My favorite random photography.

in blurt-1787181 •  13 days ago 

Hello..!!
My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Sunday , January 05/2025

FunPic_20250105_141735947.jpg

Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes, if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography.

Dear friends welcome again to a brand new post today I am back to you again with a new photography post today my photography includes some flowers and some pictures of a vegetable garden. I have tried to present the post very concisely with all the pictures, I hope you like the post but let's start.

আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।

প্রিয় বন্ধুরা নতুন একটি ব্র্যান্ড নিউ পোস্টে আবারো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে আবার ও নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আজকে আমার ফটোগ্রাফির মধ্যে রয়েছে কিছু ফুল এবং একটি সবজি বাগানের কিছু আলোকচিত্র। সবগুলো আলোকচিত্র নিয়ে আমি আপনাদের মাঝে পোস্টটি অনেক সংক্ষিপ্তভাবে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি আমি আশা করছি পোস্টটি আপনাদের ভালো লাগবে তবে চলুন শুরু করি।

IMG-20241221-4014.jpeg

This is the marigold photography we all know. Actually the marigold flower looks very beautiful in red color. Marigold flower is a flower known to all of us, which is specially known for its color and beauty. Usually yellow or orange marigolds are more common, but the beauty of red marigold flowers is unique in a word. This flower adds a new dimension to nature with its bright red color. Red marigold flowers are not only beautiful to look at, but also cheer up our minds. The use of this flower is very popular in home decoration, puja-archana and various festivals. Its fragrance and charming color can make anyone happy. Red marigold flower is easy to grow and it grows very fast in garden or open space. It is equally popular in both rural and urban environments due to its easy care and long-lasting blooms. Moreover, marigolds have a special importance as an insect repellent plant. Red marigolds express our love for nature and appreciation for its beauty. This flower is not just a flower; It is a symbol of the color and beauty of life.

এটি হচ্ছে আমাদের সবার পরিচিত গাঁদা ফুলের ফটোগ্রাফি। আসলে গাঁদা ফুলটি দেখতে লাল রঙ্গের হওয়াই অনেক সুন্দর দেখাচ্ছিল।গাঁদা ফুল আমাদের সবার পরিচিত একটি ফুল, যা তার রঙ ও সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত। সাধারণত হলুদ বা কমলা রঙের গাঁদা বেশি দেখা যায়, তবে লাল রঙের গাঁদা ফুলের সৌন্দর্য এক কথায় অনন্য। এই ফুলটি তার উজ্জ্বল লাল রঙের মাধ্যমে প্রকৃতির মাঝে এক নতুন মাত্রা যোগ করে।লাল গাঁদা ফুল দেখতে শুধু সুন্দরই নয়, এটি আমাদের মনকেও প্রফুল্ল করে তোলে। গৃহসজ্জা, পূজা-অর্চনা এবং বিভিন্ন উৎসবে এই ফুলের ব্যবহার অনেক জনপ্রিয়। এর সুগন্ধ এবং মনোমুগ্ধকর রঙ যে কারও মন ভালো করে দিতে সক্ষম।লাল গাঁদা ফুল চাষ সহজ এবং এটি বাগান বা খোলা জায়গায় খুব দ্রুত বেড়ে ওঠে। এর সহজ পরিচর্যা এবং দীর্ঘস্থায়ী ফুলদানার কারণে এটি গ্রামীণ ও শহুরে উভয় পরিবেশেই সমান জনপ্রিয়। তাছাড়া, পোকামাকড় প্রতিরোধক গাছ হিসেবে গাঁদা ফুলের একটি বিশেষ গুরুত্ব রয়েছে।লাল রঙের গাঁদা প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসা এবং তার সৌন্দর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এই ফুলটি শুধু একটি ফুল নয়; এটি জীবনের রঙ এবং সৌন্দর্যের একটি প্রতীক।

