My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Thursday , December 19/2024
Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes, if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.
Coming to you again with a new and hobby post the reason of saying hobby post is because today my post topic is photography and you all know that photography is a hobby especially I love photography very much. And now, thanks to technology, photography is not required, only the smartphone in hand is enough, so taking photographs and presenting them to you gives you a different kind of joy.But let's see my photographs today.
আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।
চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন এবং শখের পোস্ট নিয়ে শখের পোস্ট বলার কারণ হচ্ছে আজকে আমার পোষ্টের বিষয় হচ্ছে ফটোগ্রাফি আর আপনারা সবাই জানেন যে ফটোগ্রাফি একটা শখের বিষয় বিশেষ করে আমি ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। আর এখন প্রযুক্তির কল্যাণে ফটোগ্রাফি করতে বেশি কিছু প্রয়োজন হয় না শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোনটি হলেই যথেষ্ট তাই ফটোগ্রাফি করে এবং সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরে নিজের কাছে আসলে অন্যরকম একটা আনন্দ পাওয়া যায়। তবে চলুন দেখে আসি আমার আজকের ফটোগ্রাফি গুলো।
At the beginning of the photography, I entered the thick vegetable garden and saw that there were many flowers and black ants were attached to the flowers, maybe they were storing their food. The scene was very interesting. The beginning of photography opens a new connection with nature. One day I took the camera to the vegetable garden of Purul. Surroundings of greenery, including the enchanting beauty of various flowers. Garden flowers are like nature's color palette. Sunlight played on each flower petal. But the most interesting sight was the busyness of little black ants on the flower. They may have been collecting honey or storing their food. I was fascinated by the tiny movements of ants, their performance and their relationship with flowers. These tiny organisms are playing an important role in nature by being attracted to the nectar of flowers. Capturing this scene through the lens of photography, I realized how wonderful nature is and how much it teaches us. Every moment gives us an opportunity to realize something new. This garden scene inspired me to look more deeply at nature and develop a love for photography. It is like a rhythmic story of nature.
ফটোগ্রাফির শুরুতে ঢুকেছিলাম পুরুল সবজির বাগানে সেখানে দেখছি অনেক ফুল এসেছে এবং ফুলের গায়ে লেগে রয়েছে কালো পিপড়া, হয়তোবা তারা তাদের খাদ্য সঞ্চয় করছিল দৃশ্যটা বেশ ইন্টারেস্টিং ছিল।ফটোগ্রাফির সূচনা যেন প্রকৃতির সঙ্গে এক নতুন সংযোগের পথ খুলে দেয়। একদিন ক্যামেরা নিয়ে গিয়েছিলাম পুরুলের সবজির বাগানে। চারদিকে সবুজের সমারোহ, তার মধ্যে বিভিন্ন ফুলের মনোমুগ্ধকর সৌন্দর্য। বাগানের ফুলগুলো যেন প্রকৃতির রঙের প্যালেট। প্রতিটি ফুলের পাপড়িতে সূর্যের আলো খেলা করছে।তবে সবচেয়ে আকর্ষণীয় দৃশ্যটি ছিল ফুলের ওপর ছোট্ট কালো পিঁপড়াদের ব্যস্ততা। তারা হয়তো মধু সংগ্রহ করছিল বা তাদের খাদ্য সঞ্চয় করছিল। পিঁপড়াগুলোর ছোট্ট চলাফেরা, তাদের কর্মক্ষমতা এবং ফুলের সঙ্গে তাদের সম্পর্ক আমাকে মুগ্ধ করল। এই ক্ষুদ্র জীবগুলো ফুলের মধুর প্রতি আকৃষ্ট হয়ে প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।ফটোগ্রাফির লেন্সে এই দৃশ্যটি বন্দি করতে গিয়ে বুঝলাম, প্রকৃতি কত বিস্ময়কর এবং তা কতভাবে আমাদের শেখায়। প্রতিটি মুহূর্ত আমাদের নতুন কিছু উপলব্ধি করার সুযোগ দেয়। বাগানের এই দৃশ্য আমাকে আরও গভীরভাবে প্রকৃতিকে দেখতে এবং ফটোগ্রাফির প্রতি ভালোবাসা বাড়াতে অনুপ্রাণিত করেছে। এটি যেন প্রকৃতির এক ছন্দময় গল্প।
This is my favorite delicious Puer Data, many people call it Puishak, but everyone calls us as Puer Data, however, this vegetable tastes delicious when cooked with pulses.
