Time and health are the real wealth in Ajugra Beribada.

in blurt-1787181 •  14 days ago 

Hello..!!
My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Wednesday , December 04/2024

IMG_20201130_1522730174.jpeg

Assalamu Alaikum, today I am going to share a new post with you all. Today I and my friend Sajid went for a little walk outside Ajugra Beri and I will share with you what our experience was. I hope you will stay with me from the beginning to the end and enjoy this wonderful blog today. Tell me who does not like to roam? Can't speak for everyone but I love to travel. About 7 to 8 days ago I made a post about Enayetpur Beribad and discussed in detail with you about the scenery and the place, but we have another place like Beribad in this Ajugra area.

আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আমি আবার নতুন একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি এবং আমার বন্ধুর সজিদ দুজনে মিলে আজুগড়া বেরি বাদে একটু ঘুরতে গিয়েছিলাম সেখানে সেখানে গিয়ে আমাদের কেমন অভিজ্ঞতা হলো সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করে নেব আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং আজকের এই চমৎকার ব্লগটি উপভোগ করবেন। ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে বলুন? সবার কথা বলতে পারব না তবে আমার ঘুরাঘুরি করতে অনেক ভালোলাগে। প্রায় ৭ থেকে ৮ দিন আগে আপনাদের মাঝে আমি এনায়েতপুর বেরিবাদ নিয়ে একটা পোস্ট করেছিলাম এবং সেখানে কেমন দৃশ্য কেমন জায়গা এটা নিয়ে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করেছিলাম তবে ওরকম বেরিবাদের মতো আরেকটি জায়গা আমাদের এই আজুগড়া এলাকায় রয়েছে আজকে সেখানে গিয়েছিলাম জায়গাটা কেমন চলুন দেখে আসি।

IMG_20201130_1522730173.jpeg

First of all the place is under construction as it is located on the banks of a river so most of the soils in this area are sandy soils that means if they are heavy after heavy rain then they will be washed into all the rivers which will affect the people of this area because we all know that river erosion is very harmful for us. direction So for this, the government is making some big cement square things and filling them next to the river. Actually I don't know the exact name of this thing but when I saw them in Enayetpur Beribad this work was being done in the same way so that the river does not break. The place is really a sight to see when we were passing through the road it was very dusty my pant got dirty due to the dust in the evening when I came back I cleaned it and then went home.

প্রথমত জায়গাটি কাজ চলমান যেহেতু এটা একটা নদীর তীরে অবস্থিত তাই এখানকার এলাকার বেশিরভাগ মাটিগুলো হচ্ছে বালি মাটি অর্থাৎ এগুলো যদি মুষলধারে বৃষ্টির আছে পরে তাহলে এগুলো ধুয়ে সব নদীতে নেমে যাবে যার ফলে এই এলাকার মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে কারণ আমরা সবাই জানি নদী ভাঙ্গন আমাদের জন্য খুবই ক্ষতিকর একটা দিক। তো এই জন্য সরকারিভাবে এখানে অনেক বড় বড় সিমেন্টের বর্গাকার কিছু জিনিস তৈরি করে নদীর পাশে ভরাট করা হচ্ছে। আসলে এই জিনিসটার নাম আমার ঠিক জানা নেই তবে এগুলো আমি যখন এনায়েতপুর বেরিবাদে দেখেছিলাম সেখানেও একইভাবে এই কাজটা করা হচ্ছিল যাতে নদী ভাঙ্গন না হয়। জায়গাটি আসলেই দেখার মত একটা জায়গা যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন অনেক ধুলোবালি ছিল ধুলোবালির চোটে আমার প্যান্ট অনেক নোংরা হয়ে গেছে সন্ধ্যা বেলায় যখন ফিরে আসতাম তখন এটা পরিষ্কার করে তারপরে বাড়ি ফিরেছি।

IMG_20201130_1522730172.jpeg

When we were returning home, it was sunset time and standing here, the sunset scene was really amazing, we could enjoy the beauty of nature in a very beautiful way by seeing the red bright sun here. And the most important thing is that this place is a place to visit. Many couples and friends from far and wide have come to visit here in groups and all of them are taking photographs. In between, I and Sajid have also taken many photographs. In fact, photography is very good. There are many shops around the place but the shops are not so advanced shops only tea-biscuits are available here. Under the bridge I was watching an uncle getting nets for fishing which in our area are called current nets.

