর, সুন্দর কিছু মসজিদ থাকা আমার মনে হয় জরুরি কারণ মসজিদে গেলে যেমন নামাজ পড়া যায় তেমনিভাবে মসজিদ দেখেও যেন নামাজের প্রতি ভক্তি বেড়ে যায় এই বিষয়টার দিকে সবার গুরুত্ব দেয়া উচিত। তো আজকে এই পর্যন্তই ছিল বেতিল মসজিদের সংক্ষিপ্ত কিছু পরিচয় । জানিনা পোস্টটা কেমন হয়েছে , যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে পারেন অথবা যদি খারাপ লাগে সে ক্ষেত্রেও কমেন্টে বলতে পারেন কোথাই খারাপ লেগেছে।

IMG_20201130_15227306.jpeg

Today's weather was a bit mild, especially after afternoon, I saw a little cloudiness, cloudiness and the sun came down, then an idea came to my mind, this is the perfect time for photography, because if the sun is a little less, then my phone takes better photography, and if there is excess heat from the sun, photography is better. The color becomes a little pale, so I thought that since the weather is a little mild, I can take photography with the phone. Since the sun is less, I can go to many places and also the heat of the sun will not affect my body, so I took my phone and went out for photography. Today I have shared with you some vegetable photography along with some flower photography all in all some random photography in a word today I am sharing a random photography post with you. I don't know how the photographs turned out, if you want, you can tell me in the comment box which photography you liked and which one you disliked. But without further ado let's get to the main post.

আজকের আবহাওয়া টা একটু নরম ছিল বিশেষ করে‌ বিকেলের পরে দেখলাম একটু মেঘ ,মেঘ ভাব এবং রোদ কমে এসেছে তখন মাথায় একটা আইডিয়া আসলো এটাই ফটোগ্রাফি করার মোক্ষম সময় কারণ যদি সূর্যের আলো একটু কম থাকে তাহলে আমার ফোনে একটু ভালো ফটোগ্রাফি হয় এবং অতিরিক্ত সূর্যের তাপ থাকলে ফটোগ্রাফির রংটায় একটু ফ্যাকাসি হয়ে যায় তাই ভাবলাম এখন যেহেতু একটু নরম আবহাওয়া তাই ফোনটা নিয়ে ফটোগ্রাফি করা যায় । যেহেতু রোদ কম তাই অনেক জায়গায় যেতে পারবো এবং সেই সাথে রোদের তাপ ও গায়ে লাগবে না তাই আর বেশি কিছু না ভেবে ফোনটা নিয়ে বের হয়ে গেলাম ফটোগ্রাফি করার উদ্দেশ্যে। আজকে আমি আপনাদের মাঝে কিছু সবজির ফটোগ্রাফি শেয়ার করেছি এবং তার সাথে রয়েছে কিছু ফুলের ফটোগ্রাফি সব মিলিয়ে কিছু এলোমেলো ফটোগ্রাফি এক কথায় বলা যায় আপনাদের মাঝে আজকে আমি একটি রেনডম ফটোগ্রাফি পোস্ট শেয়ার করছি। আমি জানিনা ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন কোন ফটোগ্রাফি টা আপনাদের ভালো লেগেছে এবং কোনটা খারাপ লেগেছে। তবে চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল পোস্টে চলে যাওয়া যাক।

You all know this from our very famous papaya tree photography. Papaya is a very beneficial fruit for our body. Many people also use it as a vegetable. Contains a lot of fiber which is very beneficial for our body as well as it works against cancer virus.

এটি আপনারা সবাই চিনেন আমাদের অতি পরিচিত পেপে গাছের ফটোগ্রাফি। পেপে আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি ফল। এটা অনেকেই আবার সবজি হিসেবেও ব্যবহার করে থাকে। ‌‌‌‌‌এতে
প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী সেই সাথে এটি ক্যান্সারের ভাইরাসের বিরুদ্ধেও কাজ করে থাকে।

IMG_20201130_15227305.jpeg

This is a kind of cutting work. This tree is mostly seen in the places where there are empty areas. I saw them a lot in the pond when I was a child, but now I don't see much. Today I suddenly saw one, so I took a photo and shared it with you.

