My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Sunday , December 01/2024
Assalamu Alaikum how are you all I hope you are all very well I am very well by the grace of Almighty Allah through your prayers. I am back today with a new post. Let's get started. Tell me who does not like photography? I can't speak for everyone but I personally love photography a lot. Especially now that I have come to the village area and seeing the fresh scenery of the village area makes my mind happy. This morning I thought that the weather is very beautiful, today some photography can be done, so I woke up in the morning, freshened up and went with the bike for the purpose of photography. Today I will share with you my old memories photography of some places, these memories were really memorable because when I was in nine-ten I used to go to math private every day along this road and every corner here is covered with dust and every place is familiar to me. Today I will share with you the scenic views along the road. I think you won't find my post too bad. But let's see today's photographs.
আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমি আপনাদের দোয়ায় মহান আল্লাহতালার রহমতে অনেক ভালো আছি। আমি আজ আবার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হইয়েছি। চলুন শুরু করা যাক। ফটোগ্রাফি করতে কার না ভালো লাগে বলুন? সবার কথা বলতে পারব না আমি তবে আমার ব্যক্তিগতভাবে ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে এখন তো গ্রাম এলাকাতে এসেছি আর গ্রাম এলাকার নিত্যনতুন প্রাকৃতিক দৃশ্য দেখে যেন মনটা ফুরফুরে হয়ে যায়। আজকে সকালে ভাবলাম আবহাওয়াটা অনেক সুন্দর আজকে কিছু ফটোগ্রাফি করা যেতে পারে তাই সকাল বেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইকটা নিয়ে চলে গেলাম ফটোগ্রাফি করার উদ্দেশ্যে। আজকে আমি আমার পুরনো স্মৃতি কিছু জায়গার ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব, এই স্মৃতিগুলো সত্যি অনেক স্মরণীয় ছিল কারণ আমি যখন নাইন-টেনে পড়তাম তখন এই রাস্তা দিয়ে প্রতিদিন ম্যাথ প্রাইভেট পড়তে যেতাম এবং এখানকার প্রত্যেক আনাসে কানাচে আমার পায়ের ধুলো রয়েছে এবং প্রত্যেকটা জায়গা আমার চেনা। আজকে আমি সেই রাস্তার পাশে যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে সেগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব । আমার মনে হয় আমার এই পোস্টটি আপনাদের তেমন একটা খারাপ লাগবে না। তবে চলুন আজকের ফটোগ্রাফি গুলো দেখে আসি।
This is the old flower photography, I don't remember the exact name of this flower but it is a medicinal plant. Also, if the petals of this flower are put in water, it turns round and it is very nice to see.
এটা সেই পুরনো ফুলের ফটোগ্রাফি, এই ফুলটির নাম আমার ঠিক মনে নেই তবে এটি একটি ঔষধি গাছ। সেই সাথে এই ফুলের পাপড়ি যদি পানিতে ফেলা যায় তাহলে গোল আকারে ঘুরতে থাকে এটা খুবই ভালো লাগে দেখতে।
These are solar panels and motors. Summer irrigation is done with this motor. It is a very simple system. Basically, using the heat of the sun, this heat energy is converted into mechanical energy, water is extracted from the ground and the field is irrigated with it.
এটি হচ্ছে সোলার প্যানেল এবং মোটর। এই মোটর দিয়ে গ্রীষ্মকালের সেচ করে আবাদ করা হয় ।এটি অনেক সাস্ত্রই একটা ব্যবস্থা। মূলত রোদের তাপ কে কাজে লাগিয়ে এই তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে মাটির নিচ থেকে পানি উত্তোলন করা হয় এবং সেটা দিয়ে মাঠে সেচ দেওয়া হয়।
I think the third photography is more interesting. Because through this photography you will see the corn field. In the sun you can see that the condition of the corn field has deteriorated but still it was the nature scene that caught my eye.
তিন নম্বর ফটোগ্রাফি টা আমার মনে হয় আরো বেশি ইন্টারেস্টিং। কারণ এই ফটোগ্রাফির মাধ্যমে আপনারা ভুট্টা ক্ষেত দেখতে পাবেন। রোদে দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেতের অবস্থা নাজেহাল হয়ে গেছে তবে তবুও যেন প্রকৃতির দৃশ্য আমার নজর কেড়েছিল।
Water is raised with it. I shared with you how it works in the previous photography. This is another part of that solar panel motor. It also basically helps to remove water.