আমরা যখন বাড়ি ফিরে আসছিলাম তখন সূর্য ডোবার সময় ছিল আর এখানে দাঁড়িয়ে সূর্য ডোবার দৃশ্যটা সত্যিই অনেক অসাধারণ লাগছিল লাল টকটকা সূর্য দেখে প্রকৃতির সৌন্দর্য অনেক সুন্দর ভাবেই আমরা উপভোগ করতে পেরেছি এখানে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই জায়গাটা দেখার মত একটা জায়গা দেখলাম অনেক দূর দুরান্ত থেকে অনেক কাপল এবং বন্ধুরা দলবেঁধে এখানে ঘুরতে এসেছে এবং সবাই মিলে ফটোগ্রাফি করছে তো এর মধ্যেও আমি এবং সাজিদ দুজনেও অনেকগুলো ফটোগ্রাফি করেছি আসলে ফটোগ্রাফি করতে বেশ ভালই লাগে। জায়গাটার আশেপাশে অনেকগুলো দোকান রয়েছে তবে দোকানগুলো তেমন একটা উন্নত দোকান নয় এখানে চা-বিস্কিট এ ধরনের জিনিসপত্রই শুধু পাওয়া যায়। ব্রিজের নিচে দেখছিলাম একটি আঙ্কেল মাছ ধরার জন্য জাল পেতে রাখছে একে আমাদের এলাকায় কারেন্ট জাল হিসেবে আখ্যায়িত করা হয়।

IMG_20201130_1522730171.jpeg

Due to the presence of the river here, one of the things that people have benefited the most is that they can collect fish from the river for free. Actually when we do fish farming we have to do fish farming here after spending money but they can catch fish here for free and earn their livelihood which is a good thing. Anyway, the experience today was pretty good, you can comment how you liked it. If you like it, you can say it, if you like it, you can say it, I will try to fix it later.

এখানে নদী থাকার কারণে একটা বিষয় মানুষের সবচেয়ে বেশি সুবিধা হয়েছে সেটা হচ্ছে নদীর মাছ ফ্রিতেই আহরণ করা । আসলে আমরা যখন মাছ চাষ করি তখন আমাদের এখানে টাকা খরচ করার পরে মাছ চাষ করতে হয় তবে এরা এখানে ফ্রিতে মাছ আহরণ করতে পারে এবং তাদের জীবিকা নির্বাহ করতে পারে এটা চমৎকার একটা বিষয়। যাই হোক আজকে অভিজ্ঞতাটা মোটামুটি ভালোই ছিল আপনাদের কেমন লেগেছে এটা আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে সেটাও বলতে পারেন খারাপ লাগলে সেটাও বলতে পারেন আমি পরবর্তীতে এগুলো ঠিক করে নেয়ার চেষ্টা করব।

IMG_20201130_1522730170789.jpeg

I had almost forgotten that health is our real wealth because for almost a year I doubted whether or not I had ever been ill, but suddenly a few days ago I had a fever in the morning and started suffering from headaches to pretty much everything I was thinking. It is a normal thing and maybe it will get better after a few days, so one day I took some rest and saw what the situation was but it was not going to get better, then the next day I went to Betil to buy some medicine. I usually don't think it's the first time to go to the doctor because the medical system here is very good. If you go to the doctor, the visitor charges 500 taka and if he gives a prescription, the medicine will be around 3-400 taka. All in all, I don't have that much budget because I'm a student.

স্বাস্থ্যই আমাদের প্রকৃত সম্পদ এই কথাটা প্রায় আমি ভুলেই গিয়েছিলাম কারণ প্রায় এক বছর যাবত আমি হয়তো বা কোনদিন অসুস্থ হয়েছি কিনা এই বিষয়ে আমার সন্দেহ রয়েছে কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে সকালবেলায় জ্বর এসেছিল এবং মাথা ব্যাথা শুরু থেকে শুরু করে মোটামুটি সকল রকমের কষ্টই পেয়েছি তো আমি ভাবছিলাম যে এটা স্বাভাবিক কোন একটা বিষয় কিছুদিন গেলে হয়তোবা ঠিক হয়ে যাবে তাই একদিন একটু রেস্ট নিয়ে দেখলাম কি অবস্থা কিন্তু কোন মতেই এটা ঠিক হতে চাচ্ছিল না তারপরে পরের দিন বেতিল ‌এ চলে গেলাম কিছু ওষুধ কেনার উদ্দেশ্যে। আমি সাধারণত ডক্টর এর কাছে যাওয়াটা প্রথম উচিত মনে করলাম না কারণ এখানের চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নতমানের ডক্টরের কাছে গেলে ভিজিটর চার্জ দিলে ৫০০ টাকা আর যদি প্রেসক্রিপশন দেয় সেটাতেও আনুমানিক ৩-৪০০ টাকার ওষুধ থাকবেই সবমিলিয়ে এত বাজেট আমার কাছে নেই কারন আমি স্টুডেন্ট ।

