My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Saturday , November 09/2024
Assalamu Alaikum how are you all I hope you are all very well I am also very well with your prayers and the grace of Almighty Allah I am going to share with you today some stories about planting vegetables in the middle of the desert let's start. Before that I tell you something about my Nesma company. shared. Many of you may know that in Saudi Arabia there is only desert and desert as far as the eye can see. In the middle of this desert we work in Nesma company. We work in this company and we eat and drink in the company but sometimes our food and drink are not good because The quality of food here is not very good because of this we have a place on the side of this company where we have a very nice site surrounded by a net like a majra and we have thought of planting vegetables there and the vegetables we get from here are the vegetables we get. Sometimes we will try to make food in the room for one or two days when the food is bad.
আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় মহান আল্লাহতালার রহমতে অনেক ভাল আছি আমি আজ আপনাদের মাঝে মরুভূমির মাঝখানে সবজি লাগানোর কিছু গল্প শেয়ার করতে যাচ্ছি চলুন শুরু করা যাক।এর আগে আমি আপনাদের মাঝে আমার নেসমা কোম্পানি সম্পর্কে কিছু কথা শেয়ার করেছি।আপনারা হয়তোবা অনেকেই জানেন যে সৌদি আরবের যেখানে যতদূর চোখ যায় শুধু মরুভূমি আর মরুভূমি।এই মরুভূমির মাঝখানে আমরা নেসমা কোম্পানিতে কাজ করি।এই কোম্পানিতে কাজ করি এবং কোম্পানিতে আমরা খাওয়া-দাওয়া করি কিন্তু অনেক সময় আমাদের খাওয়া দাওয়া মাঝেমধ্যে ভালো হয় না কারণ আমাদের এখানে খাবারের মান খুব একটা ভালো না যার কারণে আমরা এই কোম্পানির সাইডে একটি জায়গা আছে সেখানে আমরা খুব সুন্দর ভাবে মাজরা মতন করে নেট দ্বারা চারি সাইট ঘেরা হয়েছে আর সেখানে আমরা সবজি লাগানোর চিন্তা-ভাবনা করেছি এবং এখান থেকে আমরা যে সবজি পাবো সেই সবজিগুলো আমরা মাঝে মাঝে এই যে এক, দুই দিন খাবার খারাপ দেয় সেই দু একদিন খাবার আমরা রুমে বানানোর চেষ্টা করব যাক আমাদের এই মাঝরা তৈরি করার গল্প।
As you can see here in the middle of the desert we have very nicely surrounded the vegetable garden with nets so that after planting the vegetables here, some of these seeds may not be eaten or give away our vegetables. Especially in desert countries there are many temperatures because of all these temperatures in the air there is only sand and some good soil. Yes, we can say one more thing that we put a lot of work here because being in the middle of the desert we have a lot of oxygen problems so we planted a lot of trees and plants. You can see already we have 2-3 people working in this vegetable garden here we have planted these vegetables seeds so that we can produce these vegetables well and water the vegetables two to three times.
আপনার এখানে দেখতে পাচ্ছেন মরুভূমির মাঝখানে আমরা খুব সুন্দর ভাবে নেট দ্বারা সবজি লাগানোর বাগান সুন্দরভাবে ঘেরা দেওয়া হয়েছে যাতে এখানে সবজি লাগানোর পরে কোন এই বীজগুলো না খেয়ে যেতে পারে বা আমাদের সবজি ছাড়া গুলো না দিতে পারে সেজন্য আমরা এর দ্বারা চারি সাইট ঘেরাও করে রেখেছি।আর বিশেষ করে মরুভূমির দেশগুলোতে অনেক তাপমাত্রা থাকে সকলেই কারণে এত তাপমাত্রা হাওয়ায় শুধু বালু আর ভালো কিছু মাটি রয়েছে অনেকগুলা বালু তোলার পরে আমরা সেই মাটিগুলো পেয়েছি এই মাটিগুলো আমরা খুব সুন্দরভাবে বালির ওপরে পানি ব্যবহার করে এটা আমরা সবজি লাগানোর উপযুক্ত করেছি হ্যাঁ আমরা আর একটা কথা বলতে পারি যে আমরা এখানে অনেক কাজ লাগায় কারণ মরুভূমির মাঝখানে থাকলে আমাদের অক্সিজেনের অনেক সমস্যা হয় সেজন্য আমরা অনেক গাছ-গাছালি লাগিয়েছি সেখানে যে সার মাটি গুলো আমরা ব্যবহার করি সেগুলো আমরা এই সবজি বাগানে ব্যবহার করে মাটিটি আমরা সবজি লাগানোর জন্য উপযুক্ত করেছি।আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা এই সবজি বাগানে ২-৩ জন লোক কাজ করছি করে এখানে আমরা এই সবজিগুলো বীজ রোপন করা হয়েছে যাতে করে আমরা ভালোভাবে এই সবজিগুলো উৎপাদন করতে পারি এবং সবজিগুলোকে দুই থেকে তিনবার পানি ব্যবহার করে থাকি।
If you look carefully, you will understand where the vegetables that we use this desert sir, after planting the vegetables in the soil, many of the vegetables are very dry and slowly come out and here we always use water two to three times a day. We surround the vegetables with sound on the top because it is very low because of which we can make the vegetables very well because if the temperature is high here and especially if we don't put a net on the top then the vegetables will all fall. little And below we have arranged the water so that we can keep this place wet all the time with water. , Jhal, tomato, carrot, etc. We have planted many trees here, in a word, we have planted all the winter vegetables that are made here so that on the 2 days in a week when our food is bad, we will take food from here and try to make it in the room. And so that in our bad food base we can fill up with these vegetables.
আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যেখানে আমরা যে সবজিগুলো এই মরুভূমির এ দিয়ে স্যার ব্যবহার করে মাটিতে সবজি লাগানো উপযুক্ত করার পরে আমরা অনেকগুলো সবজি খুব টাড়াগুলো আস্তে আস্তে বের হয়েছে আর এখানে আমরা সব সময় পানি ব্যবহার করি দিনে দুই থেকে তিনবার আমরা পানি দিয়ে থাকি এই সবজিগুলো আমরা উপরে সাউন্ড দ্বারা ঘিরে দিয়েছি কারণ যা খুব কম হয় যার কারণে সবজিগুলো অনেক ভালোভাবে আমরা তৈরি করতে পারি কারণ এখানে যদি তাপমাত্রা বেশি থাকে আর বিশেষ করে উপরে যদি আমরা নেট না দিয়ে তাহলে সবজিগুলো সব পড়ে যাবে উপরে নেট দ্বারা ঘিরে দিয়েছি যাতে আমরা এই তাপটা অল্প লাগে আর নিচে আমরা পানির ব্যবস্থা করেছি যাতে আমরা পানি দ্বারা সব সময় এই জায়গাটা ভিজিয়ে রাখতে পারি ইতিমধ্যে আপনাদের আমি একটি ফটো দিয়েছে সেটি হল আমরা এখানে অনেকগুলো করার চেষ্টা করেছি মানে একটা জায়গায় সবজি চেষ্টা করেছি তার মধ্যে রয়েছে বেগুন, লাল শাক, মুলা শাক,পুঁইশাক,ঝাল, টমেটো গাজর ঢেঁড়স ইত্যাদি আমরা অনেক গাছ এখানে এক কথায় শীতকালীন যে সবজি গুলো এখানে তৈরি করা হয় সেগুলো সবই আমরা লাগিয়েছি যাতে আমাদের সপ্তাহে যে২ একদিন খাবার খারাপ দেয় সেই দুই একদিন আমরা এখান থেকে খাবার তুলে নিয়ে গিয়ে রুমে বানানো চেষ্টা করব এবং যাতে আমাদের খারাপ খাবার দেওয়ার ঘাঁটিতে আমরা এই সবজি দ্বারা পূরণ করতে পারে।
Cultivating vegetables in deserts is because the temperature is high and the soil fertility is low. But with proper methods, planning and care it is possible to grow crops like red cabbage, puishak, jhal, dal, radish in the desert. Here is explained how to grow vegetables by creating beds in the desert.
First the desert soil has to be adapted. Desert soils are generally sandy, with low water holding capacity. So it is necessary to mix organic manure or compost with the soil to make the bed. Organic fertilizers increase soil fertility and help retain soil moisture. If the soil does not have the necessary nutrients, then the crops will not grow well. To make the beds in the desert, the soil should be raised a little and small canals should be made around it, so that the water can easily collect and go underground during irrigation. Beds are usually made 1-2 feet wide and about 6-8 inches deep. The length of the bed depends on the size of the land. Seeds or seedlings of vegetables and vegetables are planted in these beds. During the sowing of seeds or seedlings of vegetables such as red cabbage, puishak, jhal, radish, radish, etc., a specific distance must be maintained between the beds. Radish and radish seeds can be sown directly in the bed. Seedlings can be used instead of seeds in case of puishak. Sprout seeds should be planted about 12 inches apart, to give the plants enough room to grow quickly.Proper irrigation is very important in growing vegetables in the desert, as water is hard to come by. Drip irrigation is suitable for deserts because it reduces water wastage and delivers water directly to the roots. Morning or afternoon irrigation keeps the soil moist for a long time. It is best not to overwater, as this can lead to root rot. Mulching helps retain moisture in desert soils. Covering the bed with straw, dry leaves or plastic sheeting keeps the soil moist and regulates the temperature. It also controls the growth of weeds around the plants, which is helpful for better crop growth. Plants cultivated in the desert should be monitored regularly. Sometimes the soil of the land should be loosened, so that air can enter the soil. If there are weeds, they must be cleared, because weeds absorb nutrients from the plants. The high temperature in the desert can lead to attacks by certain types of insects. So it is important to control the insects in a natural way. Neem oil can be sprayed or natural insecticides can be used.Red leafy greens, radishes, turnip greens etc. are generally harvestable within 25-30 days of sowing. The rods and cones take a bit more time. After collecting the vegetables, the beds can be cleaned and prepared for the next cultivation. Even in the harsh environment of the desert, it is possible to cultivate red cabbage, puishak, jhal, dal, radish vegetables using proper care and methods. This process ensures maximum use of desert land by creating beds and growing vegetables and provides fresh vegetables for the locals.