এটা দিয়ে পানি উঠানো হয়। আমি এর আগের ফটোগ্রাফি তে আপনাদের শেয়ার করেছিলাম যে এটি কিভাবে কাজ করে । ওই সোলার প্যানেল মটরের এটা হচ্ছে আরেকটি অংশ। এটিও মূলত পানি উঠাতে সাহায্য করে থাকে ।
On the tree you can see delicious jackfruits, I say delicious because seeing these jackfruits made me want to eat anchods. One day I will share this recipe with you, inshallah, it is very delicious to eat.
গাছে দেখতে পাচ্ছেন সুস্বাদু কাঁঠাল, সুস্বাদু বললাম এই কারণে যে এই কাঁঠালগুলো দেখে আমার এঁচোড় খেতে ইচ্ছা করছিল। এচড় রেসিপি একদিন আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ এটি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে ।
This is a photograph of a wild brinjal plant. These wild brinjals look very small, they are small but cannot be eaten, I used to play with them a lot when I was a child, now I think I am doing photography when I grow up.
এটি হচ্ছে বুনো বেগুন গাছের ফটোগ্রাফি। এই বুনো বেগুন গুলো দেখতে অনেক ছোট ,ছোট হয় তবে খাওয়া যায় না, ছোটবেলায় এগুলো নিয়ে অনেক খেলা করতাম এখন বড় হয়ে ফটোগ্রাফি করছি ভাবা যায়।
Jhal Muri is not eaten for a long time. I ate it once three months ago and then I didn't eat it again. In fact, after taking Jhalmuri, I have a little problem with ACID, then again it causes heartburn and stomach problems, so I try to stay away from them as much as possible. But today I wanted to eat it so much that I couldn't explain it, so without delay I went to Gangni to eat Jhalmuri. Actually I always eat Jhal Muri from Saurabh uncle. As the name of Ena is Saurabh, it cannot be understood that what magic is there in Jhalmuri of Ena. In such a delicious way that he can make jhal muridi that I can't remain true without praising it. In fact, Enna's jhalmurid is not only good to eat, many people come from far and wide to eat this jhalmurid and eat cereal till about ten to twelve o'clock. I remember the first time I went to buy Jhalmuri from Anna, my serial number was 13, so there were many Jhal Muriwala selling Jhalmuri around, but when she said that your serial number is 13, I felt a little bit annoyed because after so many serials, my serial number will come. I wonder what it looked like because there were a lot of jhalmuriwallas around. Then Russell saw my annoyed face and said that it is fun to eat with this jhal muridi cereal.
অনেকদিন ঝাল মুড়ি খাওয়া হয় না । সেই তিন মাস আগে একবার খেয়েছিলাম তারপরে আর খাওয়া হয় নাই। আসলে ঝালমুড়ি খেলে আমার একটু এসিডিটির সমস্যা হয় পরে আবার বুক জ্বালাপোড়া করে আবার পেটেও ঝামেলা করে এজন্য এগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করি। কিন্তু আজকে এটা খেতে এত যে ইচ্ছা করলো যে বলে বোঝাতে পারবো না তাই আর বেশি দেরি না করে চলে গেলাম গাংনিতে ঝালমুড়ি খাওয়ার উদ্দেশ্যে। আসলে আমি সবসময় সৌরভ কাকার কাছ থেকে ঝাল মুড়ি খেয়ে থাকি। এনার নাম যেমন সৌরভ তেমনি এনার ঝালমুড়িতে যে কি জাদু রয়েছে এটা বলে বোঝানো যায় না । এত সুস্বাদু ভাবে যে ইনি ঝাল মুড়ি তৈরি করতে পারে যে প্রশংসা না করে সত্যি থাকতে পারছি না।আসলে এনার ঝালমুড়ি শুধু মুখে মুখেই ভালো না এই ঝালমুড়ি খেতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এবং মোটামুটি দশ থেকে বারোটা পর্যন্ত সিরিয়াল পড়ে যায় ঝাল মুড়ি খেতে। আমার মনে আছে আমি যখন প্রথম এনার কাছ থেকে ঝালমুড়ি খেতে গিয়েছিলাম তখন আমার সিরিয়াল নাম্বার হয়েছিল ১৩, তো আশেপাশে অনেক ঝাল মুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রয় করছিল তারপরেও যখন উনি বলল যে আপনার সিরিয়াল নম্বর হচ্ছে ১৩ তখন একটু সাময়িকভাবে বিরক্তবোধ করছিলাম কারণ এত সিরিয়ালের পরে আমার সিরিয়াল আসবে এটা ভাবতেই কেমন একটা লাগছিল কারণ আশপাশে অনেক ঝালমুড়িওয়ালা ছিল সেখান থেকে নিলেই তো হয়। তারপরে আমার বিরক্তভরা চেহারা দেখে রাসেল বলল যে বন্ধু এই ঝাল মুড়ি সিরিয়াল দিয়ে খেয়েও মজা ।
In fact, I realized that Russell was telling the truth only when I took the jhalmuri on my cheek. Then, as if all the waiting was annoyed, the expression on the face was drawn to an end. That day I realized that jhalmuri can be presented so beautifully! So since then whenever I got time I used to go to have Jhalmuri from uncle. After that, it has been almost three months and three and a half months that Jhalmuri is not eaten. Because I had gone out to study, now I have come home for a few days, so I wanted to check the old white and new Jhal Muri of Saurabh bhai's hand.