IMG-20241221-4012.jpeg

This flower is a yellow colored marigold flower. Actually, I like the fragrance of marigold flower very much, that's why I tried to present this photograph to you. Marigold flowers are of different types. First I have presented you the red marigold flowers. Marigolds, especially yellow marigolds, are a unique gift of our nature. Its bright yellow color and mesmerizing beauty can stir anyone's mind. Marigold flowers are not only beautiful to look at, but also have a mild fragrance that has earned a special place in the hearts of nature lovers.
Yellow marigold flowers add color of beauty to our gardens, backyards, and various festivals. Marigold flowers are widely used in puja-parban, weddings or other cultural events. It not only enhances the beauty, but also adds a sense of natural freshness to the environment. The fragrance of marigold flowers always enchants me. It is one of my favorite flowers because of its availability and long lasting color. Whenever I see this flower, it feels like a bright touch on nature's canvas. So, I tried to share the beauty of marigold and my love for it with everyone by highlighting this photography. This little gift of nature not only beautifies our surroundings but also brings joy to our hearts. A story of perfect beauty is hidden in each petal of the marigold flower.

এই ফুলটি হচ্ছে হলুদ রঙের গাঁদা ফুল আসলে গাধা ফুল এর সুগন্ধ আমার অনেক ভালো লাগে ওই জন্য এই ফটোগ্রাফিটিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি।গাঁদা ফুল বিভিন্ন রকমের হয়ে থাকে। প্রথমে আমি লাল রঙের গাঁদা ফুল আপনাদের মাঝে তুলে ধরেছি। গাঁদা ফুল, বিশেষত হলুদ রঙের গাঁদা, আমাদের প্রকৃতির এক অনন্য উপহার। এর উজ্জ্বল হলুদ রং এবং মনোমুগ্ধকর সৌন্দর্য যে কারও মনকে আলোড়িত করতে পারে। গাঁদা ফুল শুধুমাত্র দেখতে সুন্দর নয়, এর একটি মৃদু সুগন্ধ রয়েছে যা প্রকৃতিপ্রেমীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।
হলুদ গাঁদা ফুল আমাদের বাগান, বাড়ির উঠোন, এবং বিভিন্ন উৎসবে সৌন্দর্যের রঙ ছড়ায়। পূজা-পার্বণ, বিয়ে বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে গাঁদা ফুলের ব্যবহার ব্যাপক। এটি শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং পরিবেশে একটি প্রাকৃতিক সতেজতার অনুভূতি যোগ করে।গাঁদা ফুলের সুগন্ধ আমাকে সবসময় মুগ্ধ করে। এর সহজলভ্যতা এবং দীর্ঘস্থায়ী রঙের কারণে এটি আমার প্রিয় ফুলগুলোর একটি। আমি যখনই এই ফুল দেখি, মনে হয় যেন প্রকৃতির ক্যানভাসে একটি উজ্জ্বল ছোঁয়া। তাই, এই ফটোগ্রাফিটি তুলে ধরে গাঁদা ফুলের সৌন্দর্য এবং এর প্রতি আমার ভালোবাসা সবার সঙ্গে ভাগাভাগি করার চেষ্টা করেছি।প্রকৃতির এই ছোট উপহার আমাদের চারপাশকে শুধু সুন্দরই করে না, বরং আমাদের মনে আনন্দও বয়ে আনে। গাঁদা ফুলের প্রতিটি পাপড়িতে লুকিয়ে থাকে এক নিখুঁত সৌন্দর্যের গল্প।

IMG-20241221-4017.jpeg

This is the photography of the saffron tree of that garden. In fact, the saffron tree looked very good, so I took the photograph.

এটি হচ্ছে ওই বাগানটির ঝাল গাছের ফটোগ্রাফি আসলে ঝাল গাছটি দেখতে বেশ ভালই লাগছিল ওই জন্য ফটোগ্রাফি করলাম।

IMG-20241221-4016.jpeg

I don't know the name of this flower, if you know the name of this flower, please comment, the flower was red in color and looked very nice.