এটা হচ্ছে আমার প্রিয় সুস্বাদু পুয়ের ডাটা অনেকে আবার পুঁইশাক বলে থাকেন তবে আমাদের এদিকে পুয়ের ডাটা হিসাবেই সবাই আখ্যায়িত করে থাকেন যাইহোক এই শাক ডাল দিয়ে রান্না করলে খেতে বেশ সুস্বাদু লাগে অনেকদিন হলো এটা খাওয়া হয় না বেশ মিস করছিলাম এই পুঁইশাকটি।
This is another photograph of Purul flower. In fact, many small flower buds can be seen on the shoulder of this flower, and like the previous one, many black ants were seen on it, but anyway I like this flower so I captured the photography with my mobile phone.
এটি হচ্ছে পুরুলের ফুলের আরেকটি ফটোগ্রাফি আসলে এই ফুলের কাধের দিকে ছোট ,ছোট অনেকগুলো ফুলের কোলি দেখা যাচ্ছে এবং এটিতেও আগেরটির মতো অনেকগুলো কালো পিঁপড়ে এর উপর দেখা গেছিল, তবে যাই হোক আমার কাছে এই ফুলটি ভালো লাগার কারণে মোবাইল দিয়ে ফটোগ্রাফিটি ক্যাপচার করে ফেললাম।
This is the flower of Telakuchu tree, and when it is a fruit, this fruit turns red when it ripens and is very tasty to eat, actually it is not eaten as a wild fruit, but I played with it a lot when I was a child and I ate a lot of ripe fruit, it is a little salty and sweet to eat. The sweet type is fairly good to eat. Telakuchu is a well-known climbing plant, which is found abundantly in tropical regions. It is mainly found growing in bushes or house fences in rural areas. The telakuchur plant bears small white flowers, which are very attractive to look at. The flowers are followed by small fruits, which are green when unripe and bright red when ripe. Although it is known as a wild fruit, the ripe fruit of telakuchur has been eaten by many as a child. Eating telakuchur fruit is a mixture of sweet and salty taste, which gives a unique experience. A lot of children's games in rural Bengal are related to this. Although the fruit is small, its taste is quite memorable. Ripe telakuchu fruit can be eaten off the tree, but it is not commonly used commercially. The telakuchu plant is important not only for its fruit but also for its medicinal properties. Its leaves, vines and various parts of the fruit are used in the treatment of various diseases. It is helpful in controlling diabetes, improving digestion and purifying the blood. Although it is neglected in modern life, Telakuchu remains in our memories as a symbol of the simple joys of rural life and closeness to nature.