আসলে কথাটা রাসেল সত্যি বলেছিল এটা তখনই বুঝতে পারলাম যখন ঝালমুড়িটা একবার গালে নিলাম। তখন যেন সব অপেক্ষার বিরক্তি কর মুখের ছাপের উপরে ইতি টানা গেল। সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে ঝালমুড়ি এত সুন্দর করে মাখিয়ে উপস্থাপন করা যায়! তো তারপর থেকে যখনই সময় পেতাম রেগুলার সৌরভ , কাকার কাছ থেকে ঝালমুড়ি খেতে যেতাম। তো তারপরে তো প্রায় তিন মাস সাড়ে তিন মাস এমন হয়ে গেছে ঝালমুড়ি খাওয়া হয় না । কারণ আমি তো বাইরে পড়তে গেছিলাম এখন কিছুদিন হল বাসায় এসেছি তাই মন চাইলো যে সৌরভ ভাইয়ের হাতের সেই পুরনো সাদের নতুন ঝাল মুড়িটা একবার চেকে আসি।
I was seeing a lot of people while eating jhal muridi. Inside it Saurabh Kaka finely chopped onions and chopped chillies and then mixed his own hand made spices and wrapped them inside. And after mixing all these together with wet chickpeas, after adding Banful Chanachur on top of it, they started kneading everything together and after kneading for two to three minutes, weighed it on a plate and gave us 40 rupees. And served with cucumber salad. After that, Russell and I ended up talking and talking and then we both came back home. After such a long time, it was very good to eat mudri makha, now I will go again inshallah.
Until today, may you all be well. Everyone pray for me. May I be able to appear among you with some better posts in the coming days. May Allah Hafez wish you all the best.
ঝাল মুড়ি খাওয়ার সময় দেখছিলাম অনেক মানুষের ভিড়। তার ভিতরে সৌরভ কাকা অনেক সুন্দর করে পেঁয়াজকুচি করলো এবং মরিচ কুচি করলো এরপরে তার নিজের হাতে তৈরি করা বিভিন্ন প্রকার মসলা একত্র করে তার ভিতরে মুড়ে ঢেলে দিল। এবং সাথে ভেজা ছোলা এগুলো সব কিছু মেশানোর পরে এর উপরে বনফুল চানাচুর দেওয়ার পরে সবগুলো একসঙ্গে মাখানো শুরু করলো এবং দুই থেকে তিন মিনিট মাখানোর পরে একটা প্লেটে করে দাঁড়িপাল্লায় ওজন করে আমাদের ৪০ টাকার দিল। এবং সাথে দিল শসার সালাদ। এরপরে আমি এবং রাসেল দুজন গল্প করতে ,করতে মুড়িমাখাটা শেষ করলাম এবং তারপরে দুজনে আবার বাড়ি ফিরে আসলাম। এতদিন পর মুড়ি মাখা খেয়ে বেশ ভালো লাগলো এবার হাতে সময় করে আবারও যাব ইনশাল্লাহ ।
আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভাল থাকবেন। আমার জন্য সকলের দোয়া করবেন। আমি যেন সামনের দিনগুলো আরো ভালো কিছু পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি।আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আল্লাহ হাফেজ।
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.