এটা হচ্ছে একধরনের কাটা কাজ এই গাছটা বেশিরভাগ যেসব জায়গায় ফাঁকা অঞ্চল থাকে সেসব জায়গায় দেখা যায় ছোটবেলায় এগুলো পুকুরের ভেড়িতে অনেক দেখেছি তবে এখন তেমন একটা চোখে পড়ে না আজকে হঠাৎ একটা দেখলাম তাই একটা ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20201130_15227304.jpeg

In this photograph you can see young tomatoes. I love to eat it, especially tomato salad and tomato bhaji are my favorite. I was very pleased to see that the tomato plant had caught tomatoes.

এ ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন কচি টমেটো । এটা খেতে আমি অনেক ভালবাসি বিশেষ করে টমেটোর সালাদ এবং টমেটোর ভাজি দুটোই আমার অনেক প্রিয়। টমেটো গাছে টমেটো ধরেছে দেখে আমার বেশ ভালই লাগলো।

IMG_20201130_15227302.jpeg

This is brinjal fruit photography I love to see brinjal flowers especially when I see such a beautiful flower inside a cut plant my mind is full. I first took a photograph from above, then this flower was not very clear, so I took another photograph from below.

এটা হচ্ছে বেগুনের ফলের ফটোগ্রাফি বেগুনের ফুল দেখতে আমার খুব ভালো লাগে বিশেষ করে কাটা গাছের ভিতরে যখন এত সুন্দর একটা ফুল দেখি তখন মনটা যেন ভরে যায়। আমি প্রথমে উপর থেকে একটা ফটোগ্রাফি করেছিলাম তখন এই ফুলটা তেমন একটা বোঝা যাচ্ছিল না তাই আবার নিছ থেকে একটা ফটোগ্রাফি করেছি।

IMG_20201130_15227301.jpeg

This is a photograph of a red flower. I don't know the exact name of the flower, but the flower looks pretty good, the flower doesn't have much of a smell, but it looks pretty good, so I thought I could take a photo.

এটি হচ্ছে একটি লাল বর্ণের ফুলের ফটোগ্রাফি। ফুলটার নাম আমার ঠিক জানা নেই তবে ফুলটা দেখতে বেশ ভালই লাগছিল এই ফুলের তেমন একটা গন্ধ নাই তবে দেখতে মোটামুটি ভালো তাই ভাবলাম একটা ফটোগ্রাফি করা যায়।

IMG_20201130_15227303.jpeg

You can see this in Sim's flower photography. The flowers of beans are very good to look at so I thought let's do a photography and beans have a lot of nutrients that help our body to fill the decay.

এটা আপনারা দেখতে পাচ্ছেন সিমের ফুলের ফটোগ্রাফি । সিমের ফুল গুলো দেখতে বেশ ভালই লাগে তাই ভাবলাম একটা ফটোগ্রাফি করা যাক আর সিমে প্রচুর পরিমাণে আমিষ থাকে যা আমাদের শরীরে ক্ষয় পূরণে সাহায্য করে থাকে।

IMG_20201130_1522730.jpeg

This is the last photography of the day which is Sim's photography. I see that the seams are well held and after a few days maybe they will grow a little bigger so I thought it was time to take a photo so I took a photo.

এটি হচ্ছে আজকের শেষ ফটোগ্রাফি যেটা হচ্ছে সিমের ফটোগ্রাফি। সিম গুলো দেখছি থোকা হয়ে সুন্দর ভাবে ধরে আছে আর কিছুদিন পর হয়তোবা একটু বড় হয়ে পেকে যাবে তাই ভাবলাম এটাই ফটোগ্রাফি করার সময় তাই একটা ফটোগ্রাফি করেছি।

You all will be well and everyone will pray for me. In the coming days I will share some good posts with you. I wish you all the best. Allah Hafeez.

আপনারা সবাই ভাল থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আগামী দিনগুলো আমি আপনাদের মাঝে ভালো কিছু পোস্ট শেয়ার করব আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি আল্লাহ হাফেজ।

IMG-20230422-WA0014.jpg

I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!