I spent a beautiful moment in life in Aramco company.

in blurt-1787181 •  18 hours ago 

Hello..!!
My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Saturday , January 18/2025

This is my first travel post. And the first post of this trip was Saudi Arabia Aramco. Aramco company which is known as the largest company in Saudi Arabia. I am a Saudi expatriate. I work in Nesma company. It is also a very big company in Saudi Arabia. This Nesma and Aramco company are side by side. For a long time I want to visit Aramco company. But we don't have that time due to work pressure. We get one day off a week which is Friday. So I thought I will visit Aramco company on Friday. Some of us friends went to visit Aramco company on Friday. I am a Muslim. So I thought that today is Friday the holy day of Jumma. So we friends went for a walk around wearing jubba and head turbans that we would walk around on Jumma day after prayer. It doesn't take long for us to go from Nesma Company to Aramco Company. It takes thirty minutes to go to Aramco company. But not going for work. I got a chance yesterday, Friday, so I went for a visit.

এটা আমার প্রথম ভ্রমণ পোস্ট. আর এই সফরের প্রথম পোস্ট ছিল সৌদি আরব আরামকো। আরামকো কোম্পানি যা সৌদি আরবের সবচেয়ে বড় কোম্পানি হিসেবে পরিচিত। আমি সৌদি প্রবাসী। আমি নেসমা কোম্পানিতে কাজ করি। এটি সৌদি আরবের একটি খুব বড় কোম্পানিও। এই নেসমা আর আরামকো কোম্পানি পাশাপাশি। অনেক দিন ধরে আমি আরামকো কোম্পানিতে যেতে চাই। কিন্তু কাজের চাপে আমাদের সেই সময় নেই। আমরা সপ্তাহে একদিন ছুটি পাই যা শুক্রবার। তাই ভাবলাম শুক্রবার আরামকো কোম্পানিতে যাব। আমরা কয়েকজন বন্ধু শুক্রবার আরামকো কোম্পানিতে গিয়েছিলাম। আমি একজন মুসলিম। তাই ভাবলাম আজ শুক্রবার জুম্মার পবিত্র দিন। তাই আমরা বন্ধুরা জুব্বা এবং মাথায় পাগড়ি পরে ঘুরতে যেতাম যে আমরা জুম্মার দিন নামাজের পরে ঘুরে বেড়াতাম। নেসমা কোম্পানি থেকে আরামকো কোম্পানিতে যেতে আমাদের বেশি সময় লাগে না। আরামকো কোম্পানিতে যেতে ত্রিশ মিনিট লাগে। কিন্তু কাজে যাচ্ছেন না। আমি গতকাল শুক্রবার একটি সুযোগ পেয়েছি, তাই আমি বেড়াতে গিয়েছিলাম।

Yesterday was Friday. I went out in the morning with my friends wearing a jubba and a turban to go to the Saudi Aramco company. Because we have a holiday on Friday, I go there and I heard that Aramco company has a big mosque. I thought that I would go there first and offer the Jumma prayer. Because if I will ever go there again, I will perform the Jumma prayer in that big mosque and explore the company a little. We went to the mosque to offer the Friday prayer. There we performed the Jumma prayer.

গতকাল শুক্রবার ছিল। আমি সকালে আমার বন্ধুদের সাথে জুব্বা ও পাগড়ি পরে সৌদি আরামকো কোম্পানিতে যাওয়ার জন্য বের হলাম। শুক্রবার ছুটি থাকায় সেখানে গিয়ে শুনলাম আরামকো কোম্পানির একটা বড় মসজিদ আছে। ভাবলাম প্রথমে সেখানে গিয়ে জুমার নামাজ পড়ব। কারণ আমি যদি আবার সেখানে যাই, আমি সেই বড় মসজিদে জুমার নামাজ আদায় করব এবং কোম্পানিটি একটু ঘুরে দেখব। আমরা জুমার নামাজ পড়তে মসজিদে গেলাম। সেখানে আমরা জুমার নামাজ আদায় করি।

Here you can see that I came out after praying Jummah. To be honest, Saudi Arabia is the destination of Islam. The ground on which our beloved Prophet Muhammad, may God bless him and grant him peace, is lying. When I leave the mosque after the Friday prayer and feel a kind of peace within myself, the mind is drawn to that holy land again and again. Saudi Arabia—the land that gave birth to Islam and where the last prophet Muhammad, may God bless him and grant him peace, is laid to rest. Mecca and Medina are the heartlands of Muslims. The Kaaba Sharif located in Mecca is the Qiblah of all Muslims around the world. And the Prophet's Mosque in Madinah, where the Holy Prophet (PBUH) fasted, is of special importance to the Muslim Ummah. Saudi Arabia is not just a geographical place; It is the historical and spiritual center of Islam. From here the light of Islam spread throughout the world. It is a place for Muslims, where their faith is revived. Every Muslim has a special respect and love for Saudi Arabia in his heart. It is truly a unique experience of life to come here and experience the memory of Rasoolullah (SAW) by performing Hajj and Umrah. This attraction to Saudi Arabia, the destination of Islam, is a reflection of our love for our religion and our desire to get closer to God.

এখানে দেখা যাবে জুমার নামাজ পড়ে বের হয়েছি। সত্যি কথা বলতে কি, ইসলামের গন্তব্য সৌদি আরব। যে মাটিতে আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। জুমার নামাজের পর মসজিদ থেকে বের হয়ে যখন নিজের মাঝে একধরনের প্রশান্তি অনুভব করি, তখন মনটা বারবার সেই পবিত্র ভূমির দিকে টানে। সৌদি আরব—যে মাটি ইসলামের সূচনা করেছে এবং যেখানে মানবজাতির জন্য আলোকবর্তিকা হয়ে আসা শেষ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন।মক্কা ও মদিনা মুসলমানদের হৃদয়ের কেন্দ্র। মক্কায় অবস্থিত কাবা শরিফ বিশ্বের সকল মুসলমানের কিবলা। আর মদিনার মসজিদে নববী, যেখানে রাসূলুল্লাহ (সা.) এর পবিত্র রওজা রয়েছে, তা মুসলিম উম্মাহর জন্য বিশেষ গুরুত্ব বহন করে।সৌদি আরব কেবলমাত্র একটি ভৌগোলিক স্থান নয়; এটি ইসলামের ঐতিহাসিক ও আধ্যাত্মিক কেন্দ্র। এখান থেকেই ইসলামের আলো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। মুসলমানদের জন্য এটি এমন এক স্থান, যেখানে তাদের ইমান শক্তি পুনর্জীবিত হয়।প্রতিটি মুসলমানের হৃদয়ে সৌদি আরবের প্রতি একটি আলাদা শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। হজ ও ওমরা পালনের মাধ্যমে এখানে এসে রাসূলুল্লাহ (সা.) এর স্মৃতি অনুভব করা সত্যিই জীবনের অনন্য অভিজ্ঞতা। ইসলামের গন্তব্য সৌদি আরবের প্রতি এই আকর্ষণ আমাদের দ্বীনের প্রতি ভালোবাসা এবং আল্লাহর নৈকট্য লাভের ইচ্ছারই প্রতিফলন।


On Friday after finishing Jumma prayer I am having fun together on camera. Then I asked him to get me a picture. He told me that there is a bakala here you stand in front of the bakala I show you the picture. Then he showed me a picture. I am starting to enjoy the day very nicely.

শুক্রবার জুমার নামাজ শেষ করে ক্যামেরায় একসঙ্গে মজা করছি। তারপর আমি তাকে আমার একটি ছবি আনতে বললাম। আমাকে বললো এখানে একটা বাকাল আছে তুমি বাকালের সামনে দাঁড়াও আমি তোমাকে ছবিটা দেখাই। তারপর আমাকে একটা ছবি দেখাল। আমি খুব সুন্দরভাবে দিনটি উপভোগ করতে শুরু করছি।

There are many beautiful places to take pictures so I stopped there without delay and first I took pictures with my two friends. We three friends had a lot of fun together. But here we are three from three countries. I am from Bangladesh. Another friend is Indian. Another friend you can see, his home is Afghanistan. Anyway we three friends had a lot of fun. The place was really charming for photography. The natural beauty made us stop. So without wasting time I took pictures with my two friends. The moments were really special, because we were three friends representing three different countries.I am from Bangladesh, the land of green. A friend of mine is Indian, whose country is famous for its heritage and diversity. And our third friend is from Afghanistan, where people are known for their hospitality. Despite being from different cultures and countries, our friendship is very sincere and fun.Between pictures we shared stories, culture, and experiences of our country. We had a lot of fun talking about the language, the food, and the different customs. It seemed that differences of country and culture could never be a barrier to true friendship.This experience taught me even more that we may be separated by geographical boundaries, but bonds of friendship can bind us together. It will be a beautiful day of our life.