IMG_20201130_1522730176.jpeg

I think saving as much as you need at this student age is better for yourself because we don't have a site income so we have to be content with what we get from home anyway, first thing in the morning I felt weak after getting fresh then I drank a little water and vomited. There was a feeling of nausea in the morning we are given daily food here with potato and dal this is our daily routine but what I thought maybe we can't eat it because we eat a lot of oil fatty food in Meherpur area but absolutely no oil in this area. I don't taste much because I don't eat it. So I thought that I would drink some water in the morning and then go to the market to buy something and then come here and eat it, maybe it would be a little better.

আমার মনে হয় এই স্টুডেন্ট বয়সে যতটা সেভ করে চলা প্রয়োজন ততটাই নিজের জন্য অনেক ভালো কারণ আমাদের তেমন একটা সাইট ইনকাম নেই বাসা থেকে যা দেয় সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তো যাই হোক প্রথমে সকাল বেলায় ফ্রেস হওয়ার পরে দুর্বল লাগছিল তারপর একটু পানি খেলাম এবং বমি, বমি একটা ভাব ছিল সকালে আমাদের এখানে আলুভর্তা এবং ডাল দিয়ে প্রতিদিনের খাবার দিয়ে থাকে এটা আমাদের দৈনিক রুটিন তবে যা মনে হচ্ছিল এটা হয়তোবা খেতে পারবো না কারণ আমাদের মেহেরপুর এলাকায় প্রচুর পরিমাণে তেল চর্বি জাতীয় খাবার খায় তবে এই এলাকায় একেবারেই তেল খায় না তার কারণে আমি তেমন একটা স্বাদ পাই না। তো ভাবলাম যে সকাল বেলা একটু পানি খাই তারপরে বাজারে গিয়ে কোন কিছু একটা ক্রয় করে আনব তারপরে এখানে এসেই সেটা খেলে হয়তো বা একটু ভালো লাগবে।

IMG_20201130_1522730175.jpeg

So with this in mind I went to the market and first bought some medicines from the market and talked to the pharmacy waiter and told about my problems. First of all he was giving me a syrup from Square company which was a cough syrup. He gave me a little less than the medicine. I took it for two days and see what the situation is. It seems that even if my body is not so sick, I will recover with the general treatment. Then he listened to me, measured a leaf and gave me some medicines. The total bill was 40 Taka. Thanks for your prayers since yesterday, Alhamdulillah, I am very well. It seems that I will be able to post regularly from now on. Thanks for enjoying the block by my side.

তো এই কথা ভেবেই আমি বাজারে গিয়ে প্রথমে বাজার থেকে কিছু ওষুধ ক্রয় করার পরে ফার্মেসির ভাইটারের সাথে একটু কথা বললাম এবং আমার সমস্যাগুলোর কথা বললাম উনি প্রথমত আমাকে স্কয়ার কোম্পানির একটা সিরাপ দিচ্ছিল যেটা ছিল কাশির সিরাপ আসলে আমার একটু খুসখুসে কাশিও রয়েছে তো আমি বললাম আপাতত আপনি যেই ওষুধের একটু পাওয়ার কম ওটা দিয়ে দেন আমি দুদিন খেয়ে দেখি কি অবস্থা হয়তোবা আমার তেমন একটা শরীর অসুস্থ হয় নাই এমনিতেই সাধারণ চিকিৎসাতেই সুস্থ হয়ে উঠবো বলে মনে হয়। তো তারপরে উনি আমার কথা শুনে এক পাতা নাপা‌ এবং কিছু ওষুধ দিলেন সব মিলিয়ে বিল আসল ৪০ টাকা তো আমি ওগুলো ক্রয় করার পরে বাজার থেকে একটু তরকারি ক্রয় করে নিলাম এবং এখানে এসে কোনরকম একটু ভাত খেয়ে ওষুধ গুলো খেয়ে নিলাম। গতকাল থেকে আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন থেকে নিয়মিত পোস্ট করতে পারব বলে মনে হয় ধন্যবাদ আমার পাশে থেকে ব্লক টি উপভোগ করার জন্য।

IMG-20230422-WA0014.jpg

I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!