মরুভূমিতে সবজি চাষ করা কারণ সেখানে তাপমাত্রা বেশি এবং মাটির উর্বরতা কম। তবে সঠিক পদ্ধতি, পরিকল্পনা এবং পরিচর্যার মাধ্যমে মরুভূমিতে লাল শাক, পুঁইশাক, ঝাল, ঢেঁড়স, মুলা শাকের মতো ফসল চাষ করা সম্ভব। এখানে মরুভূমিতে বেড তৈরি করে শাকসবজি চাষের পদ্ধতি ব্যাখ্যা করা হলো।
প্রথমে মরুভূমির মাটিকে উপযুক্ত করতে হবে। মরুভূমির মাটি সাধারণত বেলে ধরনের হয়, যা পানির ধারণ ক্ষমতা কম। তাই বেড তৈরি করতে মাটির সঙ্গে জৈব সার বা কম্পোস্ট মেশানো প্রয়োজন। জৈব সার মাটির উর্বরতা বাড়ায় এবং মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। মাটিতে যদি প্রয়োজনীয় পুষ্টি না থাকে, তবে ফসল ভালোভাবে বৃদ্ধি পাবে না।মরুভূমিতে বেড তৈরি করতে মাটি খানিকটা উঁচু করে চারপাশে ছোট ছোট খাল তৈরি করতে হবে, যাতে সেচ দেওয়ার সময় পানি সহজে জমা হয়ে মাটির নিচে চলে যায়। সাধারণত ১-২ ফুট চওড়া এবং প্রায় ৬-৮ ইঞ্চি গভীর বেড তৈরি করা হয়। বেডের দৈর্ঘ্য নির্ভর করে জমির আকারের ওপর। এই বেডগুলোতে শাক ও সবজির বীজ বা চারা রোপণ করা হয়।লাল শাক, পুঁইশাক, ঝাল, ঢেঁড়স, মুলা শাক ইত্যাদি শাকসবজির বীজ বপন বা চারা রোপণের সময় সাধারণত বেডের মধ্যে সুনির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হয়। লাল শাক ও মুলা শাকের বীজ সরাসরি বেডে বোনা যায়। পুঁইশাকের ক্ষেত্রে বীজের পরিবর্তে চারা ব্যবহার করা যেতে পারে। ঝাল বা ঢেঁড়সের বীজগুলোকে প্রায় ১২ ইঞ্চি দূরত্বে লাগানো উচিত, যাতে গাছগুলি পর্যাপ্ত স্থান পায় এবং দ্রুত বৃদ্ধি পায়।মরুভূমিতে শাকসবজি চাষে সঠিক সেচের ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেখানে পানি পাওয়া কঠিন। ড্রিপ সেচ পদ্ধতি মরুভূমির জন্য উপযুক্ত, কারণ এতে পানির অপচয় কম হয় এবং শেকড়ের কাছে সরাসরি পানি পৌঁছে দেয়। সকালে বা বিকেলে সেচ দিলে মাটির আর্দ্রতা দীর্ঘ সময় ধরে থাকে। অতিরিক্ত পানি না দেওয়া ভালো, কারণ এতে গাছের শেকড়ে পচন ধরে যেতে পারে।মালচিং মরুভূমির মাটিতে আর্দ্রতা ধরে রাখতে সহায়ক। বেডের ওপর খড়, শুকনো পাতা বা প্লাস্টিকের শিট দিয়ে ঢেকে দিলে মাটির আর্দ্রতা বজায় থাকে এবং তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে। এটি গাছের চারপাশের আগাছা বৃদ্ধিও নিয়ন্ত্রণ করে, যা ফসলের ভালো বৃদ্ধির জন্য সহায়ক।মরুভূমিতে চাষ করা গাছগুলোকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। মাঝে মাঝে জমির মাটি আলগা করে দিতে হবে, যাতে মাটির ভেতরে বাতাস ঢুকতে পারে। আগাছা থাকলে সেগুলো পরিষ্কার করতে হবে, কারণ আগাছা গাছের পুষ্টি শোষণ করে।মরুভূমিতে তাপমাত্রা বেশি থাকায় কিছু বিশেষ ধরনের পোকামাকড়ের আক্রমণ হতে পারে। তাই প্রাকৃতিক পদ্ধতিতে পোকামাকড় নিয়ন্ত্রণ করা জরুরি। নিম তেল স্প্রে করা বা প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করা যেতে পারে।লাল শাক, মুলা শাক, পুঁইশাক ইত্যাদি সাধারণত বপনের ২৫-৩০ দিনের মধ্যে সংগ্রহযোগ্য হয়। ঢেঁড়স ও ঝাল কিছুটা বেশি সময় নেয়। গাছের শাকসবজি সংগ্রহের পর বেড পরিষ্কার করে পরবর্তী চাষের জন্য প্রস্তুত করা যায়।মরুভূমির কঠিন পরিবেশেও সঠিক পরিচর্যা ও পদ্ধতি ব্যবহার করে লাল শাক, পুঁইশাক, ঝাল, ঢেঁড়স, মুলা শাক চাষ করা সম্ভব। এই প্রক্রিয়ায় বেড তৈরি করে শাকসবজি চাষ করার মাধ্যমে মরুভূমির জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায় এবং স্থানীয়দের জন্য তাজা সবজি সরবরাহের ব্যবস্থা হয়।