এটি হচ্ছে তেলাকুচু গাছের ফুল, আর এটি যখন ফল হবে তখন এই ফলটা পাকলে লাল হয়ে যায় এবং খেতেও বেশ সুস্বাদু লাগে, আসলে এটি খাওয়া হয় না বুনু ফল তবে ছোটবেলায় এটি নিয়ে অনেক খেলাধুলা করেছি এবং পাকা ফল অনেক খেয়েছি খেতে একটু নোনতা এবং মিষ্টি ,মিষ্টি টাইপের মোটামুটি ভালোই লাগে খাইতে ।তেলাকুচু একটি বহুল পরিচিত লতা জাতীয় উদ্ভিদ, যা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে প্রচুর দেখা যায়। এটি প্রধানত গ্রামাঞ্চলে ঝোপঝাড় বা ঘরের বেড়ায় জন্মাতে দেখা যায়। তেলাকুচুর গাছে ছোট সাদা ফুল ফোটে, যা দেখতে খুবই আকর্ষণীয়। ফুলের পরেই জন্ম নেয় ছোট ফল, যা কাঁচা অবস্থায় সবুজ ও পাকলে উজ্জ্বল লাল হয়ে যায়। যদিও এটি বুনো ফল হিসেবে পরিচিত, তেলাকুচুর পাকা ফল ছোটবেলায় অনেকেই খেয়েছেন।তেলাকুচুর ফল খেতে মিষ্টি ও নোনতা স্বাদের মিশ্রণ, যা একধরনের স্বতন্ত্র অভিজ্ঞতা দেয়। এটি নিয়ে গ্রামবাংলার শিশুদের অনেক খেলার স্মৃতি জড়িয়ে আছে। ফলটি ছোট হলেও এর স্বাদ বেশ মনে রাখার মতো। পাকা তেলাকুচু ফল গাছ থেকে তুলেই খাওয়া যায়, তবে এটি সাধারণত বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় না।তেলাকুচু গাছ শুধুমাত্র এর ফলের জন্য নয়, ঔষধি গুণের জন্যও গুরুত্বপূর্ণ। এর পাতা, লতা এবং ফলের বিভিন্ন অংশ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হজমশক্তি উন্নত করা এবং রক্ত পরিশোধনে সহায়ক। যদিও এটি আধুনিক জীবনে অবহেলিত, গ্রামীণ জীবনের সহজসরল আনন্দ ও প্রকৃতির সান্নিধ্যের প্রতীক হিসেবে তেলাকুচু আজও আমাদের স্মৃতিতে রয়ে গেছে।
This is also the flower of cockroach tree, but this flower is only one blooming among many bushes, in fact, it is seen around it, the flower was very beautifully decorated behind the medicinal leaves, so I took another photograph.
এটিও তেলাকুচি গাছের ফুল হলেও এই ফুলটি অনেকগুলো ঝোপঝাড়ের মধ্যেও শুধু একটাই ফুটেছে আসলে এটির আশেপাশে দেখা যায় ঔষধি পাতার আড়ালে খুব সুন্দরভাবে ফুলটি সজ্জিত ছিল তাই আরেকটি ফটোগ্রাফি করলাম।
This is the photography of the papaya tree, the tree is very tall, so I could not take a close-up photo, but I took the photo from the bottom as high as possible so that each papaya can be seen well, and we all know that papaya can be cooked and eaten as well as raw papaya with salt. It can also be eaten mashed and ripe papaya is very tasty.
এটি হচ্ছে পেঁপে গাছের ফটোগ্রাফি, গাছটি বেশ লম্বা যার কারণে খুব কাছ থেকে ফটোগ্রাফি টা করতে পারি নাই তবে নিচে থেকে যতটা সম্ভব ফোনটা উঁচুতে ধরে ফটোগ্রাফিটা করেছি যাতে প্রত্যেকটা পেঁপে ভালোভাবে দেখা যায় আর আমরা সবাই জানি পেঁপে রান্না করে যেমন খাওয়া যায় তেমনি লবণ দিয়ে কাঁচা পেঁপে মাখিয়েও খাওয়া যায় এবং পাকা পেঁপে তো বেজায় সুস্বাদু।
This is a photograph of a paddy field. Maybe no one has posted it because I saw it in the middle of a pond. Actually, I was returning home by that pond. When I saw it, it seemed a little different to me, so I took a photo and shared it with you. So guys, how do you like my post? Of course, let me know. Let me know by commenting. All of you will pray for me. May I bring you some better posts in the coming days. May God bless you all.
এটি হচ্ছে একটি ধান চারার ফটোগ্রাফি। এটি হয়তোবা কেউ লাগায়নি এমনিতেই হয়েছে কারণ এটি দেখলাম একটি পুকুরের মাঝখানে হয়েছে আসলে আমি ওই পুকুরের পাশ দিয়েই বাসায় ফিরছিলাম তখন এটি দেখে আমার কাছে একটু অন্যরকম মনে হলো তাই ফটোগ্রাফি টা করে আপনাদের মাঝে শেয়ার করলাম।তো বন্ধুরা আমার পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমি যেন সামনের দিনগুলো আরো ভালো কিছু পোস্ট আপনাদের মাঝে তুলে ধরতে পারি। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.