ছবি তোলার জন্য অনেক সুন্দর জায়গা আছে তাই দেরি না করে সেখানে থেমে প্রথমে আমার দুই বন্ধুর সাথে ছবি তুললাম। আমরা তিন বন্ধু মিলে অনেক মজা করলাম। কিন্তু এখানে আমরা তিন দেশের তিনজন। আমি বাংলাদেশ থেকে এসেছি। আরেক বন্ধু ভারতীয়। আরেক বন্ধুকে দেখতে পাচ্ছেন, তার বাড়ি আফগানিস্তান। যাই হোক আমরা তিন বন্ধু অনেক মজা করলাম। ছবি তোলার জন্য জায়গাটা ছিল সত্যিই মনোমুগ্ধকর। প্রাকৃতিক সৌন্দর্য যেন আমাদের থমকে যেতে বাধ্য করেছিল। তাই সময় নষ্ট না করে আমি আমার দুই বন্ধুর সাথে ছবি তুললাম। মুহূর্তগুলো সত্যিই বিশেষ ছিল, কারণ আমরা তিন বন্ধু ছিলাম তিন ভিন্ন দেশের প্রতিনিধি।আমি বাংলাদেশ থেকে এসেছি, সবুজের দেশ। আমার এক বন্ধু ভারতীয়, যার দেশ তার ঐতিহ্য ও বৈচিত্র্যের জন্য বিখ্যাত। আর আমাদের তৃতীয় বন্ধু আফগানিস্তান থেকে, যেখানকার মানুষরা তাদের আতিথেয়তার জন্য পরিচিত। ভিন্ন সংস্কৃতি ও দেশের মানুষ হওয়া সত্ত্বেও, আমাদের বন্ধুত্ব একদম আন্তরিক ও মজার।ছবির ফাঁকে ফাঁকে আমরা নিজেদের দেশের গল্প, সংস্কৃতি, এবং অভিজ্ঞতা শেয়ার করলাম। ভাষা, খাবার, এবং বিভিন্ন প্রথা নিয়ে কথা বলতে বলতে আমাদের অনেক হাসি-মজা হলো। মনে হচ্ছিল, দেশ ও সংস্কৃতির ভিন্নতা কখনোই প্রকৃত বন্ধুত্বে বাধা হতে পারে না।এই অভিজ্ঞতা আমাকে আরও বেশি শিখিয়েছে যে, আমরা হয়তো ভৌগোলিক সীমারেখায় পৃথক, কিন্তু বন্ধুত্বের বাঁধন আমাদের একসূত্রে গেঁথে রাখতে পারে। এটি আমাদের জীবনের এক সুন্দর দিন হয়ে থাকবে।


Now I told my friend that you take some pictures that I want to keep as a memory because I never come to visit this startup company because I am an expatriate. I work here one day in the week. I am very happy to be here. which I cannot disclose. Because I will always remember the day I spent here today. It will be a memorable day in my life. I spent today very well. So without further ado I share with you the day I enjoyed. Hope you like it very much. All of you will pray for me, I intend to work in the month of Ramadan. May Almighty Allah fulfill my hope. Have a good day. May Allah Hafez wish you all the best.

এখন আমি আমার বন্ধুকে বলেছিলাম যে আপনি কিছু ছবি তুলুন যা আমি স্মৃতি হিসাবে রাখতে চাই কারণ আমি একজন প্রবাসী হওয়ার কারণে আমি কখনই এই স্টার্টআপ কোম্পানিতে আসি না। আমি এখানে সপ্তাহে একদিন কাজ করি। আমি এখানে এসে খুব খুশি. যা আমি প্রকাশ করতে পারি না। কারণ আজ এখানে কাটানো দিনটি আমার সবসময় মনে থাকবে। এটি আমার জীবনের একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। আমার আজকের দিনটা খুব ভালো কাটল। তাই আর কোন ঝামেলা ছাড়াই আমি যে দিনটি উপভোগ করেছি তা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি খুব ভালো লাগবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি রমজান মাসে কাজ করার মনস্থ করেছি। মহান আল্লাহ আমার আশা পূরণ করুন। আপনার দিনটি ভালো কাটুক। আল্লাহ হাফেজ আপনার মঙ্গল কামনা করুন।

Thanks for reading my post.

IMG-20230422-WA0014.jpg

I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!