Now I want to tell you something funny. Here you can see that a friend of mine came to the Bangladesh vegetable garden and sat down. A dove entered the garden. The dove could not get out. It tried to catch the dove because the dove tried to get out. But can't get out because we have the best bird around here he is then sure he succeeds, there was no bad intention to catch the bird this dove bird he this dove bird that post Trying to kill that many people see Tia bird abroad in Bangladesh after petting it, took it for a walk and said to the mother that I am this dove bird, give me a photo. I will release this picture online then I say I work on a platform with all of you this is why I have framed this bird on your shoulder so you all can see how beautiful this is. The dove bird is sitting but the dove bird is very happy and I will not share more with you another day I will come to you another day please pray for my visa and let me spend the next days very well and the next days with more good posts among you. I will be there. You all will be fine.
এবার আমি আপনাদের মজার কিছু কথা বলতে চাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমারে একটা বন্ধু বাংলাদেশ সবজি বাগানে এসে যখন বসেছিল পারে যে একটি ঘুঘু পাখি বাগানের ভেতরে ঢুকে পড়েছে এই ঘুঘু পাখিটি আর বের হতে পারছে না ঘুঘু পাখিরে ধরার চেষ্টা করে কারণ ঘুঘু পাখিটি যতই বের হওয়ার চেষ্টা করে কিন্তু বের হতে পারে না কারণ আমাদের এই চারপাশে সেরা রয়েছে পাখিটি উনি তখন তখন অবশ্যই সে সফল হয়, পাখিটি ধরার জন্য কোন খারাপ উদ্দেশ্য ছিল না এই ঘুঘু পাখিটি সে এই ঘুঘু পাখিটি সেই পোস্ট মারানোর চেষ্টা করে যে অনেকেই দেখি বাংলাদেশের বিদেশে টিয়া পাখি পোষ মানানোর পরে ওরে নিয়ে বেড়ায় মাকে বলল যে আমি এই ঘুঘু পাখিটি আমাকে একটি ফটো তুলে দাও সে ঘুঘু পাখিটির পাকনা রাখার পরে তার ঘাড়ে ঘুঘু পাখিটি বসিয়ে রাখে আর তখন আমি এই ঘুঘু পাখিটির ছবি তুলি যে আমি এই ছবিটি অনলাইনে ছাড়বো তো আমি তখন বলি আমি তো একটি প্ল্যাটফর্মে কাজ করি সবার সাথে আপনার এই বিষয়টি এজন্য আমি আপনাদের মাঝে এই পাখিটি কাঁধে ফ্রেমে বন্দি করেছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ভাবে এই ঘুঘু পাখিটি বসে আছে কিন্তু অনেক আনন্দিত হয়ে ঘুঘু পাখিটি তার কাদের আর বেশি কিছু আপনাদের মাঝে শেয়ার করব না অন্য একদিন আরও অন্য আপনাদের মাঝে আসবো আমার ভিসার জন্য দোয়া করবেন এবং আমি যেন সামনের দিনগুলো অনেক ভালোভাবে কাটাতে পারি এবং সামনের দিনগুলো আরো ভালো পোস্ট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব।আপনারা সবাই ভালো থাকবেন।
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
It looks so hot and dry in there. It's amazing you can grow vegetables.