এই ফুলটির নাম আমার ঠিক জানা নেই আপনারা যদি কেউ এই ফুলটির নাম জেনে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন, ফুলটি লাল রঙের হওয়ায় বেশ চমৎকার লাগছিল।

IMG-20241221-4013.jpeg

This is the photography of eggplant flower, the flower of eggplant tree looks very beautiful, I was attracted to see the flower so I present to you a photography. Nature is a precious treasure of many beauties spread around us. A small example of this is the flower of the brinjal plant. It is a flower that captivates our minds with its simplicity yet profound beauty. Eggplant flowers are sweet purple or white in color. The bright yellow colored stamens in the center enhance the beauty of the flower. As the flower looks beautiful, its practical importance is also undeniable. Eggplant is one of the most popular vegetable growing plants in our country. But the flowers of this plant are not given much importance in our eyes. In fact, this flower not only predicts fruit, but also plays an important role in the agricultural environment. Bees and other pollinating insects are attracted to these flowers, which help balance the environment.I felt a new love for nature while photographing the flowers of the brinjal tree. Its simple beauty fascinated me. So I wanted to share this flower photography with you, so that you too can be interested in this small yet beautiful flower. Eggplant flower is a unique example of the nature around us.

এটি হচ্ছে বেগুন গাছের ফুলের ফটোগ্রাফি, বেগুন গাছের ফুলটি দেখতে অনেক সুন্দর , ফুলটি দেখে আমি আকর্ষিত হয়েছিলাম তাই একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।প্রকৃতি আমাদের চারপাশে ছড়িয়ে থাকা অসংখ্য সৌন্দর্যের এক মহামূল্যবান ভাণ্ডার। এরই এক ছোট্ট উদাহরণ হলো বেগুন গাছের ফুল। এটি এমন একটি ফুল, যা সরলতায় ভরা অথচ গভীর সৌন্দর্য নিয়ে আমাদের মনকে আকর্ষিত করে। বেগুন গাছের ফুল দেখতে মিষ্টি বেগুনি কিংবা সাদা রঙের হয়। এর মাঝখানে থাকা উজ্জ্বল হলুদ রঙের পুংকেশর যেন ফুলটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে।ফুলটি দেখতে যেমন সুন্দর, তেমনি এর ব্যবহারিক গুরুত্বও অনস্বীকার্য। বেগুন গাছ মূলত আমাদের দেশের অন্যতম জনপ্রিয় একটি সবজি উৎপাদনকারী উদ্ভিদ। কিন্তু এই গাছের ফুলের প্রতি আমাদের দৃষ্টিতে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। প্রকৃতপক্ষে, এই ফুলটি শুধুমাত্র ফলের পূর্বাভাসই দেয় না, এটি কৃষি পরিবেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৌমাছি ও অন্যান্য পরাগায়নকারী পতঙ্গ এই ফুলের প্রতি আকৃষ্ট হয়, যা পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
বেগুন গাছের ফুলের ছবি তুলতে গিয়ে প্রকৃতির প্রতি নতুন করে ভালোবাসা অনুভব করেছিলাম। এর সরল সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। তাই এই ফুলের ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে হলো, যাতে আপনারাও এই ছোট্ট অথচ চমৎকার ফুলটির প্রতি আগ্রহী হতে পারেন। বেগুন গাছের ফুল আমাদের চারপাশের প্রকৃতির এক অনন্য দৃষ্টান্ত।

IMG-20241221-4015.jpeg

This is a photograph of an eggplant plant. There was a very beautiful eggplant at the bottom of the eggplant plant. I lifted the leaf and took this photograph.

এটি হচ্ছে বেগুন গাছের ফটোগ্রাফি বেগুন গাছটির নিচের দিকে অনেক সুন্দর একটি বেগুন হয়েছিল আমি পাতাটা উঠিয়ে এই ফটোগ্রাফি টা করেছিলাম।

IMG-20241221-40112.jpeg

Finally, I am going to end today's photography post with this photography. I don't even know this flower. I've seen it before, but I don't know the name. If you know, you can comment. Thank you all for being by my side for so long. Allah Hafez.

সর্বশেষে এই ফটোগ্রাফিটার মাধ্যমে আজকের এই ফটোগ্রাফি পোস্ট শেষ করতে যাচ্ছি। এই ফুলটিও আমি ঠিক চিনি না। আগে দেখেছি তবে নাম জানিনা। আপনারা জানলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষন পাশে থাকার জন্য।আল্লাহ হাফেজ।

IMG-20230422-WA0014.jpg

I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord